শনিবার, ২৩ মে, ২০২০

নানা রঙ্গের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর






:· উচ্চ মাধ্যমিক বাংলা নাটক নানা রঙ্গের দিন কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " নানা রঙ্গের দিন " নাটকের পটভূমিতে আছে
ক) পেশাদারী থিয়েটার
খ) সখের থিয়েটার
গ) গ্রুপ থিয়েটার
ঘ) গ্রাম্য থিয়েটার

উত্তর :–পেশাদারী থিয়েটার

২) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়ে ছিলেন
ক) মঞ্চের উপরে
খ) দোকানের ব্রাঞ্চে
গ) গ্রীনরুমে
ঘ) মাটিতে

উত্তর :–মঞ্চের উপরে

৩) রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন
ক) শাজাহান
খ) দিলদার
গ) ঔরঙজেব
ঘ) মির্জুমলা

উত্তর :–দিলদার

৪) " বা: বা: বুঢঢা । আছাহি কিয়া ।" এই " বুঢঢা " হলেন
ক) কালিনাথ সেন
খ) রামব্রিজ
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
ঘ) শাজাহান

উত্তর :–রজনীকান্ত চট্টোপাধ্যায়

৫) " কোথায় ধেনো টেনে পড়ে আছে ব্যাটা ।" এ খানে কার কথা বলা হয়েছে
ক) রজনীকান্ত চট্টোপাধ্যায়
খ) রামব্রিজ
গ) কালীনাথ সেন
ঘ) মুরাদ

উত্তর :–রামব্রিজ

৬) " নানা রঙ্গের দিন" নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বয়স ছিল
ক) ৫০ বছর
খ) ৬৮ বছর
গ) ৬০ বছর
ঘ) ৭০ বছর

উত্তর :–৬৮ বছর

৭) " নানা রঙ্গের দিন " নাটকে মাঝরাতে রজনীকান্ত চট্টোপাধ্যায় যার পোশাক পড়েছিলেন , তিনি হলেন
ক) দিলদার
খ) শাজাহান
গ) ঔরঙ্গজেব
ঘ) মানসিংহ

উত্তর :–দিলদার

৮) বৃদ্ধা বয়সে মানুষ যা শোনে বলে " নানা রঙ্গের দিন " নাটকে উল্লেখ করেছেন
ক) রবীন্দ্রনাথ সঙ্গীত
খ) টপ্পা
গ) পুরাতনী গান
ঘ) কিতন

উত্তর :–কিতন

৯) " নানা রঙ্গের দিন " নাটকে কলীনাথ সেনের পরনে ছিল
ক)  ধুতি
খ) ময়লা পাজামা
গ) পরিষ্কার ধুতি
ঘ) পরিষ্কার পাজামা

উত্তর :–ময়লা পাজামা

১০) " নানা রঙ্গের দিন " নাটকে কলীনাথ সেন ছিলেন
ক) প্রম্পেটার
খ) মেক - আপ মান
গ) অভিনেতা
ঘ) এক জন দর্শক

উত্তর :–প্রম্পেটার

১১) " নানা রঙের দিন " নাটকে কলীনাথ
রোজ লুকিয়ে ঘুমাতেন
ক) মঞ্চে
খ) গ্রীনরুমে
গ) বৈঠক খানায়
ঘ) প্রেক্ষাগৃহে সামনে

উত্তর :–গ্রীনরুমে

১২) রজনীকান্ত " নানা রঙ্গের দিন " নাটকে সেদিনের শো- তে যা পেয়েছিলেন
ক) পাঁচটা কল্ল্যাপ
খ) প্রীতি উপহার
গ) সাত টা কল্ল্যাপ
ঘ) তিরস্কার

উত্তর :–সাত টা কল্ল্যাপ

১৩) " পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুজ্জেমশাই " এই ' পাবলিক ' হলো
ক) সাধারন মানুষ
খ) সংস্কৃতি প্রেমী মানুষ
গ) নাটকের সাধারন দর্শক
ঘ) নাটকের সাধারন কলাকুশলীরা

উত্তর :–নাটকের সাধারন দর্শক


১৪) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল
ক) ব্রাহ্মণ বংশে
খ) প্রাচীন বংশে
গ) কায়স্থ বংশে
ঘ) দরিদ্র পরিবারে

উত্তর :–ব্রাহ্মণ বংশে

১৫) অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন
ক) শিক্ষক
খ) লেখক
গ) পুলিশ
ঘ) খেলোয়াড়

উত্তর :–পুলিশ

১৬) " ভোরের আলোর চেয়েও সুন্দর সে " রজনীকান্ত চট্টোপাধ্যায় কার কথা বলেছেন
ক) তার প্রাক্তন প্রেমিকা
খ) বন্ধু
গ) তার অভিনীত চরিত্র
ঘ) রামব্রিজ

উত্তর :–তার প্রাক্তন প্রেমিকা

১৭) রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন
ক) শাজাহান
খ) দিলদার
গ) আলমগির
ঘ) ঔ রঙ্গজিব

উত্তর :–আলমগির

১৮) " নানা রঙ্গের দিন " নাটকে অভিনেতাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে
ক) শিক্ষক
খ) অস্পৃশ্য ভাড়
গ) গাধা
ঘ) জ্ঞানী

উত্তর :–অস্পৃশ্য ভাড়

১৯) " রিজিয়া " নাটকের যে চরিত্রের সংলাপ রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন
ক) আলমগির
খ) মিরজুমলা
গ) শাজাহান
ঘ) বক্তিয়ার

উত্তর :–বক্তিয়ার

২০) রজনীকান্ত রামব্রিজ কে কত টাকা " বকশিশ " দিয়েছিলেন
ক) চার টাকা
খ) দু - টাকা
গ) তিন টাকা
ঘ) এক টাকা
উত্তর :–তিন টাকা

২১) " গ্রীনরুমে ঘুমোই " কে ঘুমান ?
ক) কালিনাথ সেন
খ) রামব্রিজ
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
ঘ) রামচরণ

উত্তর :– কালিনাথ সেন

২২) দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল
ক) মোমবাতি
খ) প্রদীপ
গ) ধুপ
ঘ) জলন্ত মোমবাতি

উত্তর :–জলন্ত মোমবাতি

২৩) " নানা রঙ্গের দিন " নাটকে মঞ্চের মাঝ খানে উল্টানো ছিল
ক) একটি টেবিল
খ) একটি চেয়ার
গ) একটি বাঞ্চ
ঘ) একটি টুল

উত্তর :–একটি টুল



শিকার MCQ প্রশ্ন ও উত্তর






উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতার কিছু  গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " শিকার " কবিতায় ভোরবেলায় আকাশের রং - কে কবি যার সঙ্গে তুলনা করেছেন ?
ক) ঘাস ফড়িংএর দেহ
খ) সুমদ্রের জল
গ) বিকেলের রোদ
ঘ) মোমের আলো

উত্তর :– ঘাস ফরিঙের দেহ

২) " টিয়া পালকের মতো সবুজ" ছিল ?
ক) মানুষের হৃদ়য়
খ) মানুষের স্বপ্ন
গ) পেয়ারা ও নোনার গাছ
ঘ) পেয়ারা ও সজিনার গাছ

উত্তর :–পেয়ারা ও নোনার গাছ

৩) " এক্ষণ আকাশে রয়েছে " - যার কথা বলা হয়েছে ?
ক) একটি তারা
খ) একটি পাখি
গ) দিনের আলো
ঘ) গোধূলির রং

উত্তর :–একটি তারা

৪) " শিকার " কবিতায় যে মেয়ে টিকে কবি পারাগায়ে লক্ষ্য করেছিলেন সে ছিল ।
ক) সাহসী সুন্দরী
খ) গোধুলিমদির
গ) মায়াবিনী
ঘ) বিষণ্ন সুন্দর

উত্তর :–গোধুলিমদির

৫)  সারা রাত মাঠে / আগুন জ্বেলেছে কারা আগুন জ্বেলেছে ?
ক) প্রবাসীরা
খ) অতিথিবৃন্দ
গ) দেশোয়ালিরা
ঘ) বনবাসিরা

উত্তর :–প্রবাসীরা

৬) " সূর্যের আলোয় তার রং ––– মতো নেই আর ..."
ক) কুসুমের
খ) বারুদের মতো
গ) কুঙ্কুমের
ঘ) মুক্তার

উত্তর :–কুঙ্কুমের

৭) ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল
ক) চারিদিকের বন ও আকাশ
খ) জোনাকির দল
গ) মনের আকাশ
ঘ) হৃদয়ের কবিতামালা

উত্তর :– চারিদিকের বন ও আকাশ

৮) সারারাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল যার হাত থেকে
ক) শিকারির
খ) চিতাবাঘিনির
গ) হৃদয়হিনের
 ঘ) পশুদের

উত্তর :–চিতাবাঘিনির

৯) সারা রাত হরিণটি ঘুরেছিল
ক) শাল  - পিয়ালের বনে
খ) অর্জুন - সুন্দরীর বনে
গ) মহুয়ার বনে
ঘ) জাম - জারুলের বনে

উত্তর :–অর্জুন - সুন্দরীর বনে

১০) সুন্দর বাদামি হরিণ যার জন্য অপেক্ষা করেছিল
ক) অন্ধকারের জন্য
খ) সবুজ ঘাসের জন্য
গ) ঝরনার জলের জন্য
ঘ) ভোরের জন্য

উত্তর :–ভোরের জন্য

১১) সবুজ সুগন্ধি ঘাস কে কবি যার সঙ্গে তুলনা করেছেন
ক) নতুন ধানের সঙ্গে
খ) শরতের সকালের সঙ্গে
গ) কচি বাতাবি লেবুর সঙ্গে
ঘ) রূপসী মেয়ের সঙ্গে

উত্তর :– কচি বাতাবি লেবুর সঙ্গে

১২) হরিণ টি ভোরের আলোয় যেখানে নেমেছিল
  ক) জলে
খ) নদীর জলে
গ) অন্ধকারের সমুদ্রে
ঘ) অর্জুন - সুন্দরীর বনে

উত্তর :–নদীর জলে

১৩) " নদীর জল –– মতো লাল ।"
ক) মোরগ ফুলেরপাপরির
খ) জবা ফুলেরপাপরির
গ) মচকাফুলের ফুলেরপাপরির
ঘ) নারীরপায়েরআলতার

উত্তর :–মচকাফুলের ফুলেরপাপরির

১৪)  " শিকার " কবিতাটি শুরু হয়েছে যে শব্দ দিয়ে
ক) সকাল
 খ) ভোর
গ) বিকাল
ঘ) সন্ধ্যা

উত্তর :–ভোর

১৫) টেরিকাটা মানুষেরা খায়
ক) বিড়ি
খ) আঙ্গুর
গ) পেয়ারা
ঘ)  সিগারেট

উত্তর :–সিগারেট

১৬)"  শিকার " কবিতায় মোট পংক্তিসংখ্যা
ক) ৩০
খ) ৩৭
গ) ৩৫
ঘ) ৩৯

উত্তর :– ৩৭

১৮) নদীর জলে নামা হরিণের শরীর ছিল
ক) ঘুমহীন ক্লান্ত বিহ্বল
খ) বিহ্বল ক্লান্ত ঘুমহীন
গ  বিহ্বল ক্লান্ত
ঘ) ক্লান্ত ঘুমহীন বিহ্বল

উত্তর :–ঘুমহীন ক্লান্ত বিহ্বল

১৯) " হিমের রাতে শরীর' উম ' রাখবার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে
ক) গান করেছে
খ) নাচ করেছে
গ) খেলায় মেতেছে
ঘ) আগুন জ্বেলেছে

উত্তর :–আগুন জ্বেলেছে

২০) ' এক্ষণ ও আকাশে রয়েছে ' ক-টি তারা ?
ক) একটি
খ)  দুটি
গ)  তিনটি
ঘ)  বহু

উত্তর :–একটি

২১) ' একটা অদ্ভুত শব্দ ' । কিসের শব্দ ?
ক) চিতা বাঘিনির
খ) হৃদয়ের বির্দিন ইচ্ছার
গ) সুগন্ধি ঘাস ছিড়ে খাওয়ার
ঘ) বন্দুকের

উত্তর :–বন্দুকের

২২) " টেরি কাটা কয়েকটা মানুষের মাথা ।" এরা হলো
ক) পুলিশ
খ) ডাকাত
গ) সৈন্য
ঘ) শিকারি

উত্তর :–শিকারি

২৩) শিকার কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তগত
ক) মহাপৃথিবী
খ) ধানক্ষেত
গ) শেষ লেখা
ঘ) অঙ্গুরী তোর  হিরন জল

উত্তর :–মহাপৃথিবী



উচ্চ মাধ্যমিক বিভাব MCQ প্রশ্ন ও উত্তর



১) সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিলেন
ক) তেরো
খ) সতেরো
গ) তেইশ
ঘ) নয়
উত্তর :– তেরো

২) শম্ভু মিত্র , অমর গাঙ্গুলী কোন নাট্য দলের সদস্য ছিলেন
ক) নান্দিকার
খ) নান্দিমুখ
গ) পঞ্চম বৈদিক
ঘ) বহুরূপী
উত্তর :–বহুরূপী

৩) " বিভাব ' নাটকের যথাথ নাম হওয়া উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হলো
ক) হাসির সন্ধানে তিনটি চরিত্র
খ) অভাব নাটক
গ) তামাশা নাটক
ঘ) অভাবিত নাটক
উত্তর :– অভাব নাটক

৪) সরকারের পেয়াদা কীসের লক্ষে নাট্যদলের কাছে আসে
ক) নিমন্ত্রনপত্র নিতে
খ) অনুমতি পত্র নিতে
গ) খাজনা আদায় করতে
ঘ) সংবর্ধ্ণা জানাতে
উত্তর :–খাজনা আদায় করতে

৫) " তাই ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।" এই প্যাঁচ হলো
ক) জনমত গঠন
খ) নিজস্ব নাট্যমঞ্চ তেরি
গ) ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ
ঘ) নাটক অভিনয় বন্ধ রাখা
উত্তর :–ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ

৬) " এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম "। এই সাহেব ছিলেন
ক) আইনস্টাইন
খ) আইজেনস্টাইন
গ) শেক্সপিয়ার
ঘ) বানাড' শ
উত্তর :–আইজেনস্টাইন

৭) শম্ভু মিত্র  ' বিভাব ' নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল
ক) উড়িয়া তামাশা
খ) মারাঠি তামাশা
গ) রাজস্থানি তামাশা
ঘ) অসমীয়া তামাশা
উত্তর :–মারাঠি তামাশা

৮) ' এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল ।' এই জাপানি থিয়েটার ছিল
ক) নো
খ) কিয়োগেন
গ) কাবুকি
ঘ) বানরাকু
উত্তর :–কাবুকি

৯) " আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত " একথা কে বলে গিয়েছেন
ক) রবীন্দ্রনাথ
খ) দ্বিজেন্দ্রলাল
গ) বল্লভ ভাই
ঘ) জহরলাল নেহরু
উত্তর :– বল্লভ ভাই

১০) " বিভাব " নাটকে ' বৌদি ' হলেন
ক) শোভা সেন
খ) তৃপ্তি মিত্র
গ) চিত্রা সেন
ঘ) শাওলী মিত্র
উত্তর :–তৃপ্তি মিত্র

১১) " পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ।" ' বৌদি ' তৃপ্তি মিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলেছেন , সেটি হল
ক) সিনেমা
খ) আড্ডা
গ) খেলা ধুলা
ঘ) প্রেম
উত্তর :–প্রেম

১২) " বিভাব" নাটকে অমর গাঙ্গুলী কোথায় ' লভ সিন ' দেখার কথা বলেছেন
ক) বায়োস্কোপ
খ) বাস্তব জীবনে
গ) থিয়েটার
ঘ) লোক কোথায়
উত্তর :–বায়োস্কোপ

১৩) " বিভাব" নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্য নায়িকা ফিরছিল
ক) অফিস থেকে
খ) কলেজ থেকে
গ) বন্ধুর বাড়ি থেকে
ঘ) গ্রাম থেকে
উত্তর :–কলেজ থেকে

১৪) " বিভাব" নাটকে প্রেমের দৃশ্য নৈপন্থে কি বেজেছিল
ক) পিয়ানো
খ) বেহালা
গ) হারমোনিয়াম
ঘ) বাঁশি
উত্তর :–হারমোনিয়াম

১৫) " বিভাব" নাটকে প্রেমের দৃশ্য যে গানটি গাওয়া হয়েছিল , সেটি হল
ক) সখি ভালোবাসা কারে কয়
খ) আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
গ) তুমি কোন কাননের ফুল
ঘ) মালতি লতা দোলে
উত্তর :–মালতি লতা দোলে

১৬) "মালতি লতা দোলে " গানটি গাওয়া হয়েছিল যেভাবে
ক) ফিল্মি কায়দায়
খ) শাস্ত্রীয় ভঙ্গিতে
গ) কিতন আঙ্গিকে
ঘ) ঠুংরি ধরনে
উত্তর :–ফিল্মি কায়দায়

১৭) রবীন্দ্রনাথের গানের অনুমোদন যারা দেয় বলে " বিভাব" নাটকে উল্লেখ আছে, তারা হল
ক) রাজ্য সরকার
খ) বিশ্বভারতী
গ) সাহিত্য অ্যাকাডেমি
ঘ) সঙ্গীত নাটক অ্যাকাডেমি
উত্তর :–বিশ্বভারতী

১৮) শম্ভু মিত্র মতে , কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়
ক) ৩২ ইঞ্চি
খ) ৩৩ ইঞ্চি
গ) ৪২ ইঞ্চি
ঘ)৪৮ ইঞ্চি
উত্তর :–৩২ ইঞ্চি

১৯) " পথিক " নাটকটি কার লেখা
ক) বিজন
খ) উৎপল দত্ত
গ) শম্ভু মিত্র
ঘ) তুলসী লাহিড়ী
উত্তর :–তুলসী লাহিড়ী

২০) " কয়েকজন মেয়ে এবং কয়েক জন ছেলে । সামনের কয়েক জন হাতটা উচু করে থাকে ।" হাতে কি ছিল
ক) ভাতের থালা
খ) পতাকা ও ফেস্টুন
গ) প্রচার পত্র
ঘ) ফুল
উত্তর :–পতাকা ও ফেস্টুন

২১) শোভা যাত্রার লোকেরা যার জন্য দাবি জানিয়েছিল
ক) চাল ও কাপড়
খ) সঠিক মজুরী
গ) শিক্ষার সুযোগ
ঘ) আইন শৃঙ্খলার উন্নতি
উত্তর :–চাল ও কাপড়

২২) " The night is calling me " সংলাপ টি কর লেখা
ক) বানার্ড' শ
খ) শেক্সপিয়ার
গ) শেলি
ঘ) বায়রন
উত্তর :–বানার্ড' শ

২৩) হটাৎ পেছন থেকে শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়
ক) চাল চাই, কাপড় চাই
খ) অন্ন চাই , গৃহ চাই
গ) ফ্যান চাই , ভাত চাই
ঘ) এর কোনোটিই নয়
উত্তর :–চাল চাই, কাপড় চাই

২৪) " বিভাব " নাটকটির অনুপ্ররনা হলো
ক) জাপানি কাবুকি থিয়েটার
খ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক
গ) রবীন্দ্রনাথের নাটক
ঘ) দীনবন্ধু মিত্রের নাটক
উত্তর :–জাপানি কাবুকি থিয়েটার

২৫) " বিভাব " নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হলো
ক) দুই
খ) তিন
গ) পাঁচ
ঘ) সাত
উত্তর :–তিন

২৬) " আমদের মনে হয় এর নাম হওয়া উচিৎ ' অভাব নাটক ' ।" কারন
ক) এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে
খ) এ নাটকে অর্থাভাব দেখানো হয়েছে
গ) এ নাটকের চরিত্র সংখ্যার অভাব রয়েছে
ঘ) এ নাটকে অভিনয় উপকরনের অভাব
উত্তর :– এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে

২৭) অমর বাবু তৃপ্তি মিত্রের কাছে ক - কাপ চা চেয়েছেন
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর :–দুই কাপ

২৮) ঠিক আছে ফেলে দিন না ....কি ?
ক) চা
খ) বিড়ি
গ) সিগারেট
ঘ) দেশলাই
উত্তর :–সিগারেট

২৯) " বিভাব" নাটকে লভ সিনের নায়ক হয়েছিলেন
ক) অমর
খ) শম্ভু
গ) ম্যানেজার
ঘ) বল্লভভাই
উত্তর :–শম্ভু

৩০) " এর মাথায় খালি লভ সিন ঘরে রে ?" কার মাথায় ?
ক) অমর
খ) শম্ভু
গ) তৃপ্তি
ঘ) নাট্য দলের ম্যানেজার
উত্তর :–তৃপ্তি


মঙ্গলবার, ৫ মে, ২০২০

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন পত্র ২০২০ [ Bengali Questions Papers 2020 ]



                   উচ্চ মাধ্যমিক ২০২০

                       বাংলা প্রশ্ন পত্র
                          PART - A 


১) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও । 


মান :- 5×1  =5

১.১) " সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে ।" -  ' ওরা ' বলতে কাদের বোঝানো হয়েছে ? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছে কেন ? ' সে ' কে ? বুঝতে পেরে সে কি করেছিল ?

১.২) ' এ অপরাধের  প্রায়চিত্ত কি ?' - কে কোন অপরাধের প্রায়চিত্রের কথা বলেছেন ? বক্তা নিজেকে অপরাধী মনে করেছে কেন ?


২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও । 
মান :- 5×1  =5

২.১) " এসেছে সে ভোরের আলোয় নেমে " - সেই ভোরের বর্ণনা দাও ?  " সে " ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটলো লেখো ?

২.২) " অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক " - এ খানে কোন মানুষের কথা বলা হয়েছে ? তারা অবসন্ন কেন ? " ধুলোর কলঙ্ক " বলতে কবি কি বুঝিয়েছেন ?

৩) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৩.১) " এমনি সময় এক সাহেবের লেখা পড়লাম ।" - " এমনি সময় " বলতে কোন পরিস্থিথির কথা বলা হয়েছে ? সাহেবের নাম কি ? তিনি কি লিখেছিলেন ?
৩.২) " নানা রঙ্গের দিন " নাটকের সূচনায় মঞ্চ সজ্জার যে বর্ণনা আছে , তা নিজের ভাষায় লেখো । নাটকটির নামকরণ কতখানি সার্থক - তা আলোচনা করো ।


৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৪.১) " স্পেনের ফিলিপ কেদেছিল খুব । আর কেউ কাদেনি ? " যে কবিতার অন্তর্গত , সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে ? " ' ফিলিপ ' কেদেছিল কেন ? ' আর কেউ কাদেনি ? ' -  বলতে বক্তা  কি বোঝাতে চেয়েছেন ?

৪.২) " হটাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল " । - তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিলো ? তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল ?

৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৫.১) " এত ফসল ,  এত প্রাচুর্য  - তবু কিন্তু মানুষ গুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই ? " - মানুষ গুলোর জীবন যাত্রার পরিচয় দাও । তাদের জীবনে শান্তি নেই কেন ?

৫.২) " মেঘের গায়ে জেলখানা " - রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো ।

৬) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৬.১) উদাহরণসহ " ধ্বনিমূল " ও " সহধ্বনি " - র সম্পর্কে বুঝিয়ে দাও ।

৬.২) " শব্দার্থ পরিবর্তন " বলতে কি বোঝো ? উদাহরণ সহ " শব্দাথের সংকোচ " ও " শব্দাথের প্রসার " সমন্ধে আলোচনা করো ।

                  অথবা

" রূপমূল "  কাকে বলে ? উদাহরণসহ " স্বাধীন ও পরাধীন " রূপমূল - এর পরিচয় দাও ।


৭) অনধিক ১৫০ শব্দে যে - কোনো দুটি  প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×2  =10

৭.১) বাংলা সঙ্গীতজগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখোপাধ্যায় অথবা মান্না দে ' র স্থান নিরুপন করো ।

৭.২) বাঙ্গালীর কুস্তিচর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৭.৩) বাঙ্গালীর বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো ।

৭.৪) " পট " বলতে কি বোঝানো হয় ? এই শিল্প ধারাটির একটি পরিচয় মূলক বিবৃত প্রস্তুত করো ।

৮)
৮.১) পরিবেশ বিপর্যয় ( রচনা )

৮.২) শুভ উৎসব ( রচনা )

৮.৩) বিতর্কের বিষয় :- ফেসবুক আশীর্বাদ

৮.৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (  জীবনী মূলক রচনা )

                  PART - B

              ( নাম্বার - ৩০ )

১) ঠিক প্রশ্ন গুলি নির্বাচন করো ।

মান - ১×১৮ = ১৮

১.১) বর্ননা মূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল ?

ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে

খ) উনিশ শতকের শেষের দিকে

গ) সপ্তদশ  শতাব্দীর প্রথম দিকে

ঘ)  আঠারো শতকের শেষে ।

১.২) রূপ মূল পরিবারে " রূপ " - এর " বিকল্প " কে বলা হয় ?

ক) স্বাধীন রূপমূল

খ) পরাধীন রূপমূল

গ) সহরুপ রূপমূল

ঘ) বদ্ধরূপমূল

১.৩) প্রথম বাঙালি  সাঁতারু , যিনি বিখ্যাত হয়েছিলেন ?

ক) আরতি সাহা

খ) মিহির সেন

গ) বুলা চৌধুরী

ঘ) রেশমি শর্মা

১.৪) " তুমি নির্মল করো মঙ্গল করো " - গানটির রচয়িতা ?

ক) অতুল প্রসাদ সেন

খ) দ্বিজেন্দ্রলাল রায়

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) রজনীকান্ত সেন

১.৫) বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নাম টি হল
ক) সপ্তপদী

খ) স্বরলিপি

গ) কাঞ্চনজঙ্ঘা

ঘ) পথে হল দেরি

১.৬) হাসান আব্দালের বর্তমান নাক কি ?

ক) হাসান সাহেব

খ) নানা সাহেব

গ) বংশী সাহেব

ঘ) পাঞ্জাসাহেব

       অথবা

ব্যাবিলন  বিখ্যাত ছিল যে কারণে ?

ক) শূন্য মাঠ

খ) শূন্য পুরী

গ) শূন্য মরুভূমি

ঘ) শূণ্য উদ্যান

১.৭) " A hourse  ! A hourse  ! My Kingdom for a hourse  "- সংলাপ টি কোন নাটক থেকে গৃহীত হয়েছে ?

ক) ম্যাকবেথ

খ) ওথেলো

গ) জুলিয়াস সিজার

ঘ) রিচার্ড দ্য থার্ড

         অথবা

" লভ সিন " - এ কোন বাদ্য যন্ত্র  এর ব্যাবহার হয়েছিল ?

ক) বেহালা

খ) সেতার

গ) গিটার

ঘ) হারমোনিয়াম

১.৮) " হাঁসির খোরাক , পপুলার জিনিসের খোরাক " - কোথায় পাওয়া যাবে ?

ক) ঘরে

খ) মাঠে

গ) ঘাটে

ঘ) বাইরে

১.৯) কাবুকি থিয়েটার কোন দেশের ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ) ভিয়েতনাম

গ) জাপান

ঘ) রাশিয়া

           অথবা

" ওদৃষ্ট তো মানে আপনি " - সংলাপ টির বক্তা কে ?

ক) অমর গাঙ্গুলি

খ) রজনী চ্যাটার্জী

গ) কালিনাথ সেন

 ঘ) শম্ভু মিত্র

১.১০) " এ জগৎ " -
ক) মিথ্যা নয়

খ) সত্য নয়

গ) স্বপ্ন নয়

ঘ) কঠিন নয়

১.১১) " দেহ চায় " - দেহ কী চায় ?

ক) গাছ

খ) সবুজ গাছ

গ) বাগান

ঘ) সবুজ বাগান

১.১২) " গলিত সোনার মত উজ্জ্বল আলোর স্তম্ভ " - কে একে দেয় ?

ক) ডুবন্ত সূর্য

খ) অলস সূর্য

গ) উদীয়মান সূর্য

ঘ) দুপুরের সূর্য

১.১৩) " ময়ূরের সবুজনীল ডানার মতো ঝিলমিল করছে ?

ক) বন ও আকাশ

খ) আকাশ ও মাঠ

গ) মাঠ ও বন

ঘ) সুন্দরী বন ও অর্জুনের বন

১.১৪) " ভারতবর্ষ " গল্পে " জেহাদ ঘোষণা " করেছিল ?
ক ) মোল্লা সাহেব

খ) করিম ফরাজী

গ) ফজলু সেখ

ঘ) আকবর মিঞা

১.১৫) " বাবুরা খায় " - বাবুরা কী খায় ?

ক) নানাবিধ চাল

খ) নানাবিধ ফল

গ) নানাবিধ পানীয়

ঘ) নানাবিধ শাক

১.১৬) " এক সময় দাগী ডাকাত ছিল " কে ?

ক) করিম ফরাজী

খ) মোল্লা সাহেব

গ ) নিবারণ বাগদী

ঘ) ভর্চার্জ মশায়

১.১৭) " বাসিনী বাজ্ঞতা করি  তোর " - বক্তা কে ?

ক) সেজ বউ

খ) হরিচরণ

গ) বড়ো পিসিমা

ঘ) উচ্ছব

১.১৮) মৃতুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে ?

ক) নিখিল

খ) টুনুর মা

গ) সে নিজে

ঘ) চাকর ও ছোটো ভাই


২) অনধিক ২০ টি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও ।

মান - ১×১২ = ১২

২.১) কি জন্য " হুতাশে " "  ' সেদিন ' সেদিন কতটা কাঠ কেটেছিল উচ্ছব  ?

২.২) " আমি দেখি " কবিতায় নিজের উজ্জীবনীশক্তি কীভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন  ?

২.৩) "  ক্রন্দনতা জননীর পাশে " থাকতে না পারলে কবির কি মনে হয় ?

২.৪) " নানা রঙ্গের দিন " - এর " চরিত্রলিপি " বয়সসহ উল্লেখ করো ।

                      অথবা

" সে লড়াই সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয় " - শুধু ভঙ্গিমার মাধ্যমে লড়াইতে কীভাবে একজন মারা যাবে ?

২.৫) " শৈলী বিজ্ঞান " কাকে বলে ?

২.৬) " থিসরাস " কাকে বলে ? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও ?

  " প্রয়োগতত্ত্ব " কাকে বলে ? সংক্ষিপ্ত উদাহরণ দাও ?

২.৭) " মৃতুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় " - কি টের পাওয়া যায় ?
২.৮) কবি কাকে " শীতের দুঃস্বপ্ন " বলেছেন ?

২.৯) " জেগে উঠিলাম " - কবি কোথায় কীভাবে জেগে উঠলেন ?

২.১০) " তাই অনেক ভেবচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি " - প্যাঁচটির পরিচয় দাও ।

     অথবা

" মরে যাবো তবু ভুলবো না " - কে , কী ভুলবে না ?

২.১১) " রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ? " - কারা পাথর আনার শ্রম দিত ও কাদের খেতি হত ?

     অথবা

" আমি কৌতুহলী হয়ে উঠি " - বক্তা কোন বিষয়ে কৌতুহলী হন  ?

২.১২) " গুচ্ছধ্বনি " কাকে বলে ?

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

ব্যতিরেকী পদ্ধতি উত্তর




১) ব্যতিরেকী পদ্ধতি উত্তর 
ভূমিকা :– মিল ব্যতিরেকী পদ্ধতিকে নিম্নরূপ ব্যাখা করেছেন । " যদি আলোচ্য ঘটনাটি একটি মাত্র দৃষ্টান্তের উপস্থিত থাকে ও অপর একটি দৃষ্টান্তের অনুউপস্থিত থাকে এবং এই রূপ দুটি দৃষ্টান্তের যদি একটি মাত্র ঘটনা ছাড়া আর সব বিষয়েই সম্পূর্ণ সাদৃশ্য থাকে ; আর যে ঘটনাটিতে সাদৃশ্য নেই সেটি যদি শুধুমাত্র প্রথম দৃষ্টান্তেই উপস্থিত থাকে ; তাহলে যে ঘটনাটির জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য ঘটেছে সেটিই হবে উপস্থিত আলোচ্য ঘটনার কার্য বা কারন বা কারনের অনিবার্য অংশ " ।

[   ] এই পদ্ধতিটি পূর্বের আলোচিত দ্বিতীয় সূত্র টির উপর প্রতিষ্ঠিত । অপসারনের এই সূত্র টি হলো : যদি A ঘটা সত্বেও X  না ঘটে , তবে  A  কে  X – এর কারন বলা যাবে না এবং X – কে A – এর কার্য বলে গ্রহণ করা যাবে না ।

[   ] ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ করার জন্যে মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন , একটি সদর্থক এবং অপরটি নর্থক ।

[   ] এই রূপ দুটি দৃষ্টান্তের পরীক্ষণের সাহায্য সংগ্রহ করা হয় । প্রথম দৃষ্টান্তে অগ্রবর্তী ঘটনা হিসেবে একটি বিশেষ ঘটনা উপস্থিত এবং অনুবর্তী ঘটনা হিসেবে আলোচ্য ঘটনাটি উপস্থিত । দ্বিতীয় দৃষ্টান্তে বিশেষ ঘটনাটি অনুউপস্থিত , আলোচ্য ঘটনাটিও অনুউপস্থিত । প্রথম দৃষ্টান্তের অন্যান্য আনুষঙ্গিক ঘটনার সব গুলিই অ পরিবর্তী ভাবে দ্বিতীয় দৃষ্টান্তে উপস্থিত আছে । অন্যান্য দিক থেকে দৃষ্টান্ত দুটি এক রকম এবং তাদের মধ্যে পার্থক্য,  সেই ঘটনাটি হল আলোচ্য ঘটনার কারন । দুটি দৃষ্টান্তের  ব্যতিরেকী বা পার্থক্যর উপর এই পদ্ধতির ভিত্তি ; সেই কারনে এই পদ্ধতিটিকে ব্যতিরেকী পদ্ধতি বলা হয় ।

• সাংকেতিক উদাহরণ :–

                 

  অগ্রবর্তী ঘটনা                 অনুবর্তী ঘটনা

         ABC                                   abc                                                                                                   
          BC.                                     bc
                                                                                               
সুতরাং A  হলো  a এর কারন ।
উল্লেখিত  দৃষ্টান্ত টি পরীক্ষা করলে যাবে যে , আলোচ্য ঘটনা " a " প্রথম দৃষ্টান্তে উপস্থিত , বিশেষ ঘটনা হিসেবে " A " প্রথম দৃষ্টান্তে উপস্থিত ।



[  ] দ্বিতীয় দৃষ্টান্তের আলোচ্য ঘটনা "a " অনু উপস্থিত , বিশেষ ঘটনা হিসেবে "A " ও অনু উপস্থিত দুটি দৃষ্টান্তের মধ্যে যেটুকু  পার্থক্য তাহলো " A " এবং " a "  কে নিয়ে । উভয়ই এক সঙ্গে উপস্থিত এবং অনু উপস্থিত । অন্যান্য আনুষঙ্গিক ঘটনা উভয় দৃষ্টান্তের এক । অনুমান করা হলো  "A " হলো " a " এর কারন ।  BC অপ্রাসঙ্গিক ঘটনা , কারন দ্বিতীয় দৃষ্টান্তে পূর্ববর্তী ঘটনা রূপে  BC থাকলেও অনুবর্তী রূপে "a " নেই ।





বাস্তব উদাহরণ :– ১) মস্তিষ্কের কোনো অংশে অস্ত্রোপচার করা হয়নি , শরীরের কোনো বিশেষ অংশ অবশ হয়ে পড়েনি । মস্তিষ্কের একটি বিশেষ অংশে অস্ত্রোপচার করা হলো , শরীরের একটা বিশেষ অংশ অবশ হয়ে পড়ল । সুতরাং , মস্তিষ্কের একটি বিশেষ অংশে অস্ত্রোপচার শরীরের আংশিক অবশতার কারন ।
২) অক্সিজেনপূর্ণ একটি পাত্রে একটি বাতি জ্বালানো । বাতিটি জ্বলতে লাগল । পাত্রটি অক্সিজেন শূন্য করে বাতিটি জ্বালানো হলো ; কিন্তু বাতি। নিভে গেল । সুতরাং অক্সিজেনের উপস্থিতি বাতি জ্বলার কারন ।




এই পদ্ধতির সুবিধা :– ১) ব্যতিরেকী পদ্ধতি প্রমাণের পদ্ধতি হওয়াতে সুনিশ্চিত ভাবে কার্য কারন সম্পর্ক প্রমাণ করতে পারে ।

২) শুধুমাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয় বলে , এই পদ্ধতি খুবই সরল ।

এই পদ্ধতির অসুবিধা :– ১) এই পদ্ধতি সতর্কতার সঙ্গে প্রয়োগ না করলে " কাকতালীয় " দোষ ঘটতে পারে ।

২) এই পদ্ধতির সাহায্য কারন থেকে শর্ত কে পৃথক করা সম্ভব নয় । এই পদ্ধতির সাহায্য প্রমাণ করা হলো যে , অগ্রবর্তী ঘটনাটি অনুবর্তী ঘটনার কারন ।



বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়ম গুলি লেখো উদহারন সহ ?



১) বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়ম গুলি লেখো উদহারন সহ ?

উত্তর :– যে অমাধ্যম অনুমানে যুক্তি বাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের উদ্দেশ্যে রূপে সৃহত হয় এবং যুক্তি বাক্যের বি বিধেয়টি সিদ্ধান্তের বিধেয়ের বিরুদ্ধ হিসাবে গৃহিত হয় এই ভাবে যুক্তি বাক্যে এবং সিদ্ধান্তের অর্থ এক রাখা হয় এই অনুমান প্রক্রিয়াকে বলা হয় বিবর্তন ।

বিবর্তনের নিয়মাবলী :– ক) যুক্তি বাক্যের উদ্দেশ্যে সিদ্ধান্তের উদ্দেশ্য হবে , অথাৎ যুক্তি বাক্যে এবং সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে ।

খ) যুক্তি বাক্যের বিধেয় সিদ্ধান্তের বিধেয়ের বিরুদ্ধ পদ হবে ।
গ) যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের গুণের পরিবর্তন হবে অথাৎ যুক্তি বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত নর্থক হবে , আর যুক্তি বাক্য যদি নর্থক হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে ।

ঘ) যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ এক হবে যুক্তি বাক্য সামান্য বচন হলে সিদ্ধান্ত সামান্য বচন হবে  আর যুক্তি বাক্য বিশেষ বচন হলে সিদ্ধান্ত বিশেষ বচন হবে ।


              " A " বচনের বিবর্তন

" A " সকল সদস্য হয় সভায় উপস্থিতকারি,বিবর্তনীয়

:· " E "  কোনো সদস্য নয় সভায় অপস্থিত  , বিবর্তিত

                 " E " বচনের বিবর্তন

" E " কোনো ব্যাক্তি নয় কাজটি করতে সক্ষম ,বিবর্তনীয়

:· " A "  সকল ব্যাক্তি হয় কাজটি করতে অ – সক্ষম ,( বিবর্তিত )


              " I " বচনের বিবর্তন

" I "  কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান , ( বিবর্তনীয় )

:· " O "  কোনো কোনো ছাত্র নয় অ – বুদ্ধিমান  ,( বিবর্তিত )


              " O "  বচনের বিবর্তন :–

" O "  কোনো কোনো লোক নয় ধনী , ( বিবর্তনীয় )

:· কোনো কোনো লোক হয় অ – ধনী ,( বিবর্তিত )

1)" A " বচনকে বিবর্তন করে আমরা " E "  বচন পাই .

2)  " E " বচনকে বিবর্তন করে আমরা " A " বচন পাই .

3) " I " বচনকে বিবর্তন করে আমরা " O " বচন পাই .

4) " O "  বচনকে বিবর্তন করে আমরা " I " বচন পাই .

আবর্তন কাকে বলে ? আবর্তনের নিয়ম গুলি উদাহরনসহ আলোচনা করো ?



১) আবর্তন  কাকে বলে  ? আবর্তনের   নিয়ম গুলি উদাহরনসহ আলোচনা করো ?

উত্তর :– যে অমাধ্যম অনুমানে একটি বচনের উদ্দেশ্যে ও বিধেয় কে ন্যায় সংগত ভাবে যথাক্রমে অন্য একটি বচনের বিধেয় ও উদ্দেশ্য পরিণত করা হয় , তাকে আবর্তন বলে ।
আবর্তনের ক্ষেত্রে হেতুবাক্য ( আশ্রয় বাক্য ) টিকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্ত টিকে বলে আবতিত


আবর্তনের নিয়মাবলী :–
ক) আশ্রয়বাক্যের উদ্দেশ্যেপদ সিদ্ধান্তের বিধেয় হবে ।

খ) আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্যেপদ হবে ।

গ) আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তের গুন অভিন্ন হবে ।

ঘ) যদি কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ হয় তবে তাকে আশ্রয়বাক্যে ব্যাপ হতেই হবে ।



            ( A ) বচনের আবর্তন

 " A " সকল শিক্ষক হয় মানুষ    ( আবর্তনীয় )

 " I "  কোনো কোনো মানুষ হয় শিক্ষক ( আবর্তিত )
:–  " A " বচনকে আবর্তন করে আমরা " I "  বচন পাই ।

            ( E ) বচনের আবর্তন

  "E" কোনো মানুষ নয় অমর । ( আবর্তনীয় )

E" কোনো অমর নয় মানুষ । ( আবর্তিত )

:- "E" বচনকে আবর্তন করে আমরা "E" বচন পাই ।

               ( I ) বচনের আবর্তন

 " I " কোনো মানুষ হয় শিক্ষক ।  ( আবর্তনীয় )

" I " কোনো কোনো শিক্ষক হয় মানুষ । ( আবর্তিত )

:– " I " বচনকে আবর্তন করে আমরা  " I " বচন পাই ।

             ( O )বচনের আবর্তন

" O"  কোনো মানুষ নয় শিক্ষক । ( আবর্তনীয় )

" O" কোনো কোনো শিক্ষক নয় মানুষ ।  ( আবর্তিত )

:– O বচনকে আবর্তন করা যায় না ,

                                 


1)" A " বচনকে আবর্তন করে আমরা " I "  বচন পাই

2) "E" বচনকে আবর্তন করে আমরা "E" বচন পাই

3) " I " বচনকে আবর্তন করে আমরা  " I " বচন পাই

4) O বচনকে আবর্তন করা যায় না ,