১) আমরা তো অল্পে খুশি ; কি হবে দুঃখ করে ? আমরা বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন ? কবিতা অনুসারে তাদের জীবন চর্চা টি লেখো । অথবা এরা দুঃখ করে না কেন ?
২) আমাদের শুকনো ভাতে লবণের ব্যাবস্থা হোক কে বলেছেন ? এই দাবি কার কাছে কেন ?
৩) সে অনেক পরের কথা কোন কথা উক্তিটি মর্মাথ লেখো ?
৪) আমি তার মাথায় চরি ! কে কার মাথায় চড়ে তাৎপর্য লেখো ?
৫)মাঝে মাঝে চলেও না দিন , দিন চলে না কেন ? এর ফলে কি হয় ?
৬) নুন কবিতার নামকরণের যথার্থ বিচার করো ।
৭) আমরা তো সামান্য লোক " - কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে ? সামান্য লোক শব্দে র তাৎপর্য কি ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন