বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৩ মে, ২০২০

নানা রঙ্গের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর






:· উচ্চ মাধ্যমিক বাংলা নাটক নানা রঙ্গের দিন কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " নানা রঙ্গের দিন " নাটকের পটভূমিতে আছে
ক) পেশাদারী থিয়েটার
খ) সখের থিয়েটার
গ) গ্রুপ থিয়েটার
ঘ) গ্রাম্য থিয়েটার

উত্তর :–পেশাদারী থিয়েটার

২) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়ে ছিলেন
ক) মঞ্চের উপরে
খ) দোকানের ব্রাঞ্চে
গ) গ্রীনরুমে
ঘ) মাটিতে

উত্তর :–মঞ্চের উপরে

৩) রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন
ক) শাজাহান
খ) দিলদার
গ) ঔরঙজেব
ঘ) মির্জুমলা

উত্তর :–দিলদার

৪) " বা: বা: বুঢঢা । আছাহি কিয়া ।" এই " বুঢঢা " হলেন
ক) কালিনাথ সেন
খ) রামব্রিজ
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
ঘ) শাজাহান

উত্তর :–রজনীকান্ত চট্টোপাধ্যায়

৫) " কোথায় ধেনো টেনে পড়ে আছে ব্যাটা ।" এ খানে কার কথা বলা হয়েছে
ক) রজনীকান্ত চট্টোপাধ্যায়
খ) রামব্রিজ
গ) কালীনাথ সেন
ঘ) মুরাদ

উত্তর :–রামব্রিজ

৬) " নানা রঙ্গের দিন" নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বয়স ছিল
ক) ৫০ বছর
খ) ৬৮ বছর
গ) ৬০ বছর
ঘ) ৭০ বছর

উত্তর :–৬৮ বছর

৭) " নানা রঙ্গের দিন " নাটকে মাঝরাতে রজনীকান্ত চট্টোপাধ্যায় যার পোশাক পড়েছিলেন , তিনি হলেন
ক) দিলদার
খ) শাজাহান
গ) ঔরঙ্গজেব
ঘ) মানসিংহ

উত্তর :–দিলদার

৮) বৃদ্ধা বয়সে মানুষ যা শোনে বলে " নানা রঙ্গের দিন " নাটকে উল্লেখ করেছেন
ক) রবীন্দ্রনাথ সঙ্গীত
খ) টপ্পা
গ) পুরাতনী গান
ঘ) কিতন

উত্তর :–কিতন

৯) " নানা রঙ্গের দিন " নাটকে কলীনাথ সেনের পরনে ছিল
ক)  ধুতি
খ) ময়লা পাজামা
গ) পরিষ্কার ধুতি
ঘ) পরিষ্কার পাজামা

উত্তর :–ময়লা পাজামা

১০) " নানা রঙ্গের দিন " নাটকে কলীনাথ সেন ছিলেন
ক) প্রম্পেটার
খ) মেক - আপ মান
গ) অভিনেতা
ঘ) এক জন দর্শক

উত্তর :–প্রম্পেটার

১১) " নানা রঙের দিন " নাটকে কলীনাথ
রোজ লুকিয়ে ঘুমাতেন
ক) মঞ্চে
খ) গ্রীনরুমে
গ) বৈঠক খানায়
ঘ) প্রেক্ষাগৃহে সামনে

উত্তর :–গ্রীনরুমে

১২) রজনীকান্ত " নানা রঙ্গের দিন " নাটকে সেদিনের শো- তে যা পেয়েছিলেন
ক) পাঁচটা কল্ল্যাপ
খ) প্রীতি উপহার
গ) সাত টা কল্ল্যাপ
ঘ) তিরস্কার

উত্তর :–সাত টা কল্ল্যাপ

১৩) " পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুজ্জেমশাই " এই ' পাবলিক ' হলো
ক) সাধারন মানুষ
খ) সংস্কৃতি প্রেমী মানুষ
গ) নাটকের সাধারন দর্শক
ঘ) নাটকের সাধারন কলাকুশলীরা

উত্তর :–নাটকের সাধারন দর্শক


১৪) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল
ক) ব্রাহ্মণ বংশে
খ) প্রাচীন বংশে
গ) কায়স্থ বংশে
ঘ) দরিদ্র পরিবারে

উত্তর :–ব্রাহ্মণ বংশে

১৫) অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন
ক) শিক্ষক
খ) লেখক
গ) পুলিশ
ঘ) খেলোয়াড়

উত্তর :–পুলিশ

১৬) " ভোরের আলোর চেয়েও সুন্দর সে " রজনীকান্ত চট্টোপাধ্যায় কার কথা বলেছেন
ক) তার প্রাক্তন প্রেমিকা
খ) বন্ধু
গ) তার অভিনীত চরিত্র
ঘ) রামব্রিজ

উত্তর :–তার প্রাক্তন প্রেমিকা

১৭) রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন
ক) শাজাহান
খ) দিলদার
গ) আলমগির
ঘ) ঔ রঙ্গজিব

উত্তর :–আলমগির

১৮) " নানা রঙ্গের দিন " নাটকে অভিনেতাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে
ক) শিক্ষক
খ) অস্পৃশ্য ভাড়
গ) গাধা
ঘ) জ্ঞানী

উত্তর :–অস্পৃশ্য ভাড়

১৯) " রিজিয়া " নাটকের যে চরিত্রের সংলাপ রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন
ক) আলমগির
খ) মিরজুমলা
গ) শাজাহান
ঘ) বক্তিয়ার

উত্তর :–বক্তিয়ার

২০) রজনীকান্ত রামব্রিজ কে কত টাকা " বকশিশ " দিয়েছিলেন
ক) চার টাকা
খ) দু - টাকা
গ) তিন টাকা
ঘ) এক টাকা
উত্তর :–তিন টাকা

২১) " গ্রীনরুমে ঘুমোই " কে ঘুমান ?
ক) কালিনাথ সেন
খ) রামব্রিজ
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
ঘ) রামচরণ

উত্তর :– কালিনাথ সেন

২২) দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল
ক) মোমবাতি
খ) প্রদীপ
গ) ধুপ
ঘ) জলন্ত মোমবাতি

উত্তর :–জলন্ত মোমবাতি

২৩) " নানা রঙ্গের দিন " নাটকে মঞ্চের মাঝ খানে উল্টানো ছিল
ক) একটি টেবিল
খ) একটি চেয়ার
গ) একটি বাঞ্চ
ঘ) একটি টুল

উত্তর :–একটি টুল



শিকার MCQ প্রশ্ন ও উত্তর






উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতার কিছু  গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " শিকার " কবিতায় ভোরবেলায় আকাশের রং - কে কবি যার সঙ্গে তুলনা করেছেন ?
ক) ঘাস ফড়িংএর দেহ
খ) সুমদ্রের জল
গ) বিকেলের রোদ
ঘ) মোমের আলো

উত্তর :– ঘাস ফরিঙের দেহ

২) " টিয়া পালকের মতো সবুজ" ছিল ?
ক) মানুষের হৃদ়য়
খ) মানুষের স্বপ্ন
গ) পেয়ারা ও নোনার গাছ
ঘ) পেয়ারা ও সজিনার গাছ

উত্তর :–পেয়ারা ও নোনার গাছ

৩) " এক্ষণ আকাশে রয়েছে " - যার কথা বলা হয়েছে ?
ক) একটি তারা
খ) একটি পাখি
গ) দিনের আলো
ঘ) গোধূলির রং

উত্তর :–একটি তারা

৪) " শিকার " কবিতায় যে মেয়ে টিকে কবি পারাগায়ে লক্ষ্য করেছিলেন সে ছিল ।
ক) সাহসী সুন্দরী
খ) গোধুলিমদির
গ) মায়াবিনী
ঘ) বিষণ্ন সুন্দর

উত্তর :–গোধুলিমদির

৫)  সারা রাত মাঠে / আগুন জ্বেলেছে কারা আগুন জ্বেলেছে ?
ক) প্রবাসীরা
খ) অতিথিবৃন্দ
গ) দেশোয়ালিরা
ঘ) বনবাসিরা

উত্তর :–প্রবাসীরা

৬) " সূর্যের আলোয় তার রং ––– মতো নেই আর ..."
ক) কুসুমের
খ) বারুদের মতো
গ) কুঙ্কুমের
ঘ) মুক্তার

উত্তর :–কুঙ্কুমের

৭) ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল
ক) চারিদিকের বন ও আকাশ
খ) জোনাকির দল
গ) মনের আকাশ
ঘ) হৃদয়ের কবিতামালা

উত্তর :– চারিদিকের বন ও আকাশ

৮) সারারাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল যার হাত থেকে
ক) শিকারির
খ) চিতাবাঘিনির
গ) হৃদয়হিনের
 ঘ) পশুদের

উত্তর :–চিতাবাঘিনির

৯) সারা রাত হরিণটি ঘুরেছিল
ক) শাল  - পিয়ালের বনে
খ) অর্জুন - সুন্দরীর বনে
গ) মহুয়ার বনে
ঘ) জাম - জারুলের বনে

উত্তর :–অর্জুন - সুন্দরীর বনে

১০) সুন্দর বাদামি হরিণ যার জন্য অপেক্ষা করেছিল
ক) অন্ধকারের জন্য
খ) সবুজ ঘাসের জন্য
গ) ঝরনার জলের জন্য
ঘ) ভোরের জন্য

উত্তর :–ভোরের জন্য

১১) সবুজ সুগন্ধি ঘাস কে কবি যার সঙ্গে তুলনা করেছেন
ক) নতুন ধানের সঙ্গে
খ) শরতের সকালের সঙ্গে
গ) কচি বাতাবি লেবুর সঙ্গে
ঘ) রূপসী মেয়ের সঙ্গে

উত্তর :– কচি বাতাবি লেবুর সঙ্গে

১২) হরিণ টি ভোরের আলোয় যেখানে নেমেছিল
  ক) জলে
খ) নদীর জলে
গ) অন্ধকারের সমুদ্রে
ঘ) অর্জুন - সুন্দরীর বনে

উত্তর :–নদীর জলে

১৩) " নদীর জল –– মতো লাল ।"
ক) মোরগ ফুলেরপাপরির
খ) জবা ফুলেরপাপরির
গ) মচকাফুলের ফুলেরপাপরির
ঘ) নারীরপায়েরআলতার

উত্তর :–মচকাফুলের ফুলেরপাপরির

১৪)  " শিকার " কবিতাটি শুরু হয়েছে যে শব্দ দিয়ে
ক) সকাল
 খ) ভোর
গ) বিকাল
ঘ) সন্ধ্যা

উত্তর :–ভোর

১৫) টেরিকাটা মানুষেরা খায়
ক) বিড়ি
খ) আঙ্গুর
গ) পেয়ারা
ঘ)  সিগারেট

উত্তর :–সিগারেট

১৬)"  শিকার " কবিতায় মোট পংক্তিসংখ্যা
ক) ৩০
খ) ৩৭
গ) ৩৫
ঘ) ৩৯

উত্তর :– ৩৭

১৮) নদীর জলে নামা হরিণের শরীর ছিল
ক) ঘুমহীন ক্লান্ত বিহ্বল
খ) বিহ্বল ক্লান্ত ঘুমহীন
গ  বিহ্বল ক্লান্ত
ঘ) ক্লান্ত ঘুমহীন বিহ্বল

উত্তর :–ঘুমহীন ক্লান্ত বিহ্বল

১৯) " হিমের রাতে শরীর' উম ' রাখবার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে
ক) গান করেছে
খ) নাচ করেছে
গ) খেলায় মেতেছে
ঘ) আগুন জ্বেলেছে

উত্তর :–আগুন জ্বেলেছে

২০) ' এক্ষণ ও আকাশে রয়েছে ' ক-টি তারা ?
ক) একটি
খ)  দুটি
গ)  তিনটি
ঘ)  বহু

উত্তর :–একটি

২১) ' একটা অদ্ভুত শব্দ ' । কিসের শব্দ ?
ক) চিতা বাঘিনির
খ) হৃদয়ের বির্দিন ইচ্ছার
গ) সুগন্ধি ঘাস ছিড়ে খাওয়ার
ঘ) বন্দুকের

উত্তর :–বন্দুকের

২২) " টেরি কাটা কয়েকটা মানুষের মাথা ।" এরা হলো
ক) পুলিশ
খ) ডাকাত
গ) সৈন্য
ঘ) শিকারি

উত্তর :–শিকারি

২৩) শিকার কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তগত
ক) মহাপৃথিবী
খ) ধানক্ষেত
গ) শেষ লেখা
ঘ) অঙ্গুরী তোর  হিরন জল

উত্তর :–মহাপৃথিবী



উচ্চ মাধ্যমিক বিভাব MCQ প্রশ্ন ও উত্তর



১) সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিলেন
ক) তেরো
খ) সতেরো
গ) তেইশ
ঘ) নয়
উত্তর :– তেরো

২) শম্ভু মিত্র , অমর গাঙ্গুলী কোন নাট্য দলের সদস্য ছিলেন
ক) নান্দিকার
খ) নান্দিমুখ
গ) পঞ্চম বৈদিক
ঘ) বহুরূপী
উত্তর :–বহুরূপী

৩) " বিভাব ' নাটকের যথাথ নাম হওয়া উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হলো
ক) হাসির সন্ধানে তিনটি চরিত্র
খ) অভাব নাটক
গ) তামাশা নাটক
ঘ) অভাবিত নাটক
উত্তর :– অভাব নাটক

৪) সরকারের পেয়াদা কীসের লক্ষে নাট্যদলের কাছে আসে
ক) নিমন্ত্রনপত্র নিতে
খ) অনুমতি পত্র নিতে
গ) খাজনা আদায় করতে
ঘ) সংবর্ধ্ণা জানাতে
উত্তর :–খাজনা আদায় করতে

৫) " তাই ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।" এই প্যাঁচ হলো
ক) জনমত গঠন
খ) নিজস্ব নাট্যমঞ্চ তেরি
গ) ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ
ঘ) নাটক অভিনয় বন্ধ রাখা
উত্তর :–ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ

৬) " এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম "। এই সাহেব ছিলেন
ক) আইনস্টাইন
খ) আইজেনস্টাইন
গ) শেক্সপিয়ার
ঘ) বানাড' শ
উত্তর :–আইজেনস্টাইন

৭) শম্ভু মিত্র  ' বিভাব ' নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল
ক) উড়িয়া তামাশা
খ) মারাঠি তামাশা
গ) রাজস্থানি তামাশা
ঘ) অসমীয়া তামাশা
উত্তর :–মারাঠি তামাশা

৮) ' এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল ।' এই জাপানি থিয়েটার ছিল
ক) নো
খ) কিয়োগেন
গ) কাবুকি
ঘ) বানরাকু
উত্তর :–কাবুকি

৯) " আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত " একথা কে বলে গিয়েছেন
ক) রবীন্দ্রনাথ
খ) দ্বিজেন্দ্রলাল
গ) বল্লভ ভাই
ঘ) জহরলাল নেহরু
উত্তর :– বল্লভ ভাই

১০) " বিভাব " নাটকে ' বৌদি ' হলেন
ক) শোভা সেন
খ) তৃপ্তি মিত্র
গ) চিত্রা সেন
ঘ) শাওলী মিত্র
উত্তর :–তৃপ্তি মিত্র

১১) " পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ।" ' বৌদি ' তৃপ্তি মিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলেছেন , সেটি হল
ক) সিনেমা
খ) আড্ডা
গ) খেলা ধুলা
ঘ) প্রেম
উত্তর :–প্রেম

১২) " বিভাব" নাটকে অমর গাঙ্গুলী কোথায় ' লভ সিন ' দেখার কথা বলেছেন
ক) বায়োস্কোপ
খ) বাস্তব জীবনে
গ) থিয়েটার
ঘ) লোক কোথায়
উত্তর :–বায়োস্কোপ

১৩) " বিভাব" নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্য নায়িকা ফিরছিল
ক) অফিস থেকে
খ) কলেজ থেকে
গ) বন্ধুর বাড়ি থেকে
ঘ) গ্রাম থেকে
উত্তর :–কলেজ থেকে

১৪) " বিভাব" নাটকে প্রেমের দৃশ্য নৈপন্থে কি বেজেছিল
ক) পিয়ানো
খ) বেহালা
গ) হারমোনিয়াম
ঘ) বাঁশি
উত্তর :–হারমোনিয়াম

১৫) " বিভাব" নাটকে প্রেমের দৃশ্য যে গানটি গাওয়া হয়েছিল , সেটি হল
ক) সখি ভালোবাসা কারে কয়
খ) আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
গ) তুমি কোন কাননের ফুল
ঘ) মালতি লতা দোলে
উত্তর :–মালতি লতা দোলে

১৬) "মালতি লতা দোলে " গানটি গাওয়া হয়েছিল যেভাবে
ক) ফিল্মি কায়দায়
খ) শাস্ত্রীয় ভঙ্গিতে
গ) কিতন আঙ্গিকে
ঘ) ঠুংরি ধরনে
উত্তর :–ফিল্মি কায়দায়

১৭) রবীন্দ্রনাথের গানের অনুমোদন যারা দেয় বলে " বিভাব" নাটকে উল্লেখ আছে, তারা হল
ক) রাজ্য সরকার
খ) বিশ্বভারতী
গ) সাহিত্য অ্যাকাডেমি
ঘ) সঙ্গীত নাটক অ্যাকাডেমি
উত্তর :–বিশ্বভারতী

১৮) শম্ভু মিত্র মতে , কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়
ক) ৩২ ইঞ্চি
খ) ৩৩ ইঞ্চি
গ) ৪২ ইঞ্চি
ঘ)৪৮ ইঞ্চি
উত্তর :–৩২ ইঞ্চি

১৯) " পথিক " নাটকটি কার লেখা
ক) বিজন
খ) উৎপল দত্ত
গ) শম্ভু মিত্র
ঘ) তুলসী লাহিড়ী
উত্তর :–তুলসী লাহিড়ী

২০) " কয়েকজন মেয়ে এবং কয়েক জন ছেলে । সামনের কয়েক জন হাতটা উচু করে থাকে ।" হাতে কি ছিল
ক) ভাতের থালা
খ) পতাকা ও ফেস্টুন
গ) প্রচার পত্র
ঘ) ফুল
উত্তর :–পতাকা ও ফেস্টুন

২১) শোভা যাত্রার লোকেরা যার জন্য দাবি জানিয়েছিল
ক) চাল ও কাপড়
খ) সঠিক মজুরী
গ) শিক্ষার সুযোগ
ঘ) আইন শৃঙ্খলার উন্নতি
উত্তর :–চাল ও কাপড়

২২) " The night is calling me " সংলাপ টি কর লেখা
ক) বানার্ড' শ
খ) শেক্সপিয়ার
গ) শেলি
ঘ) বায়রন
উত্তর :–বানার্ড' শ

২৩) হটাৎ পেছন থেকে শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়
ক) চাল চাই, কাপড় চাই
খ) অন্ন চাই , গৃহ চাই
গ) ফ্যান চাই , ভাত চাই
ঘ) এর কোনোটিই নয়
উত্তর :–চাল চাই, কাপড় চাই

২৪) " বিভাব " নাটকটির অনুপ্ররনা হলো
ক) জাপানি কাবুকি থিয়েটার
খ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক
গ) রবীন্দ্রনাথের নাটক
ঘ) দীনবন্ধু মিত্রের নাটক
উত্তর :–জাপানি কাবুকি থিয়েটার

২৫) " বিভাব " নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হলো
ক) দুই
খ) তিন
গ) পাঁচ
ঘ) সাত
উত্তর :–তিন

২৬) " আমদের মনে হয় এর নাম হওয়া উচিৎ ' অভাব নাটক ' ।" কারন
ক) এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে
খ) এ নাটকে অর্থাভাব দেখানো হয়েছে
গ) এ নাটকের চরিত্র সংখ্যার অভাব রয়েছে
ঘ) এ নাটকে অভিনয় উপকরনের অভাব
উত্তর :– এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে

২৭) অমর বাবু তৃপ্তি মিত্রের কাছে ক - কাপ চা চেয়েছেন
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর :–দুই কাপ

২৮) ঠিক আছে ফেলে দিন না ....কি ?
ক) চা
খ) বিড়ি
গ) সিগারেট
ঘ) দেশলাই
উত্তর :–সিগারেট

২৯) " বিভাব" নাটকে লভ সিনের নায়ক হয়েছিলেন
ক) অমর
খ) শম্ভু
গ) ম্যানেজার
ঘ) বল্লভভাই
উত্তর :–শম্ভু

৩০) " এর মাথায় খালি লভ সিন ঘরে রে ?" কার মাথায় ?
ক) অমর
খ) শম্ভু
গ) তৃপ্তি
ঘ) নাট্য দলের ম্যানেজার
উত্তর :–তৃপ্তি


রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

আমি স্পষ্ট বুঝতে পারলাম " - আমি কে ? কি বুঝতে পারার কথা বলা হয়েছে ? নানা রঙ্গের দিন নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

ami-sposhto-bujhte-parlam-ami-ke-ki-bujhte-parar-kotha-bola-hoyeche

১) " আমি স্পষ্ট বুঝতে পারলাম " - আমি কে ? কি বুঝতে পারার কথা বলা হয়েছে ? 

উত্তর :- গণনাট্য আন্দোলনের নাট্য কার রূপে পরিচিত অজিতেশ বন্দোপাধ্যায় রুশ নাট্যকার চেকভের  "Swan Song  " নামক  একাঙ্ক নাটকটির অনুকরণে রচনা করেন " নানা রঙ্গের দিন " নামক নাটকটি । যেখানে রজনী নামক একজন বৃদ্ধ অভিনেতা একাকী শূন্য মঞ্চে দাড়িয়ে গভীর রাতের অন্ধকারে জীবনের ফেলে আসা দিন গুলির স্মৃতিচারণা করেছেন ।
[ ] প্রায় আটষট্টিটা বছর পার করে এসেছেন তিনি , জীবনের শেষ বেলায় অনুভব করতে পেরেছেন নিজের জীবনের একাকীত্ব । যৌবন বয়সে যখন দর্শকদের হাততালি , তাদের অভিবাদন তাকে  মুগ্ধ করেছিল  তখন অভিনয় জগৎ ছাড়া অন্য সব কিছুকে তিনি খুব সহজেই অবহেলা করেছেন । কিন্তু সময় থেমে থাকেনি । সময়ের পরিবর্তনের সাথে সাথে অভিনেতা রজনীকান্ত  চাট্টুজ্জে মূল অভিনেতার পাশাপাশি পার্শ্ব অভিনেতায় পরিণত হয়েছেন । বহু দর্শক যারা এক সময় তাঁকে মাথায়  করে রাখত পরবর্তী কালে তারাই সমালোচনা করতে শুরু করেছিল । তাদের মতে এই সব অভিনয় দেখেই ছেলেমেয়েদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে । কিন্তু প্রতিভার তো অপমৃত্যু হয় না । তাই বারবার রজনীকান্তের শিল্পী সত্তা হাহাকার  করে উঠে ফেলে আসা  দিন গুলিকে ভুলতে না পেরে ।

[ ] রজনীকান্তের বাহিক চেহারার পরিবর্তন হয়েছে , গলার কাজ নষ্ট হয়েছে , চরিত্রকে ফুটিয়ে তোলার দক্ষতাও ধীরে ধীরে ম্লান  হয়েছে কিন্তু তবুও বাঁধক্য উপনীত রজনীকান্ত ফেলে আসা দিন গুলিকে ভুলতে পারে না । বুঝতে পারছেন দর্শক তাকে আর চায় না । কিন্তু তবুও শিল্পী সত্তার মৃত্যু হয় না জেনেই রাতের পর রাত ফাঁকা মঞ্চে অভিনয় করেছেন ।

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

বিভাব নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন



১) তাই অনেক ভেবচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।  কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো ।

২) বুদ্ধিটা কি করে এল তা বলি । কোন বুদ্ধি এবং তা কীভাবে এল – নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো ।

৩) এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ? সমগ্র নাট্যকাহিনীর নিরিখে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো ।

৪) এই ঘরের মধ্যে জীবনকে উপলদ্ধি করা যাবে না । জীবনকে উপলদ্ধি করার জন্য বক্তা কী করেছিলেন ? শেষে তার কীরূপ অভিজ্ঞা হয়েছিল ।

৫) বিভাব নাটকের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো ।

৬) তাহলে আপনার হাসি জীবনে কোনোদিন পাবে না । বক্তার এই মন্তব্যের কারন " বিভাব " নাটক অবলম্বনে আলোচনা করো ।

৭) তবে হ্যা , মানতে পারে , যদি সাহেবে মানে । যেমন রবি – ঠাকুরকে মেনেছিল । মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ সহ আলোচনা করো ।


সিনেমা সাহিত্যে কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন




১) মৃণাল সেন

২) তপন সিংহ

৩) ঋত্বিক ঘটক

৪) সত্যজিৎ রায়

৫) বাংলা সিনেমার প্রচলনের ইতিহাসের রুপ রেখাটি নির্দেশ করো প্রসঙ্গ নীবাক যুগ ( ১৯১৭ - ৩০ ) ও সবাক যুগ " ১৯৩১ থেকে " এর সূচনা পর্বের সিনেমা গুলোর পরিচয় দাও ।




গান কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন



১) বাংলা গানের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান ?

২) বাংলা গানে অতুলপ্রসাদ সেন এর অবদান আলোচনা করো ?

৩) বাংলা গানে মুকুন্দ দাস এর অবদান আলোচনা করো ?

৪) বাংলা সাহিত্যের গানের ইতিহাসে সেলিম চৌধুরী অবদান সম্পকে আলোচনা করো ।

৫) কাজী নজরুল ইসলামের বাংলা গানের সাহিত্যের ইতিহাসে অবদান আলোচনা করো ।

৬)  বাংলা গানের সাহিত্যের মান্না দে এর অবদান আলোচনা করো ।


ক্রিড়া কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন



১) প্রথম ভারতীয় দল হিসাবে আই এফ এ শিল্ড জয়ি মোহনবাগান ক্লাবের ইতিহাস পর্যলোচনা করো ।

২) প্রতুলচন্দ্র সরকার ম্যাজিক (P C SARKAR )

৩) রামায়নে বণিত কাহিনী অনুসারে দাবা খেলার শ্রেষ্ঠ কে ? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও ।


বিজ্ঞানচর্চা কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন



১)  কাদম্বিনী ( বসু ) গঙ্গোপাধ্যায় ।

২) বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে বিধানচন্দ্র রায়  অবদান সংক্ষেপে আলোচনা করো ।

৩) জগদীশ চন্দ্র বসু ।

৪) প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় ।

৫) সত্যেন্দ্রনাথ বসু ।

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কয়েকটি গুরত্ব পূর্ণ প্রশ্ন




পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা ঘুরে ফিরে প্রতি বছর আসে সেগুলিই দেওয়া হলো ।

১) চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ? কবি এই মন্তব্যের মধ্যে দিয়ে কোন সত্যকে প্রতিষ্টা করতে চেয়েছেন আলোচনা করো ।

২) এত যে শুনি বাইজেন্টিয়াম , সেখানে কি সবাই প্রসাদেই থাকত ? কবির মন্তব্যের তাৎপর্য আলোচনা করো ।

৩) ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার / একলাই নাকি ? এই প্রশ্নের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো ।

৪) গলদের নিপাত করেছিল সিজার । নিদেন একটা রাধুনী তো ছিল ? এই মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করো ।

৫) বিরাট আমাডা যখন ডুবল , স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব / আর কেউ কাঁদেনি ? মন্তব্যটির ঐতিহাসক ভির্তি উল্লেখ করে এর মমাথ আলোচনা করো ।

৬) পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজচেতনার কী পরিচয় পাও ?


চিত্র কলা কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন কয়েকটি



১) যামিনী রায়

২) রামকিঙ্কর বেইজ

৩) অবনীন্দ্রনাথ ঠাকুর

৪) গগেন্দ্রনাথ ঠাকুর

৫) " পট " শব্দ টির অর্থ কি ? বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও ?


আমার বাংলা কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন



ছাতির বদলে হাতি

১) চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো চেংমান কে ? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল ।

২) বিশ্বাস করো , বানানো গল্প নয় । লেখক যে কাহিনী সমন্ধে একথা বলেছেন , সেটি সংক্ষেপে লেখো ।

৩) সুভাষ মুখোপাধ্যায় " ছাতির বদলে হাতি " রচনা অবলম্বনে গারো পাহাড়ের অধিবাসী দের ওপর মহাজনদের শোষণ বর্ননা করো ।

৪) পাহাড়ের নিচে যে দিন থেকে লালনিশান খুঁটি গেড়েছে , সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে । চোখ ফোটার ফলে " তাদের " কি কি পরিবর্তন ঘটেছে তা " ছাতির বদলে হাতি " রচনা অবলম্বনে লেখো ।

কলের কলকাতা

১) চেয়ারের উপর যিনি বসে আছেন , তাকে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না , চেয়াড়ের উপর কে বসেছিলেন ? লেখক তাকে কোথায় দেখেছিলেন ? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো ?

২) মোনা ঠাকুর তার কলকাতা ভ্রমনের যে বর্ননা দিয়েছিল , " কলের কলকাতা " রচনা অবলম্বনে সবিস্তারে লেখো ।

৩) কলকাতা আসার পর " কলের কলকাতা " রচনার লেখক সুভাষ মুখোপাধ্যায় কলকাতাকে একেবারেই ভালো লাগেনি কেন ?

৪) সুভাষ মুখোপাধ্যায় ' কলের কলকাতা ' রচনা অবলম্বন করে লেখকের জেলখানা ভ্রমনের বর্ণনা দাও ?

৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কলকাতায় যেসব ঘটনা ঘটেছিল , "  কলের কলকাতা " রচনা অবলম্বন করে তার বর্ণনা দাও ।

৬) সে রাত্রিরে গুলি চললো মেছো বাজারের মোড়ে । সেদিনের ঘটাবলী বর্ণনা করে গুলি চলার কারন লেখো ?

৭) কি প্রসঙ্গে কলকাতার নিম্নলিখিত স্থান গুলি লেখকের রচনায় এসেছে – ক্লাইভ স্ট্রিট , মুচি পাড়া থানা , রাজা বাজার বস্তি , চিনে পাড়া , খিদির পুর ?

 গারো পাহাড়ের নীচে 

১) যেন রাবনের চিতা জ্বলছে তো জ্বলছেই, রাবনের চিতার মতো আগুন কারা কি উদ্দেশে কোথায় জ্বালিয়ে ছে ?এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে ।

২) কিন্তুু হাতি বেগার আর চলল না , হাতি বেগার আইন কি তা আলোচনা করো  ।  তা কেন আর চলল না ।

৩) "গারো  পাহাড়ের নিচে " রচনা অবলম্বনে সুসং পরগনার নিসর্গ- প্রকৃতি এবং মানব প্রকৃতি র বর্ণনা দাও ?

৪)  "গারো  পাহাড়ের নিচে " যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও ?

৫) তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল । প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন ? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?

৬) জমিদার কে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয় । সুভাষ মুখোপাধ্যায়" আমার বাংলা " গ্রন্থের "গারো  পাহাড়ের নিচে " রচনা অবলম্বনে বিশ্লেষণ করো ।

মেঘের গায়ে জেলখানা

১) মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুচরনের পরিচয় দাও ?

২) আজ ইংরেজ নেই , তবু আগের ব্যাবস্থায় বহাল আছে বক্সায় , কোন ব্যাবস্থার কথা এ খানে বলা হয়েছে ? যখন বক্সায় ইংরেজরা বন্দী শিবির তেরী করেছিল , তখন সেখানকার পরিবেশ কেমন ছিল ?

৩) সুভাষ মুখোপাধ্যায় " মেঘের গায়ে জেলখানা " রচনা অবলম্বন করে বক্সা জেলখানার বর্ণনা দাও ?

৪) সুভাষ মুখোপাধ্যায় " মেঘের গায়ে জেলখানা " রচনা অবলম্বন করে জেলের সাধারণ কয়েদিদের ওপর জেল কর্তৃপক্ষ এবং জেল – কর্মচারীদের অত্যাচার বর্ণনা করো ।

৫) বক্সা জেলে কিভাবে সোনাদানা জেলের মধ্যে লুকিয়ে রাখতো , তা " মেঘের গায়ে জেলখানা " রচনা অবলম্বন করে লেখো ।

৬) এরা সব সাধুচরনের অতীত , সাধুচরন এদের ভবিষ্যত । এ খানে " এরা " বলতে কাদের কথা বোঝানো হয়েছে ? মুস্তাফার পরিচয় দাও ?

৭) শিলিগুড়ি থেকে রাজাভাতখাওয়া স্টেশনে যাওয়া পযন্ত লেখকের যাত্রাপথের বিবরণ দাও ।

হাত বারাও

১) তোমরা হাত বারাও তাকে সাহায্য করো । লেখক কাকে , কি ভাবে , কেন সাহায্য করতে বলেছেন ।

২) সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনীদের সে শনাক্ত করছে "- কে শনাক্ত করেছে ? কাদের কেন খুনী বলা হয়েছে ?

৩) কিন্তু আজও সেই দুটো জলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে । কোন ঘটনা প্রসঙ্গে লেখক একথা বলেছেন ? এই ঘটনা লেখকের মধ্যে কোন প্রতিক্রিয়া তৈরী করেছে ?

৪) " হাত বাড়াও " রচনাটি মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো ।





বুধবার, ৬ মার্চ, ২০১৯

ক্রিড়াসংস্কৃতি MCQ প্রশ্ন ও উত্তর





:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে ক্রিয়াসংস্কৃতি  কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " পেচ লুকানো ধোঁকা " কোন খেলায় আছে  ..?
ক) কুস্তি
খ) লনটেনিস
 গ) বক্সিং
ঘ) মোরগ লড়াই

উত্তর :– কুস্তি

২) " দি ফিনিক্স অ্যাওয়ার্ড " পান ....?
ক) পি . কে ব্যানার্জি
খ) দিব্যেন্দু বড়ুয়া
গ) পি . সি সরকার
ঘ) আরতি সেন

উত্তর :– পি . সি সরকার

৩) মিহির সেন ছিলেন ....?
ক) ক্রিকেটার
খ) গ্র্যান্ডমাস্টার
গ) অ্যাথলিট
ঘ) সাঁতারু

উত্তর :– সাঁতারু

৪) মহিলা ক্রিকেটার ........?
ক) জ্যোতির্ময়ী সিকদার
খ) দোলা ব্যানার্জী
গ) ঝুলন গোস্বামী
ঘ) সোমা বিশ্বাস

উত্তর :– ঝুলন গোস্বামী

৫) কে গ্র্যান্ডমাস্টার .........?
ক) সূর্যশেখর গাঙ্গুলী
খ) দীপ দাশগুপ্ত
গ) অনির্বাণ লাহিড়ী
ঘ) সুভাষ ভৌমিক

উত্তর :– সূর্যশেখর গাঙ্গুলী

৬) বাংলায় আখড়া সংস্কৃত প্রচলনের প্রথীকিত ছিলেন ....?
ক) যতিন্দ্রচরণ গুহ
খ) যতিন্দ্রনাথ গুহ
গ)অম্বিকাচরণ গুহ
ঘ) ক্ষেতমোহন গুহ

উত্তর :– অম্বিকাচরণ গুহ

৭) অম্বিকাচরণ ছিলেন যতিন্দ্রচরণ গুহের ...?
ক) বাবা
খ) কাকা
গ) ভাই
ঘ) ঠাকুরদা

উত্তর :– ঠাকুরদা

৮) মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কুস্তির " বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন্সশিপ " যেতেন প্রথম কোন এশিয় ......?
ক) ফনিন্দ্রকৃষ্ণ গুহ
খ) যতিন্দ্রচরণ গুহ
গ) গোঁসাইদাস গুপ্ত
ঘ) ক্ষেতমহণ গুহ

উত্তর :– যতিন্দ্রচরণ গুহ

৯) গোবর গুহ " বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন্সশিপ " যেতেন কত খিস্টাবদে .....?
ক) ১৯১১
খ) ১৯১৩
গ) ১৯১৮
ঘ) ১৯২১

উত্তর :– ১৯২১

১০) গোবর গুহর সর্বাধিক প্রচলিত কুষ্টিরিতিটি হলো ...?
ক) ঢাক
খ) রদ্দা
গ) কুল্লা
ঘ) ধোঁকা

উত্তর :– রদ্দা

১১) ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি .....?
ক) ট্রেডস ক্লাব
খ)  ডালহৌসি ক্লাব
গ) নার্ভাল ভলান্টিয়াস ক্লাব
ঘ) কলকাতা ফুটবল ক্লাব

উত্তর :– নার্ভাল ভলান্টিয়াস ক্লাব

১২) ভারতের প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে কত খিস্টাবদে .......?
ক) ১৮৬৮
খ) ১৮৭০
গ) ১৮৭২
ঘ) ১৮৭৭

উত্তর :– ১৮৭২

১৩) ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যাক্তিত্ব হলেন   ......?
ক) শ্যামসুন্দর মিত্র
খ) কুমারেশ সেন
গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারি
ঘ) যতীন্দ্রচরণ গুহ

উত্তর :– নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারি

১৪) প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম .......?
ক)  কুমারটুলি ক্লাব
খ) শোভাবাজার ক্লাব
গ) টাউন ক্লাব
ঘ) কলকাতা ক্লাব

উত্তর :– শোভাবাজার ক্লাব

১৫) কোন বাঙালি ক্রিকেটার প্রথম ইংল্যান্ডের কাউন্টিতে খেলেন ......?
ক) মনসুর আলী খান
খ) রণজিৎ সিংহ
গ) রাজকুমার হিতেন্দ্র নারায়ন
ঘ) অম্বর রায়

উত্তর :– রাজকুমার হিতেন্দ্র নারায়ন

১৬) বঙ্গদেশে ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন কে ..........?
ক) রাজকুমার হিতেন্দ্র নারায়ন
খ) সারদারঞ্জন রায়চৌধুরী
গ) শ্যামসুন্দর মিত্র
ঘ) অম্বর রায়

উত্তর :– সারদারঞ্জন রায়চৌধুরী

১৭) কোন বাঙালি ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন .......?
ক) সারদারঞ্জন রায়চৌধুরী
খ) নির্মল চট্টোপধ্যায়
গ) সৌরভ গাঙ্গুলি
ঘ) পঙ্কজ রায়

উত্তর :– সৌরভ গাঙ্গুলি

১৮) প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চেন্যাল পেরণ কে ........?
ক) বুলা চৌধুরী
খ) মিহির সেন
গ) বিশ্বজিৎ দে চৌধুরী
ঘ) আরতি সাহা

উত্তর :– মিহির সেন

১৯) প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চেন্যাল পার হন .......?
ক) বুলা চৌধুরী
খ) মুনসুন দে চৌধুরী
গ) আরতি সাহা
ঘ) ঝুম্পা সাহা

উত্তর :– আরতি সাহা

২০) রেঞ্জাস ক্লাব কলকাতায় কোন খেলা প্রবর্তন করে ........?
ক) টেবিল টেনিস
খ) লন টেনিস
গ) ফুটবল
ঘ) হকি

উত্তর :– হকি

২১) শিলি গুরি "  টেবিল টেনিসের দৌনাচায " বলা হয় কাকে .........?
ক) কস্তুরী চক্রবর্তী
খ) শুভজিৎ সাহা
গ)  মৌমা দাস
ঘ) ভারতী ঘোষ

উত্তর :– মৌমা দাস

২২) পি সি সরকার কোন দেশে প্রয়াত হন ........?
ক) চিন
খ) জাপান
গ) উত্তর কোরিয়া
ঘ) ইংল্যান্ড

উত্তর :– জাপান

২৩) পি সি সরকারের পুত্রের নাম কি ......?
ক) জুনিয়ার পি .সি সরকার
খ) ইয়ং পি . সি সরকার
গ) ফাস্ট পি. সি সরকার
ঘ) সেকেন্ড পি .সি সরকার

উত্তর :– জুনিয়ার পি .সি সরকার

২৪) বিশ্ব বিখ্যাত জাদুকর পি . সি . সরকার ( সিনিয়র ) – এর প্রকৃত নাম কি ....?
ক) প্রভাসচন্দ্র সরকার
খ) প্রতুলচন্দ্র সরকার
গ) প্রভাতচন্দ্র সরকার
ঘ) প্রদীপচন্দ্র সরকার

উত্তর :– প্রতুলচন্দ্র সরকার


চিত্রকলা MCQ প্রশ্ন ও উত্তর





:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে চিত্রকলা কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) পালযুগের পুঁথিচিত্রে গৌতম বুদ্ধের জীবনের ক – টি প্রধান ঘটনার ছবি দেখা যায়
ক) তিনটি
খ) পাঁচটি
গ) সাতটি
ঘ)  আটটি

উত্তর :– আটটি

২) নন্দলাল বসু যার গ্রন্থে একেছেন , তিনি হলেন
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বলেন্দ্রনাথ ঠাকুর
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

উত্তর :– রবীন্দ্রনাথ ঠাকুর

৩) আর্ট স্কুলে পিলাডি সাহেবের ছাত্র ছিলেন
ক) অসিত হালদার
খ) রামকিঙ্কর বেইজ
গ) জয়নাল আবেদিন
ঘ) যামিনী রায়

উত্তর :– যামিনী রায়

৪) নিচের যে ছবিটি রবীন্দ্রনাথের আঁকা নয়
ক) পুপে
খ) আবু হোসেন
গ) বৌদ্ধভিক্ষু
ঘ) বুদ্ধ ও সুজাতা

উত্তর :– বুদ্ধ ও সুজাতা

৫) তেলেঙ্গানার কৃষক বিদ্রোহের ছবি একেছেন
ক) জয়নাল আবেদিন
খ) চিওপ্রসাদ ভটাচার্য
গ) অসিত হালদার
 ঘ) অন্নপ্রসাদ বাগচি

উত্তর :– চিওপ্রসাদ ভটাচার্য

৬) দিল্লি ও আগ্রতে কোম্পানি চিত্রশেলির প্রসার ঘটে কোন শতকের শুরুতে
ক) ষোড়শ
খ) সপ্তদশ
গ) অষ্ঠাদশ
ঘ) ঊনবিংশ

উত্তর :– ষোড়শ

৭) দিল্লির অঞ্চলের শিল্পীরা সাধারনত কিসের উপর ছবির আঁকতেন
ক) হাতির দাঁত
খ) অভেরের পাত
গ) তাল পাতা
ঘ) মাটি

উত্তর :– হাতির দাঁত

৮) " পট " শব্দটির আভিধানিক অর্থ কি
ক)  কাপড়
খ) সরা
গ) ছবি
ঘ) তালপাতা

উত্তর :– ছবি

৯) পশ্চিমবঙ্গ ও উড়িশা ছাড়া আর কোন রাজ্য পট শিল্পের প্রচলন ছিল
ক) আসাম
খ) গুজরাট
গ) রাজস্থান
ঘ) মহীশূর

উত্তর :– রাজস্থান

১০) গাজীর পট বা সত্যপিরের পট বঙ্গদেশের কোথায় প্রচলিত ছিল
ক) উত্তর
খ) দক্ষিণ
গ) পূর্ব
ঘ) পশ্চিম

উত্তর :– পূর্ব

১১) কালীঘাট পটের ছায়া পড়েছিল কোন  বিখ্যাত শিল্পীর ছবিতে
ক) লিওনার্দো দ্যা ভিঞ্চি
খ) পাবলো পিকাসো
গ) ফানান্দ লেজ
ঘ) রাফায়েল

উত্তর :– ফানান্দ লেজ

১২) কলকাতায় প্রথম আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে
ক) আনন্দ প্রসাদ বাগচি
খ) শ্যামাচরণ শ্রীমানি
গ) হেনরিহোভার লক
ঘ) গঙ্গাধর দে

উত্তর :– হেনরিহোভার লক

১৩) "দ্যা  ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট " প্রতিষ্ঠাতা কে
ক) হেনরিহোভার লক
খ) আনন্দ প্রসাদ বাগচি
গ) রণদাপ্রসাদ গুপ্ত
ঘ) মন্নথনাথ চক্রবর্তী

উত্তর :–  মন্নথনাথ চক্রবর্তী

১৪) " কলাভবন " প্রতিষ্ঠাত করে কাকে রবীন্দ্রনাথ তার আর্চায করে নিয়ে আসেন
ক)  নন্দলাল বসু
খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রকাশ কর্মকার
 ঘ) রামকিঙ্কর বেইজ

উত্তর :– নন্দলাল বসু

১৫) অবনীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলী কে বিষয় করে শিল্পচর্চা শুরু করেন ঠাকুর পদবিধারি কার উপদেশ অনুযায়ী
ক)  গুগেন্দ্রনাথ
খ) গগণেন্দ্রনাথ
গ) রবীন্দ্রনাথ
ঘ) জ্যোতিরিন্দ্রণাথ

উত্তর :– রবীন্দ্রনাথ

১৬) সুনয়নী দেবী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের
ক) মা
খ) মেয়ে
গ) দিদি
ঘ) বোন

উত্তর :– বোন

১৭) রবীন্দ্রনাথের " সহজ পাঠ " গ্রন্থের অলংকরণ করেন
ক) জ্যোতিরিন্দ্রণাথ
খ) অবনীন্দ্রনাথ
গ) দিনেন্দ্রনাথ ঠাকুর
ঘ) নন্দলাল বসু

উত্তর :– নন্দলাল বসু

১৮) চলমান গান্ধীজি কে লাঠি হাতে সাদা – কালোয় একেছিলেন
ক) নন্দলাল বসু
খ) রামকিঙ্কর বেইজ
গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
ঘ) চিত্রপ্রসাদ

উত্তর :– নন্দলাল বসু

১৯) কোন শিল্পী " ইন্ডস " সিরিজের জন্য বিখ্যাত
ক) চিত্রপ্রসাদ
খ) যামিনী রায়
গ) সোমনাথ হোর
ঘ) জয়নাল আবেদিন

উত্তর :– সোমনাথ হোর


বিজ্ঞান চর্চা MCQ প্রশ্ন ও উত্তর






:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে বিজ্ঞান চর্চা  কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) রাধানাথ শিকদার ছিলেন
ক) হিন্দু কলেজের ছাত্র
খ) সংস্কৃত কলেজের ছাত্র
গ) স্কটিশচার্চ কলেজর ছাত্র
ঘ) শিবপুরবুক সোসাইটি

উত্তর :– হিন্দু কলেজের ছাত্র

২) আমাদের দেশে প্রথম বাস্পিয় ইঞ্জিন নিমার্ণ করেন
ক) গলোকচন্দ্র নন্দী
খ) শিব চন্দ্র নন্দী
গ) মহেন্দ্র নন্দী
ঘ) কালীদাস শিল

উত্তর :– গলোকচন্দ্র নন্দী

৩) " গ্রহ নক্ষত্র " গ্রন্থের লেখক
ক) যোগদাননন্দ রায়
খ)  প্রফুল্ল চন্দ্র রায়
গ) সুকুমার রায়
ঘ) গোপালচন্দ্র ভ্টাচার্য

উত্তর :– যোগদাননন্দ রায়

৪) " বেঙ্গল কেমিক্যালস " –এর প্রতিষ্ঠাতা
ক) প্রফুল্ল চন্দ্র রায়
খ) সত্যেন্দ্রনাথ বসু
গ) মেঘনাথ সাহা
ঘ) গোপালচন্দ্র ভ্টাচার্য

উত্তর :– প্রফুল্লচন্দ্র রায়

৫) কাকে " ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক " বলা হয়
ক) উলিয়াম রকসবাগ
খ) উলিয়াম কেরি
গ) রবাট কিড
ঘ) জন টমাস

উত্তর :– উলিয়াম রকসবাগ

৬) Annals of the royal botanical Garden , Calcutta  নামক সাময়িকপত্রটি প্রকাশ করেন
ক) রবাট কিড
খ) উলিয়াম রকসবাগ
গ) স্যার জজ কিং
ঘ) জন টমাস

উত্তর :– স্যার জজ কিং

৭) " এশিয়াটিক সোসাইটির " প্রাণ পুরুষ ছিলেন
ক) রবাট কিড
খ) উলিয়াম রকসবাগ
গ) উলিয়াম জোনস
ঘ) জব চার্নক

উত্তর :– উলিয়াম জোনস

৮) সর্ব প্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন
ক) হর প্রসাদ শাস্ত্রী
খ) পঞ্চানন কর্মকার
গ) জন টমাস
ঘ) জব চার্নক

উত্তর :– পঞ্চানন কর্মকার

৯) ইংল্যান্ডের " Royal photographic society " –  এর সদস্য হন
ক) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
খ) সুকুমার রায়
গ) সীতানাথ ঘোষ
ঘ) রাজকৃষ্ণ কর্মকার

উত্তর :– সুকুমার রায়

১০ )The Upper Atmosphere " গ্রন্থের লেখক
ক) প্রফুল্ল চন্দ্র রায়
খ) জগদীশ চন্দ্র বসু
গ) শিশির কুমার মিত্র
ঘ) মেঘনাদ সাহা

উত্তর :– শিশির কুমার মিত্র

১১) বিজ্ঞান বিষয়ক গ্রন্থ " পৃথিবী " –র লেখক
ক) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
খ) সর্ণকুমারি দেবী
গ) তারকনাথ ঠাকুর
ঘ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

উত্তর :– সর্ণকুমারি দেবী

১২) গোপাল চন্দ্র ভটাচার্য –এর গবেষণার বিষয় হলো
ক) পোকামাকর
খ) শাক সবজি ও ফল
গ) মেলেরিয়া
ঘ) কালাজ্বর

উত্তর :– পোকামাকর

১৩) আলিপুর চিড়িযাখানার রূপকার ছিলেন
ক)  দিগম্বর মিত্র
খ) ভোলানাথ বসু
গ) রামবর্ন্থ সান্যাল

উত্তর :–রামবর্ন্থ সান্যাল

১৪) প্রথম ভারতীয় দূরবীন নির্মাতা
ক) দিগম্বর মিত্র
খ) নগেন্দ্রনাথ ধর
গ) সশাংকরশেখর  দে
ঘ) মৃণালকুমার দাশগুপ্ত

উত্তর :– নগেন্দ্রনাথ ধর

১৫) এদেশে প্লাস্টিক – সার্জারির জনক
ক) ডা. আবিরলাল মুখোপাধ্যায়
খ) ডা. মহেন্দ্রলাল সরকার
গ) ডা. নীলরতন সরকার
ঘ) ডা. মুরারীমোহন মুখোপাধ্যায়

উত্তর :–  ডা. মুরারীমোহন মুখোপাধ্যায়


সিনেমা MCQ প্রশ্ন ও উত্তর





:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে সিনেমা কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) বাংলায় সবাক ছবির যুগ শুরু হয়
ক) ১৯৩১ খিস্টাব্দে
খ) ১৮৪৭ খিস্টাব্দে
গ) ১৮৮০ খিস্টাব্দে
ঘ) ১৯৩২ খিস্টাব্দে

উত্তর :– ১৯৩১ খিস্টাব্দে

২) প্রথম পূর্ণদৈঘের সবাক বাংলা কাহিনী চিত্র
ক) জয়দেব
খ) বিলবমঙ্গল
গ) জামাইষষ্ঠী
ঘ) শাপমোচন

উত্তর :– বিলবমঙ্গল

৩) সত্যজিৎ রায় নিচের যে পুরস্কার টি পাননি
ক) পদ্মশ্রী
খ) নোবেল
গ) অস্কার
ঘ) লিজিয়ন অফ অনার

উত্তর :– নোবেল

৪) সত্যজিৎ রায়ের পিতার নাম
ক) অমিত রায়
খ) সুকুমার রায়
গ) বিধানচন্দ্র রায়
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর :– সুকুমার রায়

৫) " পথের পাঁচালী " উপন্যাসটি রচয়িতা হলেন
ক) তারাশংকর বন্দোপাধ্যায়
খ) মানিক বন্দোপাধ্যায়
গ) সুবোধ ঘোষ
ঘ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

উত্তর :– বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

৬) " চারুলতা " ছবিটি কোন গল্প অবলম্বনে তৈরি
ক) নষ্টনীড়
খ) সমাপ্তি
গ) দেনাওপাওনা
ঘ) একরাত্রি

উত্তর :– নষ্টনীড়

৭) " সোনার কেল্লা " ছবির পটভূমি ভারতবর্ষের কোন রাজ্যকে নিয়ে
ক) কাশ্মীর
খ) মহারাষ্ট্র
গ) আসাম
ঘ) রাজস্থান

উত্তর :– রাজস্থান

৮) " মেঘে ঢাকা তারা " ছবির প্রধান অভিনেত্রী কে
ক) সুচিত্রা সেন
খ) সুপ্রিয়া দেবী
গ) মাধবী মুখার্জী
ঘ) কানন দেবী

উত্তর :– সুপ্রিয়া দেবী

৯) দিলীপ কুমার অভিনীত তপন সিংহ পরিচালিত ছবি
ক) মেঘে ঢাকা তারা
খ)  সবুজ দ্বীপের রাজা
গ) কাবুলিওয়ালা
ঘ) সাগিনা মাহাতো

উত্তর :– সাগিনা মাহাতো

১০) " হাসুলি বাকের উপকথা " কার রচিত উপন্যাস
ক) তারা শংকর বন্দোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) সত্যজিৎ রায়

উত্তর :– তারা শংকর বন্দোপাধ্যায়

১১) কোন ছবিটি ফেলুদা সিরিজের নয়
ক) বম্বাইয়ের বোম্বেটে
খ) যত কান্ড কাঠমান্ডুতে
গ) সোনার কেল্লা
ঘ) সবুজ দ্বীপের রাজা

উত্তর :– সবুজ দ্বীপের রাজা

১২) সত্যজিৎ রায়ের  " পথের পাঁচালী " ছবির সংগীত পরিচালনা করেছিলেন
ক) সত্যজিৎ রায়
খ) ওস্তাদ বিলায়েত খাঁ
গ) পন্ডিত রবিশঙ্কর
ঘ) ওস্তাদ বিসমিল্লা খাঁ

উত্তর :– পন্ডিত রবিশঙ্কর

১৩) ঋত্বিক ঘটকের স্মরনীয় চলচ্চিত্র
ক) পথের পাঁচালী
খ) আকালের সন্ধানে
গ) মেঘে ঢাকা তারা
ঘ) গল্প হলেও সত্যি

উত্তর :– মেঘে ঢাকা তারা

১৪) ভারতের কোন শহরে সিনেমার প্রথম প্রদশনী টি দেখানো হয়
ক) কলকাতা
খ) দিল্লি
গ) মুম্বাই
ঘ) বেঙ্গলোর

উত্তর :– মুম্বাই

১৫) ভারতের প্রথম নির্বাক চলচিত্র কোনটি
ক) বিলব মঙ্গল
খ) রত্নাবলী
গ) রাজা হরিশচন্দ্র
ঘ) সাগীনা মাহাতো

উত্তর :– রাজা হরিশচন্দ্র

১৬)  উওম– সুচিত্রা জুটির প্রথম ছবির নাম কি
ক) পথে হল দেরি
খ) সপ্তপদী
গ) সাড়ে চুয়াত্তর
ঘ) হারানো সুর

উত্তর :– সাড়ে চুয়াত্তর

১৭) দেবদাস ছবির পরিচালক ছিলেন
ক) শিশির কুমার ভাদুড়ি
গ) নরেশ্চন্দ্র মিত্র
ঘ) প্রমথেশ বড়ুয়া

উত্তর :– প্রমথেশ বড়ুয়া

১৮) " উদয়ের পথে " ' দো বিঘা জমিন ' চলচিত্র দুটির পরিচালক কে
ক) বিমল রায়
খ) নিমাই ঘোষ
গ) হেসেন গুপ্ত
ঘ) উদয়সংকর

উত্তর :– বিমল রায়

১৯) " পথের পাঁচালি " মুক্তি পেয়েছিল কত খিস্টাব্দে
ক) ১৯৪৮
খ) ১৯৫৩
গ) ১৯৫৫
ঘ) ১৯৫৯

উত্তর :– ১৯৫৫

২০) মৃণাল সেনের প্রথম ছবি কি
ক) রাতভোর
খ) নীল আকাশের নিচে
গ) অপরাজিত
ঘ) গঙ্গা

উত্তর :– রাতভোর

২১) " কাবুলিওয়ালা " ছবির পরিচালক
ক) ঋত্বিক ঘটক
খ) রাজেন তরফদার
গ) তপন সিংহ
ঘ) মৃণাল সেন

উত্তর :– তপন সিংহ


রুপনারানের কুলে MCQ প্রশ্ন ও উত্তর



:· উচ্চ মাধ্যমিক বাংলা রুপনারানের কূলে  কবিতার কিছু  গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) রুপ নারানের কূলে কবিতায় রূপনারান নদীটি কিসের প্রতিক ?
ক) কবির বাসস্থানের
খ) বিশ্ব সংসারের
গ) মৃত্যুর
ঘ)কল্পনার

উত্তর :– বিশ্ব সংসারের

২) কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন ?
ক) দর্পনে
খ) হৃদয়ে
গ) রক্তের অক্ষরে
 ঘ) পল্লীগ্রামে

উত্তর :–রক্তের অক্ষরে

৩) কবি রবীন্দ্রনাথ নিজেকে চিনেছেন  ?
ক) মানুষের সান্নিধ্যে
খ) অন্যকে ভালোবেসে
গ) কবিতার মধ্যে
ঘ) আঘাত ও বেদনায়

উত্তর :–আঘাত ও বেদনায়

৪)কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো  ?
ক) দুর্বোধ্য
খ) অজ্ঞেয়
গ) কঠিন
ঘ) ব্যাখার অতীত

উত্তর :–কঠিন

৫) " রূপনারানের কূলে " কবিতাটি যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল ?
ক) প্রান্তিক
খ) জন্মদিন
গ) শেষ লেখা
ঘ) শেষ সপ্তক

উত্তর :–শেষ লেখা

৬) " রূপনারানের কূলে " কবিতাটি কাব্য গ্রন্থের কত সংখ্যক কবিতা ?
ক) ১১
খ) ১৩
গ) ১২
ঘ) ১৪

উত্তর :–১১

৭)কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন ?
ক) গোদাবরী কূলে
খ) কাবেরীর কূলে
গ) রূপনারানের কূলে
ঘ) দামোদরের কূলে

উত্তর :–রূপনারানের কূলে

৮) " রূপনারানের কূলে " কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হল ?
ক) সোনার
খ) রক্তের
গ) জলের
ঘ) শিক্ষার

উত্তর :–রক্তের

৯) " চিনিলাম ––––"
ক) আপনারে
খ) তোমারে
গ) তাহারে
ঘ) সকলে

উত্তর :–আপনারে

১০) যে কখনো বঞ্চনা করে না  , সে হল  ?
ক) মিথ্যা
খ) বন্ধু
গ) জননী
ঘ) সত্য

উত্তর :–সত্য

১১) " রূপনারানের কূলে " কবিতাটি রচিত হয় ?
ক) ২৮ মে , ১৯৪১
খ) ৩০ মে  , ১৯৪১
গ) ১৬ মে , ১৯৪১
ঘ) ১৩ মে, ১৯৪১

উত্তর :–১৩ মে, ১৯৪১

১২) " রূপনারানেরকূলে " কবিতাটি রচিত হয় ?
ক) কলকাতায়
খ) শান্তিনিকেতনে
গ) কালিম্পং_ এ
ঘ) কাশিয়াং _এ

উত্তর :–শান্তিনিকেতনে