প্রশ্ন পত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রশ্ন পত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ২০১৯ প্রশ্ন পত্র




                           উচ্চ মাধ্যমিক ২০১৯
                                   রাষ্ট্র বিজ্ঞান


 বিভাগ :- " ক "                                       নাম্বার ৪০ 
১) আন্তজার্তিক সম্পর্কে র সংজ্ঞা দাও ?  আন্তজার্তিক সম্পর্ক ও আন্তজার্তিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো ।

                            অথবা

বিশ্বায়ন কাকে বলে ? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো ।

২) গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো ।

৩) এক কক্ষ বিশিষ্ট আইন সভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।

                     অথবা

ক্ষমতা সতন্ত্রী করন নীতি বলতে কি বোঝো ? কঠোর ক্ষমতা সতন্ত্রী করন নীতি সম্ভবও নয় - কামাও নয় মন্তব্যটির যথাযথ বিচার করো ।

৪) ভারতের প্রধামন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

                   
                         অথবা

ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা গুলি ব্যাখা করো ।

৫)   ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো ।

                     PART -B

১) কলকাতা কর্পোরশনের ওয়াড সংখ্যা হলো  ?
ক) ১৪৪
খ) ১৬২
গ) ১৩৫
ঘ) ১৫

২) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় ?
ক) ১৯৭৫
খ) ১৯৭৭
গ) ১৯৭৮
ঘ) ১৯৪০

৩) পশ্চিমবঙ্গে প্রথম লোকসভা গঠিত হয় ?
ক) ১৯৮৬
খ) ১৯৮৭
গ) ২০০৩
ঘ) ২০০৫

৪) ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয় ?
ক) ১৯৪৫
খ) ১৯৪৭
গ) ১৯৪৬
ঘ) ১৯৮৮

৫) ভারতের সুপ্রিমকোর্ট পৃথিবীর যেকোনো সুপ্রিমকোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন - ?
ক) এ কে আয়ার
খ) পি এন ভগবতী
গ) ডি ডি বসু
ঘ) ডা: বি আর আম্বেদকর

৬) পার্লামেন্টে র যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন  ?
ক) প্রধানমন্ত্রী
খ) উপ রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) রাজ্যপাল

৭) ভারতের প্রথম রাষ্ট্রপ্রতি ছিলেন ?
ক) ডা: রাজেন্দ্র প্রসাদ
খ) ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণ
গ) ডা: জাকির হোসেন
ঘ) কোনোটিই নয়

৮) আন্তজার্তিক আদালতের বিচার পতিদের কার্যকাল মেয়াদ  ?
ক) ৯ বছর
খ) ৭ বছর
গ) ৫ বছর
ঘ) ২ বছর

৯) সম্মিলিত জাতিপুঞ্জো প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৯৪৪
খ) ১৯৪৫
গ) ১৯৪৮
ঘ) ২০০০

১০) ১৯৯১ সালে ভারত - এর প্রধানমন্ত্রী কালীন সময়ে বাজারে অর্থনৈতিক সূত্রপাত ঘটে ?
ক) ইন্দিরা গান্ধী
খ) লাল বাহাদুর শাস্ত্রী
গ) নর সীমা রাও
ঘ) মনমোহন সিং

১১) ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে ?
ক) ১৯৮০
খ) ১৯৯৫
গ) ১৯৯১
ঘ)

১২) ঠান্ডা লড়াইকে " গরম ঠান্ডা " বলে বর্ণনা করেছেন ?
ক) ফ্রিডমান
খ) রেমগু
গ) ফাঙ্কেল
ঘ) বার্নেট

১৪)  ছোটো শহরগুলি সায়াত্বশাশন পরিচালিত হয়  ?
ক) গ্রাম পঞ্চায়েত দ্বারা
খ) পৌর সভার দ্বারা
গ) রাজ্য সরকার দ্বারা
ঘ) গ্রাম সভার দ্বারা

১৫) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন  ?
ক) প্রধান
খ) সভাপতি
গ) সভাধিপতি
ঘ) বি ডি ও

১৬) কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে ?
ক) ৩২ নাম্বার ধারায়
খ) ২২৬ নাম্বার ধারায়
গ) ৫১ নাম্বার ধারায়
ঘ) ৩২৬ নাম্বার ধারায়

১৭) সুপ্রিমকোর্টর আছে  ?
ক) আপিল এলাকা
খ) মূল এলাকা
গ) পরামর্শ দান এলাকা
ঘ) কোনোটিই নয়

১৮) হাইকোর্টের বিচার পতিদের অবসর গ্রহণের বয়স হলো ?
ক) ৬৫
খ) ৬০
গ) ৬২
ঘ) ৭০

১৯) অর্থবিল প্রথম উপস্থিত হয় ?
ক) লোকসভা
খ) রাজ্যসভা
গ) বিধান পরিষদে
ঘ) সুপ্রিমকোর্ট

২০) রাজ্যসভায় সভাপতিত্ব করেন  ?
ক) রাষ্ট্রপতি
খ) উপরাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) প্রধান মন্ত্রী

২১) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দের কার্যকাল মেয়াদ ?
ক) ২ বছর
খ) ৩ বছর
গ) ৪ বছর
ঘ) ৫ বছর

২২) শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় ?
ক) ১৯৬০
খ) ১৯৭০
গ) ১৯৫০
ঘ) ১৯৬৫

২৩) ভারত - চিন সিমলা বিরোধ হয় ?
ক) ১৯৬২
খ) ১৯৬৭
গ) ১৯৬০
ঘ) ২০১৭

২৪) " ১২৩ " চুক্তি স্বাক্ষরিত হয়
ক) ২০০৫
খ) ২০০৭
গ) ২০০৯
ঘ) ২০১১



১) জেলা পরিষদের আয়ের দুটি উৎসের উল্লেখ্য করো

২) পঞ্চায়েত ব্যাবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে

৩) লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়

৪) বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো

৫) "পরমাদেশ "  কথার অর্থ কি ?

৬) সমমর্যাদা সম্পর্নন মধ্যে অগ্রগণ বলে অভিহিত করা হয়

৭) রাজ্যের বিধানসভা র নেতা বা নেত্রী কে ?

৮) ভারতের রাষ্ট্র পতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন

৯) সম্মিলিত জাতিপূঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো ?

১০) সম্মিলিত জাতিপূঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়

১১) জাতিপূঞ্জের ১৯৩ তম সদস্য রাষ্ট্র টির নাম কি ?

১২) আন্তজার্তিক বিচারালয় কোথায় অবস্থিত ?

১৩) নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতাআছে এমন দুটি রাষ্ট্রের নাম করো ?

১৪) জাতিপূঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ( ECOSOC ) মোট সদস্য সংখ্যা কত ?

১৫) SAPTA এর পুরো নাম কি ?

১৬) কোন বছরে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় ?



উচ্চ মাধ্যমিক বাংলা ২০১৯ প্রশ্ন পত্র

                   

                    উচ্চ মাধ্যমিক ২০১৯

                                বাংলা

বিভাগ :- " ক "                                         নাম্বার ৫০
১) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

১.১) " সেই সময় এলো এক বুড়ি " - লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো ।

১.২) " ভূরিভোজ টা অন্যায় , কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই ।" - বক্তা কে ? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক অাভাসিত হয়েছে  ?

২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

২.১) " মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে  ।" - বক্তা কে ?  " মৃত্যুতে সকল দেনা " বলতে কি বোঝানো হয়েছে ? সে " দেনা " কিভাবে শোদ করতে চেয়েছিলেন কবি ?

২.২)  " আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার " । - " ওই সবুজ " বলতে কবি কি কি নির্দেশ দিয়েছেন ?

৩) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " জীবন কোথায় ? " - কে , কাকে বলেছেন ? বক্তা জীবন কে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন ।
 
৩.২) " ..... প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জীর প্রতিভার অপমৃত্যুর করুন সংবাদ ।" - কে বলেছেন ? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন ।

৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৪.১)"  ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার । এক লাই নাকি ?" - আলেকজান্ডার কে ছিলেন ? " এক লাই " নাকি বলতে কবি কি বুঝিয়েছেন ?

৪.২) "  অবাল বিহ্বল বসে আছি , মুখে কথা নেই ।" ' মুখে কথা নেই কেন ' ?

৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৫.১) " নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে সে বাড়ির দিকে চললো " - কার কথা , সে নতুন ছাতি কিভাবে পেলো ?

৫.২) " অমননি মনের মধ্যে গুন গুনিয়ে উঠলো মার কাছে শেখা গান ।" - মার কাছে শেখা গান টি কি ? কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক ?

৬) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৬.১) ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা গুলির উল্লেখ করে যে - কোনো একটি শাখার উল্লেখ করো ।

৬.২) উদাহরণসহ যুক্ত ধ্বনির পরিচয় দাও ।



৭) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :

৭.১) বাংলা চিকিৎসাবিজ্ঞানের   কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (বসু ) ভূমিকা  সম্পর্কে আলোচনা করো ।

৭.২) বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো ।

৭.৩) বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো ।

৭.৪) আন্তজার্তিক স্তরে সুনাম অর্জন করেছেন , এমন এক জন বাঙালির ক্রিরাবিদের  কৃতিত্বের  পরিচয় দাও ।

৮)  যে কোনো ১ টি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে   কম বেশি    ৪০০ শব্দের মধ্যে ১ টি প্রবন্ধ রচনা করো ।

                     রচনা

৮.১) বিশ্ব উন্নয়ন

৮.২) ভারত এক মিলন মেলা

৮.৩) বিতর্কের বিষয় :- " সুপ্রভাত নয় , বর্তমান গণ্যমাধ্যম কু প্রভাবই বিস্তার করেছে ।

৮.৪) সত্যজিৎ রায়   ( জীবনী মূলক রচনা )




উচ্চমাধ্যমিক দর্শন ২০১৯ প্রশ্ন পত্র



                    উচ্চ মাধ্যমিক ২০১৯
                                 দর্শন 


বিভাগ :- " ক "                                    নাম্বার ৪০
A) নিম্ন লিখিত বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের কোন কোন পদ ব্যাপ অব্যাপ তা উল্লেখ করো ।

i) যে কেউ এ কাজ করতে পারে ।

ii) কাঁচা আম সাধারণত টক হয় ।

iii) অমেরুনন্ডি প্রাণীরা সাধারণত স্তন্য পায়ী হতে পারে না ।

iv) সবাই সাধু নয় যারা গীজায় যায় ।

B) দৃষ্টান্তসহ মাধ্যম ও অমাধ্যমের মধ্যে পার্থক্য করো । নিষেধ মূলক আবর্তন বলতে কি বোঝো ? এই প্রকার আবর্তন কি বৈধ ।

C) নিম্নলিখিত যুক্তি গুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো । প্রত্যেকটির বৈধ তা বিচার করো :

i) কলকাতা ভারতের অন্তর্গত , দুবাই ভারতের অন্তর্গত নয় । সুতরাং দুবাই কলকাতায় অন্তর্গত নয় ।

ii) কোনো মাছ পাখি নয় , কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোন সরীসৃপ পাখি নয় ।



D) নীচের প্রশ্ন গুলিতে উপযুক্ত টিকা লেখো :

i) নিরপেক্ষ ন্যায়

ii) অবৈধ পক্ষ দোষ

E) মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো ,আকার , সংজ্ঞা, দৃষ্টান্ত , সুবিধা , অসুবিধা

F) টিকা লেখো :

        i) সহকার্যকেকারণ হিসাবে গ্রহণ জনিত দোষ ।
       ii) কাকতালীয় দোষ ।

উচ্চমাধ্যমিক ইতিহাস ২০১৯ প্রশ্ন পত্র



                     উচ্চ মাধ্যমিক ২০১৯
                                 ইতিহাস


বিভাগ :- " ক "                                     নাম্বার ৪০
যে কোনো পাঁচ টি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খন্ড থেকে দুটি প্রশ্নের উত্তর আবশ্যক )

                  খন্ড - ক

১) মিউজিয়ামের ( জাদুঘরের ) প্রকার ভেদ আলোচনা করো ।

২) উপনিবেশবাদ বলতে কি বোঝো ? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিধারন করো ।

৩) ভারতের রেল পথ প্রবর্তনের উদ্দেশ্যে ও প্রভাব আলোচনা করো ।

                   অথবা

কেন্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য কি ছিল ? এই
বাণিজ্য অবসান কেন ঘটে ?

৪) সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায় - এর অবদান মূল্যায়ণ করো ।




                খন্ড - খ

৫) লকন্য চুক্তির শর্তাবলী উল্লেখ করো ? এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ?

৬) ১৯৪৬ - এর নৌবিদ্রহের কারণ ও তাৎপর্য লেখো ?

৭) ১৯৫০ - এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো ।

                    অথবা

ট্রুম্যান নীতি ও মার্শাল সংক্ষেপে আলোচনা করো ।

৮) বাংলাদেশের মুক্তি যুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও । এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল ?





উচ্চ মাধ্যমিক বাংলা ২০১৮ প্রশ্ন পত্র



                         উচ্চ মাধ্যমিক ২০১৮
                                  বাংলা


বিভাগ :- " ক "                                         নাম্বার ৫০

১) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

১.১) " দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃত্যুঞ্জয় ।" ------ মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগল ? তার এমন হয়ে যাওয়ার কারণ কি ?

১.২) " এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়োমে ।" বড়ো পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় ?

২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

২.১) " শিকার " কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে, তা নিজের ভাষায় লেখো । সেই পরিবেশ কোন ঘটনায় করুন হয়ে উঠলো ?

২.২) " আমি তা পারিনা " । - কবি কি পারেন না  ? " যা পারি কেবল "  - কবি কি পারেন ?

৩) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " বিভাব " কথা টির সাধারণ অর্থ কি ? " বিভাব " নাটক টির নাম করণ কত খানি তাৎপর্য পূর্ণ আলোচনা করো ।

৩.২) " আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রীন রুমে ঘুমোয় চ্যাটার্জী মশায় - কেউ জানে না ।" কোন নাটকের অংশ ? বক্তা কে ? তিনি কেন গ্রীন রুমে ঘুমান ?

৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৪.১) " কে আবার গড়ে তুলল এতবার ।" - কি গড়ে তোলার কথা বলা হয়েছে ? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন ?

৪.২) " অলৌকিক " গল্পে হাত দিয়ে পাথর থামানো ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন ? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো ?

৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৫.১) " জেলখানা টা পাহাড়ের তিন তলা সমান এক টা হাঁটুর উপর ।" - কোন জেলখানা ? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কিরকম অত্যাচার করা হতো ।

৫.২) " ছিল জোতদার আর তালুকদারের নিরুঙ্ক্ষুষ শাসন । " - শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো ।

৬) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৬.১) অভিবাজ্য ধ্বনি কাকে বলে ? দুটি অভিবাজ্য ধ্বনির পরিচয় দাও ।

৬ .২)  শব্দাথের উপাদান মূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখা করো ।

৭) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :

৭.১) বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো ।

৭.২) বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো ।

৭ .৩) চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো ।

৭.৪) আমাদের মহাকাব্য " কুস্তি " কি নামে পরিচিত ছিল ? সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও ।

৮)  যে কোনো ১ টি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে   কম বেশি    ৪০০ শব্দের মধ্যে ১ টি প্রবন্ধ রচনা করো ।

                     রচনা

৮.১) বাংলার উৎসব

৮.২)  পল্লী সাহিত্য

৮.৩) বিতর্কের বিষয় :- " দূর্দশন মানবজীবন কে সমস্যা জজরিত  করে তুলেছে"

৮.৪)  নারায়ণ গঙ্গোপাধ্যায় ( জীবনী মূলক রচনা )