১) " বাড়ির কাছে আরশি নগর "- কার বাড়ি ? " আরশি " শব্দের তাৎপর্য কি ?
২) বাড়ির কাছে আরশি নগর কবিতা টি নামকরণের সার্থকতা বিচার করো ?
৩) আমি এক দিনও না দেখি লাম তারে " আমি ও তারে বলতে কাকে বোঝানো হয়েছে ? " বক্তা তার সখি জনকে দেখতে পাইনা কেন ?
৪) " মনে বাঞ্চনা করি দেখবো তারে । কবি কাকে দেখতে চান " তাকে দেখার কবির বাসনা হয়েছে কেন ?
৫) " তবু লক্ষ্য যোজন ফাঁক রে " - কার সঙ্গে এই ব্যাবধান ? একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কি ?
৬)" সে ক্ষণেক থাকে শূন্যে র উপরে আবার ক্ষণেক ভাসে নিরে ।" - নির ও শূন্যে " শব্দ দুটি র আভিধানিক ও কাব্যিক অর্থ লেখো ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন