১) " দ্বিপান্তরের বন্দিনী " - কবিতায় কিভাবে কবির সদেস প্রীতির প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ?
২) " রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান " - প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো ?
৩) " জীবন চুয়ানো সেই ঘানি হতে , আরতির তেল এ নে ছ কি ? - রূপক অর্থ টি বুঝিয়ে দাও ?
৪) " দ্বিপান্তরের ঘানিতে লেগেছে " , যুগান্তরের ঘূর্ণিপাকে " - প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো ?
৫) " মা " র কতদিন " দ্বিপান্তর " - মা কে ? তিনি কেন দ্বিপান্তরিতা ?
৬) " ধ্বংস হলো কি রক্ষ পুর " - রক্ষপুর বলতে কবি কি বুঝিয়েছেন ? কীভাবে তা ধ্বংস হবে ?
৭) " হায় শোখিন পূজারী " - পূজারী কে ? তাকে শোখিন বলা হয়েছে কেন ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন