![]() |
নীলধ্বজের প্রতি জনা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন |
১) নীলধ্বজের প্রতি জনা কাব্য থেকে পাগলিনী জনার চরিত্র আলোচনা করো ।
২) বীরাঙ্গনা শব্দের অর্থ কী ? জনা কি প্রকৃত বীরাঙ্গনা যুক্তি সহ বিচার করো ।
৩)" নীলধ্বজের প্রতি জনা " কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন ?
৪) " কিন্তু বৃথা এ গঞ্জনা ! গুরুজন তুমি : পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে ।" - গঞ্জনা বৃথা কেন ? জনা কেন বিষম পাপের আশঙ্খা করেছেন ?
৫) " মহারথী প্রথা কি হে এই , মহারথী ? - কার প্রতি কে এই উক্তি করেছেন ? মহারথী প্রথা কি ? কে কিভাবে তা লঙ্ঘন করেছেন ?
৬) কুন্তী ও দ্রপদি সম্পর্কে জনা কি কি অভিযোগ করেছেন ?
৭) " দাহিলখান্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে " - খান্ডব কি কে কেন তা দহন করেন ?
৮) কোরববংশের বিরুদ্ধে জনার অভিযোগ গুলি সংক্ষেপে লেখো ?
৯) প্রবীর ও নীলধ্বজ কে জনা কিভাবে যুদ্ধে উদ্ভুধ করেছেন ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন