মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

রাষ্ট্র বিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৬





             PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।


১) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার মূল উপাদান গুলি আলোচনা করো ?
২) ভারতীয় পার্লামেন্টের গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৩) ভারতের হাইকো্ট ( মহাধর্মাদিকরন )  গঠন  , ক্ষমতা  ও কার্যাবলী আলোচনা করো ।

৪) মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ?

৫) রাজ্য পালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদ মর্যাদা আলোচনা করো ।


                     PART - B          


১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।


১) " Brinkmanship Of War "-  কোন ঘটনাকে বলা হয় ?

ক) প্রথম বিশ্ব যুদ্ধকে
খ) দ্বিতীয় বিশ্ব যুদ্ধকে
 গ) ঠান্ডা লড়াইকে
 ঘ) এদের কোনোটিই নয় ।

২) সোভিয়েত ইউনিয়ন কতৃক আণবিক বোমার আবিষ্কার হয় ?

ক) ১৯৪৫
 খ) ১৯৪৭
 গ) ১৯৪৮
 ঘ) ১৯৪৯ ।

৩) মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি গ্রহণ করে ?

ক) ১৮২১
খ) ১৮২২
 গ) ১৮২৩
 ঘ) ১৮২৫ ।

৪) সার্ক কের নবতম সদস্য রাষ্ট্র কোনটি ?

ক) শ্রীলংকা
খ) দক্ষিণ সুদান
গ) আফগানিস্থান
ঘ) মালদ্বীপ ।

৫) কোন সম্মেলনের মাধ্যমে জাতিয়পুঞ্জের প্রতিষ্টা হয় ?

ক) আটলান্টিক ঘোষনা
খ) মস্কো সম্মেলন
গ) ইয়াল্টা সম্মেলন
ঘ) কোনোটিই নয় ।

৬) মূল সংবিধানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল ?

ক) ১৫
খ) ১১
গ) ১২
ঘ) ১০ ।

৭) আন্তজার্তিক আদালতের বিচারপতির সংখ্যা হল ?

ক) ৯ জন
 খ) ১০ জন
গ) ১৫ জন
ঘ) ২৫ জন ।

৮) ভারতের সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে ?

ক) ৩৬ নং
 খ) ৪০ নং
গ) ৪৫ নং
 ঘ) ৫০ নং ।

৯) ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যাবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয় ?

ক) ৭২ তম
 খ) ৭৩ তম
গ) ৭৪ তম
 ঘ) ৭৫ তম ।

১০) পশ্চিমবঙ্গে কোনো পঞ্চায়েত ভেঙ্গে দেওয়া হলে নির্বাচন করতে হয় _ মাসের মধ্যে ?

ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ১২ ।

১১) নবতম পৌর নিগম কোনটি ?

ক) আসানসোল
খ) বিধাননগর
গ) ব্যারাকপুর
ঘ) চন্দন নগর ।

১২) কোন কমিটি  ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যাবস্থার সুপারিশ করে ?

ক) অশোক মিত্র কমিটি
খ) বলবন্ত রাই মেহেতা কমিটি
 গ) দীনেশ গোস্বামী কমিটি
 ঘ) কোনোটিই নয় ।

১৩) পঞ্চায়েতের মধ্যবর্তী স্তর গঠন করা হয় না কোন ধরনের রাজ্য ? যে রাজ্যের মোট জনসংখ্যা ?

ক) ৩০ লক্ষের বেশি নয়
খ) ২০ লক্ষের বেশি নয়
 গ) ২৫ লক্ষের বেশি নয়
 ঘ) ২৬ লক্ষের বেশি নয় ।

১৪) কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে ?

ক) পাশবর্তি রাজ্যের হাইকোর্ট
খ) পার্লামেন্ট
গ) সুপ্রিমকোর্ট
 ঘ) রাজ্যপাল ।

১৫) " ক্রেতা  সুরক্ষা " আইনটি সারা ভারতে কার্য কর হয় ?

ক) ১৯৮৫ সালের ১৫ এপ্রিল
খ) ১৯৮৬ সালের ১০ এপ্রিল
গ) ১৯৮৭ সালের ১৫ এপ্রিল
 ঘ) ১৯৮৭ সালের ১০ এপ্রিল ।

১৬) বর্তমান প্রধানমন্ত্রী কততম প্রধানমন্ত্রী ?

ক) ১২ তম
খ) ১৩ তম
গ) ১৪ তম
 ঘ) ১৫ তম ।

১৭) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি ?

ক) লোকসভা
খ) রাজ্যসভা
গ) সেনেট
ঘ) জন প্রতিনিধি সভা  ।

১৮) খুদে জেলা শাসক বলা হয় ?

ক) SEO
খ) BDO
গ) জেলা শাসককে
ঘ) সচিবকে ।

১৯) পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন ?

ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
 ঘ) উপ রাষ্ট্রপ্রতি ।

২০) ১২৩ চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় ?

ক) ২০০৭
খ) ২০০৮
গ) ২০০৯
ঘ) ২০১০ ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।



১) ভারতের উপ রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ?

২) "CTBT" - এর সম্পূর্ণ নাম কি ?

৩) কোন ঘোষণার দ্বারা " আটলান্টিক সনদের " নীতি গুলির প্রতি সমর্থন জানানো হয় ?

৪) পৌর ব্যাবস্থা ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত হয়েছে ?

৫) আফগানিস্থান কবে সার্কের সদস্য পদ লাভ করে ?

৬) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য গণ কাদের দ্বারা নির্বাচিত হন ?

৭) বর্তমান রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতি র নাম লেখো ?

১০) সাধারন সভা কাদের নিয়ে গঠিত হয় ?

১১) কূটনীতি কি ?

১২) গ্রাম সংসদ কি ?

১৩) বরো কমিটি কিভাবে গঠিত হয় ?

১৪) ওয়ার্ড কমিটি তে সর্বনিম্ন ও সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে ?

১৫) NAM  - এর সম্পূর্ণ নাম কি ?

১৬) MP - এর সম্পূর্ণ নাম কি ?




রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৫



              PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) ক্রেতা আদালত কাকে বলে ? ক্রেতা আদালতের উদ্দেশ্যে কি ? ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো ।

২) রাজ্য সভার গঠন এবং ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৩) রাজ্যের প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো ।

৪) বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ করো

৫) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার মূল উপাদান গুলি আলোচনা করো ?


                           PART- B

   ১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।


১)  Warsaw Pact তৈরী হয় কার উদ্যোগে ?

ক) সোভিয়েত ইউনিয়ন
 খ) হাঙ্গেরী
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) নরওয়ে ।
২) সুয়েজখাল জাতীয় করন কোন বছর হয় ?

ক) ১৯৫৩ সালে
খ) ১৯৫৪ সালে
গ) ১৯৫৫ সালে
 ঘ) ১৯৫৬ সালে ।

৩) ২০১২ সাল পর্যন্ত জোট নিরপেক্ষ দেশগুলির কটি সম্মেলন অনুষ্ঠিত হয় ?

ক) ১৫ টি
খ) ১৬ টি
গ) ১৭ টি
 ঘ) ১৮ টি ।

৪) কার্গিল কে কেন্দ্র করে ভারত পাকিস্থানের যুদ্ধ কখন শুরু হয় ?

ক) ১৯৯৬ সালে
খ) ১৯৯৭ সালে
গ) ১৯৯৮ সালে
ঘ) ১৯৯৯ সালে ।

৫) সাপটা (SAPTA ) গঠনের প্রস্তাব কোন সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত হয় ?

ক) ঢাকা
খ) কলম্বা
গ) নিউ দিল্লি
ঘ) ইসলামাবাদ ।

৬) বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন ?

ক) ২০১২ সালে
 খ) ২০১৩ সালে
 গ) ২০১১ সালে
ঘ) ২০১০ সালে ।

৭) বিশ্বের বিতর্কের সভাটি হলো ?

ক) সচিবালয়
খ) অর্থনৈতিক ও সামাজিক
গ) সাধারন সভা
ঘ) নিরাপত্তা পরিষদ ।

৮) মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম হলো ?

ক) রাজ্যসভা
খ) জাতীয় সভা
গ) সিনেট
ঘ) লোড সভা ।

৯) ILO - এর সদর কার্যালয় কোথায় অবস্থিত ?

ক) প্যারিস
খ) নিউ ইয়র্ক
গ) জেনেভা
ঘ) লন্ডন ।

১০) ওয়াশিংটন ঘোষণা কত সালে হয় ?

ক) ১৯৪১ সালে
খ) ১৯৪২ সালে
গ) ১৯৪৩ সালে
ঘ) ১৯৪৪ সালে ।

১১) " বিচার বিভাগের দক্ষতা ও কর্ম কুশলতার দ্বারাই সরকারের উৎকষের পরিমাপ করা সম্ভব " বলেছেন ?

ক) লাস্কি
খ) লড ব্রাউস
গ) লড অ্যাক্ট্রন
ঘ) চার্লস মেরিয়াম ।
১২) দ্বিকক্ষ বিশিষ্ঠ আইনসভা একজন সমর্থকের নাম লেখো ?

ক) বেন্থাম
খ) আবেসিয়া
 গ) লাস্কি
 ঘ) লেকী ।

১৩) " আইনসভার দ্বিতীয় কক্ষ হলো ব্যাক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা " কে বলেছেন ?

ক) লড ব্রাউস
খ) লেকি
গ) জন স্টুয়ার্ট মিল
 ঘ) লড অ্যাক্ট্রোন ।

১৪) কে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কে " বিপরীত গামি অশ্ব ও অশ্বায়ন - এর সঙ্গে তুলনা করেছেন ?

ক) লেকি
খ) গেটেল
গ) বেঞ্জামিন ফ্রাঙ্ককলিন
ঘ) লড ব্রাইম ।

১৫)  Spirit Of The Laws  গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ?

ক) ১৭৪২ সালে
খ) ১৭৪৩ সালে
গ) ১৭৪৬ সালে
ঘ) ১৭৪৮ সালে ।

১৬) রাষ্ট্রপ্রতির পদ ত্যাগ র বিষয়টি আছে সংবিধানের ?

ক) ৫৭ ধারায়
খ) ৫৫ ধারায়
গ) ৬১ ধারায়
ঘ) ৭৫ নং ধারায় ।

১৭) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্য পালের সেচ্ছাধিন ক্ষমতা সম্পকে আদালতে প্রশ্ন তোলা যাবে না ?

ক) ১৬৩(২) নং ধারায়
খ) ১৬৫ নং ধারায়
গ) ১৬২ নং ধারায়
ঘ) ১৬৬ নং ধারায় ।

১৮) বর্তমানে যুগ্ম তালিকায় কত গুলি বিষয় আছে ?

ক) ৪৯
খ) ৫০
গ) ৫১
ঘ) ৫২ টি ।

১৯) " Zero Hour " কথাটির উদ্ভব বিশ শতকের কোন দশকে হয় ?

ক) ৫০ - এর দশকে
খ) ৬০  - এর দশকে
গ) ৭০  - এর দশকে
ঘ) ৮০  - এর দশকে ।

২০) কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হচ্ছে ?

ক) বরো কমিটি
খ) সপরিষদ মেয়র
গ) ওয়ার্ড কমিটি
ঘ) পৌরসভা ।

২১) গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রাথির নূন্যতম বয়স কত হবে ?

ক) ১৮ বছর
 খ) ২০ বছর
গ) ২১ বছর
ঘ) ২৫ বছর ।

২২) পশ্চিমবঙ্গের কোন জেলাতে Zila Parishad নেই ?

ক) জলপাইগুড়ি
 খ) হুগলি
 গ) বর্ধমান
 ঘ) দার্জিলিং ।
২৩) পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যাবস্থা চালু হয় কত সালে ?

ক) ১৯৭৩ সালে
 খ) ১৯৭৪ সালে
গ) ১৯৭৭ সালে
ঘ) ১৯৭৮ সালে ।

২৪) ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ?

ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
খ) ডঃ রাধাকৃষ্ণ
গ) এ . পি . জে আব্দুল কালাম
ঘ) প্রতিভা দেবী সিং পাতিল


২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।


১) ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিমী সামরিক জোটের নাম কি ?

২) দাঁতাত কি ?

৩) দ্বাদশ জোট নিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

৪) BRICS কি ?

৫) জোসেফ ফ্রাঙ্কেলের মতে , পররাষ্ট্রনীতি কি ?

৬) ASEAN - এর পুরো কথা টি কি ?

৭) জাতিপুঞ্জ এর সনদ কিভাবে সংশোধন করা হয় ?

৮) আন্তজার্তিক বিচারালয়ের এলাকা গুলি কটি ভাগে বিভক্ত ?

৯) UNESCO কিভাবে গঠিত ?

১০) বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে ?

১১) পকেট ভেটো বলতে কি বোঝ ?

১২) পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে ?

১৩) ন্যায় পঞ্চায়েত কি ?

১৪) পঞ্চায়েত সমিতির আয়ের  দুটি উৎস কি ?

১৫) বেনিফিসিয়ারি কমিটি কি ?

১৬) বর্তমানে পশ্চিমবঙ্গে কটি পৌর নিগম আছে ?




সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

ঔপনিবেশিক ভারতের শাসন MCQ প্রশ্ন উত্তর







প্রতি প্রশ্নের মান :–১

১) ১৮৫৮ খ্রিস্টাব্দের আইন অনুসারে ‘ ভাইসরয়
উপাধি পান — ?
ক) ব্রিটিশ সম্রাট
খ ) ভারত সচিব
গ) গভর্নর
ঘ) গভর্নর জেনারেল
উত্তর :- ব্রিটিশ সম্রাট

২) ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয়
সদস্য ছিলেন   ?
ক)সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
খ ) গুরুদাস বন্দ্যোপাধ্যায়
গ)সত্যেন্দ্রনাথ ঠাকুর
ঘ)  উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তর :- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৩) সিমলা বৈঠক হয় — ?
ক) ১৯০৪ খ্রি .
 খ ) ১৯০৬ খ্রি .
গ)১৯০৮ খ্রি
ঘ) ১৯১০ খ্রি .
উত্তর :- ১৯০৬ খ্রি .

৪) ১৯০৯ খ্রিস্টাব্দের বাংলার কার্যনির্বাহক পরিষদের
সদস্য হন — ?
ক) কিশােরীলাল গােস্বামী
খ) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) সালিমুল্লাহ
উত্তর :- কিশােরীলাল গােস্বামী

৫) পার্সিভ্যাল ম্পিয়ার কত খ্রিস্টাব্দের আইনকে
‘ পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ ’ বলে
অভিহিত করেছেন ?
ক) ১৯০৯ খ্রি .
খ ) ১৮৯২ খ্রি .
 গ) ১৯১৯ খ্রি .
ঘ) ১৯৩৫ খ্রি
উত্তর :- ১৯০৯ খ্রি .
৬) লর্ড মিন্টো ছিলেন ?
ক) ভারতের গভর্নর জেনারেল
খ) ভারতের বড়ােলাট
গ) ভারতের গভর্নর
ঘ) ভারত সচিব
উত্তর :- ভারতের গভর্নর জেনারেল

৭) মন্টেগু - চেমসফোর্ড শাসন পরিষদ গঠিত হয় ?
নিয়ে বড়ােলাটের জন
ক) ৭ জন
খ) ১৬ জন
গ) ৪ জন
ঘ)  ৬ জন
উত্তর :- ৭ জন

৮) মন্টেগু - চেমসফোর্ড আইনের দ্বারা বড়ােলাট তার
কার্যাবলির জন্য কার কাছে দায়ী থাকতেন ?
ক) জনগণের কাছে
খ) বড়ােলাটের কার্যনির্বাহক পরিষদের
গ) ভারতীয় পার্লামেন্টের কাছে
ঘ) ব্রিটিশ পার্লামেন্টের কাছে
উত্তর :- ব্রিটিশ পার্লামেন্টের কাছে

৯) ১৯৩২ খ্রিস্টাব্দে ‘ সাম্প্রদায়িক বাঁটোয়ারা ’ নীতি
ঘােষণা করেন ।
ক) মন্টেগু
খ) ওয়েলিংটন
গ) ক্লিমেন্ট এ্যাটলি
 ঘ)  রামস ম্যাকডােনাল্ড
উত্তর :- রামস ম্যাকডােনাল্ড

১০) অ্যানি বেসান্ত কোন আইনকে ‘ দাসত্বের পরিকল্পনা
বলে অভিহিত করেন ?
ক)১৮৯২ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে
খ) মর্লে - মিন্টো আইনকে
গ) মন্টেগু - চেমসফোর্ড আইনকে
ঘ)  ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে
উত্তর :- মন্টেগু - চেমসফোর্ড আইনকে
১১) কোন বড়ােলাট বঙ্গভঙ্গ রদের কথা ঘােষণা ( ১৯১১
খ্রিস্টাব্দ ) করেন ?
ক) লর্ড মিন্টো
 খ) লর্ড কার্জন
গ) লর্ড হার্ডিঞ্জ
 ঘ) লর্ড ওয়াভেল
উত্তর :- লর্ড হার্ডিঞ্জ

১২) পুনা চুক্তি হয়েছিল — ?

ক)  ১৯৩০ খ্রি

খ) ১৯৩২ খ্রি

গ)  ১৯৩৬ খ্রি

ঘ) ১৯২৮ খ্রি

উত্তর :- ১৯৩২ খ্রি


১৩) সাইমন কমিশন ও গােলটেবিল বৈঠকগুলির
আলােচনার পরিপ্রেক্ষিতে সরকার একটি শ্বেতপত্র
প্রকাশ করে ®

ক) ১৯৩৩ খ্রি .

খ) ১৯৩১ খ্রি

গ) ১৯৩৫ খ্রি

ঘ) ১৯৩৪ খ্রি


উত্তর :- ১৯৩৩ খ্রি .


১৪) কোন্ আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র
সিদ্ধান্ত নেওয়া হয় ?

ক) ১৯০৯ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা


খ) ১৯১৯ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা


গ) ১৯২৭ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা


ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা


উত্তর :- ১৯৩৫ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা

১৫)  ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কেন্দ্রীয়
করা আইনসভার নিম্নকক্ষের সদস্যসংখ্যা কত নির্ধারণ
হয় ?


ক) ১৫৬

খ) ২৫০

গ) ২৬০

ঘ)  ৩৭৫



উত্তর :- ৩৭৫



১৬) সাইমন কমিশনের সুপারিশ , প্রথম , দ্বিতীয় ও তৃতীয়
গােলটেবিল শাসন বৈঠকের সুপারিশ অনুযায়ী ভারত ।
আইন পাস করা হয় —

ক) ১৯০৯ খ্রি .

খ)  ১৯১৯ খ্রি

গ) ১৯৩৫ খ্রি

ঘ) কোনােটিই নয়

উত্তর :- ১৯৩৫ খ্রি

১৭) ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কেন্দ্রীয়
আইনসভার উচ্চকক্ষের সদস্যসংখ্যা কত নির্ধারণ
করা হয় ?

ক) ১৫৬

খ) ২৫০

গ)  ২৬০

ঘ)  ৩৭৫

উত্তর :- ২৬০


১৮)  রাওলাট কমিশনের অপর নাম হল —

ক) সিডিশন
কমিশন

 খ) সাইমন কমিশন

গ) অ্যাকওয়ার্থ কমিশন

 ঘ) হুইটলি কমিশন

উত্তর :- সিডিশন
কমিশন

১৯) রাওলাট আইনকে কে “ উকিল নেহি , দলিল নেহি ,আপিল নেহি ” বলে মন্তব্য করেন

 ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

  খ) মহাত্মা গান্ধি

গ) মহম্মদ আলি জিন্না

ঘ) জওহরলাল নেহরু

উত্তর :- মহাত্মা গান্ধি



২০) স্যার সিডনি রাওলাট ছিলেন —

 ক) ইংল্যান্ডের রাজনৈতিক নেতা


 খ) ব্রিটিশ মন্ত্রী


গ) ব্রিটিশ ভারতের আইন সচিব


ঘ) ইংল্যান্ডের বিচারপতি


উত্তর :- ইংল্যান্ডের বিচারপতি
>

২১)  রাওলাট আইনের প্রতিবাদে গান্ধিজি ১৯১৯
| খ্রিস্টাব্দের কত তারিখে সারা দেশে ধর্মঘটের ডাকদেন ?


 ক) ৬ এপ্রিল

খ) ১০ এপ্রিল

গ) ১৩ এপ্রিল

ঘ)  ১৯ এপ্রিল


উত্তর :- ৬ এপ্রিল



২২)  রাওলাট সত্যাগ্রহের সময় গান্ধিজিকে । ১৯১৯খ্রিস্টাব্দের কত তারিখে গ্রেপ্তার করা হয় ?


ক) ৬ এপ্রিল

 খ) ১০ এপ্রিল


গ) ১৩ এপ্রিল

ঘ) ১৯ এপ্রিল




উত্তর :- ১০ এপ্রিল


২৩)  রাওলাট আইনের বিরােধিতা করায় সরকারঅমৃতসর থেকে গ্রেপ্তার করে —

ক) গান্ধিজিকে

খ) মহম্মদ আলি জিন্নাকে


গ) মদনমােহন মালব্যকে


ঘ) সৈফুদ্দিন কিচলুকে


উত্তর :- সৈফুদ্দিন কিচলুকে






২৪)  ১৯১৯ খ্রিস্টাব্দের পাঞ্জাবের ঘটনার তদন্তের জন্য যেকমিশন গঠন করা হয় তা হল

ক)  কমিশন

খ) সাইমন কমিশন


গ) হান্টার কমিশন


 ঘ) কোনােটিই নয়


উত্তর :- কোনােটিই নয়




২৫)  জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে কসাইখানার ।গণহত্যার সঙ্গে সমতুল্য বলেন

ক) সি . এফ . অ্যান্ড্রুজ

খ) গান্ধিজি


গ) চার্চিল

ঘ)  সুভাষচন্দ্র বসু



উত্তর :- চার্চিল



২৬)  ‘ রয়াল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি ’ গঠিত হয় ||

ক) ১৯১০ খ্রি

খ) ১৯১১ খ্রি

গ) ১৯১২ খ্রি

ঘ) ১৯১৩ খ্রি




উত্তর :- ১৯১৩ খ্রি




২৭)  মুদ্রা ব্যবস্থার অস্থিরতা দূর করতে সরকার কোন্
কমিটি বা কমিশন গঠন করে ?

ক) কমিশন হুইটলি কমিশন

খ) সাইমন কমিটি

গ) সিডিশন কমিশন

ঘ) ব্যাবিংটন স্মিথ


উত্তর :- ব্যাবিংটন স্মিথ



২৮)  বারদৌলিতে সরকার কত শতাংশ রাজস্ব বৃদ্ধি
করতে চেয়েছিল ?

ক) ৩০ শতাংশ

খ) ২৬ শতাংশ


গ) ২০ শতাংশ

ঘ ) ৬ শতাংশ


উত্তর :- ৩০ শতাংশ




২৯)  ১৯৪৩ খ্রি . বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয় , সেটি
হল

ক) তেতাল্লিশের মন্বন্তর

খ) চল্লিশের মন্বন্তর


গ) পঞ্চাশের মন্বন্তর

ঘ) কোনােটিই নয়


উত্তর :- পঞ্চাশের মন্বন্তর



৩০) ‘ আকালের সন্ধানে লেখেন —

ক) ভবানী ভট্টাচার্য

খ)  অমেলনদু চক্রবর্তী

গ)  চিত্তপ্রসাদ

ঘ) এঁদের কেউ নয়

উত্তর :- অমেলনদু চক্রবর্তী


৩১) বাংলায় প্রবল ঘূর্ণিঝড় ও বন্যা হয় ১৯৪২
খ্রিস্টাব্দের মাসে ।

ক) আগস্ট মাসে

খ) সেপ্টেম্বর

গ) অক্টোবর মাসে

ঘ) নভেম্বর মাসে

উত্তর :- অক্টোবর মাসে

৩২) কোন দেশ থেকে বাংলায় সর্বাধিক চাল আমদানি
করা হত ?


ক) ভুটান থেকে

খ) শ্রীলঙ্কা থেকে


গ) নেপাল থেকে


ঘ) বার্মা থেকে


উত্তর :- বার্মা থেকে


৩৩)  ‘ নবান্ন ’ নাটকের রচয়িতা হলেন —

ক)   বিজন ভট্টাচার্য

খ) মধুশ্রী মুখার্জি

গ) চিত্তপ্রসাদ

ঘ) ভবানী ভট্টাচার্য

উত্তর :- ভবানী ভট্টাচার্য

৩৪)  পঞ্চাশের মন্বন্তর বিষয়ক কোন্ গ্রন্থটি সরকার
নিষিদ্ধ করে ?

ক) আকালের সন্ধানে

খ) নবান্ন

গ) অশনি সংকেত

ঘ) ক্ষুধার্ত বাংলা ১৯৪৩ - এর নভেম্বর মেদিনী পুর জেলার ভ্রমণ

উত্তর :- ক্ষুধার্ত বাংলা ১৯৪৩ - এর নভেম্বর মেদিনী পুর জেলার ভ্রমণ

৩৫)  পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে বিভুতিভূষণ ।বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস হল —

ক) চাঁদের পাহাড়
খ) গােরা
গ) চোখের বালি
ঘ) অশনি সংকেত
উত্তর :- অশনি সংকেত
৩৬) পঞ্চাশের মন্বন্তরের সময় বাংলার বড়ােলাট ছিলেন
 ক) লর্ড ওয়াভেল
খ)  লর্ড চেমসফোর্ড
গ) লর্ড আরইউন
ঘ) লর্ড রিপন
উত্তর :-লর্ড ওয়াভেল



দ্বিতীয় বিশ্ব যুদ্ধ এবং উপনিবেশ সমুহ MCQ প্রশ্ন উত্তর






প্রতি প্রশ্নের মান :–১


১) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ভারতের বড়ােলাট
 লিনলিথগাের ব্রিটেনের পক্ষ অবলম্বনের প্রস্তাবের
 ব্যাপারে কংগ্রেস শর্ত দেয় —?

 ক) ২টি

 খ) ৪টি

গ) ৬টি

ঘ)  ৮টি

উত্তর:- ২টি



২) ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে ‘ দুর্ভাগ্যজনক প্রস্তাব
আখ্যা দিয়েছিলেন —

ক)  সুভাষচন্দ্র বসু ।
খ) মােহনদাস করমচাঁদ গান্ধি ।
গ) জওহরলাল নেহরু ।
ঘ) বি . আর . আম্বেদকর

উত্তর:- মােহনদাস করমচাঁদ গান্ধি ।


৩) “ ক্লিপস প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের
ওপর ফেল - পড়া এক চেক কাটার শামিল । ” এই
উক্তিটি করেন  ?

ক) গান্ধিজি

খ) নেতাজি

গ) স্বামীজি

ঘ) জওহরলাল নেহরু


উত্তর:- গান্ধিজি


৪) “ করেঙ্গে ইয়া মরেঙ্গে । ” গান্ধিজির এই উক্তিটি যুক্ত
ছিল — ?


ক ) খিলাফৎ আন্দোলনে

খ) অসহযােগ আন্দোলনে

গ) আইন অমান্য আন্দোলনে

ঘ) ভারত ছাড়াে আন্দোলনে


উত্তর:- ভারত ছাড়াে আন্দোলনে



৫) “ ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও , না হলে তাকে
নৈরাজ্যের হাতে ছেড়ে চলে যাও । ” এই উক্তিটি
গান্ধিজি যে পত্রিকায় উল্লেখ করেন তা হল ?

 ক) যুগান্তর পত্রিকায়

খ) বন্দেমাতরম্ পত্রিকা

 গ) হরিজন পত্রিকা

ঘ) স্টেটসম্যান পত্রিকা


উত্তর:- হরিজন পত্রিকা



৬)  ভারত ছাড়াে আন্দোলন চলাকালে =মেদিনীপুরের মেটি
তমলুকে বিক্ষোভ দেখানাের সময় পলিশের পুলিশের  গুলিতেশহিদ হন ?

 ক) মাতঙ্গিনী হাজরা

খ) বীণা দাস

গ) কল্পনা চৌধুরি ।

ঘ) শ্ৰীমতী অ্যানি বেসান্ত


উত্তর:- মাতঙ্গিনী হাজরা


৭)  “ সুভাষচন্দ্র , বাঙালি কবি আমি , বাংলাদেy । হয়ে
তােমাকে দেশনায়কের পদে বরণ করি । ” ” এই এই উক্তিটি করেছেন ?

ক)
 রবীন্দ্রনাথ ঠাকুর

খ ) দ্বিজেন্দ্রলাল রায়

গ) অন্নদাশঙ্কর রায় ।

ঘ)  উপেন্দ্রকিশাের রায়চৌধুরি



উত্তর:-রবীন্দ্রনাথ ঠাকুর


৮)  সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন  ?

ক) ১৯৪০ খ্রি . ১৭ জানুয়ারি

খ) ১৯৪০ খ্রি . ২ জুলাই

গ) ১৯৪১ খ্রি . ১৭ জানুয়ারি

ঘ) ১৯৪১ খ্রি . ২ জুলাই



উত্তর:- ১৯৪১ খ্রি . ১৭ জানুয়ারি ।


৯)  সুভাষচন্দ্র বার্লিনে ‘ ফ্রি ইন্ডিয়া সেন্টার ’ গঠনকরেন —

ক) ১০ জন ভারতীয়কে নিয়ে

খ) ১৫ জন ভারতীয়কে নিয়ে

গ)২০ জন ভারতীয়কে নিয়ে

ঘ) ২৫ জন ভারতীয়কে নিয়ে


উত্তর:- ২০ জন ভারতীয়কে নিয়ে ।


১০)  সুভাষচন্দ্র গান্ধিজির সমর্থিত প্রার্থী পউভি
সীতারামাইয়াকে সভাপতি পরাজিত করে জাতীয় কংগ্রেসের
হন —


ক) হরিপুরা অধিবেশনে

খ) ত্রিপুরি অধিবেশনে

 গ) লাহাের অধিবেশনে

ঘ)  কলকাতা অধিবেশনে


উত্তর:- ত্রিপুরি অধিবেশনে



১১)  ব্রিটিশ সরকারের চোখে ধুলাে দিয়ে নেতাজি
দেশত্যাগ করেন —


ক) জিয়াউদ্দিনের ছদ্মবেশে

খ) মইনুদ্দিনের ছদ্মবেশে

 গ) আলাউদ্দিনের ছদ্মবেশে

 ঘ) সফিউদ্দিনের ছদ্মবেশে


উত্তর:- জিয়াউদ্দিনের ছদ্মবেশে




১২)  অন্তর্বর্তী সরকারের মন্ত্রীসভার সদস্য ছিল

 ক) ৮ জন

খ) ১০ জন

গ) ১২ জন

ঘ) ১৮ জন


উত্তর:- ১২ জন



১৩)  “ যখনই প্রস্তাবগুলি আমি প্রথম পড়লাম , আমি
ভীষণভাবে হতাশ হয়েছিলাম ” — ক্রিপস প্রস্তাবপ্রসঙ্গে এই ব্যক্তব্যটি কে বলেন ?


ক) জওহরলাল নেহরু

খ) বল্লভভাই প্যাটেল

গ) আবুল কালাম আজাদ

 ঘ) মহম্মদ আলি জিন্না



উত্তর:- জওহরলাল নেহরু


১৪) প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন
  ?


ক) মৌলানা আবুল কালাম আজাদ

খ) মহম্মদ আলি জিন্না

গ) আগা খা

ঘ) আবদুল রসুল



 উত্তর:- মহম্মদ আলি জিন্না


১৫)  “ দেশভাগ হল এক দৈব দুর্বিপাক | ” এই উক্তিটি
করেন —

 ক) মৌলানা আবুল কালাম আজাদ

খ)  মহাত্মা গান্ধিজি

গ) জওহরলাল নেহরু

ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল



উত্তর:- মৌলানা আবুল কালাম আজাদ


১৬)  সিমলা বৈঠকে আলােচিত হয় —--------- ?


 ক) মাউন্টব্যাটেন পরিকল্পনা

খ)  বলকান পরিকল্পনা

গ) ওয়াভেল পরিকল্পনা

 ঘ) লিনলিথগাে পরিকল্পনা


উত্তর:- ওয়াভেল পরিকল্পনা


১৭)  মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারতবিভক্ত হয় ও ভারত স্বাধীনতা পায় —

ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট

গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট


 ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ আগস্ট



উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট




১৮)  মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারত
বিভক্ত হয় ও পাকিস্তান স্বাধীনতা পায় —

ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

 খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট

গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট

ঘ)  ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ আগস্ট



উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট



১৯)  গণপরিষদে প্রথম সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ?


ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর

খ)১৯৪৬ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর

গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর

ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর


উত্তর:- ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর



২০) গণপরিষদে প্রথম সভাপতি নির্বাচিত হন ?

ক) চক্রবর্তী রাজাগােপালাচারী

খ) কৃয়স্বামী আয়ার

গ) ড . রাজেন্দ্র প্রসাদ

 ঘ) জি . ভি . মাভলঙ্কর


উত্তর:- ড . রাজেন্দ্র প্রসাদ ।



২১)  গণপরিষদের প্রথম অধিবেশন বসে — 

ক) দিল্লিতে

খ)  কলকাতায়

 গ) বােম্বাইতে

ঘ)  মাদ্রাজে


উত্তর :- দিল্লিতে


 ২২)  স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ?

ক) বল্লভভাই প্যাটেল

 খ) ড . রাজেন্দ্র প্রসাদ

গ) মৌলানা আবুল কালাম আজাদ


ঘ) সর্বপরি রাধাকৃয়াণ নির্বাচিত হন


উত্তর:-ড . রাজেন্দ্র প্রসাদ



২৩) স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী হন ?

ক) জওহরলাল নেহরু

খ) বল্লভভাই প্যাটেল

গ) লাল বাহাদুর শাস্ত্রী আজাদ

ঘ) মৌলানা আবুল কালাম ছিলেন



উত্তর:- জওহরলাল নেহরু



২৪) স্বাধীন ভারতের প্রথম গভর্নর - জেনারেল ছিলেন ?

 ক) ড . রাজেন্দ্র প্রসাদ

খ) রাজাগােপালাচারী


গ) লর্ড মাউন্টব্যাটেন

ঘ) স্যার পেথিক
লরেন্স



উত্তর:- লর্ড মাউন্টব্যাটেন



২৫) লোহমানব রূপে পরিচিত ?



ক)  জওহরলাল নেহরু

খ) আজাদ মৌলানা আবুল কালাম

গ) সর্দার বল্লভভাই প্যাটেল

ঘ)  সুভাষচন্দ্র বসু



উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেল



২৬)  ‘ ডিসকভারি অব ইন্ডিয়া ' গ্রন্থের রচয়িতা হলেন ?

ক) সুভাষচন্দ্র বসু

খ) জওহরলাল নেহরু

গ) আবুল কালাম আজাদ

 ঘ) ড . রাজেন্দ্র প্রসাদ


উত্তর:- জওহরলাল নেহরু


২৭)  ইংল্যান্ড মিত্রপক্ষের হয়ে যে দেশের বিরুদ্ধে যুপঘােষণা করে তা হল  ?

ক) জাপান

খ) জার্মানি

গ) ইতালি

ঘ) স্পেন



উত্তর :- জার্মানি


২৮)  দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ
ভারতের যে রাজনৈতিক দলকে অধিক গুরুত্ব দিতে
শুরু করে তা হল ----- ?

ক)  কমিউনিস্ট দল

খ) জাতীয় কংগ্রেস

গ) মুসলিম লিগ

ঘ) কংগ্রেস সােশ্যালিস্ট পার্টি


উত্তর:- মুসলিম লিগ


২৯) গান্ধিজির নেতৃত্বে গড়ে ওঠা সর্ববৃহৎ গণ আন্দোলনটি
হল ?

ক) খিলাফৎ আন্দোলন

খ) অসহযােগ আন্দোলন

গ) আইন অমান্য আন্দোলন

ঘ) ভারত ছাড়াে আন্দোলন


উত্তর:- ভারত ছাড়াে আন্দোলন


৩০)  ভারত ছাড়াে আন্দোলন শুরু হয়েছিল

ক) ১৯৪২ খ্রিস্টাব্দের ৭ মে

খ) ১৯৪২ খ্রিস্টাব্দের ১৪ মার্চ

গ) ১৯৪২ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর

ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট


উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট


৩১)  ভারত ছাড়াে আন্দোলনকে ‘ অযৌক্তিক ওদায়িত্বজ্ঞানহীন ’ বলে উল্লেখ করেছেন — ?

ক) সুভাষচন্দ্র বসু

খ ) স্ট্যাফোর্ড ক্রিপস

গ) বি . আর . আম্বেদকর

 ঘ)  মাউন্টব্যাটেন



উত্তর:- বি . আর . আম্বেদকর


৩২) এ জাগরী ’ উপন্যাসের রচয়িতা হলেন —

ক) তারাশংকর বন্দোপাধ্যায়

 খ) মাণিক বন্দোপাধ্যায়

 গ) বিভূতিভূষণ মুখােপাধ্যায়

ঘ) সতীনাথ ভাদুড়ি



উত্তর:- সতীনাথ ভাদুড়ি



৩৩) তম্র- লিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন ?

ক) অজয় মুখােপাধ্যায়

খ)সতীশচন্দ্র সামন্ত

গ) মাতঙ্গিনী হাজরা

 ঘ) চৈতু পান্ডে



উত্তর:- সতীশচন্দ্র সামন্ত




৩৪)  ভারত ছাড়াে আন্দোলনকালে অন্যতম শহিদ ?


ক)সূর্যসেন

 খ)মাতঙ্গিনী হাজরা

গ) প্রীতিলতা ওয়াদ্দেদার

ঘ) লােকনাথ বল


উত্তর:- মাতঙ্গিনী হাজরা


৩৫) সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক অন্তর্ধান ঘটে —
ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে

খ) ১৯৪০ খ্রিস্টাব্দে

গ) ১৯৪১ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৩৮ খ্রিস্টাব্দে


উত্তর:- ১৯৪১ খ্রিস্টাব্দে


৩৬) এ সভাষচন্দ্র বসু “ ইন্ডিয়ান লিজিয়ন ” প্রতিষ্ঠা করেন ?

 ক) কাবুলে

 খ) জার্মানিতে

 গ) জাপানে

ঘ) সিঙ্গাপুরে


উত্তর:- জার্মানিতে



৩৭) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি থেকে
সমুদ্রপথে সাবমেরিনে কয়েক হাজার মাইল ।
অতিক্রম করে সুভাষচন্দ্রের জাপানে আসতে সময় লাগে — ?


ক) ৩৭ দিন

খ) ৫৭ দিন

গ) ৭৭ দিন

ঘ) ৯৭ দিন


উত্তর :- ৯৭ দিন



৩৮)  নৌবিদ্রোহে নেতৃত্ব দেন —

ক) সরােজিনী নাইডু

 খ) শাহনওয়াজ খান

গ) এম . এস . খান

ঘ)  অরুণা আসফ আলি



উত্তর:- এম . এস . খান



৩৯)  ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পাঠান ?  মাউন্টব্যাটেনের উপদেষ্টা -------

ক) লর্ড ইসমে

খ)  পেথিক লরেন্স

গ) ক্রিপস

ঘ) এ . ভি . আলেকজান্ডার



উত্তর:- লর্ড ইসমে



৪০)  যে পরিকল্পনার চুড়ান্ত পরিণাম হল দেশভাগ তাহল ?

ক)  সিমলা পরিকল্পনা

খ) আরউইন পরিকল্পনা

গ) ওয়াভেল পরিকল্পনা

ঘ)মাউন্টব্যাটেন পরিকল্পনা



উত্তর :- মাউন্টব্যাটেন পরিকল্পনা

৪১)  ভারত বিভাগের সিদ্ধান্ত ঘােষণা করেন বড়ােলাটি ?

 ক) আরউইন

 খ) লিনলিথগাে

 গ) মাউন্টব্যাটেন

ঘ) ওয়াভেল


উত্তর:- ওয়াভেল



৪২)  মাউন্টব্যাটেনের প্রস্তাব মেনে ব্রিটিশ পার্লামেন্টে
ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় ১৯৪৭খ্রিস্টাব্দের  ?

ক) ১৩ জুলাই

খ) ৬ জুলাই

গ)১৮ জুলাই

ঘ) ৮ জুলাই

উত্তর :- ১৮ জুলাই



৪৩) পাঞ্জাবে কোন দলের নেতা ছিলেন সিকান্দর হায়াৎ খা ?


 ক) কমিউনিস্ট

খ) অকালি

 গ) ইউনিয়নিস্ট

ঘ) কংগ্রেস

উত্তর :-ইউনিয়নিস্ট





শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য MCQ প্রশ্ন উত্তর







প্রতি প্রশ্নের মান :–১

১) প্রাচীনকালে প্রাচ্যের বিভিন্ন পণ্যসামগ্রী কাদের
মাধ্যমে ইউরােপে পৌঁছােত ?
ক) চিনাদের
 খ) ভারতীয়দের
গ) আরবদের
ঘ)  ফরাসিদের

উত্তর :- আরবদের

২) ভাস্কো - দা - গামা কোন্ দেশের নাবিক ছিলেন ?
ক) পাের্তুগালের
খ) স্পেনের
গ) ইংল্যান্ডের
ঘ) ফ্রান্সের

উত্তর :- পাের্তুগালের

৩)  ভাস্কো - দা - গামা ভারতের বন্দরে পৌঁছােন
ক) গােয়া
খ) কালিকট
গ) কলিকাতা
ঘ) সুরাট

উত্তর :- কালিকট

৪) স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় —
ক) ১৭২২ খ্রি
খ)  ১৭২৪ খ্রি
গ) ১৭২৬ খ্রি
 ঘ) ১৭২৮ খ্রি

উত্তর :- ১৭২৪ খ্রি

৫)  সাদাত খাঁ যে অঞ্চলের সুবাদার বা নবাব ছিলেন তা
হল —
ক) বাংলার
খ)  হায়দ্রাবাদের
গ) অযোধ্যার
ঘ) মহীশূরের

উত্তর :- অযোধ্যার

৬)  পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা কে ছিলেন ?
 ক) ক্লাইভ
খ) কাউন্ট লালি
গ)  ডুপ্লে
ঘ) হেস্টিংস
উত্তর :- ডুপ্লে

৭)  ইংরেজ কোম্পানি , যার কাছ থেকে বাংলায়
বিনাশুল্কে বাণিজ্যের অধিকার পায় , তিনি হলেন —
ক) দ্বিতীয় বাহাদুর শাহ
খ) শাহের আলমের
গ) ফারুখশিয়ারের
ঘ) মহম্মদ শাহের
উত্তর :- ফারুখশিয়ারের

৮)  ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ
করে —
ক) ১৭০৭ খ্রি
খ) ১৭১৭ খ্রি
গ) ১৭২৪ খ্রি
ঘ) ১৭৩৩ খ্রি
উত্তর :- ১৭১৭ খ্রি

৯) সিরাজ - উদদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন
ক) ঘসেটি বেগম
খ)  আলিবর্দি খাঁ
গ) আমিনা বেগম
ঘ) মীরমদন
উত্তর :- ঘসেটি বেগম

১০)  ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল
ক) রাজবল্লভকে
খ) ঘসেটি বেগমকে
গ) মানিকচঁাদকে
ঘ)  কৃয়দাসকে
উত্তর :- কৃয়দাসকে
১১)  সিরাজ - উদদৌলা তার দূত হিসেবে কাকে কলকাতায়পাঠিয়েছিলেন ?
ক) কৃয়দাসকে
খ) রাজবল্লভকে
 গ) নারায়ণ দাসকে
ঘ) মানিকচাদকে
উত্তর :- নারায়ণ দাসকে

১২)  সিরাজ - উদদৌলার প্রধান সেনাপতি ছিলেন
ক) মিরজাফর
খ) মােহনলাল
গ) মিরমদন
ঘ)  মিরকাশিম
উত্তর :- মিরজাফর

১৩)  কার আদেশে সিরাজ - উদদৌলা নিহত হন ?
ক) মিরজাফরের -
খ) মীরণের
গ) মিরকাশিমের
ঘ) জগৎ শেঠের
উত্তর :- মীরণের

১৪)  বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন ?
ক)  সিরাজউদদৌলা
খ)  মিরকাশিম
 গ) আলিবর্দি খাঁ
ঘ) মুর্শিদকুলি খাঁ
উত্তর :- মিরকাশিম

১৫)  কোম্পানির পরিচালক সভা কোথায় অবস্থান করে
ভারতে কোম্পানির কাজকর্মের তদারকি করত ?
ক) মাদ্রাজে
খ)  দিল্লিতে
গ) কলকাতায়
ঘ) ইংল্যান্ডে
উত্তর :- ইংল্যান্ডে
১৬)  পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয় ?
ক) ১৫৫৬ খ্রি
খ) ১৭০৭ খ্রি
গ) ১৭৩৯ খ্রি
ঘ)  ১৭৬১ খ্রি
উত্তর :- ১৭৬১ খ্রি

১৭)  বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর দেখা দেয়
ক) ১৭৭০ খ্রি
খ)  ১৭৭৬ খ্রি
গ) ১৭৮০ খ্রি
ঘ) ১৭৮৬ খ্রি
উত্তর :- ১৭৭০ খ্রি

১৮)  ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের দ্বারা
পরিচালক সভার সদস্য সংখ্যা হয় ।
ক) ২৪
খ)  ২৮
গ) ১২
ঘ) ১৯
উত্তর :- ১২

১৯)  রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয় —
ক) বাংলায়
খ) বিহারে
গ) দক্ষিণ ভারতে
ঘ)  উত্তরপ্রদেশে
উত্তর :- দক্ষিণ ভারতে
২০)  মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়
ক) বাংলায়
খ) বিহারে
গ) উড়িষ্যায়
ঘ)  উত্তরপ্রদেশে
উত্তর :- উত্তরপ্রদেশে
২১)  ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন —

ক) ওয়ারেন হেস্টিংস
খ)  উইলিয়াম পিট
গ) উইলিয়াম বেন্টিঙ্ক
ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তর :- লর্ড ওয়েলেসলি

২২)  ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের অধিকার লুপ্ত হয়
ক) ১৭৮৪ খ্রি
খ) ১৭৯৩ খ্রি
গ) ১৮১৩ খ্রি
ঘ) ১৮৩৩ খ্রি
উত্তর :- ১৮১৩ খ্রি

২৩)  গ্যারান্টি প্রথা ’ কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
 ক) বস্ত্রশিল্পের প্রসার
 খ) রেলপথের প্রসার
গ) শিক্ষার প্রসার
ঘ)  ভূমি বন্দোবস্ত
উত্তর :- রেলপথের প্রসার

২৪)  প্রথম গ্যারান্টি ব্যবস্থায় কোম্পানিগুলিকে বার্ষিক
কত শতাংশ সুদের প্রতিশ্রুতি দেওয়া হয় ?
ক) ২ শতাংশ
খ) ৫ শতাংশ
গ) ১০ শতাংশ
 ঘ) ১৫ শতাংশ
উত্তর :- ৫ শতাংশ

২৫) দ্বিতীয় গ্যারান্টি ব্যবস্থায় কোম্পানিগুলিকে বার্ষিক
কত শতাংশ সুদের প্রতিশ্রুতি দেওয়া হয় ?
ক) ৩.৫ শতাংশ
খ) ৫ শতাংশ
গ) ১০ শতাংশ
ঘ) ১২ . ৫ শতাংশ
উত্তর :- ৩.৫ শতাংশ
২৬)  ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় —

ক) মহারাষ্ট্রে
খ) পাঞ্জাবে
গ) মাদ্রাজে
ঘ) বাংলায়
উত্তর :- মহারাষ্ট্রে

২৭)  কার আমলে ‘ ইন্ডিয়ান পিনাল কোড ’ রচিত হয় ?
ক)  বেন্টিঙ্কের
খ) কর্নওয়ালিশের
 গ) ওয়ারেন হেস্টিংসের
ঘ)  ক্লাইভের
উত্তর :-বেন্টিঙ্কের

২৮)  বেন্টিঙ্ক চা কমিটি গঠন করেন
ক) ১৮২৯ খ্রি
খ) ১৮৩১ খ্রি
গ) ১৮৩৩ খ্রি
ঘ) ১৮৩৪ খ্রি
উত্তর :- ১৮৩৪ খ্রি

২৯)  কবে রানিগঞ্জে প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় ?
ক) ১৮১৪ খ্রি
খ) ১৮২২ খ্রি
গ) ১৮৩৩ খ্রি
ঘ) ১৮৫২ খ্রি
উত্তর :-১৮১৪ খ্রি


অতীত স্মরণ MCQ প্রশ্ন ও উত্তর




প্রতি প্রশ্নের মান :–১



১) ইতিহাস হল অতীত ?
ক)কাহিনী
খ) স্মৃতি
গ) চেতনা
ঘ) ভাবনা

উত্তর:- কাহিনী
২) মৌখিক ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান হলো ?
ক) জনশ্রুতি
খ)বক্তৃতা
গ)কথোপকথন
ঘ)শ্রুতি নাটক

উত্তর:- শ্রুতি নাটক


৩) অতি কথা বলতে বোঝায় ?

ক) অতীত ইতিহাসের সূত্র
খ)  ইতিহাস
গ) প্রাচীন সাহিত্য
ঘ) অবাস্তব কাহিনী

উত্তর:- অবাস্তব কাহিনী


৪) ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ  উক্তিটির প্রবক্তা ?

ক)জ্যাকব ক্রিম
খ)লোড রেগলান
গ) এ ইচ কার
ঘ) কল ফানসান

উত্তর:-  এ ইচ কার


৫) জন শ্রুতি কে কয় ভাগে ভাগ করা যায় ?

ক)দুই ভাগ
খ) তিন ভাগে
গ)চার ভাগে
ঘ) পাঁচ ভাগে

উত্তর:- পাঁচ ভাগে


৬) পৌরাণিক কাহিনী বা থিমস উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো।

ক)এগুলি রাজনৈতিক কেন্দ্রিক,
খ)এইগুলি বাস্তবধর্মী,
গ)এগুলো ইতিহাস অঙ্গ,
ঘ) এগুলি ধর্ম কাহিনী ভিত্তিক
উত্তর:- এগুলি ধর্ম কাহিনী ভিত্তিক

৭)  গ্রন্থের রচয়িতা হলেন ?
ক) জে . এফ . বিয়ারলেইন
খ)জেকব গ্রিম
গ)জে.বি . ওয়েবস্টার
ঘ) এ . লং
উত্তর:-  জে . এফ . বিয়ারলেইন


৮) ইতিহাসমালা রচনা করেন ?
ক)জেকব গ্রিম
খ)উইল হেম গ্রিম
গ)উইলিয়াম কেরি
ঘ) ডি কে মাকেঞ্জি
উত্তর:- উইলিয়াম কেরি


৯) মহাকবি কালিদাসের কাহিনী রয়েছে. ?
ক) পুরাণের
খ) রোমান পুরাণে
গ)হিন্দু পুরাণে
ঘ) বাইবেলে
উত্তর:- হিন্দু পুরাণে


১০) প্রাচীন ভারতের অন্যতম এক কিংবদন্তি চরিত্র হলো হলো. ?

ক) সমুদ্র গুপ্ত
খ)অশোক
গ) রামচন্দ্র
ঘ)হর্ষ বর্ধন
উত্তর:- রামচন্দ্র

১১) ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন. ?
ক)পরীকথার নায়িকা,
খ) কিংবদন্তির নায়ক,
গ) নীতি কথার মূল চরিত্র,
ঘ) পশু কথার কেন্দ্রীয় চরিত্র,
উত্তর:- কিংবদন্তির নায়ক,


১২) হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন. ?
ক) রূপকথার চরিত্র
খ) কিংবদন্তি চরিত্র
গ) পৌরাণিক চরিত্র
ঘ) লোক কথার চরিত্র
উত্তর:- পৌরাণিক চরিত্র


১৩) পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয়. ?
ক) সাইকোলজি
খ) সোসিওলজি
গ) মিথোলজি
ঘ) ফিজিওলজি
উত্তর:- মিথোলজি

১৪) লোক কথার মূল চরিত্র মানুষ ?
ক) রূপকথার
খ) পরি কথার
গ) কিংবদন্তির
ঘ) পুরাণ কাহিনীর
উত্তর:- কিংবদন্তির

১৫) লোক গাথা প্রচারের  মাধ্যমে যে টিনয় ?
ক) গল্প-
খ)কবিতা-
গ)গান
ঘ) যুদ্ধ
উত্তর:- যুদ্ধ
১৬) ইতিহাস ও লোক কাহিনী বিষয়বস্তু হল. ?
ক) মানুষ
খ) সাহিত্য
গ) চিন্তা
ঘ) প্রেম
উত্তর:- মানুষ

১৭) যে লোক কথার শেষে  স্মৃতি নীতি বা উপদেষ্টা থাকে ,তাকে   বলে ?
ক) রূপকথার
খ) পরি
গ) নীতিকথা
ঘ) পশু কথা
উত্তর:- নীতিকথা

১৮) হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটির রচনা করেন ?
ক) জেমস প্রিন্সেপ
খ) আলেকজান্ডার ডাও
গ) ভিনসেন্ট স্মিথ
ঘ) মাকমিলান
উত্তর:- আলেকজান্ডার ডাও

১৯) আরব্য রজনী হলো একটি ?
ক) বীর গাথা
খ) স্মৃতিকথা
গ) লোক কথা
ঘ) নীতি  গল্প
উত্তর:- লোক কথা

২০) রাজা প্রতাপাদিত্য চরিত্র এর  রচয়িতা হলেন ?
ক) রামমোহন রায়,
খ)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার,
ঘ) রামরাম বসু
উত্তর:- রামরাম বসু


২১) দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হল একটি ?
ক) লোক কথা
খ) কিংবদন্তি
গ) স্মৃতিকথা
ঘ) পৌরাণিক কাহিনী
উত্তর:- স্মৃতিকথা

২২) বিজ্ঞান জাদুঘরের  নিদর্শন   মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস অবস্থিত ?

ক) প্যারিসে
খ) শিকাগোতে
গ) সিঙ্গাপুরের
ঘ) লন্ডনে
উত্তর:- শিকাগোতে

২৩) ভূত তাত্ত্বিক জাদুঘরের নিদর্শন শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত ভারতের ?

ক) উড়িষ্যায়
খ)  বিহারে
গ) পশ্চিমবঙ্গে
ঘ) গুজরাটি
উত্তর:- পশ্চিমবঙ্গে

২৪) বিশ্বের সর্ব প্রাচীন মিউজিয়াম হলো ?
ক) ইন্ডিয়ান মিউজিয়াম
খ)  ব্রিটিশ মিউজিয়াম
গ) প্যারিসের লুভর মিউজিয়াম
ঘ) গ্রন্থাগার
উত্তর:- ব্রিটিশ মিউজিয়াম


২৫) হাজারদুয়ারি জাদুঘর একটি ?
ক) ঐতিহাসিক জাদুঘর ,
খ) শিল্প জাদুঘর,
গ) গ্রন্থাগার দিবস,
ঘ) বিশ্বকোষ জাদুঘর

উত্তর:- ঐতিহাসিক জাদুঘর

জাতীয়তা ও আন্তর্জাতিকতা বাংলা রচনা



ভূমিকা: আধুনিক বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে জাতীয়তা ও আন্তর্জাতিকতা বিষয় দুটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের উৎকর্ষতার যুগে বর্তমান বিশ্ব একটি বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। কোনো একটি দেশের উন্নয়ন এবং রাষ্ট্রীয় অভ্যন্তরীণ সমস্যা সমাধান বহুলাংশে অন্য একটি দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। একটি দেশের সাথে অন্যদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিকবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ কী: জাতীয়তাবাদ (Nationalism) হলো নিজেকে কোনো জাতির অন্তর্ভুক্ত জ্ঞান করা। সেই জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিকাশ, অগ্রগতি, ভৌগোলিক অবস্থান, আর্থসামাজিক, রাজনৈতিক মুক্তির আকাক্সক্ষা ইত্যাদির সাথে একাত্মবোধ করা এবং সংশ্লিষ্ট জাতির ঐতিহ্য, মূল্যবোধ, স্বকীয়তা রক্ষা ও বিকাশে বিশ্বাসী হওয়া। অপরদিকে আন্তর্জাতিকতাবাদ (Internationalism) হলো এমন একটি ধারণা বা মতবাদ যে ধারণা বিভিন্ন রাষ্ট্র বা জাতিকে একই বা বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করে। জাতীয়তাবাদ যেমনভাবে একটি দেশের মধ্যে দেশের অভ্যন্তরীণ জাতীয় ঐক্য বজায় রাখার কথা বলে, তেমনি আন্তর্জাতিকতাবাদ দেশের বাইরে বিশ্বের বিভিন্ন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার কথা বলে।
জাতীয়তাবাদের প্রকাশ: আধুনিক বিশ্বের রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে জাতীয়তাবাদ অবিচ্ছেদ্যভাবে জড়িত। বর্তমান বিশ্বে প্রত্যেক রাষ্ট্রকেই জাতীয় রাষ্ট্র বলা হয়। কোনো দেশের জনগণ যখন নিজস্ব ঐতিহ্য শিক্ষা-সভ্যতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক চেতনায় ঐক্যবদ্ধ হয় তখনই তাদের মধ্যে জাতীয়তাবাদের প্রকাশ ঘটে। জাতীয় চেতনায় বলীয়ান জাতি পরস্পরের প্রতি সহানুভূতিশীল এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। সকল দেশের জাতীয়তার ধরণ এক নয়। প্রত্যেকটি জাতির মধ্যে জাতীয়তাবোধের একেক দিক বিশেষরূপে প্রকাশ পায়।

জাতীয়তাবাদের উদ্ভব: প্রাচীন যুগে গ্রিক ও হিব্রুদের মধ্যে জাতীয়তাবাদের ধারণা প্রথম দেখা যায়। গ্রিসের নগর রাষ্ট্রগুলো বিধ্বস্ত হওয়ার পর রোমানদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। সমগ্র মধ্যযুগব্যাপী খ্রিস্টধর্মের প্রভাবে যখন দেশ পরিচালিত হয় তখন জাতীয়তাবাদ পুরোপুরি বিলীন হয়। এর পরিবর্তে সম্রাজ্যের ধারণা জন্মলাভ করে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে জাতীয়তাবাদ নতুন করে প্রাণ ফিরে পায়, যখন ল্যাটিন ভাষার আধিপত্যের বিপরীতে বিভিন্ন দেশে মাতৃভাষার ব্যবহার বাড়তে থাকে। অষ্টাদশ শতাব্দীতে বিশ্বব্যাপী জাতীয়তাবাদ ধারণাটি দৃঢ় হয়। ১৭৭২ সালে পোলান্ডের ভাগাভাগির সময়ে জাতীয়তাবাদী চেতনা জনসাধারণের মধ্যে প্রসার লাভ করে। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের স্লোগানঃ ‘সাম্য, মৈত্রী, স্বাধীনতা’ জাতীয়তাবাদকে আরো জোরদার করে। উনবিংশ শতাব্দীর শেষদিক এবং বিংশ শতাব্দী জাতীয়তাবাদের গৌরবোজ্জ্বল যুগ। প্রথম বিশ্বযুদ্ধোত্তর জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে ১৯১৯ সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। একই সালে জাতীয় রাষ্ট্রের ওপর ভিত্তি করে ইউরোপের মানচিত্র নতুন করে আঁকা হলে চেক, পোল, স্লাভ জাতিগুলো নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দূরপ্রাচ্যে জাতীয়তার ভিত্তিতে অনেকগুলো জাতীয় রাষ্ট্রের জন্ম হয়।

জাতীয়তাবাদ চেতনার গুরুত্ব: জাতীয় চেতনা কোনো দেশ বা জাতির উন্নয়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি জাতি তার স্বতন্ত্র সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য লালন করেই প্রথমে জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে সে জাতি অগ্রসর হয় আন্তর্জাতিকতার দিকে। জাতীয়তাবাদ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি সংঘবদ্ধ জনগোষ্ঠীর সার্বভৌম ক্ষমতার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। জাতীয় চেতনার ফলেই ব্যক্তির মধ্যে দেশপ্রেম এবং দেশাত্মবোধ জাগ্রত হয়।
আন্তর্জাতিকতাবাদ চেতনার সৃষ্টি: আন্তর্জাতিকতা বলতে আমরা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বুঝি। বর্তমান যুগে বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিজ্ঞানের প্রসার লাভ করছে। অনেক দেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নত হচ্ছে। কিছু দেশ আবার সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে অনেক সমৃদ্ধ। আধুনিক বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব, এখানে কোনো রাষ্ট্র কোনা দিক থেকে পিছিয়ে থাকতে চায় না। তাই তারা সম্পর্ক উন্নয়নের জন্য বাধ্য হচ্ছে। এক দেশের মানুষ এখন সহজেই অন্য দেশে গমন করতে পারছে, তথ্য আদান প্রদান করতে পারছে। মানুষ সমগ্র পৃথিবীকে নিজেদের মনে করছে। আর এভাবেই আন্তর্জাতিক চেতনার সৃষ্টি হচ্ছে।

আন্তর্জাতিক চেতনার গুরুত্ব: বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আন্তর্জাতিক চেতনার গুরুত্ব অপরিসীম। দেশ ও জাতির প্রতি অবদান রাখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখন নিজ নিজ দেশের সীমানা পেরিয়ে উচ্চ শিক্ষা এবং গবেষণার জন্য অন্যদেশে পাড়ি জামাচ্ছে। বর্তমান পৃথিবীতে ১৯৪টি স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে। তারা নিজেদের প্রয়োজনে আন্তর্জাতিক চেতনায় ভর করে সম্পর্ক স্থাপন করে চলছে। অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগোলিক প্রয়োজনে বা কখনো কখনো ধর্ম, ভাষা, গোত্রগত দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এটি ভূমিকা রাখে। বিশ্বের বিভিন্ন জাতিসমূহের মধ্যে বন্ধুত্বের মনোভাব গড়ে তুলতে, বিরাজমান নানা সমস্যা ও সংকট দূরীকরণে, অগ্রগতি ও মঙ্গল নিশ্চিতকরণ, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়গুলোতে পারস্পরিক আদান-প্রদান ও সার্বিক সহযোগিতা আন্তর্জাতিক চেতনার উপর নির্ভর করে।
উগ্র-জাতীয়তাবাদের কুফল: জাতীয়তাবাদ যেমন মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তেমনি উগ্র-জাতীয়তাবাদ অনেক ক্ষেত্রে কোনো দেশের জনগণকে মাত্রাতিরিক্ত অহঙ্কারী করে তোলে। এ জন্য তারা অন্য দেশের প্রতি বৈরী মনোভাব দেখায়, সহযোগিতা বন্ধ করে দেয়। অনেক সময় নিজেদেরকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠতর জাতি মনে করে। উগ্র-জাতীয়তাবাদের প্রভাবে তারা অন্য দেশের ওপর আধিপত্য বিস্তার করতে চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসিদের মধ্যে উগ্র জাতীয়তবাদের প্রভাব দেখতে পাওয়া যায়। এছাড়া ইউরোপ ও আমেরিকাতে এ রকম ধারণা প্রচলিত ছিল।
আন্তর্জাতিকতাবাদের ফলে গঠিত সংগঠন:আন্তর্জাতিকতাবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে গড়ে উঠেছে পারস্পরিক সহযোগিতামূলক সংগঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ (United Nations) গঠিত হয়। বর্তমানে ১৯৩টি দেশ এই সংগঠনটিতে কাজ করে যাচ্ছে। বিশ্বজুড়ে বাণিজ্যের প্রসারের লক্ষ্যে ১৯৯৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বিশ্ববাণিজ্য সংস্থা (WTO)। বৃটেন শাসিত দেশ নিয়ে গড়ে উঠেছে কমনওয়েলথের মতো আন্তর্জাতিক সংগঠন। মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য ১৯৬৯ সালের ২৫ সেপ্টে¤¦র গড়ে উঠেছে ইসলামী সম্মেলন সংস্থা (OIC), এ ছাড়া NAM, IMF ইত্যাদি আন্তর্জাতিক সংগঠন সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।আন্তর্জাতিকতার ফলে গড়ে উঠেছে অনেক আঞ্চলিক সংগঠন। ASEAN(এশিয়ান) ভুক্ত দেশ সমূহের মধ্যে সহযোগিতার ফলে ঈর্ষনীয় উন্নতি লাভে সক্ষম হয়েছে। পৃথিবীব্যাপী রাজনৈতিক সহযোগিতার ফলে গড়ে উঠেছে ইউরোপিয়ান ইউনিয়ন (EU), আফ্রিকান ইউনিয়ন , আরব লীগ ইত্যাদি। আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হিসেবে G-8 (Group 08), D-8 (Developing-8), G-77, OPEC, APEC ইত্যাদি সংগঠন গঠিত হয়েছে। এছাড়াও সামরিক, আর্থিক, সেবা, মানবাধিকার সংস্থা হিসেবে ন্যাটো (NATO), IDB, ADB, NAFTA, APTA, রোটারি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইত্যাদি সংগঠন আন্তর্জাতিকতার ভিত্তিতেই কাজ করে যাচ্ছে।
জাতীয়তা ও আন্তর্জাতিকতায় বাংলাদেশ: ১৯৭১ সালের মহান স্বাধীনতার পর থেকে বাঙালি জাতীয়তার ওপর ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদির সমন্বয়ে বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করে বাংলাদেশের মানুষ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছে। স্বাধীনতার পর পরই ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছে। এরপর ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, শ্রীলংকা ও মালদ্বীপ এই ৭টি দেশের সমন্বয়ে গঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC)। বর্তমানে আফগানিস্তানসহ ৮টি দেশ নিয়ে এ সংস্থাটি কাজ করে যাচ্ছে। এ ছাড়াও বাংলাদেশ বিশ্ববাণিজ্য সংস্থা, বিশ্বস্বাস্থ্য সংস্থা, ADB, বিশ্বব্যাংক ইত্যাদি আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে কাজ করে যাচ্ছে।

উপসংহার: পারস্পরিক সহযোগিতা ব্যতীত আজকের বিশ্বে উন্নয়ন অসম্ভব। সকল দেশের উচিত নিজ নিজ জাতিগত দম্ভ ভুলে বিশ্বের শান্তি ও উন্নয়নের লক্ষ্যে পরস্পরের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করা। তবেই দেশের অভ্যন্তরীণ উন্নতির পাশাপাশি বৈশ্বিক উন্নয়ন সম্ভব হয়ে উঠবে।