রবিবার, ২৪ মে, ২০২০

বাংলা গল্প ভারতবর্ষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন


 

:- ভারতবর্ষ গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

১) আমি কি তা দেখতে পাচ্ছিস নে ? কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন ? গল্পনুসারে বক্তার স্বরূপ উদঘাটন করো ।

২) দেখতে দেখতে প্রচন্ড উতেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উতেজনা পূর্ণ ঘটনার বিবরণ দাও।

৩) " সে " বলতে কার কথা বলা হয়েছে ? জনতা মারমুখী হয়ে ওঠেছিল কেন ?

৪) " সেই সময় এল এক বুড়ি :- বুড়ির চেহারার পরিচয় দাও ? গল্পের শেষে বুড়িটির চেহারা পরিচয় দাও ? গল্পের শেষে বুড়িটির ভূমিকা আলোচনা করো ।

৫) চৌকিদারের চরিত্র ।

৬) বাজারটি কোথায় অবস্থিত এবং বাজার টির বননা দাও ?

৭) ছোটো গল্প হিসাবে  " ভারতবর্ষ " গল্পটির সার্থকতা বিচার করো ।


1 টি মন্তব্য: