প্রশ্ন ব্যাংক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রশ্ন ব্যাংক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৬ মার্চ, ২০২০

রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন সেট পার্ট ১০




        PART - A ( MARKS :- 40 )


    ১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।
     

১) জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় ? জাতীয় স্বার্থের ধারনা বিশ্লেষণ করো  ।

২) মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ?


৩) ভারতের রাষ্ট্রপ্রতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ?


৪) লোকসভার গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।


৫) ক্রেতা আদালত কাকে বলে ? ক্রেতা আদালতের উদ্দেশ্যে কি ? ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো ।





                    PART - B




১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।


১) কত সালে ভারত পাকিস্থানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ?

ক) ১৯৬৫
                                         
খ) ১৯৭০

 গ) ১৯৭১ 
                               
  ঘ )১৯৭৫


২) ঠান্ডা যুদ্ধকে " গরম শান্তি " বলে বর্ণনা করেছেন ?

ক) বার্নেট
                               
খ) জন কেনেডি

গ) ফ্রিডম্যান
               
ঘ) বার্নাড বারূচ



৩) জোট নিরপেক্ষ আন্দোলন (NAM ) এর ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হবে ?

ক) ২০১৫ 
                           
 খ)২০১৭

গ) ২০১৯

 ঘ) ২০১৮



৪) সার্ক - এর নতুন সদস্য হয়েছে কোন দেশটি ?
ক) আফগানিস্থান

খ) নেপাল

গ) বাংলাদেশ

  ঘ) ভুটান



৫) " Indian's Foreign Policy  " গ্রন্থটির রচয়িতা কে ?

ক) ভি . পি . দত্ত 

 খ) মোগেনথাউ

গ) নেহেরু.           

 ঘ) এদের কোনোটিই নয়



৬) স্বাধীন ভারতের বৈদেশিক নীতির প্রধান স্থপতি কে ছিলেন ?


ক) আম্বেদকর   

 খ) জহরলাল নেহেরু.
   
 গ) রাজীব গান্ধী   

 ঘ) সুভাষচন্দ্র বসু


৭) কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যাবহার করা হয় ?

ক) লন্ডন ঘোষনা.             

 খ) ওয়াশিংটন ঘোষণা

 গ) আটলান্টিক সনদ           

ঘ) মস্কো ঘোষনা



৮) সাধারন সভা সর্বজনীন মানবাধিকারের ঘোষণা পত্র পাস করে কোন সালে ?


ক) ১৯৪৫. 

                         
খ) ১৯৪৭


গ) ১৯৪৮ 
                     
 ঘ) ১৯৫০



৯) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল ?


ক) ৯         
       
খ) ১০

গ) ১১     

ঘ) ১২


১০) আন্তজার্তিক বিচারালয়ের বিচারপতির কার্যকালের মেয়াদ হলো ?

ক) ৫ বছর
                 
 খ) ৬ বছর

গ) ৯ বছর.

 ঘ) ১০ বছর



১১) Spirit Of The Laws  - এর গ্রন্থটির লেখক হলেন ?


ক) বর্দা   

খ) মন্তেস্কূ

গ) জন লক   

 ঘ) হারিংটন



১২) ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম কি ?


ক) লর্ড সভা   

 খ) সিনেট

গ) রাজ্যসভা. 
                     
ঘ) কমন্স সভা



১৩) কোন দেশের সংবিধানে প্রথম ক্ষমতা সতন্ত্রী করন নীতি গৃহীত হয় ?

ক) ব্রিটেন   
খ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) ফ্রান্স             
ঘ) ভারত ।

১৪) এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন ?

ক) জে. এস . মিল     
খ) লর্ড ব্রাউস
 গ) গেটেল           
ঘ) বেন্তাম ।

১৫) " বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না " - কে এ কথা বলেছেন ?

ক) গার্নার.     
খ) ব্রাউস
গ) কে. সি .হোয়ার         
ঘ) গেটেল

১৬) আইনসভার দ্বারা বিচারপতি নিয়োগ করা হয় ?

ক) ব্রিটেনে         
খ) ভারতে
গ) বাংলাদেশে         
ঘ) সুইজারল্যান্ডে ।

১৭) কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারন ?

ক) ৩৫২.       
খ) ৩৫৫
 গ) ৩৫৬         
ঘ) ৩৬০ ।

১৮) রাজ্যের মন্ত্রিসভার নেতা বা প্রধান হলেন ?

ক) রাজ্যপাল.   
খ) রাষ্ট্রপতি
 গ) মুখ্যমন্ত্রী.       
ঘ) প্রধানমন্ত্রী ।

১৯) বর্তমানে পৌরসভার নির্বাচিত প্রতিনিধি দের বলা হয় ?

ক) কাউন্সিলার   
খ) চেয়ারম্যান
 গ) মেয়র         
ঘ) কমিশনার ।

২০) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন ?

ক) প্রধান       
খ) সভাধিপতি
 গ) বি. ডি. ও         
ঘ) সভাপতি ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।


১) গ্লাসনস্ত কথাটির অর্থ কি ?

২) বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?

৩) নিরপেক্ষ ও জোট নিরপেক্ষতার মধ্যে প্রধান পার্থক্য কি ?

৪) জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে ?

৫) এন . পি.টি - তে স্বাক্ষর করেনি এমন একটি রাষ্ট্রের নাম লেখো ?

৬) কূটনীতি ও বৈদেশিক নীতির মধ্যে পার্থক্য কি ?

৭) সার্ক এর সম্পূর্ণ কথাটি কি ?

৮) কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ নামটি দেন ?

৯) মহাসচিব কিভাবে নির্বাচিত হন ?

১০) দ্বৈত ভেটো কাকে বলে ?

১১) ইউনেস্কো এর সম্পূর্ণ কথাটি কি ?
১২) আটলান্টিক সনদে কারা স্বাক্ষর করেন ?

১৩) এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও ?

১৪) অঙ্গরাজ্য গুলিতে মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হন ?

১৫) পৌরণিগমের আয়ের একটি উৎস লেখো ?

১৬) গ্রাম পঞ্চায়েতের একটি অবশ্য পালনীয় কাজ লেখো ?

বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৯




                            PART - A


১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১.১) টাকা টা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে । " - কার উক্তি ? কোন টাকার কথা বলা হয়েছে ? টাকা টা রিলিফ ফান্ডে দিয়ে আসার কথা বলা হয়েছে কেন  ?

১.২) দাঁত গুলো বের করে কামঠের মতোই হিংস্র ভঙ্গি করে ।" - কে কার প্রতি এরূপ আচরণ করেছিল ? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো ।

২)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


২.১) " আগুন জ্বললো আবার " - " আবার " শব্দটি ব্যাবহারের তাৎপর্য কি ? আবার আগুন জ্বললো কেন ?

২.২) " কেন তবে লেখা , কেন গান গাওয়া / কেন তবে আঁকা আঁকি ?" - কবির এ রকম উক্তির কারণ ব্যাখা করো ।


৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৩.১) " নানা রঙ্গের দিন " নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো ।

৩.২) " এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না - হাসিও পাবে না ।" - জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন ? শেষে তার কি অভিজ্ঞতা হয়েছিল ?


৪)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৪.১) " পাতায় পাতায় জয় / জয়োৎসবে ভোজ বানাতো করা ? " "  জয়োৎসবের ভোজ " কথার অর্থ কি ? যারা ' জয়োৎসবের ভোজ ' বানাতো তাদের প্রতি কবির যে মনোভাব তার পরিচয় দাও ।

৪.২) " গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে ,' - গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে ? এই প্রসঙ্গে বর্নিত ঘটনাটি র উল্লেখ করো ।


৫)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



৫.১) " তাই প্রজারা বিদ্রোহী হয়ে ওঠলো " - প্রজারা বিদ্রোহী হয়ে ওঠেছিল কেন ? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?

৫.২) " আজ ইংরেজ নেই , তবু আগের ব্যাবস্থায় বহাল আছে বক্সারে ।" - এ খানে কোন ব্যাবস্থার কথা বলা হয়েছে ? ইংরেজরা যখন বক্সার বন্দি - শিবির তৈরী করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল ?


৬)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৬.১) প্রতয় কাকে বলে ? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রতয়ের কয়টি ভাগ ও কি কি ?

৬.২) শব্দাথের উপাদান মূলক তত্ত্ব টি সংক্ষেপে আলোচনা করো । এই তত্ত্বের সীমাবদ্ধ গুলি লেখো ।


৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :


১) বাংলার চিত্র কলার ইতিহাসে নন্দলাল বসুর প্রতিভা আলোচনা করো ।

২) রামায়ণে বর্নিত অনুসারে দাবা খেলার শ্রেষ্ঠা কে ? এই খেলায় বাঙালির সাফল্যর সংক্ষিপ্ত পরিচয় দাও ।

৩) বাংলার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডা : কাদম্বিনী ( বসু ) গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও ।

৪) বাংলা সিনেমা জগতে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো ।

                          রচনা

১ সমাজ সেবায় ছাত্র ছাত্রীদের ভূমিকা ( রচনা )

২) আমার ভারত ( রচনা )

৩) বিতর্কের বিষয় :- পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যর এক মাত্র মাপ কাঠি নয় ( রচনা )

৪) এ পি জে আব্দুল কালাম ( রচনা )



          PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :


১) পরনে ধুতির বদলে আসে ?

ক) ছেড়া ন্যাকড়া

 খ) ছেড়া প্যান্ট

 গ) ছেড়া গামছা

 ঘ) লুঙ্গি


২) তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি কারন ?


ক) উচ্ছব জ্ঞান হারিয়েছিল

 খ) উচ্ছব পাগল হয়েছিল

গ) উচ্ছব শোকে পাথর হয়ে গিয়েছিল


ঘ) উচ্ছব গ্রাম ছেড়ে কলকাতায় এসেছিল


৩) এক সময় দাগী ডাকাত ছিল ?


ক) করিম ফরাজি

খ) ফজলু সেখ

গ) নিবারণ বাগদি

 ঘ) নকরি নাপিত


৪) জানিলাম এ জগৎ ?

ক) সত্য নয়

খ) স্বপ্ন নয়

গ) অতি বাস্তব

ঘ) কঠিন কঠোর


৫) ভোরের জন্য অপেক্ষা করছিল ?


ক) দেশোয়ালিরা

খ) গোধূলিমদির মেয়েটি

গ) টেরিকাটা মানুষ গুলো

 ঘ) বাদামি হরিণ



৬) ধোয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ?


ক) শিশির ভেজা সবুজ সকালে

 খ) মহুয়ার বনের ধারে

গ) সেই উজ্জ্বল স্তব্দতায়

 ঘ) ঘুমহীন তাদের চোখে


৭) চোখ তো সবুজ চায়  দেহ চায়

ক) সবুজ বাগান

খ) সবুজের সমারোহ

গ) গাছের সমাবেশ

ঘ) সবুজ নীলাভ ঘাস



৮) সে – ই কবিতায় জাগে সে – ই হলো


ক) বিধির বিচার

 খ) নিহত ভাইয়ের শবদেহ

গ) ক্রন্দনরতা জননীর

 ঘ) কবির বিবেক


৯) বাঙালিরা শুনি কাঁদুনে জাত কথাটি বলে গেছেন

ক) লাজপত রাই

খ) বল্লভ ভাই

গ) মহাত্মা গান্ধী

 ঘ) জহরলাল নেহেরু


১০) ভারত জয় করেছিল ?


ক) দ্বিতীয় ফ্রেডারিক

 খ) জুলিয়াস সিজার

 গ) তরুণ আলেকজান্ডার

ঘ) স্পেনের ফিলিপ




১১) বলী কান্ধারি পাথরের চাঙ্গর নিচে গড়িয়ে দেন ?


ক) রেগে গিয়ে

খ) মেজাজ হারিয়ে

গ) ক্ষিপ্ত হয়ে

 ঘ) রাগত ভাবে



১২) পুরোনো ব্যালাডের সুরে রবীন্দ্রনাথ রচিত গানটি হলো ?


ক) ওহে দয়াময় নিখিল

 খ) বড়ো আশা করে

গ) পুরনো সেই দিনের কথা

 ঘ) বাজে বাজে রম্য বীণা বাজে




১৩) প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হলো ?


ক) রাজা হরিশচন্দ্র

খ) বিল্মমঙ্গল

 গ) জামাই ষষ্ঠী

ঘ) আলম আরা




১৪) ভাত গল্পে শ্বশুরের বয়স ?


ক) বিরাশি

 খ) তিরাশি

 গ) চুরাশি

ঘ) পঁচাশি




১৫) পশ্চিমবঙ্গে কবাডির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন


ক) ফনি ভট্টাচার্য

খ) ভূপতি মজুমদার

 গ) নারায়ণচন্দ্র ঘোষ

 ঘ) রণজিৎ ধর


১৬) বিড়াল শব্দের একটি প্রতিশব্দ ?


ক) শার্দুল

খ) অজিন

 গ) মার্জার

 ঘ) দাদুরি


১৭) আর এত বার গুরো হলো


ক) রোম

 খ) ব্যাবিলন

গ) চীনের প্রাচীর

 ঘ) থিবস


১৮) The night is calling me  – ডায়লগটি যার লেখায় মেলে


ক) বানাড' শ

খ) শেক্সপিয়ার

গ) অ্যারিস্টটল

ঘ) কিটস


   
২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :




১) মনে আঘাত পেলে মৃতুঞ্জয়ের কেমন প্রতিক্রিয়া হয় ?

২) এত নানাবিধ চাল – চাল গুলোর নাম কি ?

৩) আমি স্বকর্নে শুনেছি  আমি কে ?

৪) চিনিলাম আপনারে – কবি কিভাবে নিজেকে চিনিল ?

৫) সে নামল – কে , কোথায় নেমেছিল ?

৬) মাঝে মাঝে শুনি মাঝে মাঝে কে , কি শোনেন ?

৭) এক পুরোনো বাংলা নাটকে দেখি লেখা আছে বক্তা কি লেখা দেখলেন তার অর্থ কি ?

৮) রজনীকান্ত রমব্রীজকে  কত টাকা বকশিশ দেন ?
৯) চোখ খুলে দেখি – চোখ খুলে কি দেখা গেলো ?

১০) সোনা ঝক ঝকে লিমা লিমা কি ?

১১) রেজিস্টার কাকে বলে ?

১২) উষ্মধ্বনি উল্লেখ করো  ?

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৮



                        PART - A


১) অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১.১) ' তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃতুঞ্জয় ," - মৃতুঞ্জয় দিন দিন যেভাবে বদলে গিয়েছিল , তার পরিচয় দাও ।

১.২) " চন্নুনীর মা কখনো তাকে এ মন সুখ দিতে পারেনি ।" - চন্নুনীর মা কে ? তাকে বলতে কাকে বোঝানো হয়েছে ? উদ্দিষ্ট ব্যাক্তি কি সুখ কিভাবে লাভ করেছিল ?



২)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



২.১) " এসেছে সে ভোরের আলোয় নেমে ।" - সে কে ? সে কিরকম ভোরে নেমে এসেছিল ? শেষ পর্যন্ত তার কি পরিনতি হয়েছিল ?
২ ২) " তাই বলি , গাছ তুলে আনো / বাগানে বসাও আমি দেখি " - ' তাই ' শব্দ প্রয়োগের কারণ কি ? কবির এই গাছ তুলে এনে বাগানে বসানোর আবেদনে কোন ভাবনা কাজ করেছে ?



৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



৩.১) " বিভাব " নাটকে নাট্য রীতির যে অভিনবত্ব প্রকাশিত হয়েছে তা লেখো ।

৩.২) " শিল্প কে যে মানুষ ভালোবেসেছে তার বাধক্য নেই ।" - কোন প্রসঙ্গে বক্তা এরূপ মন্তব্য করেছেন ? তার এরূপ মন্তব্যর তাৎপর্য বিশ্লেষণ করো ।


৪)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



৪.১) " ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার । একলাই না কি ? " - আলেকজান্ডারের পরিচয় দাও । ' একলাই না কি ?' - এই প্রশ্নের দ্বারা কবি কি স্পস্ট করতে চেয়েছেন , আলোচনা করো ।

৪.২) " দেখি ওর বুকের উপর দিয়ে চাকা , তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে আমি চোখ বুজলাম ।" - ' আমি ' এবং ' ওর ' বলতে কাদের কে বোঝানো হয়েছে ? ঘটনা টির বিবরণ দিয়ে এরূপ কেন ঘটেছিল আলোচনা করো ।


৫)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৫.১) ' মানুষ কত দিন এ সব সহ্য করতে পারে ?' - কোথাকার মানুষ অনেকদিন কি সহ্য করে আসছিল ? তারা তা সহ্য করতে না পেরে কি করেছিল ?

৫.২) " আজ ইংরেজ নেই , তবু আগের ব্যাবস্থায় বহাল আছে বক্সায় ।" বক্সায় প্রচলিত কোন ব্যাবস্থার কথা বলা হয়েছে ? ইংরেজ রা যখন বক্সায় জেলখানা তৈরী করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল ?


৬)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৬.১) উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো ।

৬.২) গঠনগত দিক থেকে  বাক্য কয় প্রকার ও কি কি ? প্রতিটির একটি করে উদাহরণ দাও ।


৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :


১) বাংলার বিজ্ঞান চর্চায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান সম্পর্কে আলোচনা করো ।

২) বাংলা গানের ইতিহাসে মান্না দে'র অবদান আলোচনা করো ।

৩) বাংলা চলচ্চিত্র ইতিহাসে নিউ থিয়েটারের অবদান কতখানি, তা সংক্ষেপে আলোচনা করো ।

৪) বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ - এর অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।

                          রচনা

১) জাতের নামে বজ্জাতি

২) বিতর্কের বিষয় :- বিদ্যালয়স্তরে পরীক্ষা ব্যাবস্থা তুলে দেওয়া উচিত নয় ।

৩) কাজী নজরুল ইসলাম জীবনী মূলক রচনা




               PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :


১) বর্ননামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল ?


ক) ইউরোপ

খ) গ্রিস

গ) রাশিয়া

ঘ) ভারত



২) মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা ?


ক) ৭ টি

 খ) ৮ টি

গ) ৬ টি

ঘ) ১১ টি



৩) বাংলায় প্রথম ধ্রুপদ রচয়িতা হলেন ?


ক) রামশঙ্কর

খ) রামকিঙ্কর

 গ) রামতনয়

 ঘ) রামনরেশ



৪) বিষ্ণুবর্ধন যে খেলার সঙ্গে যুক্ত তা হলো ?


ক) লন টেনিস

 খ) রাগবি

গ) মাদারির খেলা

 ঘ) সার্কাস



৫) রাজনীতি বড়ো  কূট – এর বক্তা ছিলেন ?


ক) ঔরঙ্গজেব

খ) রিজিয়া

গ) শাজাহান

 ঘ) মহম্মদ



৬) পুলিশ হতে গেলে বুক হতে হয় ?


ক) ৩২ ইঞ্চি

 খ) ৩৩ ইঞ্চি

 গ) ৩৪ ইঞ্চি

 ঘ) ৩০ ইঞ্চি বেশি



৭) বিভাব নাটকে উল্লেখিত রয়েছে ?


ক) কর্ণ

খ) অর্জুন

গ) দৌনাচার্য

 ঘ) কৃষ্ম



৮) ব্যাবিলন শব্দের অর্থ ?


ক) ঈশ্বরের দ্বার

 খ) জয়তোরণ

গ) শূন্যাস্থান

 ঘ) বেলুচ




৯)  মর্দানা নিজেকে নামক দরবেশের অনুচর বলে পরিচয় দেন ?


ক) দ্বিতীয় বার

খ) তৃতীয় বার

 গ) প্রথম বার

 ঘ) প্রতিবারই



১০) ভাত গল্পে উল্লেখিত মহাদেবের ?


ক) চারটি

 খ) পাঁচটি
 গ) তিনটি

 ঘ) সাতটি রূপ



১১) মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকসংখ্যা ?


ক) সাত জন

 খ) আট জন

গ) নয় জন

ঘ) তিনজন



১২) বাজারে হাস্কিং মেশিনের পিছনে ছিল ?


ক) চায়ের দোকান

খ) আরত

গ) ইট ভাটা

ঘ) বাঁশ বন



১৩) ডাকের বচন অনুযায়ী বুধে বাদলা লাগল তার স্থায়ীত্ব থাকে ?


ক) চার দিন

 খ) ছয় দিন

 গ) তিন দিন

 ঘ) পাঁচ দিন



১৪) রুপনারানের কূলে কবিতার মূল কাব্য গ্রন্থ হলো ?


ক) উৎসর্গ

 খ) নবজাতক

 গ) পত্র পুট

ঘ) শেষ লেখা



১৫) বাদামি হরিণ ছিড়ে খাচ্ছে ?


ক) মচকাফুলের পাপড়ি

খ) মাংস

 গ) ঘাস

 ঘ) সবকটি



১৬) অবসনন্ন মানুষের নিদ্রাহীন চোখে হানা দেয় ?


ক) সমুদ্রের দীর্ঘশ্বাস

 খ) ধুলোর কলঙ্ক

গ) ক্লান্তির দুঃখস্বপ্ন

ঘ) বঙ্কিম নিশ্বাস




১৭) নিচের যে গ্রন্থটি জয় গোস্বামীর লেখা নয় ?


ক) ঘুমিয়েছ ঝরাপাতা

খ) ভূতুম ভগবান

 গ) পাগলী তোমার জন্য

ঘ) বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা



১৮) " কলাভবন " প্রতিষ্ঠাত করে কাকে রবীন্দ্রনাথ তার আর্চায করে নিয়ে আসেন

ক)  নন্দলাল বসু


খ) অবনীন্দ্রনাথ ঠাকুর


গ) প্রকাশ কর্মকার


 ঘ) রামকিঙ্কর বেইজ


২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :


১)  বক্তব্যটি কার ?

২) নিরুক্ত কি ?

৩) বাংলা ক্রিকেটের জনক বলা হয় ?

৪) কোন ঘটনার প্রেক্ষিতে মোদের আশা গানটি রচিত  হয় ?

৫) রজনীকান্ত চট্টোপাধ্যায় বয়স কত ?

৬) এই দেখো ফ্যাসাদ – ফ্যাসাদ টি কি ?

৭) বিস্ফোরনের আগে – বিস্ফোরনের আগে  কবি কি করতে চেয়েছেন ?

৮) শীতের দুঃখস্বপ্ন বলতে কবি কি বুঝিয়েছেন ?

৯) বুড়ি চৌকিদার কে কি বলেছিল ?

১০) বাবুদের বাড়িতে কত ভাগে ভাত রান্না করা হয় ?

১১) কে , কবে গলদের নিপাত করেছিলেন ?

১২) কোথাও একটা জন মানুষ নেই – কোথায় জন মানুষ নেই ?

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৭



                        PART - A


১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১.) অনাহারে মৃত্যু দেখার পর মৃতুঞ্জয় কিভাবে পাল্টে গেলো ?

১.২) বৃদ্ধার চরিত্র ও লেখকের অভিপ্রায় ?



২)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

২.১) " জানিলাম এ জগৎ / স্বপ্ন নয় ," কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো ।

২.২) " একটি তারা এখনও আকাশে রয়েছে " - আকাশের তারা কে কেন্দ্র করে কবির ভাবনার যে বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো ।

৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



৩.১) জীবনের ভোর নেই , সকাল নেই , দুপুর নেই , সন্ধেও ফুরিয়ে এ খন মাঝ রাত্রিরের অপেক্ষা এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার যে মনোভাব প্রকাশ করেছে তা আলোচনা করো ।

৩.২) ".....কোথাও জীবনের খোরাক , হাঁসির খোরাক নেই ।" - বক্তার এই মন্তব্যটির পটভূমি আলোচনা করো ।


৪)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১) গল্প টা মনে পড়লেই হাঁসি পেত । কোন গল্পের কথা বলা হয়েছে ? এই গল্পের প্রতি বক্তার কিভাবে বিশ্বাস জন্মে ছিল ?

৪.২) বিরাট আমাডা যখন ডুবল স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল , আমাডা কি ? ফিলিপ কেঁদেছিল কেন ? আর কেউ কাঁদেনি বলতে কবি কি বুঝিয়েছেন ?


৫)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৫.১) সরুলিক লিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে , কে শনাক্ত করছে ? কাদের কেন খুনি ? বলা হয়েছে ?

৫.২) মেঘের গায়ে জেল খানা অবলম্বনে সাধু চরণের পরিচয় দাও ।


৬)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১) ভাষা বিজ্ঞানের ধারা কে প্রধানত ক - টি ভাগে ভাগ করা হয় ও কি কি ? যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করো ।

৬.২) গঠন গত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি ? যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও ।



৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :


১) প্রথম ভারতীয় দল হিসাবে আই , এফ , এ, শিল্ড জয়ী মোহনবাগান ক্লাবের ইতিহাস পর্যালোচনা করো ।

২) বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান  সংক্ষেপে লেখো ।

৩) বাংলা চলচ্চিত্র ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সংক্ষেপে লেখো ।

৪) বাঙালির চিত্রকলা ও ভাস্কর্য ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো ।

                          রচনা


১) বিজ্ঞান ও আধুনিক জীবন রচনা

২) বিতর্কের বিষয় :-  "  রাগিং একটি সামাজিক ব্রেধী "

৩) রবীন্দ্রনাথ ঠাকুর



                   PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :




১)  তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্র পাত করেছিলেন ?

ক) স্যার উইলিয়াম জোনস

খ) উইলিয়াম কেরি

গ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

ঘ) সুকুমার রায়


২) ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যাক্তিত্ব হলেন ?

ক) শ্যামসুন্দর মিত্র

 খ) কুমারেশ সেন

 গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারি



৩) কনক পানি চালের ভাত খান ?

ক) বড়ো বাবু

 খ) মেজো বাবু

গ) ছোটো বাবু

ঘ) পিসিমা



৪) পরদা খুললে দেখা যায় ?

ক) মঞ্চ ফাঁকা

খ) মঞ্চ অন্ধকার

 গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

 ঘ) মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে


৫) দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায় হাতে ছিল ?


ক) মোমবাতি
খ) ধূপ

গ) প্রদীপ

ঘ) জ্বলন্ত মোমবাতি


৬) চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন ?


ক) দুঃখে শোকে

খ) সুখে আনন্দে

 গ) বেদনায় আঘাতে

ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়


৭) হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশোয়ালিরা সারারাত মাঠে ?


ক) গান করেছে

খ) নাচ করেছে

গ) খেলায় মেতেছে

 ঘ) আগুন জ্বলেছে


৮) বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে ?

ক) নিবারণ বাগদি

 খ) নকরী নাপিত

গ) ভটচার্য মশাই

 ঘ) ফজলু সেখ


৯) হটাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় ?


ক) অন্ন চাই , গৃহ চাই

 খ) ফ্যান চাই , ভাত চাই

গ) চাল চাই , কাপড় চাই ,

 ঘ) এর কোনোটিই নয়


১০) ঋত্বিক ঘটকের স্মরনীয় চলচ্চিত্র ?


ক) পথের পাঁচালী

খ) মেঘে ঢাকা তারা

গ) আকালের সন্ধানে

 ঘ) গল্প হলেও সত্যি


১১) বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা ?

ক) প্রফুল্লচন্দ্র রায়

 খ) মেঘনাদ সাহা

 গ) সত্যেন্দ্রনাথ বসু

 ঘ) গোপালচন্দ্র ভট্টাচার্য



১২) গল্প টা শুনতে বেশ ভালো লাগছিল গল্প টা হলো ?


ক) বলী কান্ধারির গল্প

 খ) শিষ্য মর্দানার জল দানের গল্প

গ) শিষ্য  মর্দানার পাথর ভাঙার গল্প

ঘ) গুরু নানকের গল্প



১৩) গলদের নিপাত করেছিল ?


ক) আলেকজান্ডার

খ) সিজার

 গ) দ্বিতীয় ফেডারিক

 ঘ) হিটলার


১৪) আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ?


ক) বিভাব নাটক

খ) অভাব নাটক

গ) প্রহসন

ঘ) গীতিনাট্য


১৫) রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে ?

ক) সমাজের শিক্ষক

খ) জ্ঞানী

গ) অস্পশ ভাড়

ঘ) বোকা


১৬) গাছের সবুজ টুকু শরীরে দরকার ?


ক) প্রসাধনের জন্য


খ) পুষ্টির জন্য

গ) আরোগ্যের জন্য

ঘ) বুদ্ধির বিকাশের জন্য




১৭) আমার ক্লান্তির উপরে ঝরুক ?

ক) বকুল ফুল

খ) মহুয়া ফুল

গ) শিউলী ফুল

ঘ) মচকা ফুল


১৮) পিচের সড়ক বাঁক নিয়েছে , যেখানে , সেখানেই গড়ে উঠেছে ?


ক) একটি মিষ্টির দোকান

খ) একটি ছোট্ট বাজার


গ) একটি শনি মন্দির

 ঘ) একটি চায়ের দোকান



২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :




১) সেটাই সবাই। কে অবাক করেছিল – কোন ঘটনা সবাইকে অবাক করেছিল ?


২) কঠিনেরে ভালোবাসিলাম – কবি কেন কঠিন কে ভালবাসলেন ?


৩) ধোয়ার বঙ্কিম নিশ্বাস কিভাবে কবির কাছে আসে ?


৪) এই তো জীবনের সত্য কলিনাথ – সত্য টা কি ?


৫) নুন্যতম শব্দজোর বলতে কি বোঝো ?


৬) রুপমুলের দুটি শ্রেণী উল্লেখ করো ?


৭) আমার দরকার শুধু গাছ দেখা – কবির গাছ দেখা দরকার কেন ?


৮) সেই কবিতায় জাগে আমার বিবেক – বিবেক কে কীসের সাথে তুলনা করা হয়েছে ?


৯) এ সব কথা শুনে উচ্ছব বুকে বল পায় । কোন কথা শুনে উচ্ছব বুকে বল পায় ?


১০) এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট । পুলিশ আসছিল কেন ?


১১) স্পেনের ফিলিপ কেদেছিল খুব – কেন ফিলিপ কেদেছিলেন ?


১২) আমি কৌতূহলী হয়ে উঠি । কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন ?

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৬

               


                      PART - A

১) অনধিক  ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১) " আমায় কিছু একটা করতে হবে ভাই " - কেন বক্তার এ রকম মনে হলো ? শেষ পর্যন্ত সে কি করল ?

২) " সেই সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল " - ' সে ' কে ? কোন সন্ধ্যায় সে পেট ভরে খেয়েছিল ? সেই দিন টায় কি ঘটেছিল ?


২)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১) " নদীর তীক্ষ্ম শীতল ঢেউয়ে সে নামল ।" ' সে ' কে ? সে কেন নদীর তীক্ষ্ম শীতল ঢেউয়ে নামল ?

২) " আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে ?" - কে কেন ' বিধির বিচার চেয়ে ' আকাশের দিকে তাকানোর জন্য প্রশ্ন তুলেছেন ?

৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " তারা এ সব মানবে কেন ? "  এ সব বলতে কি বোঝানো হয়েছে ? কারা মানবে না বলে আশঙ্খা প্রকাশ করা হয়েছে ? কিভাবে তারা মানতে পারে ?

৩.২) " চাকরি ছেড়ে দিলাম " - কে , কেন চাকরি ছেড়ে দিলেন ? তার চাকরি ছাড়ার কারণ কি ? চাকরি ছাড়ার পর তিনি কোন কাজে যোগ দেন ?

৪)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১) " কে জিতেছিল ? একলা সে ? " - কে , কোন প্রসঙ্গে এই প্রশ্ন গুলি উত্থাপন করেন ? এই সব প্রশ্নের তাৎপর্য ব্যাখা করো ?

৪.২) " ঠিক হলো ট্রেন টা থামানো হবে ।" - কোন ট্রেনের কথা বলা হয়েছে ? সেটি কিভাবে থামানো হয়েছিল ?


৫)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৫.১) " মেঘের গায়ে জেল খানা , বিশ্বাস হয় না ? " - মেঘের গায়ে জেলখানা টি কোথায় ? তার পরিচয় তুলে ধরো ।
৫.২) " তোমরা হাত বাড়াও , তাকে সাহায্য করো ।" - লেখক কাকে , কিভাবে কেন সাহায্য করতে বলেছেন ?


৬)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৬.১) রূপতত্ত্ব অথবা বাক্যতত্ত্ব সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো ?

৬.২) সমাজ বিজ্ঞান  কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ?


৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :

৭.১) বাংলা গানের ইতিহাসে অতুপ্রসাদ সেনের অবদান আলোচনা করো ।

৭.২) বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে আলোচনা করো ?

৭.৩) বাঙালির বিজ্ঞান ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো ।

৭.৪) বাংলার ক্রিকেটের জনক কে ? তার সম্পর্কে আলোচনা করো ?


                            রচনা


১) মানবজীবনের অরণ্য

২) বিতর্কের বিষয় :- কম্পিউটারের যুগে সাহিত্য পাঠের প্রয়োজন নেই ।

৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


             PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :



১) নিখিল কে প্রতিমাসে ক ' জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় ?


ক) দু জায়গায়

খ) চার জায়গায়

গ) এক জায়গায়

 ঘ) তিন জায়াগায়



২) আমার মধ্যে বসে তোরাও খা – এ খানে তোর হলো ?

ক) বাসিনিরা

 খ) উচ্ছবেরা

 গ) চুন্নীরা

ঘ) করক কুকুরেরা



৩) এ জীবন কি  ?


ক) দুঃখের তপস্যা

 খ) আমৃত্যুর দুঃখের তপস্যা

গ) আমৃত্যু তপস্যা

 ঘ) তপস্যা



৪) ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কোন কাজকে কবি মনে করেন অর্থ হীন ?


ক) সাহিত্য চর্চা কে

খ) চিত্র চর্চা কে

 গ) সংগীত চর্চা কে

 ঘ) আলোচ্য তিনটি কথাই সত্য


৫) শরীরে যদি রক্ত থাকে , তাহলে রক্তে মিশে আছে ?


ক) বিষ
খ) পারদ

 গ) আভিজাত্য

 ঘ) প্রতিভা


৬) দশ দশ বছরে এক একজন – কার উদ্ভব ঘটে ?


ক) মহামানবের

 খ) সম্রাটের

গ) সেনা নায়কের

ঘ) শাহ জাদার


৭) পিছনে দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে ?


ক) কালি নাথ

খ) আমারই জীবনের আটষট্টি টা বছর

গ) আলমগির

ঘ) বক্তিয়ার


৮) ব্রতচারী র উদ্ভাবক কে ?

ক) গুরু সদয় দত্ত

 খ) রাম রতন দত্ত

গ) রাম সদয় দত্ত

ঘ) গুরু দাস দত্ত


৯) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ?

ক) ১৮১৭ সালে

 খ) ১৮৫৭ সালে

 গ) ১৮৩৭ সালে

ঘ) ১৮৭১ সালে


১০) প্রথম আধুনিক থিস রাসের প্রণেতা ?

ক) রকেট

খ) সোস্যুর

 গ) চমস্কি

ঘ) সুনীতি কুমার


১১) শীতে রাঢ বাংলার বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় ?

ক) ডাওর

খ) বাদলা

গ) ফাঁপি

 ঘ) পৌষে বাদলা


১২) স্মশান থেকে কি আসবে ?

ক) ডোম

খ) মাটি

 গ) মড়ার খুলি

ঘ) বালি



১৩) হরিণীর পর হরিণকে চমক লাগিয়ে দেবার ইচ্ছে হয়েছি ল হরিণের ?


ক) সাহসে সৌর্ন্দয্য সংকল্পে

 খ) সাহসে সাধে সৌর্ন্দয্য

গ) সাহসে সংকল্পে সাধে

ঘ) সাধে উল্লাসে আনন্দে


১৪) মহুয়ার দেশটি হলো ?

ক) মেঘের কোলে

 খ) মেঘ মন্থর

গ) মেঘ মদির

 ঘ) মেঘ মধুর


১৫) কাবুকি নাটকের অভিনেতার কাল্পনিক মৃত্যুকে মনে হয়েছে ?


ক) স্বাভাবিক

খ) অটিস্টিক

গ) ইস্থেটিক

 ঘ) অটিস্টিক ও ইস্থেটিক


১৬) একটি মেয়ের কণ্ঠে শোনা যায় যে গানটি শোনা যায় ?


ক) ভালোবাসি ভালোবাসি

 খ) ভালোবেসে সখী

গ) মালতী লতা দোলে

ঘ) আমার মল্লিকা বনে


১৭) শনিতে বাদলা লাগল থাকবে ?


ক) তিনদিন

খ) পাঁচদিন

 গ) দু দিন

ঘ) সাতদিন


১৮) মান্না দের প্রকৃত নাম কি ?

ক) প্রবোধ কুমার দে

খ) প্রবোধ চন্দ্র দে

গ) প্রবীর কুমার দে

ঘ) প্ৰতোষ কুমার দে



২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :


১) LAD কি ?

২) বহুস্বরিতা কাকে বলে ?

৩) লাঙ ও পারোল কাকে বলে ?

৪) এত যে শুনি বাইজেন্টিয়াম – বাইজেন্টিয়াম কি ?

৫) পাঞ্জা সাহেবে সাকা হয়েছে  পাঞ্জা সাহেবে র আগের নাম কি ছিল ?

৬) মরে যাবো তবুও ভুলবোনা বক্তা কি ভুলবেন না ?

৭) এত বড়ো জখমী লভসিন নাট্যকার এমন কথা বলেছেন কেন ?

৮) একটা অদ্ভুত শব্দ কীসের শব্দের কথা বলা হয়েছে ?

৯) দেহ চায় সবুজ বাগান বলার কারন কি ?

১০) শিশির ভেজা সবুজ সকালে বক্তা কি দেখলেন ?

১১) সে ই কবিতায় জাগে কী জাগে ?


১২) ফুট পাত বাসি মৃত্যুঞ্জয় কি বলে ?

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৫



                      PART - A

১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১.১)  মৃতুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন ?

১.২) " ভাত " ছোটো গল্পে বড়ো পিসিমার চরিত্র পর্যালোচনা করো !

২)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

২.১)  "আজীবন দুঃখের তপস্যা এ জীবন " - ' দুঃখের তপস্যা কি ? আলোচ্য মন্তব্যের মধ্যে নিরিখে কবির মনোভাব বিশ্লেষণ করো ?

২.২) " আমি দেখি " কবিতার বিষয় বস্তু সংক্ষেপে আলোচনা করো ।

৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " আমার দিন ফুরিয়ে আসছে " - বক্তার আলোচ্য উক্তির - তাৎপর্য বিশ্লেষণ করো ।

৩২) " বুদ্ধিটা কি করে এলো বলি ।" - " বুদ্ধি " বলতে কি বোঝানো হয়েছে ? বুদ্ধি টা কেমন করে এসেছিল তা লেখো ।

৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " চীনের প্রাচীর যখন শেষ হল " - চীনের প্রাচীর সম্পর্কে কি জানো তা লেখো । প্রাচীর নির্মাণ যখন শেষ হলো , সেই সন্ধ্যায় কি হয়েছিল ?

৩.২) " মনে হয় পরে কেউ খোদায় করেছে " - কেন এমন মনে  হয়েছিল ? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লেখকের এই ধারণা ভ্রান্ত বলে প্রমাণিত হলো ?

৫)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১) " ...... বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যায় ।" - কোন বিদ্রোহের কথা এখানে বলা হয়েছে ? বিদ্রোহের গল্পটি লেখো ।

৫.২) " হটাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা " - কলকাতার ক্ষেপে ওঠার কারণ কি ?

৬)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১) সহরুপ মূল সম্পর্কে আলোচনা করো ।

৬.২) নুন্যতম শব্দ জোড় কাকে বলে ? উদাহরণ দাও ? এর কাজ কি ?

 ৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :

৭.১) বাংলা গানের ইতিহাসে সলিল চৌধুরীর অবদান সম্পর্কে আলোচনা করো ।

৭.২) বাংলার লোক শিল্পের অবদান সম্পর্কে আলোচনা করো ।

৭.৩) বাংলা চিত্রকলার ইতিহাসে গগেন্দ্রনাথ ঠাকুর - এর অবদান সম্পর্কে আলোচনা করো ।

৭.৪) বাংলার সবাক চলচ্চিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও ।



                        রচনা

৮.১) খেলা ধুলার প্রয়োজনীয়

৮.২) বিতর্কের বিষয় :- ই- বুক ছাপার বই - এর বিকল্প নয় ।

৮.৩) সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র


                  PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :



১) পুরোহিতের নাম ছিল ?

ক) মহানাম

খ) শতপথি

গ) মহানামশতপথি

ঘ) হরিচরণ



২) ভদ্রলোকেরা বলে ?


ক) দাওর

খ) ফাঁপী

 গ) পৌষে বাদলা

 ঘ) ঝরা



৩) দুরন্ত অভাব থেকেই এর জন্ম এর বলতে কিসের ?


ক) বিভাব নাটকের

খ) নানা রঙ্গের দিন গুলি নাটকের

গ) কাবুকি নাটকের

ঘ) গুরু নাটকের



৪) তিন টে টাকা বকশিস ও দিলুম ওকে ওকে বলতে কাকে ?

ক) রামলাল কে

খ) রমব্রীজ কে

গ) রাম প্রসাদ কে

 ঘ) কালী নাথ কে



৫) রজনীকান্ত বাবু প্রথমে কোন পদে চাকুরী করেছিলেন ?


ক) আই পি এস

খ) ইন্সপেক্টর অফ্ পুলিশ

গ) গোয়েন্দা

 ঘ) প্রোমোটার পদে



৬) নায়িকা তো আমিই হতে পারি । নায়িকা কে হয়েছিলেন ?


ক) বৌদি

খ) তৃপ্তি মিত্র

গ) শম্ভু মিত্রের স্ত্রী

 ঘ) পিঙ্কি মিত্র




৭) নাটক ওয়ালাদের একমাত্র কতব্য কি ?


ক) আনন্দ দেওয়া

খ) অভিনয় করা

গ) হাসানো

 ঘ) শিল্পকে তুলে ধরা



৮) স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন কারন ?


ক) অমাডা ডুবেছিল

 খ) টাইটানিক ডুবেছিল

গ) যুদ্ধে হেরেছিল

ঘ) সাম্রাজ্য হারিয়েছিল




৯) গুরু নানকের শিষ্য র নাম কি ?


ক) মদনা

খ) বলী কান্ধারী

গ) পাঞ্জা সাহেব

ঘ) মর্দানা



১০) রুপ না রাণের কূলে জেগে উঠে কবি কি জানলেন ?


ক) এ জগৎ স্বপ্ন নয়
খ) এ জগৎ সুখের নয়

গ) এ জগৎ শান্তির

ঘ) এ জগৎ মিথ্যা



১১) আমি কি তাকাবো আকাশের দিকে ?

ক) রাজার বিচার চেয়ে

খ) বিধির বিচার চেয়ে

গ) অপরাধীর বিচার চেয়ে

ঘ) আইনের বিচার চেয়ে




১২) একটা অদ্ভুত শব্দ শব্দ টা কীসের ?


ক) কামানের

খ) মেঘের

গ) হরিণের

 ঘ) বন্দুকের



১৩) আমার ক্লান্তির উপরে ঝরুক  ?


ক) পলাশ ফুল

খ) বকুল ফুল

 গ) মহুয়া ফুল

ঘ) কোনোটিই নয়



১৪) শ্রমজীবী মানুষ দের জীবন নিয়ে যিনি ছবি একেছেন ?


ক) পরিতোষ সেন

 খ) রবীন্দ্রনাথ

গ) জয়নুল আবেদীন

ঘ) রামকিঙ্কর বেইজ



১৫) ভারতীয় শিল্প শিক্ষায় সর্ব প্রথম নেচার স্টাডি গুরুত্ব আরোপ করেন ?


ক) নন্দলাল বসু

খ) হেমেন্দ্রণাথ মজুমদার

গ) অনন্ত সুর


ঘ) বিনোদ বিহারী মুখোপাধ্যায়



১৬) তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনক হলেন ?


ক) স্যার উইলিয়াম জোনস

খ) চমস্কি

গ) স্যামুয়েল ওয়েসলি

 ঘ) স্যার থমাস এলিয়েট



১৭) র ধ্বনিকে কি ধ্বনি বলে ?


ক) উষ্ম ধ্বনি

 খ) শিস ধ্বনি

গ) নাসিক্য ধ্বনি

ঘ) কম্পিত ধ্বনি


১৮) সর্ব প্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন ?

ক) হর প্রসাদ শাস্ত্রী

খ) পঞ্চানন কর্মকার

গ) জন টমাস

ঘ) জব চার্নক


২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও



১) নাসিক্য ধ্বনি কোনগুলি ?
 

২) গুচ্ছ ধ্বনি কাকে বলে ?


৩) গঠন গত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী ?

৪) চোখের জল টা তাদের জন্য চোখের জল টা কাদের  জন্য ?

৫) দুরন্ত অভাব থেকেই এর জন্ম বক্তা দুরন্ত অভাব বলতে কি বুঝিয়েছেন ?

৬) আজ তবে হাসো কথা কও গাও কাকে কে বলেছেন ?


৭) জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল জাপানি থিয়েটারের নাম কি ?


৮) ছিন্ন ভিন্ন অবস্থায় মেয়ে টিকে কোথায় পাওয়া গিয়েছিল ?

৯) বাগানে বসাও কথাটি কবি কবিতায় ক বার ব্যবহার করেছেন ?

১০) মহুয়ার দেশ কবিতায় সকাল টা কেমন ?

১১) আসল বাদার খোজ করা হয় না আর উচ্ছবের আসল বাদাটা বলতে কোন বাদার কথা বলা হয়েছে ?


১২) নইলে দোষ লাগবে কীসের দোষ লাগবে ?

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৪

                        
 
                             PART - A

১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১) গরীবের গতর এ রা সস্তা দেখে - বক্তা কে ? এই উক্তির কারন ব্যাখা করো ।


২) তোরা মর । তোরা মর মুখপোড়ারা - এই কথাটির বক্তা কে ? তার এরূপ উক্তির কারন কি ?



২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) "" এই ভোরের জন্য অপেক্ষা করছিল "" । এ খানে কর কথা বলা হয়েছে ? এই অপেক্ষার পরিণতি কি হয়েছিল তা লেখো ?


২) "" আমি তা পারিনা "" - বক্তা কি পারেন না ? তার এমন উক্তির কারন কি ?


৩)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) " বিভাব "" নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো ।


২) শিল্প কে যে মানুষ ভালোবেসেছে তার বাধক্য নেই কলিনাথ - বক্তা কে ? তিনি এমন মন্তব্য করেছেন কেন ?



৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ? এই প্রশ্নের কারন কি ? উক্তি টি সংক্ষেপে লেখো ।


২) চোখের জল টা তাদের জন্য - এ খানে কাদের কথা বলা হয়েছে ? এই উপলব্দির কারন যুক্তি সহ লেখো ?



৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) পাহাড়ের নিচে যেদিন থেকে লালনিশান খুঁটি গেড়েছে , সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে - বক্তা কে ? উক্তিটির মমার্থ লেখো ?


২) পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে " হাজং " । " হাজং " শব্দের অর্থ কী ? তাদের জীবনযাত্রার পরিচয় দাও ?


৬)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



১) গঠন গত দিকে থেকে বাক্যের শ্রেণীবিভাগ করো । প্রতি টি বাক্যের একটি করে উদাহরণ দাও ।


২) সমার্থকতা , বিপরীত তার্থকতা ও ব্যাপকার্থকতা  উদাহরণ দিয়ে বোঝাও ।



৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



১) বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোচনা করো ।


২) বাংলা চিত্রকলা ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ।


৩) ভারতীয়  ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ।


৪) বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান নিয়ে আলোচনা করো ।



                           ( রচনা )


১)রক্তদান জীবনদান


২) সমাজ সেবা ও ছাত্রজীবন

৩) বিতর্কের বিষয় :- আধুনিক জীবনে বিজ্ঞান
অপরিহার্য

৪) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ।



                      PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :

১) ওষ্ঠ ধ্বনি হলো ?

ক) শ

খ) দ

গ) ট

ঘ) ক



২) পলাশ শব্দটির আদি অর্থ ?

ক) মাংস ভক্ষণ কারি

খ ) ফুল বিশেষ

গ) নগণ্য মানুষ

ঘ) মহৎ ব্যাক্তি



৩) লিমা যারা বানিয়েছিল তারা হলো ?

পুরোহিত

 খ) রাজা

গ) মজুর

ঘ) মন্ত্রী


৪) গুরু নানকের শিষ্য র নাম ?


ক) মর্দানা

খ) গোবিন্দ সিংহ

গ) কালিনাথ

ঘ) রঞ্জিত সিংহ


৫) তুমি থিয়েটারের কাজ ছেড়ে দাও - বক্তা হলো ?

ক) কলীনাথ

খ) রমব্রীজ

গ) মর্দানা

ঘ) বড়ো লোকের সুন্দরী মেয়ে টি ।



৬) কঠিনেরে ভালোবাসি লাম - কবি কোন কঠিনকে ভালোবেসেছিলেন , এর কারন কি ?

ক) সে সত্যকে প্রকাশ করে

খ) সে বঞ্চনা করে না

গ) সে আঘাত করে না

ঘ ) সে দুঃখ দেয় না ।


৭) ধুলোর কলঙ্ক দেখা যায় ?

ক) পাথরের গায়ে

 খ) অবসন্ন মানুষের শরীরে

 গ) মাটির উপরে

 ঘ) চাঁদের গায়ে ।



৮) ওটা পাশবিক স্বার্থপরতা - এই স্বার্থপরতা হলো ?

ক) মৃতুঞ্জয়ের

খ) নিখিলের

 গ) অফিসের বড়বাবুর

 ঘ) টুনুর মার



৯) অশুচ বাড়ির ভাত খেতে নি দাদা , বক্তা কে ?

ক) চন্নুনি

খ) চন্দ্রানি

গ) বাসিনী

ঘ) বিন্দু বাসিনী



১০) নির্ঘাত মরে গেছে বুড়িটা , বক্তা

ক) শ্যামা

খ) কানু

 গ) মাধো

ঘ) জগা


১১) " কনক  পানি " চালের ভাত খান

ক) বড়বাবু

খ) মেজবাবু

 গ) পিসিমা

 ঘ) ছোটো বাবু


১২) এক সময় দাগী ডাকাত ছিল

ক) ফজলু সেখ

খ) নিবারণ বাগদী

গ) করিম

ঘ) নকড়ি নাপিত



১৩) আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত

ক) বিভাব

খ) প্রহসন

গ) গীতি নাট্য

ঘ) অভাব


১৪) গ্রীনরুমে ঘুমোই , কে ঘুমান  -

ক) কালীনাথ

খ) রমব্রীজ

 গ) রামচরণ

ঘ) রজনীকান্ত



১৫) রামকিঙ্কর বেইজের একটি বিখ্যাত ছবি হলো


ক) ভারতমাতা

খ) গ্রীষ্মের দুপুর

 গ) ভীষ্মের প্রতিজ্ঞা

 ঘ) অহল্যা হ'ল পাষাণী


১৬) অপুর সংসার কাহিনী চিত্রে অপুর ভূমিকায় অভিনয় করেন

ক) সৌমিত্র চট্টোপাধ্যায়

খ) অনুপ কুমার

গ) উত্তম কুমার

ঘ) সুবীর বন্দ্যোপাধ্যায়


১৭) এই ভোরের কাগজ অপেক্ষা করছিল কে -

ক) চিতাবাঘিনি

খ) সুন্দর বাদামি হরিণ

 গ) কয়েক টা মানুষ

ঘ) মিশরের মানুষী



১৮) আমি দেখি , কবি কি দেখেন -

ক) ফুল

খ) পাখি
গ) ফল

ঘ) গাছ


২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :



১) তাস পিটানো ছেলে গুলি অস্তস্তিতে পরে - কেন ?

২) পৌষে বাদলা সম্পর্কে গ্রামের " ডাক পুরুষের " পুরোনো বচনটি কি ?

৩) এই রে - পুলিশ আসছে । লাগলো ঝঞ্ঝাট , পুলিশ আসছিল কেন ?
৪) এই তো জীবনের সত্য কালিনাথ - সত্যটি কি ?

৫) এখনও আগুন জ্বলছে তাদের । কারা কেন আগুন জ্বালিয়ে ছিল

৬) অলস সূর্য একে দেয় - কি একে দেয় ?

৭) গাছ গুলো তুলে আনো - কেন ?

৮) কেন তবে গান গাওয়া , এ কথা বলার কারন কি ?

৯) সেই রাতে চিৎকার উঠেছিল - কি জন্যে চিৎকার উঠেছিল ?

১০) থিসরাস কি ?


১১) উদাহরণ দিয়ে সুর তরঙ্গ বুঝিয়ে দাও 

১২) বিভাব নাটকে মিছিলে যা চাওয়া হয়েছিল তা হলো ?

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৩



                         PART-A

১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



১) ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে । তাকে বলতে কর কথা বলা হয়েছে ? ভাতের জন্য তার উতলা হওয়ার কারন কি  এবং তার শেষ পরিনতিই - বা কি হয়েছিল ?


২) মানিক বন্দ্যোপাধ্যায়ের " কে বাঁচায় কে বাঁচে " গল্পে মৃতুঞ্জয়ের চরিত্র বৈশিষ্ট লেখো ?


২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



১) সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল - সুন্দর বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল কেন ? তার অপেক্ষার কি পরিনতি ঘটেছিল ?


২) শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় । শহরের অসুখ কি ? উক্ত পংক্তির মধ্যে দিয়ে কবির যে অভি ব্যাক্তি ব্যাক্ত হয়েছে তা আলোচনা করো ।



৩)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১) এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যায় না - হাসিও পাবেনা । জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন ? শেষে তার কীরূপ অভিজ্ঞা হয়েছিল ।


২) নানা রঙ্গের দিন নাটকে রজনীকান্ত চরিত্র সংক্ষেপে লেখো ।


৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



১) বিরাট আমাডা যখন ডুবল , স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব / আর কেউ কাঁদেনি ? মন্তব্যটির ঐতিহাসক ভির্তি উল্লেখ করে এর মমাথ আলোচনা করো ।


২) ঠিক হলো ট্রেন টা থামানো হবে " কোন ট্রেনের কথা বলা হয়েছে ? সেটি কিভাবে থামানো হয়েছিল ?



৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) তোমরা হাত বারাও তাকে সাহায্য করো । লেখক কাকে , কি ভাবে , কেন সাহায্য করতে বলেছেন ।



২) আজ ইংরেজ নেই , তবু আগের ব্যাবস্থায় বহাল আছে বক্সায় , কোন ব্যাবস্থার কথা এ খানে বলা হয়েছে ? যখন বক্সায় ইংরেজরা বন্দী শিবির তেরী করেছিল , তখন সেখানকার পরিবেশ কেমন ছিল ?



৬)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ গুলি উল্লেখ করো । উদাহরণ দিয়ে বাক্য গুলো বোঝাও ।


২) ধ্বনি মূল ও সহ ধ্বনি উদাহরণ দিয়ে বোঝাও । এদের মধ্যকার সম্পর্ক নির্ণয় করো ।


৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) " পট " শব্দ টির অর্থ কি ? বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও ?


২) রামায়নে বণিত কাহিনী অনুসারে দাবা খেলার শ্রেষ্ঠ কে ? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও ।


৩) বাংলা গানের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান ?

৪) বাংলা সিনেমার প্রচলনের ইতিহাসের রুপ রেখাটি নির্দেশ করো প্রসঙ্গ নীবাক যুগ ( ১৯১৭ - ৩০ ) ও সবাক যুগ " ১৯৩১ থেকে " এর সূচনা পর্বের সিনেমা গুলোর পরিচয় দাও ।




                  রচনা


১) ভূমিকম্পে বিশ্বস্ত কেরালা ( রচনা )

২) বিজ্ঞানের অগ্রগতি ও আমরা ( রচনা )

৩) বিতর্কের বিষয় - নতুন প্রজন্মের শিক্ষাথীদের গবেষণা ধর্মী নয় , চাকুরী পাওয়ার পড়াশোনার প্রতি ঝোঁকই বেশি ।


৪) মানিক বন্দ্যোপাধ্যায় ( রচনা )







                  PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :


১) দারুন একটা হতাশা জেগেছে ওর মনে। কারন  - ?

ক) দিন দিন অনাহারে মৃত্যু বাড়ছে

খ) যথাসর্বশ দান করলেও সে দুর্ভিক্ষ পিরীত দের ভালো করতে পারবেনা

গ) টুনু র মা অসুস্থ

ঘ) অফিসে যেতে তার ইচ্ছাই করে না ।



২) মৃতুঞ্জয় কে নিখিল পছন্দ করত । কারন - মৃতুঞ্জয়

ক) আবেগপ্রবণ
খ) আদর্শ বাদের কল্পনা তাপস

গ) সৎ

ঘ) পরিশ্রমী


৩) বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল

ক) ফুসফুসে

খ) প্রস্টেষ্টে গ্ল্যান্ডে

 গ) গলায়

ঘ) লিভারে



৪) ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি ? --- বক্তা কে ?

ক) বড়ো পিসিমা

খ) বাসিনী

গ) বড়ো বউ

 ঘ) মেজো বউ


৫) নিবারণ বাগদি একদা ছিল


ক) বান্দা মানুষ

খ) পেশাদার লাঠিয়াল

গ) দাগি ডাকাত

ঘ) আইন রক্ষক



৬) সত্যি যে কঠিন / কঠিন রে ভালোবাসিলাম । কারন


ক) আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন

খ) মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে

গ) সে কখনো বঞ্চনা করে না

ঘ) কঠিন সত্যকে ভালোবাসতে নেই



৭) দেশয়ালীরা সারা রাত মাঠে / আগুন জ্বেলেছে


ক) শরীর " উম " রাখার জন্য

 খ) শরীর গরম রাখার জন্য

গ) শরীর ভালো রাখার জন্য

ঘ) শরীর সুস্থ্য রাখার জন্য



৮) আমার ক্লান্তির উপর ঝরুক ?


ক) মহুয়ার গন্ধ

খ) মহুয়ার ফুল

গ) মহুয়ার ফুল ও মহুয়ার গন্ধ

ঘ) মহুয়ার মাদকতা


৯) আমি দেখি কবিতায় কবি যা দেখতে চান


ক) রাস্তার সবুজ গাছ

খ) বাড়ির ছাদে টবের গাছ

 গ) বাগানের গাছ

ঘ) মরুভূমির গাছ



১০) তাই অনেক ভেবচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি - এই প্যাঁচ টি হলো


ক) নিজস্ব নাট্যমঞ্চ তৈরি করা

খ) নাটক অভিনয় বন্ধ করা

 গ) জনমত গঠন করা

ঘ) ভঙ্গি নির্ভর নতুন নাট্য রীতি প্রয়োগ করা



১১) নানা রঙ্গের দিন নাটকে কলিনাথ সেনের পরনে ছিল


ক) পরিষ্কার ধুতি - পাঞ্জাবি

খ) ময়লা ধুতি

 গ) পরিষ্কার ধুতি
 ঘ) ময়লা ধুতি - পাঞ্জাবি



১২) আমরা বাঙালিরা শুনি কাদুনে জাত - একথা কে বলে গিয়েছেন


ক) রবীন্দ্রনাথ

খ) দ্বিজেন্দ্রলাল

গ) বল্লভ ভাই

ঘ) গান্ধীজি



১৩) আটলান্টিস কি ?

ক) জাহাজ

খ) উপ কথার রাজ্য

গ) রোমের রাজধানী

ঘ) মহাসাগর



১৪) মধ্যযুগের সন্ত গণ ভিত্তি চিত্রটি অঙ্কন করেন


ক) রামকিঙ্কর বেইজ

 খ) নন্দলাল বসু

গ) বিনোদ বিহারী মুখোপাধ্যায়

ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর



১৫) বঙ্গলক্ষীর ব্রতকথা গ্রন্থটি লেখেন


ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) অক্ষয় কুমার দত্ত

 গ) গোপালচন্দ্র ভট্টাচার্য

ঘ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী



১৬) মধুমিতা গোস্বামী পশ্চিমবঙ্গের যে খেলার সঙ্গে যুক্ত


ক) কবাডি

খ) খো খো

গ) ব্যাডমিন্টন

ঘ) ভলিবল


১৭) বর্ণনা মূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে


ক) ভাষার অতীত নিয়ে

খ) ভাষার ভবিষ্যত নিয়ে

গ) বিভিন্ন ভাষার গঠন রীতি নিয়ে

ঘ) সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে




১৮) হ ধ্বনিটির উচ্চারণ স্থান হলো


ক) তালু

খ) কন্ঠ নালি

 গ) কন্ঠ

ঘ) দন্ত মূল




২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :



১) ছেলে মেয়ে গুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে - কেন ?


২) চা - ওয়ালা গ্রামের লোকেদের বাকিতে চা বিক্রি করেছিল কোন নিশ্চয়তায় ?


৩) সে কখনো করে না বঞ্চনা - এই রূপ বলার কারন কি ?


৪) নদীর তীক্ষ্ম শীতল ঢেউয়ে সে নামল - কেন নেমেছিল ?


৫) আর আগুন লাগে - কখন কোথায় আগুন লাগে ?


৬) আমি তা পারিনা " কবি কী পারেন না ?

৭) আমি তো চললাম - আবার দেখা হয় কিনা কে জানে - কার কোন নাটকের উক্তি ?


৮) রজনীকান্ত চট্টোপাধ্যায় কত বছর বয়সে নাট্যভিনয়ের সঙ্গে যুক্ত হন ?


৯) কাদের জয় করলো সিজার  ? - সিজার কাদের জয় করেছিলেন ?


১০) শ্বাসাঘাত কাকে বলে ?

১১) ক্যানবেরি রুপমুল কি ?

১২) ভ - এর উচ্চারণ স্থান নির্ণয় করো ।