বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৪ মে, ২০২০

রুপনারানের কূলে কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন




প্রতি প্রশ্নের মান :–৫

১) " রুপনারানের কূলে / জেগে উঠিলাম " - কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো ?

২) " জানিলাম এ জগৎ / স্বপ্ন নয় " - কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো ?

৩) " রক্তের অক্ষরে দেখিলাম / আপনার রূপ ; - এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ?

৪) " আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন " - কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন ? এ খানে কবির মনোভাবের বিবর্তনের ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো

মহুয়ার দেশ কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন

                



১) " সেই উজ্জ্বল স্তব্ধ তায় / ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে / শীতের দুঃস্বপ্নের মতো  "! - মন্তবটির তাৎপর্য আলোচনা করো ।

২) " ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কিসের কিলান্ত দুঃস্বপ্ন  !' - মন্তব্যটির পেক্ষপট আলোচনা করো ।

৩) " মহুয়ার দেশ " কবিতাটি অবলম্বন করে সমর সেনের কবি মানসের পরিচয় দাও ।

৪) গদ্য কবিতা হিসাবে " মহুয়ার দেশ " কবিতাটির সার্থকতা আলোচনা করো ।

৫) " আর আগুন লাগে জলের অন্ধকারে ধুসর ফেনায় / কিসের কথা বলা হয়েছে ? এর ফলে কি ঘটে ? এই অবস্থায় কবি কীসের প্রত্যাশা করেন ।




ক্রন্দনরতা জননীর পাশে কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন



ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলি নিম্নে আলোচনা করা হল ।

১) কেন তবে লেখা , কেন গান গাওয়া / কেন তবে আঁকা আঁকি ?" —–– এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ?

২) " কবিতায় জাগে / আমার বিবেক আমার বারুদ / বিষ্ফোরনের আগে ।" —–—– এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির যে বিশেষ ভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ।

৩) "  ক্রন্দনরতা জননীর পাশ "  কবিতায় কবি জননীকে কেন   ক্রন্দনরতা   বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো ।

৪) " আমি তা পারিনা ; - কে পারেন না ? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো ।


আমি দেখি কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

                   

প্রতি প্রশ্নের মান :–৫


আমি দেখি কবিতায় যে সমস্ত প্রশ্ন খবুই গুরুত্বপূর্ণ সেগুলি নিম্নে আলোচনা করা হল ।

১) আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার " - কে কোথায় একথা বলেছেন ? এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী কী মনোভাব প্রকাশ পেয়েছে ?

২) " শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় " - কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো  ।

৩) " চোখ তো সবুজ চায়/ দেহ চায় সবুজ বাগান " কবির এই মন্তব্যেটির সার্থকতা কবিতা অবলম্বনে আলোচনা করো ।

৪) " বহুদিন জঙ্গলে কাটেনি দিন " - কেন কবি একথা বলেছেন ? এই অভাব পূরনের জন্য কবি কী চেয়েছেন ।

৫) এই সবুজের ভীষণ দরকার " - " এই সবুজ " বলতে কি বোঝানো হয়েছে ? তার দরকার কেন ?



বাংলা গল্প ভাত কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন




বাংলা ভাত গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

১) বড়ো বাড়ির হোম যজ্ঞের বননা দাও ?

২) বুড়ো কর্তার মৃত্যুর পর বড়ো বাড়িতে কী কী ঘটনা ঘটেছিল ?

৩) বুড়ো কর্তার চরিত্র সম্পর্কে লেখো ।

৪) চার পুত্র ও পুত্র বধূদের পরিচয় দাও ।

৫) উচ্ছবের চরিত্র দাও ?

৬) কি হয়েছে বাবু , কে এই প্রশ্নটি করেছিল ? কোন প্রসঙ্গে উল্লেখ করো ?

৭) দাঁত গুলো বের করে সে কামঠের মতোই হিংস্র ভঙ্গি করে ; কে : কার প্রতি এরূপ আচরন করেছিল ? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো ?