ইতিহাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইতিহাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

উনবিংশ ও বিংশ শতকে ও সান্রাজ্যবাদের প্রসার MCQ প্রশ্ন ও উত্তর




প্রতি প্রশ্নের মান :–১


১) Colonia যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে, তা হল-
ক) ফরাসি
খ) লাতিন
গ) গ্রিক
ঘ) ইংরেজ

উত্তর :- লাতিন

২)  ইম্পেরিয়াম শব্দটি হল একটি—
ক) ফরাসি শব্দ
খ) লাতিন শব্দ
গ) গ্রিক শব্দ
ঘ) ইংরেজি শব্দ

উত্তর:- লাতিন শব্দ

৩) ‘নতুন বিশ্ব’ বা ‘New World’ শব্দটি প্রথম উল্লেখ করেন- ?
ক) কলম্বাস
খ) কেব্রাল
গ) লরেঞ্জো দ্য মেডিচি
ঘ) আমেরিগাে ভেসপুচি

উত্তর :- আমেরিগাে ভেসপুচি

৪)  কলম্বাস ‘রেড ইন্ডিয়ান বলেছিলেন- ?
ক) দক্ষিণ ভারতের মানুষদের
খ) দক্ষিণ আমেরিকার মানুষদের
গ) মেক্সিকোর মানুষদের
ঘ) উত্তর আমেরিকার মানুষদের

উত্তর :- দক্ষিণ আমেরিকার মানুষদের

৫)  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থায়ী শান্তিপ্রতিষ্ঠা ও বিশ্ববাসীর নিরাপত্তারক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়—
ক) জাতিসংঘ
খ)  ইউরােপীয় ইউনিয়ন
গ) জাতিপুঞ্জ
ঘ) কমিকন

উত্তর :- জাতিপুঞ্জ

৬) নির্জোট আন্দোলনের সূচনাকারী সম্মেলনটি ছিল—
ক) হাভানা
খ) কলম্বাে
গ) নিউ দিল্লি
ঘ) বান্দুং

উত্তর :- বান্দুং

৭) ইস্ট ইন্ডিজ হল আসলে—
ক) মালয়েশিয়া
খ)  ইন্দোনেশিয়া
গ) ইউরেশিয়া
ঘ) ক্রোয়েশিয়া

উত্তর :- ইউরেশিয়া

৮)  আফ্রিকার পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে যোগসহ গড়ে তােলার প্রচেষ্টা চালায়
ক) পাের্তুগিজরা
খ) ফরাসিরা
গ) ইংরেজরা
ঘ)  ওলন্দাজরা

উত্তর :- ওলন্দাজরা

৯) দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গতে তুলেছিল-
ক) ফরাসিরা
খ) ইংরেজরা
গ) পাের্তুগিজরা
 ঘ) র্জওলন্দাজর

উত্তর :- পাের্তুগিজরা

১০)  আফিম যুদ্ধের পরে চিনে প্রবেশ করে ?
ক) ফরাসিরা
খ) ব্রিটিশরা
গ) রুশরা
ঘ) মার্কিনিরা

উত্তর :- মার্কিনিরা

১১)  অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত
ক) আফ্রিকা
খ) এশিয়া
গ) আমেরিকা
ঘ) ইউরােপ

উত্তর :- আফ্রিকা

১২)  কমােডাের পেরির জাপানে আগমন ঘটে—
ক) ১৮৫৪ খ্রি
খ) ১৪৯২ খ্রি
গ) ১৭৮৩ খ্রি
ঘ) ১৮৯৯ খ্রি

উত্তর :- ১৮৫৪ খ্রি

১৩)  জাপান একুশ দফা দাবি পেশ করেছিল—
ক) ভারতে
খ) চিনে
গ) আমেরিকায়
ঘ) সােভিয়েত ইউনিয়নে

উত্তর :- চিনে

১৪)  ‘নিউ নেদারল্যান্ড আলবানি’তে উপনিবেশ ছিল—
ক) ইংরেজদের
খ) ফরাসিদের
গ) ডাচদের
ঘ)  পর্তুগিজদের

উত্তর :- ফরাসিদের

১৫)  কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল
ক) ফ্রান্স
খ) স্পেন
গ) র্ডেনমার্ক
ঘ) ইংল্যান্ড

উত্তর :- র্ডেনমার্ক

১৬)  ব্রাজিলে ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল—
ক) পাের্তুগাল
খ) ফ্রান্স
গ) ইংল্যান্ড
ঘ) স্পেন

উত্তর :- পাের্তুগাল

১৭) যে ইংরেজের নেতৃত্বে ব্রিটিশরা নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেছিলেন, তিনি হলেন-
ক) র্মাকেয়ার
খ) ক্যাপটেন কুক
গ) ওয়েকফিল্ড
ঘ) ম্যাক আর্থার

উত্তর :- র্মাকেয়ার

১৮)  ১৭৭৬ খ্রিস্টাব্দে আমেরিকায় ইংরেজদের স্বাধীন উপনিবেশগুলির সংখ্যা
ক) ১২
খ) ১৩
গ) ১৪
ঘ) ১৫

উত্তর :- ১৩

১৯) এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে খিস্টান
 মিশনারিগণ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় সাহায্য করেন-

ক) বাণিজ্যিক লেনদেনের দ্বারা
খ) খীষ্টধর্ম প্রচারের দ্বার
গ) পুঁজিবাদী আদর্শ প্রচারের দ্বারা
ঘ) সাম্যবাদী আদর্শ প্রচারের দ্বারা

উত্তর :- খীষ্টধর্ম প্রচারের দ্বার

২০)  ১৯৩২ খ্রিস্টাব্দে নাগাদ নিখিলসভা গঠন করেন-
ক) গান্ধিজি
খ) গোপালকৃয় গোখলে
গ) ড. বি. আর. আস্বেদকর
ঘ) তিলক

উত্তর :- তিলক

২১) . ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়_
ক) ১৬০০ খ্রি
খ) ১৬০২ খ্রি.
গ) ১৬০৪ খ্রি.
ঘ) ১৬৫৭  খ্রি.

উত্তর :- ১৬০২ খ্রি.

২২) উপনিবেশ শব্দটি এসেছে ইতরেজি- ,
ক)  Colany শব্দ থেকে
খ) Coloni শব্দ থেকে
গ) Colony শব্দ থেকে
ঘ) Coleni শব্দ থেকে

উত্তর :- Coloni শব্দ থেকে

২৩) , মার্কেন্টাইলবাদ অনুসারে গৃহীত,লীতি হুল_
আমদানি কমানো
ক) রপ্তানি কমানো
খ) আমদানি বৃদ্ধি
গ) খাদ্যশস্য রপ্তানি
ঘ) আমদানি কমাান

উত্তর :- আমদানি কমানো

২৪)  সোনা ও রুপো সংগ্রহকে খুরুঃ দেওয়া হত
 বাণিজ্য নীতিতে
ক) মার্কেন্টাইলবাদে
খ)  অবাধ বাণিজ্য নীত
গ) মার্কেন্টাইলবাদে
ঘ) কোনোটিই নয়

উত্তর :- মার্কেন্টাইলবাদে

২৫), বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী আন্দোলন শুরু হয়_
ক) বণিক শ্রেণির হাত ধরে
খ) শ্রমিক শ্রেণির হাত ধরে
গ) বুদ্ধিজীবী শ্রেণির হাত ধরে
ঘ) অভিজাত শ্রেণির হাত ধরে

উত্তর :-বুদ্ধিজীবী শ্রেণির হাত ধরে


রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

ঠান্ডা লড়াইয়ের যুগ MCQ প্রশ্ন উত্তর





প্রতি প্রশ্নের মান :–১



১)বিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ।
আমেরিকার মিসৌরি প্রদেশের যে কলেজটিতে তার বিখ্যাত ফালটন বক্তৃতা দেন , সেই কলেজটির নাম হল ?


ক) ট্রিনিটি কলেজ

খ) ওয়েস্টমিনস্টার

 গ) হার্ভার্ড

ঘ) ওয়েলিংটন

উত্তর:- ওয়েস্টমিনস্টার


২) মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ . কেন্নান , মি . এক্স ছদ্মনামে  আমেরিকার যে পত্রিকায় তাঁর “ বেষ্টনী তত্ত্ব প্রকাশ সেই পত্রিকার নাম হল ?

ক) দি ফরেন অ্যাফেয়ার্স

খ) দি ডন

 গ) দি সানডে এক্সপ্রেস

ঘ)  কারেন্ট অ্যাফেয়ার্স

উত্তর:-  দি ফরেন অ্যাফেয়ার্স

৩) ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয় — ?

 ক)১৯৫২ খ্রিস্টাব্দের ১৪ মে ।

খ)  ১৯৫৩ খ্রিস্টাব্দের ১৪ মে

গ) ১৯৫৪ খ্রিস্টাব্দের ১৪ মে

ঘ) ১৯৫৫  খ্রিস্টাব্দের ১৪ মে

উত্তর:- ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৪ মে

৪) দক্ষিণ - পূর্ব এশিয়ায় সাম্যবাদের প্রসার রােধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি কার্যকর করে তা হল ?

ক)ট্রম্যান নীতি

খ) কেন্নানের বেষ্টনী নীতি

গ) শক্তিসাম্য নীতি

 ঘ) জোটনিরপেক্ষ নীতি

উত্তর:- শক্তিসাম্য নীতি

৫)  পটসডাম সম্মেলনে যে সংকটের বীজ বােনা হয়  তা হল ?

ক) সুয়েজ সংকট

খ) ভিয়েতনাম সংকট

 গ)বার্লিন সংকট

ঘ)কঙ্গাে সংকট

উত্তর:- বার্লিন সংকট

৬)  বার্লিন অবরােধ শুরু হয় ?

ক) ২৪ জুন , ১৯৪৫ খ্রিস্টাব্দে

 খ)২৪ জুন , ১৯৪৬ খ্রিস্টাব্দে

গ) ২৪ জুন , ১৯৪৭ খ্রিস্টাব্দে

ঘ) ২৪ জুন , ১৯৪৮ খ্রিস্টাব্দে

উত্তর:-  ২৪ জুন , ১৯৪৮ খ্রিস্টাব্দে

৭) বার্লিন অবরােধ প্রত্যাহৃত হয় —?

ক)১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ মে

খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মে

গ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ১২ মে

ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ১২ মে

উত্তর:- ১৯৪৯ খ্রিস্টাব্দের ১২ মে

৮) যে দেশটি পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়ক পথ অবরােধ করে সেটি হল —?

 ক) সােভিয়েত রাশিয়া

 খ) মার্কিন যুক্তরাষ্ট্র

গ)  ফ্রান্স

ঘ)  পারস্য

উত্তর- সােভিয়েত রাশিয়া

৯) বার্লিন প্রাচীর গড়া হয়েছিল ?

 ক) ১৯৫৮ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট

খ) ১৯৫৯ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট

গ) ১৯৬০ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট

ঘ) ১৯৬১ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট

উত্তর:- ১৯৬১ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট

১০) বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় — ?

ক) ১৯৮৬ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর ।

খ) ১৯৮৭ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর ।

গ) ১৯৮৮ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর ।

ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর ।

উত্তর :- ১৯৮৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর ।

১১) দুই জার্মানি পুনরায় ঐক্যবদ্ধ হয় — ?

ক) ১৯৮৭ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর ।

খ) ১৯৮৮ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর ।

গ) ১৯৮৯ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর

ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর

উত্তর:- ১৯৯০ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর

১২) NATO গঠিত হয় — ?

ক) ১৯৪৭ খ্রি .

খ) ১৯৪৮ খ্রি

গ) ১৯৪৯ খ্রি .

ঘ) ১৯৫০ খ্রি .

উত্তর:- ১৯৪৯ খ্রি

১৩)  বিশ্বে ন্যাটোর সদস্য রাষ্ট্র ছিল —

ক) ২৪টি দেশ

খ)  ২৬টি দেশ

গ) ২৮টি দেশ

ঘ)  ৩০টি দেশ
উত্তর:- ২৮টি দেশ

১৪)  ন্যাটো জোটের সদস্য ছিল না এমন একটি দেশ হল —?

ক) ব্রিটেন

খ) ফ্রান্স

গ) ইতালি

ঘ)  কিউবা


উত্তর:- কিউবা

১৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে হাঙ্গেরিতে

ক্ষমতায় আসে ?

ক) সমাজতন্ত্রী দল ও কমিউনিষ্ট দলের মিলিত জোট

খ) স্মল ল্যান্ড হল্ডাস দল এবং সমাজতন্ত্রী দলের মিলিত জোট

গ) স্মল ল্যান্ড হল্ডাস দল এবং কমিউনিষ্ট দলের মিলিত জোট

ঘ) গণতন্ত্রী দল এবং ন্যাশনাল ইন্ডিপেন্ডেস জোট

উত্তর :- স্মল ল্যান্ড হল্ডাস দল এবং সমাজতন্ত্রী দলের মিলিত জোট

১৬)  মিশরের সুয়েজ খালকে কেন্দ্র করে সুয়েজ সংকট তৈরি হয় —

ক) মিশরের শাসক কামাল আতাতুর্কের আমলে

খ) মিশরের রাজা মিনেসের আমলে

গ)  মিশরের রাষ্ট্রপতি আব্দুল গামাল নাসেরের আমলে

ঘ) আনােয়ার সাদাতের আমলে

উত্তর:- মিশরের রাষ্ট্রপতি আব্দুল গামাল নাসেরের আমলে

১৭)  সুয়েজ ক্যানাল কোম্পানিতে ?

ক)  ব্রিটেনের শেয়ার ছিল শতকরা ৮৮ ভাগ ।

খ) ফ্রান্সের শেয়ার ছিল শতকরা ১৫ ভাগ ।

গ) মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার ছিল শতকরা ২৫

ঘ) জার্মানির শেয়ার ছিল শতকরা ১৬ ভাগ ।

উত্তর:- ব্রিটেনের শেয়ার ছিল শতকরা ৮৮ ভাগ ।

১৮) নাসেরের সুয়েজ খাল জাতীয়করণের ক্ষেত্রেইজরায়েলের প্রতিক্রিয়া ছিল —?

 ক) মিশরের রাষ্ট্রপতি আবদুল গামাল নাসেরের বিরােধিতা

 খ)মিশরের রাষ্ট্রপতি আবদুল গামাল নাসেরকে সমর্থন

গ)  মধ্যপ্রাচ্যে নাসেরের প্রাধান্য খর্বের দ্বারা ব্রিটেন ওফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সাহায্য

 ঘ) সুয়েজ ক্যানাল কোম্পানিতে ইজরায়েলের প্রাপ্তির দাবি উত্থাপন

উত্তর:- মিশরের রাষ্ট্রপতি আবদুল গামাল নাসেরের বিরােধিতা

১৯) কোন সরকারের পতন ঘটিয়ে কিউবায় কাস্ত্রো ক্ষমতায় আসেন ?

ক) বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে

খ) চে গুয়েভারা সরকারের পতন ঘটিয়ে

গ)মহম্মদ তারাকি সরকারের পতন ঘটিয়ে

ঘ)আয়াতুল্লা খােমেইনির সরকারের পতন ঘটিয়ে

উত্তর:- বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে


২০)  বিদেশের মাটিতে সােভিয়েত ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রথমনির্মিত হয় —

ক) ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ।

খ) আরব সাগরের বুকে কিউবায় ।

গ) ভূমধ্যসাগরের বুকে কিউবায় ।

ঘ) বঙ্গোপসাগরের বুকে কিউবায়

উত্তর:- আরব সাগরের বুকে কিউবায় ।


২১) ন - দিন - দিয়েম ( Ngo - Dinh - Diem ) সরকারের পতনের
পর দক্ষিণ ভিয়েতনামের ভাগ্যনিয়ন্তা হয়ে ওঠে ?

ক)উত্তর ভিয়েতনামের সােভিয়েত অনুগ্রহপুষ্ট রাষ্ট্রপতি ।

খ) দক্ষিণ ভিয়েতনামের মার্কিন অনুগ্রহপষ্ট রাষ্ট্রপতি ।

গ) রাষ্ট্রসংঘ কর্তৃক গঠিত ভিয়েতনাম নিয়ন্ত্রণ পর্ষদ ।


ঘ)সােভিয়েত মদতে গঠিত জনগণতান্ত্রিক কতনামে সরকার ।


উত্তর:- দক্ষিণ ভিয়েতনামের মার্কিন অনুগ্রহপষ্ট রাষ্ট্রপতি ।


২২)  মার্শাল টিটো ছিলেন ?

ক) চেকোশ্লোভাকিয়ার

খ) পােল্যান্ডের প্রধানমন্ত্রী ।

গ)বালগেরিয়ার প্রধানমন্ত্রী

ঘ) যুগােশ্লাভিয়ার প্রধানমন্ত্রী

উত্তর :- যুগােশ্লাভিয়ার প্রধানমন্ত্রী

২৩)  পেন্টাগন কোন দেশের সমর দপ্তর ?

ক) রাশিয়া

খ)  মার্কিন যুক্তরাষ্ট্র

গ)  ইংল্যান্ড

ঘ) ফ্রান্স

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র

২৪)  প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা রক্ষার উদ্দেশ্য গঠিত হয় —

ক) ন্যাটো

খ) আনরা

গ) মিডাে

 ঘ) অ্যানজাস

উত্তর:-  অ্যানজাস


২৫)  USSR ’ বলতে বােঝায় — ?

ক) United States of Soviet Republic

খ)  Union of Soviet Socialist Republic

গ) United States of Soviet Russia

ঘ) United States of Siberian Republic


উত্তর:- Union of Soviet Socialist Republic

২৬) সােভিয়েত রাশিয়া পশ্চিমি জোটের কাছে দ্বিতীয় রণাঙ্গন খােলার অনুরােধ রাখলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ?

ক) উইনস্টন চার্চিল দুমুখাে নীতি নেন ।

খ) ট্রুম্যান দুমুখাে নীতি নেন ।

গ) আইজেনহাওয়ার দুমুখাে নীতি নেন ।

ঘ)  মার্শাল দুমুখাে নীতি নেন

উত্তর:- উইনস্টন চার্চিল দুমুখাে নীতি নেন ।

২৭)  পােল সীমান্ত নিয়ে সােভিয়েত রাশিয়ার সঙ্গেপশ্চিমি দেশগুলির মতপার্থক্য দেখা দেয় —?

ক) পটল্ডাম সম্মেলনে

খ) ইয়াল্টা সম্মেলনে

গ) বান্দুং সম্মেলনে

ঘ)  প্যারিস সম্মেলনে

উত্তর:- ইয়াল্টা সম্মেলনে

২৮) ইরানের পার্লামেন্টের নাম হল

ক) মজলিস

খ) ক্রেমলিন

গ) রাইখস্ট্যাগ

ঘ) হােয়াইট হাউস
উত্তর :- মজলিস

২৯)  ইয়াল্টা সম্মেলন আয়ােজিত হয় — ?

 ক) ক্রিমিয়ায়

 খ) রাশিয়ায়

গ)  তুরস্কে

ঘ) পারস্য

উত্তর:- ক্রিমিয়ায়

৩০)  ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল — ?

ক) ইউরােপ মহাদেশে

খ)  এশিয়া মহাদেশে ।

গ) আফ্রিকা মহাদেশে ।

ঘ) উত্তর আমেরিকা মহাদেশে

উত্তর:- ইউরােপ মহাদেশে

৩১)  ঠান্ডা লড়াই - এর ক্ষেত্রে দু - পক্ষের প্রধান শক্তিগুলি ছিল ?

 ক) ফ্রান্স ও গ্রেট ব্রিটেন

খ) সােভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র

গ) ব্রিটেন ও জার্মানি

ঘ)  জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর:- সােভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র

শুক্রবার, ৭ জুন, ২০১৯

ঔ পনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন




১) ' দস্তক ' - এর অপব্যাবহার কি ? সিরাজ - উদ দৌলা র সঙ্গে ইংরেজদের বিরোধের কারন কি ছিল ?

২) বক্সারের যুদ্ধের প্রধান কারন গুলি কি ছিল ? এই যুদ্ধের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ?

৩) ১৭৭৩ খিষ্টাবদে র রেগুলে টিং আইনের শতাবলি কি ছিল ? এই আইনের মূল্যায়ণ করো ?

৪) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলার দেওয়ানী লাভ করে ? দেওয়ানী লাভের গুরত্ব বা ফলাফল আলোচনা করো ?

৫) পলাশী যুদ্ধের পরবর্তী কালে বাংলায় কিভাবে ? দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় ? এই ব্যাবস্থার ফলাফল সম্পর্কে আলোচনা করো ?

৬) ' অব শিল্পায়ন ' বলতে কি বোঝো ? ঔ পনিবেশীক আমলে ভারতে অব শিল্পায়নের ফলাফল সম্পর্কে আলোচনা করো ?

৭) বাংলার সমাজ ও অর্থ নীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবাহ সমূহ পর্যালোচনা করো ? দেশীয় বস্ত্র শিল্পের ওপর  অব শিল্পায়নের কি প্রভাব পড়েছিল ?

৮) ভারতে কে , কবে সর্ব প্রথম রেলপথ স্থাপন করেন ? ব্রিটিশ শাসন কালে ভারতে রেল পথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্যে বা কারণ গুলি উল্লেখ্য করো ?

৯) ' ক্যান্টন বাণিজ্য ' বলতে কি বোঝো ? ক্যান্টন বাণিজ্য র বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো ?

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্য বাদের প্রসার কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন



১) উপনিবেশ বাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো ?

২) সাম্রাজ্য বাদ বলতে কি বোঝো ? সাম্রাজ্য বাদের বিভিন্ন রূপ গুলি আলোচনা করো ?

৩) উপনিবেশ বাদের সঙ্গে সাম্রাজ্য বাদের সম্পর্ক নিধারণ করো ?

৪) মার্কসীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদ সম্পর্কিত লেনিনের মত আলোচনা করো ?

৫) উপনিবেশিক রাষ্ট্র গুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব গুলি লেখো ?