বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৯




                            PART - A


১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১.১) টাকা টা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে । " - কার উক্তি ? কোন টাকার কথা বলা হয়েছে ? টাকা টা রিলিফ ফান্ডে দিয়ে আসার কথা বলা হয়েছে কেন  ?

১.২) দাঁত গুলো বের করে কামঠের মতোই হিংস্র ভঙ্গি করে ।" - কে কার প্রতি এরূপ আচরণ করেছিল ? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো ।

২)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


২.১) " আগুন জ্বললো আবার " - " আবার " শব্দটি ব্যাবহারের তাৎপর্য কি ? আবার আগুন জ্বললো কেন ?

২.২) " কেন তবে লেখা , কেন গান গাওয়া / কেন তবে আঁকা আঁকি ?" - কবির এ রকম উক্তির কারণ ব্যাখা করো ।


৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৩.১) " নানা রঙ্গের দিন " নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো ।

৩.২) " এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না - হাসিও পাবে না ।" - জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন ? শেষে তার কি অভিজ্ঞতা হয়েছিল ?


৪)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৪.১) " পাতায় পাতায় জয় / জয়োৎসবে ভোজ বানাতো করা ? " "  জয়োৎসবের ভোজ " কথার অর্থ কি ? যারা ' জয়োৎসবের ভোজ ' বানাতো তাদের প্রতি কবির যে মনোভাব তার পরিচয় দাও ।

৪.২) " গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে ,' - গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে ? এই প্রসঙ্গে বর্নিত ঘটনাটি র উল্লেখ করো ।


৫)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



৫.১) " তাই প্রজারা বিদ্রোহী হয়ে ওঠলো " - প্রজারা বিদ্রোহী হয়ে ওঠেছিল কেন ? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?

৫.২) " আজ ইংরেজ নেই , তবু আগের ব্যাবস্থায় বহাল আছে বক্সারে ।" - এ খানে কোন ব্যাবস্থার কথা বলা হয়েছে ? ইংরেজরা যখন বক্সার বন্দি - শিবির তৈরী করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল ?


৬)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৬.১) প্রতয় কাকে বলে ? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রতয়ের কয়টি ভাগ ও কি কি ?

৬.২) শব্দাথের উপাদান মূলক তত্ত্ব টি সংক্ষেপে আলোচনা করো । এই তত্ত্বের সীমাবদ্ধ গুলি লেখো ।


৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :


১) বাংলার চিত্র কলার ইতিহাসে নন্দলাল বসুর প্রতিভা আলোচনা করো ।

২) রামায়ণে বর্নিত অনুসারে দাবা খেলার শ্রেষ্ঠা কে ? এই খেলায় বাঙালির সাফল্যর সংক্ষিপ্ত পরিচয় দাও ।

৩) বাংলার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডা : কাদম্বিনী ( বসু ) গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও ।

৪) বাংলা সিনেমা জগতে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো ।

                          রচনা

১ সমাজ সেবায় ছাত্র ছাত্রীদের ভূমিকা ( রচনা )

২) আমার ভারত ( রচনা )

৩) বিতর্কের বিষয় :- পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যর এক মাত্র মাপ কাঠি নয় ( রচনা )

৪) এ পি জে আব্দুল কালাম ( রচনা )



          PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :


১) পরনে ধুতির বদলে আসে ?

ক) ছেড়া ন্যাকড়া

 খ) ছেড়া প্যান্ট

 গ) ছেড়া গামছা

 ঘ) লুঙ্গি


২) তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি কারন ?


ক) উচ্ছব জ্ঞান হারিয়েছিল

 খ) উচ্ছব পাগল হয়েছিল

গ) উচ্ছব শোকে পাথর হয়ে গিয়েছিল


ঘ) উচ্ছব গ্রাম ছেড়ে কলকাতায় এসেছিল


৩) এক সময় দাগী ডাকাত ছিল ?


ক) করিম ফরাজি

খ) ফজলু সেখ

গ) নিবারণ বাগদি

 ঘ) নকরি নাপিত


৪) জানিলাম এ জগৎ ?

ক) সত্য নয়

খ) স্বপ্ন নয়

গ) অতি বাস্তব

ঘ) কঠিন কঠোর


৫) ভোরের জন্য অপেক্ষা করছিল ?


ক) দেশোয়ালিরা

খ) গোধূলিমদির মেয়েটি

গ) টেরিকাটা মানুষ গুলো

 ঘ) বাদামি হরিণ



৬) ধোয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ?


ক) শিশির ভেজা সবুজ সকালে

 খ) মহুয়ার বনের ধারে

গ) সেই উজ্জ্বল স্তব্দতায়

 ঘ) ঘুমহীন তাদের চোখে


৭) চোখ তো সবুজ চায়  দেহ চায়

ক) সবুজ বাগান

খ) সবুজের সমারোহ

গ) গাছের সমাবেশ

ঘ) সবুজ নীলাভ ঘাস



৮) সে – ই কবিতায় জাগে সে – ই হলো


ক) বিধির বিচার

 খ) নিহত ভাইয়ের শবদেহ

গ) ক্রন্দনরতা জননীর

 ঘ) কবির বিবেক


৯) বাঙালিরা শুনি কাঁদুনে জাত কথাটি বলে গেছেন

ক) লাজপত রাই

খ) বল্লভ ভাই

গ) মহাত্মা গান্ধী

 ঘ) জহরলাল নেহেরু


১০) ভারত জয় করেছিল ?


ক) দ্বিতীয় ফ্রেডারিক

 খ) জুলিয়াস সিজার

 গ) তরুণ আলেকজান্ডার

ঘ) স্পেনের ফিলিপ




১১) বলী কান্ধারি পাথরের চাঙ্গর নিচে গড়িয়ে দেন ?


ক) রেগে গিয়ে

খ) মেজাজ হারিয়ে

গ) ক্ষিপ্ত হয়ে

 ঘ) রাগত ভাবে



১২) পুরোনো ব্যালাডের সুরে রবীন্দ্রনাথ রচিত গানটি হলো ?


ক) ওহে দয়াময় নিখিল

 খ) বড়ো আশা করে

গ) পুরনো সেই দিনের কথা

 ঘ) বাজে বাজে রম্য বীণা বাজে




১৩) প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হলো ?


ক) রাজা হরিশচন্দ্র

খ) বিল্মমঙ্গল

 গ) জামাই ষষ্ঠী

ঘ) আলম আরা




১৪) ভাত গল্পে শ্বশুরের বয়স ?


ক) বিরাশি

 খ) তিরাশি

 গ) চুরাশি

ঘ) পঁচাশি




১৫) পশ্চিমবঙ্গে কবাডির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন


ক) ফনি ভট্টাচার্য

খ) ভূপতি মজুমদার

 গ) নারায়ণচন্দ্র ঘোষ

 ঘ) রণজিৎ ধর


১৬) বিড়াল শব্দের একটি প্রতিশব্দ ?


ক) শার্দুল

খ) অজিন

 গ) মার্জার

 ঘ) দাদুরি


১৭) আর এত বার গুরো হলো


ক) রোম

 খ) ব্যাবিলন

গ) চীনের প্রাচীর

 ঘ) থিবস


১৮) The night is calling me  – ডায়লগটি যার লেখায় মেলে


ক) বানাড' শ

খ) শেক্সপিয়ার

গ) অ্যারিস্টটল

ঘ) কিটস


   
২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :




১) মনে আঘাত পেলে মৃতুঞ্জয়ের কেমন প্রতিক্রিয়া হয় ?

২) এত নানাবিধ চাল – চাল গুলোর নাম কি ?

৩) আমি স্বকর্নে শুনেছি  আমি কে ?

৪) চিনিলাম আপনারে – কবি কিভাবে নিজেকে চিনিল ?

৫) সে নামল – কে , কোথায় নেমেছিল ?

৬) মাঝে মাঝে শুনি মাঝে মাঝে কে , কি শোনেন ?

৭) এক পুরোনো বাংলা নাটকে দেখি লেখা আছে বক্তা কি লেখা দেখলেন তার অর্থ কি ?

৮) রজনীকান্ত রমব্রীজকে  কত টাকা বকশিশ দেন ?
৯) চোখ খুলে দেখি – চোখ খুলে কি দেখা গেলো ?

১০) সোনা ঝক ঝকে লিমা লিমা কি ?

১১) রেজিস্টার কাকে বলে ?

১২) উষ্মধ্বনি উল্লেখ করো  ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন