বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৩ মে, ২০২০

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন MCQ প্রশ্ন ও উত্তর




:· আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) থিবস নদীর দরজা ছিল   ?
ক) সাতটি
খ) একটি
গ) পাঁচটি
ঘ) তিনটি

উত্তর :–সাতটি

২) মোহনীয় রোম ছিল ?
ক) জয়তোরনে ঠাসা
খ) ধার্মিকদের পিঠস্থান
গ) সোনার ঝকঝকে
ঘ) উপকথার দেশ

উত্তর :–জয়তোরনে ঠাসা

৩) " রাজারা কি পাথর ঘারে করে আন তো ? " যে প্রসঙ্গে এর উল্লেখ সেটি হল ?
ক) ব্রেবীলন
খ) সাত দরজাওয়ালা থীবস
গ) চীনের প্রাচীর
ঘ) রোম

উত্তর :–সাত দরজাওয়ালা থীবস

৪) দ্বিতীয় ফেডারিক জিতেছিলেন ?
ক) পাঁচ বছরের যুদ্ধে
 খ) তিন বছরের যুদ্ধে
গ) সাত বছরের যুদ্ধে
ঘ) এক বছরের যুদ্ধে

উত্তর :– সাত বছরের যুদ্ধে

৫) " সেখানে কি সবাই প্রসাদেই থাকত ? সেখানকার কথা বলা হয়েছে, সেটি হল  ?
ক) লিমা
খ) বাইজেন্টিয়াম
গ) ব্রেবলিন
ঘ) আইলান্টিস

উত্তর :–বাইজেন্টিয়াম

৬) ব্রাবলিন হলো  ?
ক) রাজার নাম
খ) রাজ্যর নাম
গ) জাতির নাম
ঘ) কোনোটিই নয়

উত্তর :–রাজ্যর নাম

৭) চীনের প্রাচীর তেরি কাজ শেষ হয়েছিল  ?
ক) সকাল বেলা
খ) রাতের বেলা
গ) সন্ধ্যা বেলা
ঘ) দিনের বেলা

উত্তর :–সন্ধ্যা বেলা

৮) " আটলান্টিস" হলো  ?
ক) মহাসাগর
খ) দ্বীপরাজ্য
গ) উপকথার রাজ্য
ঘ) রোমের রাজধানী

উত্তর :–উপকথার রাজ্য

৯) আলেকজান্ডার ছিলেন  ?
ক) ম্যাসিডনের রাজা
খ) রোমের রাজা
গ) ইতালির রাজা
ঘ) ভারতের রাজা

উত্তর :–ম্যাসিডনের রাজা

১০) আলেকজান্ডার জয় করেছিলেন  ?
ক) জাপান
খ) ভারত
গ) শ্রীলঙ্কা
ঘ) বাংলাদেশ

উত্তর :–ভারত

১১) গলদের নিপাত করেছিল  ?
ক) আলেকজান্ডার
খ) দ্বিতীয় ফেডারিক
গ) জুলিয়াস সিজার
ঘ) ফিলিপ

উত্তর :–জুলিয়াস সিজার

১২) ব্রেটলট ব্রেখট কবি ছাড়াও প্রখ্যাত ?
ক) ঔ পনাশিক
খ) নাট্যকার
গ) গল্পকার
ঘ) চিত্রশিল্পী

উত্তর :–নাট্যকার

১৩) " পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন " অনুবাদ - কবিতাটির অনুবাদক ?
ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
খ) জয় গোস্বামী
গ) অরুণ মিত্র
ঘ) শঙ্খ ঘোষ

উত্তর :–শঙ্খ ঘোষ

১৪) কবি শঙ্খ ঘোষের পোশাকি নাম হলো  ?
ক) চিত্র প্রিয় ঘোষ
খ) সত্য প্রিয় ঘোষ
গ) নিত্য প্রিয় ঘোষ
ঘ) বারিদদবরণ

উত্তর :–চিত্র প্রিয় ঘোষ

১৫) " কে বানিয়েছিল ....? কি ?
ক) ব্রবিলন
খ) থীবস
গ) চীনের প্রাচীর
ঘ) লিমা

উত্তর :–থীবস

১৬) " বইয়ে লেখা " কার নাম  ?
ক) রাজার
খ) রানীর
গ) রাজমিস্ত্রির
ঘ) রাধুনির

উত্তর :–রাজার

১৭) " কাদের জয় করলো সিজার " ? সিজার হলো ?
ক) রোমের নেতা
খ) মিশরের নেতা
গ) স্পেনের নেতা
ঘ) গ্রীক নেতা

উত্তর :–রোমের নেতা

১৮) " ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল " – কাদের উদ্দেশ্যে  ?
ক) রাজার
খ) নাবিকের
গ) ক্রীতদাস
ঘ) ঈশ্বর

উত্তর :–ক্রীতদাস

১৯) ভারত জয় করেছিল – কে  ?
ক) জুলিয়াস সিজার
খ) দ্বিতীয় ফেডারিক
গ) ফিলিপ
ঘ) আলেকজান্ডার

উত্তর :–আলেকজান্ডার

২০) " বিরাট আমাডা যখন ডুবলো "। তখন কে কেঁদেছিল ?
ক) সিজার
খ) আলেকজান্ডার
গ) ফিলিপ
ঘ) হামুরাবি

উত্তর :–ফিলিপ






অলৌকিক MCQ প্রশ্ন ও উত্তর




:· ভারতীয় গল্প অলৌকিক কিছু কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিল  ..?
ক)  হাসান আব্দলের  জঙ্গলে
খ) মন্দিরে
গ) বামন পাহাড়ে
ঘ) আরব সাগরের তীরে

উত্তর :–হাসান আব্দলের  জঙ্গলে

২) গুরু নানকের শিষ্য নাম ছিল  ......?
ক) গোবিন্দ সিংহ
খ) বাহাদুর
গ) মদানা
ঘ) রামদাস

উত্তর :–মদানা

৩) বলী কান্ধারি ছিলেন একজন  ...?
ক) তান্ত্রিক
খ) সুফি সাধক
গ) ভক্তিবাদি
ঘ) দরবেশ

উত্তর :–দরবেশ

৪) বলী কান্ধারীর জলের উৎস ছিল ...?
ক) কুয়ো
খ) সমুদ্র
গ) ঝরনা
ঘ) সরোবর

উত্তর :–কুয়ো

৫) নানক সম্পর্কে নিচের কোন বিশ্লেষণ টি গল্পে পাওয়া যায়  .....?
ক) সাধু
খ) মহাত্যাগী
গ) ফকির
ঘ) পির

উত্তর :–পির

৬) বলী কান্ধারী নানক কে বলেছিলেন ....?
ক) নিষ্টুর
খ) ভগবান
গ) কাফের
ঘ) সদগুরু

উত্তর :–কাফের

৭) গুরু নানক ঈশ্বর কে সম্বোধন করেছিলেন .....?
ক)  "জয় নিরঙ্কার" বলে
খ) "জয়সত্যসাই "  বলে
গ) " জয়ভবানীশংকর " বলে
ঘ) "জয় শ্রীভগবান" বলে

উত্তর :–জয় নিরঙ্কার বলে

৮) পাথর সরানোর পরে মদানা কী দেখতে পেয়েছিলেন ....?
ক) জলের ঝরনা
খ) গুপ্তধন
গ) বিষধর সাপ
ঘ) গুহমুখ

উত্তর :–জলের ঝরনা

৯) নানকের অনুচরসহ বসে থাকতে দেখা গিয়েছিল ....?
ক) বাবলাতলায়
খ) নদীর ধারে
গ) পাথরের উপরে
ঘ) কুঠির প্রাঙ্গণে

উত্তর :–বাবলাতলায়

১০) হাসান আব্দলের বর্তমান নাম ....?
ক) অমৃতসর
খ) চণ্ডীগড়
গ) গ্রন্থসাহেব
ঘ) পাঞ্জাসাহেব

উত্তর :–পাঞ্জাসাহেব

১১) নানকের গল্প নিয়ে গল্পের কথক কার সঙ্গে তর্ক করেছিলেন .......?
ক) মাস্টারমশাইয়ের সঙ্গে
খ) মা এর সঙ্গে
গ) বন্ধুর সঙ্গে
ঘ) গুরু নানকের সঙ্গে

উত্তর :–মাস্টারমশাইয়ের সঙ্গে

১২) পাঞ্জাসাহেবে কি হয়েছিল .....?
ক) অনশন
খ) সাকা
গ) আন্দোলন
ঘ) ধর্মঘট

উত্তর :–সাকা

১৩) " সাকা " হলেই অনিবার্য ছিল ......?
ক) সর্তাগ্রহ
খ) উপবাস
গ) অরন্ধন
ঘ) প্রাথনা

উত্তর :–অরন্ধন

১৪) নিরস্ত ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল কারা.......?
ক) পুলিশরা
খ) ডাকাতরা
গ) ফিরিঙ্গীরা
ঘ) স্বদেশীরা

উত্তর :–ফিরিঙ্গীরা

১৫) পাঞ্জা সাহেবে ট্রেন থামানোর জন্য কার কাছে আবেদন জানানো হয় ......?
ক) স্টেশন মাস্টারের কাছে
খ) ট্রেনের চালকের কাছে
গ) সরকারের কাছে
ঘ) স্থানীয় প্রশাসনের কাছে

উত্তর :–স্টেশন মাস্টারের কাছে

১৬) পাঞ্জা সাহেবের ট্রেনের গল্প কথক কে শুনিয়েছিলেন তার ......?
ক) মা
খ) মা – এর বান্ধবি
গ) মাষ্টারমশাই
ঘ) বন্ধু

উত্তর :–মা – এর বান্ধবি

১৭) বলী কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন ......?
ক) চারবার
খ) দুবার
গ) একবার
ঘ) তিনবার

উত্তর :–তিনবার

১৮) " কিন্তু তার কাকুতি মিনুটি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন " । তার দুশ্চিন্তার কারন ...?
 ক) মর্দানার অসুস্থতা
খ) মর্দানার খিদে – পাওয়া
গ) মর্দানার জলতেষ্টা
ঘ) মর্দানার বাড়ি ফেরার ইচ্ছা

উত্তর :–মর্দানার জলতেষ্টা

১৯) বলি কান্ধারি থাকতেন  .....?
ক) গুহার ভিতরে
খ) সমতলে
গ) পাহাড়চূড়ায়
ঘ) বনের মধ্যে

 উত্তর :–পাহাড়চূড়ায়

২০) নানক শিষ্য মর্দানাকে জলের জন্য কোথায় যেতে বলেন .....?
ক) সমুদ্রধারে
খ) নদীর ধারে
গ) পাহাড় চূড়ায়
ঘ) সমতলে

উত্তর :–পাহাড় চূড়ায়

২১) " আমি পির নানকের সঙ্গী "। বক্তা কে ?
ক) বলি কান্ধারি
খ) লেখক
গ) মর্দানা
ঘ) লেখকের মাষ্টারমশাই

উত্তর :–মর্দানা

২২) উনি রীতিমতো হতভম্ভ । " উনি কে " ?
ক) নানক
খ) মর্দানা
গ) বলি কান্ধারি
ঘ) লেখকের মা

উত্তর :–বলি কান্ধারি


গান MCQ প্রশ্ন ও উত্তর




:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে গান কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) চর্যা গান গুলির আবিষ্কারক
ক)  বসন্ত রঞ্জন রায়
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) দীনেশ রঞ্জন সেন
ঘ) মুনি দও

উত্তর :–হরপ্রসাদ শাস্ত্রী

২) শ্রী কৃষ্ণ কীতনের খণ্ডিত পুঁথি টি পাওয়া গিয়েছিল
ক)  বাঁকুড়া জেলার  কাকিলো গ্রামে
খ) নেপালের রাজদরবারের গ্রন্থ গারে
গ) নদিয়া জেলার নবদ্বীপে
ঘ) মথুরার কৃষ্ণ মন্দিরে

উত্তর :–বাঁকুড়া জেলার  কাকিলো গ্রাম

৩) বিখ্যাত কবিয়াল হলেন
ক) লালন শাহ
খ) নজরুল ইসলাম
গ) গোজলা গুই
ঘ) ভি . বালসারা

উত্তর :–লালন শাহ

৪) নিখিল ব্যানার্জি বাজাতেন
ক) সেতার
খ)  সরোদ
গ) তবলা
ঘ) বাঁশি

উত্তর :–সেতার

৫) মাঝি মাল্লার গান
ক) ঝুমুর
খ) টপ্পা
গ) ভাটিয়ালি
ঘ) ভাওইয়া

উত্তর :–ভাটিয়ালি

৬) বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিবাহবাহী ও প্রাচীনতম গীতশৈলী
ক) ধূর্পদ
খ) খেয়াল
গ) টপ্পা
ঘ) ঠুংরি

উত্তর :–খেয়াল

৭) দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী
ক) কৃষ্ণা চট্টোপধ্যায়
খ) লোপামুদ্রা মিত্র
গ) প্রতিমা বন্দোপাধ্যায়
ঘ) নির্মলা মিশ্র

উত্তর :–কৃষ্ণা চট্টোপধ্যায়

৮) হেমাঙ্গ বিশ্বাস গাইতেন
ক) রজনীকান্তের গান
খ) গণসঙ্গীত
গ) ব্যান্ডর গান
ঘ) উচ্চাঙ্গ সঙ্গীত

উত্তর :–গণসঙ্গীত

৯) ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল
ক) পাঞ্জাবে
খ) ছোটোনাগরপুরেঅঞ্চলে
গ) অবিভক্ত বাংলায়
ঘ) রাজস্থানে

উত্তর :–অবিভক্ত বাংলায়

১০) " মানুষের প্রথম সাঙ্গীতিক যন্ত্র " কী
ক) তার হাত
খ) তার ঠোঁট
গ) তার কন্ঠ
ঘ) সেতার

উত্তর :–তার কন্ঠ

১১) " ভারত তথা বাংলার " যাবতীয় বাদ্রযন্ত্রকে ক – টি ভাগে নিবোধ করার  সম্ভব
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি

উত্তর :–চারটি

১২) " কবি ঈশ্বর গুপ্ত কাকে " পক্ষির দলের প্রতিষ্ঠাতা বলেছেন
ক) নবকৃষ্ণদেব
খ) শিবচন্দ্র ঠাকুর
গ) রামচন্দ্র মিত্র
ঘ) রামনারায়ান মিশ্র

উত্তর :–শিবচন্দ্র ঠাকুর

১৩) রূপচাঁদ পক্ষির পোশাকি নাম কি
ক) শিবচন্দ্র ঠাকুর
খ) রামনারায়ান মিশ্র
গ) মধুসূদন কিন্নর
ঘ) গৌরহরি দাস মহাপাত্র

উত্তর :–গৌরহরি দাস মহাপাত্র

১৪) বাংলাদেশের জাতীয় সংগীত " আমার সোনার বাংলা "– র সুরের উৎস
ক) হিন্দি লঘুসংগীত
খ) লালন গীতি
গ) মীরার ভজন
ঘ) সেতারের

উত্তর :–লালন গীতি

১৫) দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয়চন্দ্র রায় কোন গানের শিল্পী ছিলেন
ক) খেয়াল
খ) টপ্পা
গ) ধূর্পদ
ঘ) ঠুংরী

উত্তর :–খেয়াল

১৬) " তুমি নির্মল করো মঙ্গল করো " গানটির রচয়িতা
ক) রামনারায়ান মিশ্র
খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) অতুল প্রসাদ সেন
ঘ)  রজনীকান্ত

উত্তর :–অতুল প্রসাদ সেন

১৭) রজনীকান্তের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হলো
ক) কর্ল্যানী
খ) কাকলি
গ) কয়েকটি গান
ঘ) গীতিগুচ্ছ

উত্তর :–কর্ল্যানী

১৮) অতুল প্রসাদ সেনের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হলো
 ক) বাণী
খ) কর্ল্যানী
গ) গীতিমঞ্জরী
ঘ) কাকলি

উত্তর :–বাণী

১৯) বাংলা ভাষায় গজল গানের পথিকৃত
ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) লোপামুদ্রা
গ) অতুল প্রসাদ সেন
ঘ)  রজনীকান্ত

উত্তর :–অতুল প্রসাদ সেন

২০) " চারন – কবি হলেন
ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) মুকুন্দ দাস
গ) অতুল প্রসাদ সেন
ঘ) রজনীকান্ত

উত্তর :–মুকুন্দ দাস

২১) মুকুন্দ দাস তার রচিত কোন পালাটি নিয়ে সারা পূর্ববঙ্গ ঘুরে বেড়িয়েছেন
ক) " পল্লী সেবা
খ)  " সোনার বাংলা "
গ)  " মাতৃ পূজা "
ঘ)  " সমাজ ও পথ "

উত্তর :–মাতৃ পূজা

২২) " আমরা করব জয় " গানটির গীতিকার
ক)  রুমা গুহঠাকুরতা
খ)  হেমাঙ্গ বিশ্বাস
গ)  শিবদাস বন্দোপাধ্যায়
ঘ)  ভি . বালসারা

উত্তর :–শিবদাস বন্দোপাধ্যায়

২৩) ভি . বালসারা কে ' ডি . লিট ' উপাধি দিয়ে সম্মানিত করেছে কোন বিশ্ববিদ্যাল়য়া
ক) কলকাতা
খ)  রবীন্দ্র ভারতী
গ)  বিশ্ব ভারতী
ঘ) বর্ধমান

উত্তর :–বিশ্ব ভারতী

২৪) মান্না দের পোশাকি নাম কি ছিল
ক) প্রবোধচন্দ্র দে
খ)  প্রকাশচন্দ্র দে
গ) প্রবোধচন্দ্র দাস
ঘ)  প্রবোধকুমার দে

উত্তর :–প্রবোধচন্দ্র দে

২৫) সত্যজিৎ রায়ের " পথের পাঁচালী " সঙ্গীত পরিচালক করেছিলেন
ক) রবি শংকর
খ) বিলায়েত  খাঁ
গ) বিসমিল্লা  খাঁ
ঘ)  সত্যজিৎ রায়

উত্তর :–রবি শংকর

২৬) বাঁশিতে বিখ্যাত ছিলেন
ক) মেহেদী হুসেন  খাঁ
খ) বাহাদুর খাঁ
গ)  কৃষ্ণচন্দ্র দে
ঘ) আফতাবউদ্দিন খাঁ

উত্তর :–মেহেদী হুসেন  খাঁ

২৭) রবারে বিখ্যাত শিল্পী
ক) মহম্মদ আলি খাঁ
খ) দুলাল রায়
গ) ইন্ধাস খাঁ
ঘ)  মনিলাল নাগ

উত্তর :–মহম্মদ আলি খাঁ

২৮) সন্তুরের বিখ্যাত শিল্পী
ক) জ্যোতি গোহ
খ) ইন্ধাস খাঁ
গ) দুলাল রায়
ঘ) মহম্মদ আলি খাঁ

উত্তর :–দুলাল রায়


ক্রন্দনরতা জননীর পাশে MCQ প্রশ্ন ও উত্তর



:· উচ্চ মাধ্যমিক বাংলা  ক্রন্দনরতা জননীর পাশে কবিতার কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) কবি যে জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি
ক) ক্রন্দনরতা
খ) স্নেহময়ী
গ) সুজলা - সুফলা
ঘ) জরা জীনা

উত্তর :–ক্রন্দনরতা

২) ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে
ক) লেখা লেখিকে
খ) বেঁচে থাকাকে
গ) নাগরিক হওয়াকে
ঘ) রাজনীতিকে

উত্তর :–লেখা লেখিকে

৩) নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল
ক) বেদনা
খ) সহানুভূতি
গ) ক্রোধ
ঘ) আর্তগিলানি

উত্তর :–ক্রোধ

৪) কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে পাওয়া গিয়েছিল
ক) নিজের বাড়িতে
খ) রাস্তায়
গ) জঙ্গলে শত্রু শিবিরে
ঘ) জঙ্গলে

উত্তর :–জঙ্গলে

৫) আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয়
ক) বৃষ্টি
খ) বিধির বিচার
গ) ঈশ্বরের শুভেচ্ছা
ঘ) চাঁদের টিপ

উত্তর :–বিধির বিচার

৬) নিখোঁজ মেয়ে টিকে জঙ্গলে পাওয়া গিয়েছিল
ক) গুলিবিদ্ধ অবস্থায়
খ) রক্তাক্ত অবস্থায়
গ) ছিন্ন ভিন্ন অবস্থায়
ঘ) অচৈতন্য অবস্থায়

উত্তর :–ছিন্ন ভিন্ন অবস্থায়

৭) কবিতায় জেগে উঠে
ক) কবির বিবেক
খ) কবির কল্পনা
গ) কবির প্রশ্ন
ঘ) কবির আকুতি

উত্তর :– কবির বিবেক

৮) নিজের বিবেক কে কবি যার সঙ্গে তুলনা করেছেন , তা হল
ক) ঝড়
খ) বারুদ
গ) বিদ্যুৎ
ঘ) আলো

উত্তর :–বারুদ

৯) কবির বিবেক জেগে ওঠার পট ভূমি হল
ক) সমাজ
খ) পরিবার
গ) কবিতা
ঘ) রাজনীতি

উত্তর :–কবিতা

১০) ক্রন্দনরতা জননী হলেন
ক) কবির মা
খ) শহীদের মা
গ) কবির সর্ব দেশ
ঘ) যে - কোনো নারী

উত্তর :–কবির সর্বদেশ

১১) কবি যার পাশে থাকতে চেয়েছেন
ক) দরিদ্র মানুষের
খ) ক্রন্দনরতা জননীর
গ) শহরের পাশে
ঘ) সমস্ত পৃথিবীবাসীর

উত্তর :–ক্রন্দনরতা জননীর

১২) " আমি তা পারিনা "। যা না পারার কথা বলা হয়েছে
ক) বিধির মুখাপেক্ষী হয়ে থাকা
খ) নিজের সুখ সন্ধান
গ) প্রতিবাদ বিমুখ হয়ে থাকা
ঘ) কবিতা লেখা

উত্তর :–বিধির মুখাপেক্ষী হয়ে থাকা

১৩) ছিন্নভিন্ন মেয়ে টিকে দেখে কবি তাকাতে চান না
ক) পৃথিবীর দিকে
খ) সমাজের দিকে
গ) জঙ্গলের দিকে
ঘ) আকাশের দিকে

উত্তর :–আকাশের দিকে

১৪) " বিবেক " বলতে বোঝানো হয়েছে
ক) অন্তআত্মাকে
খ) চিন্তা ধারাকে
গ) বোধকে
ঘ) মানসিকতাকে

উত্তর :–অন্তআত্মাকে

১৫) কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্য গ্রন্থের নাম
ক) জল পাই কাঠের এশ্রাইজ
খ) ঝরা পালক
গ) সোনার তরী
ঘ) সোনার মাছি খুন করেছি

উত্তর :–জলপাই কাঠের এশ্রাইজ

১৬)" ক্রন্দনরতা জননী পাশে " কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্য গ্রন্থ থেকে  ?
ক) ধানক্ষেত
খ) সোনার বুদ্ধুদ
গ) এভাবে কাদে না
ঘ) সূর্যাস্তে নিমিত গৃহ

উত্তর :–ধানক্ষেত

১৭) ' কেন তবে আঁকা আঁকি ' কথাটির অর্থ হলো
ক) না আঁকায় শ্রেয়
খ) আঁকা আঁকির অর্থ না বোঝা
গ) আঁকা অর্থ সময়ের অপচয়
ঘ) আঁকা আঁকি করাটাই অর্থহীন

উত্তর :– না আঁকায় শ্রেয়

১৮) " আমি তা পারিনা "। এ খানে আমি কে  ?
ক) কবি
খ) পাঠক
গ) সচেতন মানুষ
ঘ) শ্রোতা

উত্তর :–কবি

১৯) কি জেগে উঠে ' বিস্ফোরনের আগে '। ?
ক) আগ্নেয় গিরি
খ) কবির বিবেক
গ) জনগন
ঘ) প্রতিবাদী আন্দোলন

উত্তর :–কবির বিবেক

২০) কবির বারুদ জাগে
ক) বিস্ফোরনের মুহুর্তে
খ) বিস্ফোরনের আগে
গ) বিস্ফোরনের পরে
ঘ) বিস্ফোরনের পরিকল্পনায়


উত্তর :–বিস্ফোরনের আগে




নানা রঙ্গের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর






:· উচ্চ মাধ্যমিক বাংলা নাটক নানা রঙ্গের দিন কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " নানা রঙ্গের দিন " নাটকের পটভূমিতে আছে
ক) পেশাদারী থিয়েটার
খ) সখের থিয়েটার
গ) গ্রুপ থিয়েটার
ঘ) গ্রাম্য থিয়েটার

উত্তর :–পেশাদারী থিয়েটার

২) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়ে ছিলেন
ক) মঞ্চের উপরে
খ) দোকানের ব্রাঞ্চে
গ) গ্রীনরুমে
ঘ) মাটিতে

উত্তর :–মঞ্চের উপরে

৩) রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন
ক) শাজাহান
খ) দিলদার
গ) ঔরঙজেব
ঘ) মির্জুমলা

উত্তর :–দিলদার

৪) " বা: বা: বুঢঢা । আছাহি কিয়া ।" এই " বুঢঢা " হলেন
ক) কালিনাথ সেন
খ) রামব্রিজ
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
ঘ) শাজাহান

উত্তর :–রজনীকান্ত চট্টোপাধ্যায়

৫) " কোথায় ধেনো টেনে পড়ে আছে ব্যাটা ।" এ খানে কার কথা বলা হয়েছে
ক) রজনীকান্ত চট্টোপাধ্যায়
খ) রামব্রিজ
গ) কালীনাথ সেন
ঘ) মুরাদ

উত্তর :–রামব্রিজ

৬) " নানা রঙ্গের দিন" নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বয়স ছিল
ক) ৫০ বছর
খ) ৬৮ বছর
গ) ৬০ বছর
ঘ) ৭০ বছর

উত্তর :–৬৮ বছর

৭) " নানা রঙ্গের দিন " নাটকে মাঝরাতে রজনীকান্ত চট্টোপাধ্যায় যার পোশাক পড়েছিলেন , তিনি হলেন
ক) দিলদার
খ) শাজাহান
গ) ঔরঙ্গজেব
ঘ) মানসিংহ

উত্তর :–দিলদার

৮) বৃদ্ধা বয়সে মানুষ যা শোনে বলে " নানা রঙ্গের দিন " নাটকে উল্লেখ করেছেন
ক) রবীন্দ্রনাথ সঙ্গীত
খ) টপ্পা
গ) পুরাতনী গান
ঘ) কিতন

উত্তর :–কিতন

৯) " নানা রঙ্গের দিন " নাটকে কলীনাথ সেনের পরনে ছিল
ক)  ধুতি
খ) ময়লা পাজামা
গ) পরিষ্কার ধুতি
ঘ) পরিষ্কার পাজামা

উত্তর :–ময়লা পাজামা

১০) " নানা রঙ্গের দিন " নাটকে কলীনাথ সেন ছিলেন
ক) প্রম্পেটার
খ) মেক - আপ মান
গ) অভিনেতা
ঘ) এক জন দর্শক

উত্তর :–প্রম্পেটার

১১) " নানা রঙের দিন " নাটকে কলীনাথ
রোজ লুকিয়ে ঘুমাতেন
ক) মঞ্চে
খ) গ্রীনরুমে
গ) বৈঠক খানায়
ঘ) প্রেক্ষাগৃহে সামনে

উত্তর :–গ্রীনরুমে

১২) রজনীকান্ত " নানা রঙ্গের দিন " নাটকে সেদিনের শো- তে যা পেয়েছিলেন
ক) পাঁচটা কল্ল্যাপ
খ) প্রীতি উপহার
গ) সাত টা কল্ল্যাপ
ঘ) তিরস্কার

উত্তর :–সাত টা কল্ল্যাপ

১৩) " পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুজ্জেমশাই " এই ' পাবলিক ' হলো
ক) সাধারন মানুষ
খ) সংস্কৃতি প্রেমী মানুষ
গ) নাটকের সাধারন দর্শক
ঘ) নাটকের সাধারন কলাকুশলীরা

উত্তর :–নাটকের সাধারন দর্শক


১৪) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল
ক) ব্রাহ্মণ বংশে
খ) প্রাচীন বংশে
গ) কায়স্থ বংশে
ঘ) দরিদ্র পরিবারে

উত্তর :–ব্রাহ্মণ বংশে

১৫) অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন
ক) শিক্ষক
খ) লেখক
গ) পুলিশ
ঘ) খেলোয়াড়

উত্তর :–পুলিশ

১৬) " ভোরের আলোর চেয়েও সুন্দর সে " রজনীকান্ত চট্টোপাধ্যায় কার কথা বলেছেন
ক) তার প্রাক্তন প্রেমিকা
খ) বন্ধু
গ) তার অভিনীত চরিত্র
ঘ) রামব্রিজ

উত্তর :–তার প্রাক্তন প্রেমিকা

১৭) রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন
ক) শাজাহান
খ) দিলদার
গ) আলমগির
ঘ) ঔ রঙ্গজিব

উত্তর :–আলমগির

১৮) " নানা রঙ্গের দিন " নাটকে অভিনেতাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে
ক) শিক্ষক
খ) অস্পৃশ্য ভাড়
গ) গাধা
ঘ) জ্ঞানী

উত্তর :–অস্পৃশ্য ভাড়

১৯) " রিজিয়া " নাটকের যে চরিত্রের সংলাপ রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন
ক) আলমগির
খ) মিরজুমলা
গ) শাজাহান
ঘ) বক্তিয়ার

উত্তর :–বক্তিয়ার

২০) রজনীকান্ত রামব্রিজ কে কত টাকা " বকশিশ " দিয়েছিলেন
ক) চার টাকা
খ) দু - টাকা
গ) তিন টাকা
ঘ) এক টাকা
উত্তর :–তিন টাকা

২১) " গ্রীনরুমে ঘুমোই " কে ঘুমান ?
ক) কালিনাথ সেন
খ) রামব্রিজ
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
ঘ) রামচরণ

উত্তর :– কালিনাথ সেন

২২) দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল
ক) মোমবাতি
খ) প্রদীপ
গ) ধুপ
ঘ) জলন্ত মোমবাতি

উত্তর :–জলন্ত মোমবাতি

২৩) " নানা রঙ্গের দিন " নাটকে মঞ্চের মাঝ খানে উল্টানো ছিল
ক) একটি টেবিল
খ) একটি চেয়ার
গ) একটি বাঞ্চ
ঘ) একটি টুল

উত্তর :–একটি টুল