১) " সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নেই নির্বিচারে "- সেই দার্শনিকের নাম
ক) গ্যালিলিও
খ) অ্যারিস্টটল
গ) মাইকেল এঞ্জেলো
ঘ) কোপানিকাস
উত্তর :- অ্যারিস্টটল
২) গ্যালিলিও ডাক্তারিতে যখন ভর্ত্তি হন , তখন তাঁর বয়স ছিল ?
ক) আঠারো
খ) পনেরো
গ) ষোলো
ঘ) সতেরো
উত্তর :- সতেরো
৩) বাড়ি হয়ে ওঠলো ফ্যাক্টরি কারুশালা । এ খানে যার বাড়ির কথা বলা হয়েছে তিনি হলেন ?
ক) টলেমি
খ) কপার্ণিকাস
গ) গ্যালিলিও
ঘ) বেলারিমিন
উত্তর :- গ্যালিলিও
৪) গ্যালিলিওর দূরবীনে ধরা পড়েছিল ?
ক) মঙ্গলের উপগ্রহ
খ) বৃহস্পতির চাঁদের ছবি
গ) পৃথিবীর নক্ষত্র
ঘ) মঙ্গলের চাঁদের ছবি
উত্তর :- বৃহস্পতির চাঁদের ছবি
৫) ' ১৬০৯ সালে ঘটলো এক নতুন ব্যাপার ' - নতুন ব্যাপার টি হলো ?
ক) দূরবীন আবিষ্কার
খ) আহিনক গতির আবিষ্কার
গ) অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার
ঘ) চশমা আবিষ্কার
উত্তর :- আহিনক গতির আবিষ্কার
৬) গ্যালিলিও দেহত্যাগ করেন ?
ক) ১৬৪২ সালে ৮ই জানুয়ারী
খ) ১৬৪০ সালে ৮ই জানুয়ারী
গ) ১৬৪৩ সালে ৮ই জানুয়ারী
ঘ) ১৬৪৫ সালে ৮ই জানুয়ারী
উত্তর :- ১৬৪২ সালে ৮ই জানুয়ারী
৭) ১৩ বছর বয়সে গ্যালিলিও কোন মঠে কি নিয়ে পড়াশুনা শুরু করলেন ?
ক) কথিড্রাল চার্চে ধর্ম ও সাহিত্য নিয়ে
খ) বেনেডিকটিন সম্প্রদায় মঠে সাহিত্য, ন্যায় ও ধর্ম শাস্ত্র নিয়ে
গ) রেড ক্রসে চিকিৎসা শাস্ত্র ও বিজ্ঞান নিয়ে
ঘ) রামকৃষ্ণ মিশনে ধর্ম ও অর্থনীতি নিয়ে
উত্তর :- বেনেডিকটিন সম্প্রদায় মঠে সাহিত্য, ন্যায় ও ধর্ম শাস্ত্র নিয়ে
৮) কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশুনা করেন গ্যালিলিও ?
ক) কেমব্রিজে ইংরেজী সাহিত্যে
খ) পিসা বিশ্ববিদ্যালয়ে আইন
গ) কালিফোনিয়া বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান
ঘ) পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারী
উত্তর :- পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারী
৯) প্রথম জীবনে গ্যালিলিওকে অর্থ কষ্টে ভুগতে হলো কেন ?
ক) তার পিতা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন
খ) তিনি আশানুরূপ বেতন পেতেন না
গ) তিনি অর্থোপার্জনে মনোযোগী ছিলেন না
ঘ) তিনি কর্মসংস্থান থেকে বিতারিত হন
উত্তর :- তিনি আশানুরূপ বেতন পেতেন না
১০) শিক্ষিত জনসাধারনের কাছে প্রচারের জন্য গ্যালিলিও কোন পন্থা ধরলেন ?
ক) গ্যালিলিও প্রচার অভিযান শুরু করলেন
খ) গ্যালিলিও সংবাদ পত্রে বিজ্ঞাপন দিলেন
গ) গ্যালিলিও ইটালিয়ান ভাষায় লিখতে শুরু করলেন
ঘ) গ্যালিলিও পোপের সাহায্য নিলেন
উত্তর :- গ্যালিলিও ইটালিয়ান ভাষায় লিখতে শুরু করলেন
১১) গ্যালিলিওর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো কেন ?
ক) গ্যালিলিও দেশ দ্রহিতা করেছিলেন
খ) গ্যালিলিও পোপের বিরুদ্ধে কথা বলেন
গ) গ্যালিলিওর নতুন মতবাদ সনাতন পন্থীদের সংস্কার ও সহকর্মীদের যশাক্ষাঙ্কা কে আহত করেছিল
ঘ) গ্যালিলিও রাজনীতি করেছিলেন
উত্তর :- গ্যালিলিওর নতুন মতবাদ সনাতন পন্থীদের সংস্কার ও সহকর্মীদের যশাক্ষাঙ্কা কে আহত করেছিল
১২) গ্যালিলিওকে স্বীকার করানো হয় ?
ক) তিনি গণিতজ্ঞ নন
খ) তিনি ধর্মদ্রোহী
গ) তিনি কোপারনিকাস তত্ত্ব নিয়ে যা লিখেছেন সে সবই তাঁর বৃথা গর্বের অজ্ঞতা ও অসতর্কতার নিদর্শন
ঘ) তিনি দেশদ্রোহী
উত্তর :- তিনি কোপারনিকাস তত্ত্ব নিয়ে যা লিখেছেন সে সবই তাঁর বৃথা গর্বের অজ্ঞতা ও অসতর্কতার নিদর্শন
১৩) গ্যালিলিও জন্ম গ্রহণ করেছিলেন কোন শহরে ?
ক) ফ্লোরেন্সে
খ) পিসা
গ) রোম
ঘ) ভেনিস
উত্তর :- পিসা
১৪) গ্যালিলিওর পিতা ভালো বাজাতে পারতেন ?
ক) গিটার
খ) বীণা
গ) লিউট
ঘ) সেতার
উত্তর :- লিউট
১৫) গ্যালিলিও ডাক্তারিতে ভর্তি হলেন ?
ক) ১৫৭৭ সালে
খ) ১৫৭৮ সালে
গ) ১৫৮০ সালে
ঘ) ১৫৮১ সালে
উত্তর :- ১৫৮১ সালে
১৬) গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপনা শুরু করেন ?
ক) ১৫৮৬ সালে
খ) ১৫৮৭ সালে
গ) ১৫৮৮ সালে
ঘ) ১৫৮৯ সালে
উত্তর :- ১৫৮৮ সালে
১৭) তাসকানির বৃদ্ধ ডিউক মারা যান ?
ক) ১৬০৪ সালে
খ) ১৬০৬ সালে
গ) ১৬০৯ সালে
ঘ) ১৬১০ সালে
উত্তর :- ১৬০৯ সালে
১৮) গ্যালিলিও ১৬১০ সালে ভেনিস ছেড়ে তাসকানি চলে গেলেন কেন ?
ক) নতুন ডিউক প্রচুর অর্থ সম্পদ দিয়ে গ্যালিলিওকে রাজপন্ডিত পদে নিয়োগ করেন
খ) গ্যালিলিওর পিতা অসুস্থ ছিলেন
গ) গ্যালিলিও নতুন চাকরি পান
ঘ) গ্যালিলিওকে মঠ থেকে বিতারিত করা হয়
উত্তর :- নতুন ডিউক প্রচুর অর্থ সম্পদ দিয়ে গ্যালিলিওকে রাজপন্ডিত পদে নিয়োগ করেন
১৯) গ্যালিলিওর রোমে ডাক পড়লো ___ সালে
ক) ১৬১৬
খ) ১৬১৭
গ) ১৬১৮
ঘ) ১৬১৯
উত্তর :- ১৬১৬
২০) গ্যালিলিও কারারুদ্ধ হলেন _____?
ক) ১৪ ই এপ্রিল
খ) ১২ ই এপ্রিল
গ) ১৫ ই এপ্রিল
ঘ) ১৬ ই এপ্রিল
উত্তর :- ১২ ই এপ্রিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন