![]() |
কর্তার ভুত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন [ একাদশ শ্রেণী বাংলা ] |
১) তারা বলে , " ভয় করে যে কর্তা ।" - কারা এ কথা বলে ? তাদের কীসের ভয় ? কর্তা জবাবে কি বলেছে ?
২) কর্তার ভুত নিছক ভূতের গল্প না রাজনৈতিক লুকানো কাহিনী তা আলোচনা করো ?
৩) কর্তার ভুত গল্পে ভুতুড়ে র জেল খানার সতন্ত্র টি সংক্ষেপে লেখো ? অথবা ভূতের শাসন তন্ত্র সংক্ষেপে লেখো ?
৪) বেহুঁশ যারা তারাই পবিত্র , হুশিয়ার যারা তারাই , এই উক্তিটি সংক্ষেপে ব্যাখা করো ।
৫) ভুত গ্রস্থ দেশে কোন আদিম আভিজাত্য অভিহিত করে তা লেখো ?
৬) মানুষের মৃত্যু আছে , ভূতের তো মৃত্যু নেই , কোন প্রসঙ্গে কথা টি বলা হয়েছে ? ভূতের স্বরূপ উদঘাটন করে তার মৃত্যু না থাকা , অর্থাৎ অমরতের ব্যাপার টি বুঝিয়ে লেখো ?
৭) " তারা ভয়ে সজাগ আছে " - কাদের কথা বলা হয়েছে ? সজাগ থাকার কারণ কি ?
৮) ভূতের রাজত্বে আর কিছু না থাক অন্ন হোক , বস্ত্র হোক , স্বাস্থ্য হোক - শান্তিতে থাকে , ব্যাখা করো ?
৯) " ভবিষ্যত কে মানলেই তার জন্য যত ভাবনা , ভুত কে মানলে কোনো ভাবনা নেই , " - কে ? কেন এই মন্তব্য করেছে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন