বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৪

                        
 
                             PART - A

১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১) গরীবের গতর এ রা সস্তা দেখে - বক্তা কে ? এই উক্তির কারন ব্যাখা করো ।


২) তোরা মর । তোরা মর মুখপোড়ারা - এই কথাটির বক্তা কে ? তার এরূপ উক্তির কারন কি ?



২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) "" এই ভোরের জন্য অপেক্ষা করছিল "" । এ খানে কর কথা বলা হয়েছে ? এই অপেক্ষার পরিণতি কি হয়েছিল তা লেখো ?


২) "" আমি তা পারিনা "" - বক্তা কি পারেন না ? তার এমন উক্তির কারন কি ?


৩)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) " বিভাব "" নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো ।


২) শিল্প কে যে মানুষ ভালোবেসেছে তার বাধক্য নেই কলিনাথ - বক্তা কে ? তিনি এমন মন্তব্য করেছেন কেন ?



৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ? এই প্রশ্নের কারন কি ? উক্তি টি সংক্ষেপে লেখো ।


২) চোখের জল টা তাদের জন্য - এ খানে কাদের কথা বলা হয়েছে ? এই উপলব্দির কারন যুক্তি সহ লেখো ?



৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) পাহাড়ের নিচে যেদিন থেকে লালনিশান খুঁটি গেড়েছে , সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে - বক্তা কে ? উক্তিটির মমার্থ লেখো ?


২) পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে " হাজং " । " হাজং " শব্দের অর্থ কী ? তাদের জীবনযাত্রার পরিচয় দাও ?


৬)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



১) গঠন গত দিকে থেকে বাক্যের শ্রেণীবিভাগ করো । প্রতি টি বাক্যের একটি করে উদাহরণ দাও ।


২) সমার্থকতা , বিপরীত তার্থকতা ও ব্যাপকার্থকতা  উদাহরণ দিয়ে বোঝাও ।



৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



১) বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোচনা করো ।


২) বাংলা চিত্রকলা ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ।


৩) ভারতীয়  ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ।


৪) বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান নিয়ে আলোচনা করো ।



                           ( রচনা )


১)রক্তদান জীবনদান


২) সমাজ সেবা ও ছাত্রজীবন

৩) বিতর্কের বিষয় :- আধুনিক জীবনে বিজ্ঞান
অপরিহার্য

৪) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ।



                      PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :

১) ওষ্ঠ ধ্বনি হলো ?

ক) শ

খ) দ

গ) ট

ঘ) ক



২) পলাশ শব্দটির আদি অর্থ ?

ক) মাংস ভক্ষণ কারি

খ ) ফুল বিশেষ

গ) নগণ্য মানুষ

ঘ) মহৎ ব্যাক্তি



৩) লিমা যারা বানিয়েছিল তারা হলো ?

পুরোহিত

 খ) রাজা

গ) মজুর

ঘ) মন্ত্রী


৪) গুরু নানকের শিষ্য র নাম ?


ক) মর্দানা

খ) গোবিন্দ সিংহ

গ) কালিনাথ

ঘ) রঞ্জিত সিংহ


৫) তুমি থিয়েটারের কাজ ছেড়ে দাও - বক্তা হলো ?

ক) কলীনাথ

খ) রমব্রীজ

গ) মর্দানা

ঘ) বড়ো লোকের সুন্দরী মেয়ে টি ।



৬) কঠিনেরে ভালোবাসি লাম - কবি কোন কঠিনকে ভালোবেসেছিলেন , এর কারন কি ?

ক) সে সত্যকে প্রকাশ করে

খ) সে বঞ্চনা করে না

গ) সে আঘাত করে না

ঘ ) সে দুঃখ দেয় না ।


৭) ধুলোর কলঙ্ক দেখা যায় ?

ক) পাথরের গায়ে

 খ) অবসন্ন মানুষের শরীরে

 গ) মাটির উপরে

 ঘ) চাঁদের গায়ে ।



৮) ওটা পাশবিক স্বার্থপরতা - এই স্বার্থপরতা হলো ?

ক) মৃতুঞ্জয়ের

খ) নিখিলের

 গ) অফিসের বড়বাবুর

 ঘ) টুনুর মার



৯) অশুচ বাড়ির ভাত খেতে নি দাদা , বক্তা কে ?

ক) চন্নুনি

খ) চন্দ্রানি

গ) বাসিনী

ঘ) বিন্দু বাসিনী



১০) নির্ঘাত মরে গেছে বুড়িটা , বক্তা

ক) শ্যামা

খ) কানু

 গ) মাধো

ঘ) জগা


১১) " কনক  পানি " চালের ভাত খান

ক) বড়বাবু

খ) মেজবাবু

 গ) পিসিমা

 ঘ) ছোটো বাবু


১২) এক সময় দাগী ডাকাত ছিল

ক) ফজলু সেখ

খ) নিবারণ বাগদী

গ) করিম

ঘ) নকড়ি নাপিত



১৩) আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত

ক) বিভাব

খ) প্রহসন

গ) গীতি নাট্য

ঘ) অভাব


১৪) গ্রীনরুমে ঘুমোই , কে ঘুমান  -

ক) কালীনাথ

খ) রমব্রীজ

 গ) রামচরণ

ঘ) রজনীকান্ত



১৫) রামকিঙ্কর বেইজের একটি বিখ্যাত ছবি হলো


ক) ভারতমাতা

খ) গ্রীষ্মের দুপুর

 গ) ভীষ্মের প্রতিজ্ঞা

 ঘ) অহল্যা হ'ল পাষাণী


১৬) অপুর সংসার কাহিনী চিত্রে অপুর ভূমিকায় অভিনয় করেন

ক) সৌমিত্র চট্টোপাধ্যায়

খ) অনুপ কুমার

গ) উত্তম কুমার

ঘ) সুবীর বন্দ্যোপাধ্যায়


১৭) এই ভোরের কাগজ অপেক্ষা করছিল কে -

ক) চিতাবাঘিনি

খ) সুন্দর বাদামি হরিণ

 গ) কয়েক টা মানুষ

ঘ) মিশরের মানুষী



১৮) আমি দেখি , কবি কি দেখেন -

ক) ফুল

খ) পাখি
গ) ফল

ঘ) গাছ


২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :



১) তাস পিটানো ছেলে গুলি অস্তস্তিতে পরে - কেন ?

২) পৌষে বাদলা সম্পর্কে গ্রামের " ডাক পুরুষের " পুরোনো বচনটি কি ?

৩) এই রে - পুলিশ আসছে । লাগলো ঝঞ্ঝাট , পুলিশ আসছিল কেন ?
৪) এই তো জীবনের সত্য কালিনাথ - সত্যটি কি ?

৫) এখনও আগুন জ্বলছে তাদের । কারা কেন আগুন জ্বালিয়ে ছিল

৬) অলস সূর্য একে দেয় - কি একে দেয় ?

৭) গাছ গুলো তুলে আনো - কেন ?

৮) কেন তবে গান গাওয়া , এ কথা বলার কারন কি ?

৯) সেই রাতে চিৎকার উঠেছিল - কি জন্যে চিৎকার উঠেছিল ?

১০) থিসরাস কি ?


১১) উদাহরণ দিয়ে সুর তরঙ্গ বুঝিয়ে দাও 

১২) বিভাব নাটকে মিছিলে যা চাওয়া হয়েছিল তা হলো ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন