শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৩

Higher Secondary Final Exam 2023 Bengali Question Paper higher secondary bangla question paper 2023 উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৩ hs Bengali question paper 2023



১। ঠিক বিকল্পটি নির্বাচন করো ( যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও ) বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় : 

( i ) “ভাত খাবে কাজ করবে” - এ কথা বলেছিল ? 

( ক ) বামুন ঠাকুর 

( খ ) বড়ো পিসিমা 

( গ ) বাসিনী 

( ঘ ) বড়ো বউ


( ii ) “যথেষ্ট রিলিফ ওয়ার্ক” না হওয়ার কারণ 

( ক ) টাকার অভাব 

( খ ) লোকের অভাব 

( গ ) সদিচ্ছার অভাব

( ঘ ) সামগ্রীর অভাব 


( iii ) “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে” – 

( ক ) যা ঘটেছে ভুলে যেতে 

( খ ) অফিসের কাজে মন বসাতে 

( গ ) সংসারে মন দিতে 

( ঘ ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না । 


( iv ) কোন বারে বাদলা লাগল সাতদিন থাকবে ? 

( ক ) শনিবারে 

( খ ) মঙ্গলবারে 

( গ ) বুধবারে

( ঘ ) সোমবারে 


( v ) “ বুড়িমা ! তুমি মরণি !” – এ কথা বলেছিল 

( ক ) নকড়ি নাপিত 

( খ ) ফজলু শেখ 

( গ ) করিম ফরাজি

( ঘ ) চৌকিদার
 

( vi ) “ জানিলাম এ জগৎ ” – 

( ক ) সত্য নয় 

( খ ) স্বপ্ন নয় 

( গ ) কল্পনা নয় 

( ঘ ) বাস্তব নয় 


( vii ) “ শহরের অসুখ হাঁ করে  ” কি খায় ? 

( ক ) বাতাস 

( খ ) ধোঁয়া

( গ ) ধুলো 

( ঘ ) সবুজ 


( viii ) “ রাত্রের নির্জন নি: সঙ্গতাকে আলোড়িত করে  ” – 

( ক ) দেবদারুর দীর্ঘ রহস্য 

( খ ) অসহ্য  , নিবিড় অন্ধকার 

( গ ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস 

( ঘ ) শীতের দুঃস্বপ্ন 


( ix ) ...“ শরীরটাকে স্রোতের মতো / একটা আবেশ দেওয়ার জন্য ” হরিণটি – 

( ক ) নরম ঘাসের উপর শুয়ে পড়ল

( খ ) নদীর তিক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল 

( গ ) অর্জুন বনের ছায়ায় দাড়াল 

( ঘ ) দেশোয়ালিদের জ্বালানোর আগুনের উত্তাপ নীল 


( x ) “ এর নাম হওয়া উচিৎ ” – 

( ক ) বিভাব নাটক 

( খ ) অভাব নাটক 

( গ ) পূর্ণাঙ্গ নাটক 

( ঘ ) হাসির নাটক 

( xi ) “ মঞ্চের মাঝখানে ” ওল্টানো রয়েছে – 

( ক ) একটি 

( খ ) একটি চেয়ার 

( গ ) একটি লন্ঠন

( ঘ ) একটি টুল 


( xii ) শম্ভু মিত্রের মতে , জীবনকে উপলব্ধি করা যাবে – 

( ক ) রাস্তায় , মাঠে , ঘাটে

( খ ) চার দেওয়ালের মধ্যে 

( গ ) বুকের মধ্যে 

( ঘ ) মঞ্চের মাঝে 



অথবা 


( xiii ) “ এ সব বাজে কথায় আমি বিশ্বাস করি না ।” – বাজে কথাটি হল 

( ক ) অভিনেতার মৃত্যু নেই 

( খ ) নাট্যভিনয় একটা পবিত্র শিল্প 

( গ ) রজনী চাটুজ্জে মরে গেছে 

( ঘ ) পাবলিক আমাকে আর চায় না । 


( xiv ) “ সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নেই – কেবল সার্জেন্ট এর একটি 

( ক ) টুপি থাকে 

( খ ) লাঠি থাকে 

( গ ) ক্রস বেল্ট থাকে 

( ঘ ) ব্যাজ থাকে 


অথবা 


( xv ) দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল ? 

( ক ) জ্বলন্ত ধূপকাঠি 

( খ ) তরবারি 

( গ ) আতরদান

( ঘ ) জ্বলন্ত মোমবাতি 

( xvi ) “ যখন সমুদ্র তাকে খেল ” – কাকে খেল ? 

( ক ) আটলান্টিকে 

( খ ) থিবসেকে 

( গ ) লিমাকে 

( ঘ ) ব্যাবলিনকে 


( xvii ) “ বলি কান্ধারি নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন ” – 

( ক ) গাছের তলায় 

( খ ) পথের ধারে 

( গ ) পাহাড়ের চুড়ায়

( ঘ ) নদীর ধারে 


( xviii ) রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন – 

( ক ) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী

( খ ) রঘুনাথ রায় 

( গ ) নিধুবাবু 

( ঘ ) জ্ঞান গোঁসাই 


( xix ) “ দাদার কীর্তি ” চলচ্চিত্রটির পরিচালক ? 

( ক ) তপন সিংহ 

( খ ) দিনেন গুপ্ত 

( গ ) গৌতম ঘোষ 

( ঘ ) তরুণ মজুমদার 


( xx ) কালাজ্বরের প্রতিষেক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন 

( ক ) রাধাগোবিন্দ ধর 

( খ ) নীলরতন সরকার 

( গ ) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 

( ঘ ) বিধানচন্দ্র রায় 


( xxi ) মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা – 

( ক ) ছয় 

( খ ) সাত 

( গ ) আট

( ঘ ) নয় 


( xxii ) “ থিসরাস ” শব্দের বৃৎপত্তিগত অর্থ হল – 

( ক ) অভিধান 

( খ ) শব্দকোষ

( গ ) রত্নাগার 

( ঘ ) শব্দভান্ডার 


২। অনধিক ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 

( i ) “ বুড়ি খেপে গেল ।” – কোন কথায় বুড়ি খেপে গেল ? 

( ii ) “ উচ্ছব আবার কাঠ কাটতে থাকে ।” – উচ্ছব কাঠ কাটছিল কেন ? 

( iii ) “ কীসের মূল্যবোধ ।” – কোন প্রসঙ্গে বক্তার এরূপ উপলব্ধি হয়েছে ? 

( iv ) “ অলস সূর্য দেয় একে ” – অলস সূর্য কি একে দেয় ? 

( v ) কারা , কেন সারারাত মাঠে আগুন জ্বেলেছিল ? 

( vi ) “ চিনিলাম আপনারে ” – কবি কীভাবে নিজেকে চিনলেন ? 

( vii ) “ অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে ” কি করেন ?
 

অথবা 

“ তখন মনে মনে কত আশা , কত প্ল্যান !” – কে , কীসের আশা ও প্ল্যান করেছিলেন ? 

( viii ) “ তারা এসব মানবে কেন ?” – কারা , কি মানবে না বলে বক্তার মনে হয়েছে ? 


অথবা 

“ তাঁকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন ?” – কে , কাকে বন্দি করে রেখেছিলেন ? 

( ix ) “ স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হল ।” – কীসের আবেদন জানানো হয়েছিল ? 


অথবা 

“ সেই সন্ধায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ?” – কোন সন্ধার কথা বলা হয়েছে ? 

( x ) “ কলম ” শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখো । 

( xi ) যুগ্মধ্বনি কত রকমের ও কি কি ? 

( xii ) বর্গান্তর কাকে বলে ? 



৩। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 


৩.১। “ ওটা পাশবিক স্বার্থপরতা ” – কে , কাকে , কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন ? উদ্দৃত অংশের তাৎপর্য লেখো । 

৩.২। “ বচসা বেড়ে গেল ।” – প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো । 


৪। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 


৪.১। “ সে কখনো করে না বঞ্চনা ” – কে , কখনোও বঞ্চনা করে না ? কবি কীভাবে এই উপলব্ধি পৌঁছেছেন ? 

৪.২। “ আগুন জ্বলল আবার ” – কবিতায় “ আবার ” শব্দটির ব্যাবহারের তাৎপর্য কি ? আবার আগুন জ্বলল কেন ? এই ঘটনা কীসের ইঙ্গিত দেয় ? 


৫। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 


৫.১। “ তাদের অভিনয় দেখে আজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন ।” আজেনস্টাইন সাহেব কে ? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন ? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন ? 

৫.২। “ জানো , কালীনাথ একটি মেয়ে ।” – এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও । রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো । 


৬। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 


৬.১। “ জয়তোরণে ঠাসা মহণীয় রোম ” – কথাটি ব্যাখ্যা করো । প্রসঙ্গটি উল্লেখের কারণ কি ? 

৬.২। “ এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও ।” – কোন প্রসঙ্গে , কে মন্তব্যটি করেছিলেন ? বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল ? এই বিষয়ে বক্তাকে এবারে কি ভূমিকা নিতে হয়েছিল ? 


৭। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 


৭.১। “ অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান ।” – লেখক কি গান শুনেছিলেন মায়ের কাছ থেকে ? কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক ? 

৭.২। “ বিশ্বাস করো , বানানো গল্প নয় ।” – কোন রচনার অংশ ? লেখক যে কাহিনী সম্বন্ধে একথা বলেছেন , সেটি সংক্ষেপে লেখো । 


৮। অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 


৮.১। উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও । 

৮.২। শব্দাথের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো । 


৯। অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 


৯.১। বাংলা সংস্কৃতির ইতিহাসে রবীন্দ্রসংগীতের গুরুত্ব আলোচনা করো । 

৯.২। বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো । 

৯.৩। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো । 

৯.৪। বাঙালির কুস্তিচর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও । 


১০। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে , নির্দেশানুসারে কমবেশি ৪০০ শব্দে একটি প্রবন্ধ রচনা করো : 


১০.১। বাংলার উৎসব । 

১০.২। প্রদও অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে , পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো : মানবজীবন । 


১০.৩। বিতর্কের বিষয় : বিজ্ঞাপন ছাড়া বর্তমান - জীবন অচল । 

১০.৪। নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী  । 



বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৩

Higher Secondary Final Exam 2023 Political Science Question Paper উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৩ hs Political Science question paper 2023




1। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো  : 

( i ) প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ? 

( a ) প্রথম বিশ্বযুদ্ধে 

( b ) দ্বিতীয় বিশ্বযুদ্ধে

( c ) ঠান্ডা লড়াইয়ে 

( d ) ভারত পাক যুদ্ধে 


( ii ) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ? 

( a ) বান্দুং - এ 

( b ) বেলগ্রেডে

( c ) কলম্বোয় 

( d ) নিউ ইয়র্কে 

( iii ) SALT - I স্বাক্ষরিত হয়েছিল 

( a ) 1972 সালে 

( b ) 1963 সালে

( c ) 1968 সালে

( d ) 1973 সালে

( iv ) পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় ? 

( a ) 1952 সালে

( b ) 1953 সালে

( c ) 1954 সালে

( d ) 1956 সালে

( v ) সার্ক ( SAARC ) এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ? 

( a ) দিল্লিতে 

( b ) ইসলামাবাদে 

( c ) ঢাকায় 

( d ) কম্বোতে 
 
(vi ) 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ? 

( a ) 2005 সালে

( b ) 2007 সালে

( c ) 2009 সালে

( d ) 2011 সালে

( vii ) সম্মিলিত জাতিপুঞ্জে ‘ শান্তির জন্য ঐক্য ’ প্রস্তাব গৃহীত হয়েছিল ? 

( a ) নভেম্বর 3 , 1945

( b ) নভেম্বর 3 , 1950

( c ) এপ্রিল 4 , 1953

( d ) জুন 4 , 1955

( viii ) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ? 

( a ) উ . থালট 

( b ) ট্রিগভি লি 

( c ) কোফি আন্নান 

( d ) বান কি মুন 

( ix ) জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল ? 

( a ) ডাম্বারটন ওকস সম্মেলনে 

( b ) ইয়াল্টা সম্মেলনে

( c ) সানফ্রান্সিসকো সম্মেলনে

( d ) ওয়াশিংটন ঘোষণায় 

( x ) আন্তর্জাতিক বিচারালয়ের বিচার এলাকা হল ? 

( a ) তিনটি 

( b ) চারটি 

( c ) পাঁচটি 

( d ) ছয়টি 
 
( xi ) ক্ষমতা স্বতন্ত্রিকরন নীতি অনুসৃত হয় ? 

( a ) বিট্রেনে 

( b ) ভারতে 

( c ) জাপানে 

( d ) মার্কিন যুক্তরাষ্ট্রে

( xii ) আমলাতন্ত্র হল ........ শাসন । 

( a ) স্থায়ী 

( b ) অস্থায়ী 

( c ) একক 

( d ) বহু 

( xiii ) “ স্বাধীনতার রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় ” – বলেছেন ? 

( a ) লর্ড অ্যাক্টন 

( b ) ওপেনহাইম 

( c ) গার্নার 

( d ) বেন্থাম 

( xiv ) বহু পরিচালক বিশিষ্ট শাসনব্যাবস্থার উদাহরণ হল 

( a ) গ্রেট ব্রিটেন 

( b ) ভারত 

( c ) ফ্রান্স 

( d ) সুইজারল্যান্ড 

( xv ) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন ? 

( a ) জে . এস . মিল 

( b ) হেগেল 

( c ) বার্কার 

( d ) ফাইনার 
( xvi ) “ ন্যায় বিচারের দ্বীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভাষণ অন্ধকার ” – এ কথা বলেছেন ? 

( a ) সেজউইক 

( b ) বার্কার 

( c ) লর্ড ব্রাইস 

( d ) জে . এস . মিল 

( xvii ) “ সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল ” – বলেছেন ? 

( a ) সরোজিনী নাইডু 

( b ) রাজা রামমোহন রায় 

( c ) রবীন্দ্রনাথ ঠাকুর

( d ) মহাত্মা গান্ধী 

( xviii ) রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতিকে বলা হয় ? 

( a ) ইমপিচমেন্ট 

( b ) ভেটো 

( c ) কোটা 

( d ) কোরাম 

( xix ) রাজ্যসভায় সভাপতিত্ব করেন ? 

( a ) রাষ্ট্রপতি 

( b ) উপরাষ্ট্রপতি 

( c ) স্পিকার 

( d ) প্রধানমন্ত্রী 

( xx ) ‘ জিরো আওয়ার’ বলতে সময় বোঝানো হয় ? 

( a ) সকাল 11 টা থেকে দুপুর 12 টা 

( b ) দুপুর 12 টা থেকে দুপুর 1 টা 

( c ) বিকাল 4 টা থেকে বিকাল 5 টা 

( d ) বিকাল 5 টা থেকে সন্ধ্যা 6 টা 
( xxi ) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন ? 

( a ) সভাধিপতি 

( b ) সভাপতি 

( c ) প্রধান 

( d ) কোনোটিই নয় 

( xxii ) কলকাতা কোপরেশনের ওয়ার্ড সংখ্যা হলো ? 

( a ) 144

( b ) 142

( c ) 135

( d ) 152

( xxiii ) পশ্চিমবঙ্গের প্রথম পৌরনিগম কোনটি ? 

( a ) কলকাতা পৌরনিগম

( b ) চন্দননগর পৌরনিগম

( c ) হাওড়া পৌরনিগম 

( d ) কোনোটিই নয় 

( xxiv ) ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় ........... সালে । 

( a ) 1970

( b ) 1971

( c ) 1972

( d ) 1973


2। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 

( i ) NPT কথাটির পূর্ণরূপ কি ? 

অথবা 

NIEO কথাটির পূর্ণরূপ কি ? 


( ii ) দ্বি - মেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো ? 

( iii ) মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল ? 

অথবা 

পটসডাম সম্মেলনে যোগদানকারী দুইজন নেতার নাম করো ? 

( iv ) ‘ The Making of Foreign Policy ’ গ্রন্থটি কার লেখা ? 

( v ) সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো । 

( vi ) লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? 

অথবা 

কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রুপকার ? 

( vii ) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি ? 

অথবা 

জাতিপুঞ্জের অছি পরিষদের যে কোনো দুটি কার্যাবলী লেখো । 

( viii ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম করো । 

( ix ) ‘ Big Five ’ বা পঞ্চপ্রধান কাদের বলা হয় ? 

( x ) সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে ? 
অথবা 

সম্মিলিত জাতিপুঁজের সংবিধানকে  কি বলা হয় ? 

( xi ) ‘ স্পিরিট অফ দি লজ ’ গ্রন্থটি কার লেখা ? 

( xii ) ‘ ডুমা ’ কোন দেশের আইনসভা ? 

অথবা 

উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থার যে কোনো একটি উদাহরণ দাও । 

( xiii ) ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের যে কোনো একটি বিশেষধিকার ও অব্যহিত উল্লেখ করো । 

( xiv ) ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি ? 
অথবা 

‘ কিচেন ক্যাবিনেট ’ বলতে কি বোঝো ? 

( xv ) পৌরসভার একটি আয়ের উৎস লেখো ? 

( xvi ) ওয়াড কমিটি কি ? 

অথবা 

মিউনিসিপ্যাল কর্পোরশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত ? 


৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 

( i ) ক্ষমতা বলতে কি বোঝো ? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো । 

অথবা 

জাতীয় স্বার্থ কাকে বলে ? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো । 

( ii ) উদারনীতিবাদ কাকে বলে ? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য গুলি আলোচনা করো । 

( iii ) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো । 

অথবা 

ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো । 

( iv ) জাতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো । 



( v ) ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো । 

অথবা 

ভারতের বিচারব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো । 



বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৩

Higher Secondary Final Exam 2023 History Question Paper উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৩ hs History question paper 2023



১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো । 

( i ) ‘ হাজার দুয়ারী জাদুঘর ’ হল একটি ? 

( a ) প্রাকৃতিক জাদুঘর  

( b ) প্রত্নতাত্ত্বিক জাদুঘর

( c ) জীবন্ত জাদুঘর

( d ) ঐতিহাসিক জাদুঘর

( ii ) মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম ? 

( a ) ‘ একাত্তরের ডায়েরী ’ 

( b ) ‘ আমি নেতাজীকে দেখেছি ’ 

( c ) ‘ জীবনের ঝরাপাতা ’

( d ) ‘ সেদিনের কথা ’ 

( iii ) উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন 

( a ) ম্যাগেলান 

( b ) ভাস্কো ডা গামা 

( c ) কলম্বাস 

( d ) বার্থোলোমিউ ডিয়াজ 

( iv ) ‘ দ্য ওয়েলথ অব নেশন ’ গ্রন্থের লেখক 

( a ) অ্যাডাম স্মিথ 

( b ) হবসন 

( c ) লেনিন 

( d ) অমর্ত্য সেন 
( v ) ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যাবস্থা প্রবর্তন করেন 

( a ) ওয়ারেন হেস্টিংস 

( b ) লর্ড কর্ণওয়ালিশ 

( c ) লর্ড ওয়েলেসলি 

( d ) উইলিয়াম বেন্টিংক 

( vi ) স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ ২ মেলাও : 

স্তম্ভ ১ 

( a ) রেগুলেটিং অ্যাক্ট 

( b ) ফারুকশিয়ারের ফরমান

( c ) বাংলায় কোম্পানির দেওয়ানী লাভ 

( d ) পিটের ভারত শাসন ভাইন 

স্তম্ভ ২ 

( a ) 1765 সাল 

( b ) 1773 সাল

( c ) 1784 সাল

( d ) 1717 সাল

( vii ) 1843 সালে চিনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ? 

( a ) পিকিং সন্ধি 

( b ) নানকিং সন্ধি 

( c ) বোগের সন্ধি 

( d ) তিয়েনসিনের সন্ধি 

( viii ) ‘ গুলামগিরি ’ গ্রন্থটির রচয়িতা হলেন ? 

( a ) জ্যোতিবা ফুলে 

( b ) শ্রীনারায়ণ গুরু 

( c ) স্বামী দয়ানন্দ সরস্বতী 

( d ) আত্মারাম পান্ডুরঙ্গ 

( ix ) আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ? 

( a )  উইলিয়াম হান্টার 

( b ) থিওডোর বেক

( c ) স্যার সৈয়দ আহমেদ খান 

( d ) লর্ড হেস্টিংস 

( x ) সংস্কারের দাবিতে চিন সম্রাটের কাছে আবেদন পত্র জমা দেন ? 

( a ) সান উয়ান - পেই 

( b ) কোয়াংসু 

( c ) কাং ইউ - ওয়ে 

( d ) চেন - তু - সিউ 
( xi ) রাওলাট কমিশনের অপর নাম হল ? 

( a ) সিডিশন কমিশন 

( b ) হুইটলি কমিশন

( c ) সাইমন কমিশন

( d ) ওয়াটসন কমিশন

( Xii ) কত সালের 16 আগস্ট ‘ সাম্প্রদায়িক বাটোয়ারা ’ ঘোষিত হয় ? 

( a ) 1930 সাল 

( b ) 1931 সাল 

( c ) 1932 সাল 

( d ) 1933 সাল 

( Xiii ) ক্রিপস প্রস্তাবকে ‘ একটি ফেলপড়া ব্যাংকের আগামী তারিখের চেক ’ – বলেছিলেন ? 

( a ) বল্লবভাই প্যাটেল 

( b ) মহাত্মা গান্ধী 

( c ) জওহরলাল নেহেরু 

( d ) মোহাম্মদ আলী জিন্না

( Xiv ) নেতাজী সুভাষচন্দ্র বসু ‘ শহীদ ’ ও ‘ স্বরাজ ’ নাম দেন কোন দুটি দ্বীপপুঞ্জের ? 

( a ) লাক্ষা ও মিনিকয় 

( b ) ফরমোজা ও লুসাকা 

( c ) গ্রেট বেরিয়ার ও হাওয়াই 

( d ) আন্দামান ও নিকোবর 

( Xv ) হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ? 

( a ) চিন 

( b ) জাপান 

( c ) কোরিয়া 

( d ) ইন্দোনেশিয়া 

( Xvi ) ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ? 

( a ) হো চি মিন 

( b ) সুহাত 

( c ) সুকর্ন 

( d ) মোহাম্মদ হাত্তা 

( Xvii ) স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ ২ মেলাও : 

স্তম্ভ  - ১ 


( i ) ট্রুম্যান নীতি 

( ii ) বার্লিন অবরোধ 

( iii ) আনজুস চুক্তি 

( iv ) ফুলটন বক্তৃতা 


স্তম্ভ - ২ 

( A ) 1946 

( B ) 1947 

( C ) 1948 

( D ) 1951 


বিকল্প সমূহ : 

( a ) (i) - ( A ) , (ii) - ( C ) , (iii) - ( B ) , (iv) - ( D ) 

( b ) (i) - ( B ) , (ii) - ( C ) , (iii) - ( D ) , (iv) - ( A ) 

( c ) (i) - ( A ) , (ii) - ( D ) , (iii) - ( C ) , (iv) - ( B ) 

( d ) (i) - ( C ) , (ii) - ( A ) , (iii) - ( B ) , (iv) - ( D ) 


( Xviii ) COMECON গড়ে ওঠে ? 

( a ) আমেরিকায় 

( b ) এশিয়ায় 

( c ) পূর্ব ইউরোপে 

( d ) পশ্চিম ইউরোপে 


( Xix ) আরব লিগের অধীন ছিল না ? 

( a ) মিশর 

( b ) লেবানন 

( c ) ইরাক 

( d ) ইজরায়েল 

( Xx ) কুয়োমিনটাং দলের প্রতিষ্ঠাতা কে ? 

( a ) সানইয়াৎ সেন 

( b ) মাও সে তুং 

( c ) চিয়াং কাই শেক 

( d ) চৌ এন লাই 
( Xxi ) ‘ বি উপনিবেশিকরণ ’ ( Decelonisation ) শব্দটি প্রথম ব্যাবহার করেন ? 

( a ) ওয়াল্টার লিপম্যান 

( b ) মরিস . ডি . মরিস 

( c ) ফ্রানজ ফ্যানন 

( d ) মরিৎজ জুলিয়াস বন 

( Xxii ) স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় ? 

( a ) 1947 সালে 

( b ) 1948 সালে

( c ) 1949 সালে

( d ) 1950 সালে

( Xxiii ) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন ? 

( a ) শহীদুল্লা 

( b ) জিয়াউল হক 

( c ) শেখ মুজিবর রহমান 

( d ) সুরাবর্দী 

( Xxiv ) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন ? 

( a ) বিশ্বনাথ প্রতাপ সিং

( b ) চরণ সিং 

( c ) মোরারাজি দেশাই 

( d ) জয়প্রকাশ নারায়ণ 



                         সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নবলী 

২। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 

( i ) কোন দেশ ‘ মশলা দ্বীপপুঞ্জ ’ নামে বিখ্যাত ছিল ? 

( ii ) ‘ নতুন বিশ্ব ’ বলতে কি বোঝায় ? 


        অথবা 

‘ কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝো ’ – এই ধারণাটি কে প্রচার করেন ? 

( iii ) কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পর্দাপন করেন ? 


           অথবা 


লগ্নি পুঁজি কি ? 

( iv ) দস্তক কি ? 

( v ) চিনে মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন ? 

           অথবা 

কাওটাও প্রথা কি ? 

( Vi ) ‘ নব্যবঙ্গ ’ নামে কারা পরিচিত ? 

( Vii ) ‘ দিকু ’ কাদের বলা হত ? 

             অথবা 

কে ‘ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর ’ নামে পরিচিত ? 

( Viii ) জাপান কবে চিনের কাছে ‘ একুশ দফা দাবী ’ পেশ করেছিল ? 

( ix ) ‘ মাহাদ মার্চ ’ কি ? 


           অথবা 

মিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন ? 

( X ) ‘ টিসকো ’ কবে প্রতিষ্ঠিত হয় ? 

( Xi ) ‘ সি . আর . ফর্মুলা ’ কি ? 

( Xii ) কে ‘ ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি ’ প্রতিষ্ঠা করেন ? 

( Xiii ) ‘ বার্লিন অবরোধ ’ কি ? 

( Xiv ) বুলগানিন কে ছিলেন ? 

( Xv ) ‘ ইন্ডিয়ান  ইনস্টটিউট অব টেকনোলজি ’ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ? 

( Xvi ) আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে ? 


বর্ণনামূলক প্রশ্নাবলী 


৩। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খন্ড থেকে নূন্যতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) 

                 খন্ড – ক 

( i ) পেশাদারী ইতিহাস বলতে কি বোঝায় ? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি ? 


               অথবা 

‘ মিথ ’ বলতে কি বোঝো ? মিথ ও কিংবদন্তীর মধ্যে পার্থক্য নির্দেশ করো । 

( ii ) পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো । 

( iii ) নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো । 

( iv ) একজন সমাজসংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো । 


                     খন্ড – খ 


( V ) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের ( 1919 ) সমালোচনামূলক বিশ্লেষন করো । 


অথবা 

বাংলায় 1943 খ্রিষ্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি কি কি ? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কি ছিল ? 

( Vi ) ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো । 

( Vii ) সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো । 

( Viii ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও । এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল ? 



মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

আশাপূর্ণা দেবী জীবনীমূলক রচনা | Ashapurna Devi


জন্ম ও পারিবারিক পরিচয় : আশাপূর্ণা দেবীর জন্ম হয় ১৯০৯ খ্রিষ্টাব্দের ৮ জানুয়ারি (বাংলা ২৪ পৌষ, ১৩১৫) শুক্রবার সকালে উত্তর কলকাতায় মাতুলালয়ে। পিতার নাম হরেন্দ্র নাথ গুপ্ত এবং মাতা সরলাসুন্দরী দেবী । হরেন্দ্রনাথ গুপ্ত ছিলেন কমর্শিয়াল আর্টিস্ট ; সেযুগের জনপ্রিয় বাংলা পত্রিকাগুলিতে ছবিও আঁকতেন। তার রাজভক্তি ও রক্ষণশীলতার বিপরীতে অবস্থান করতেন মা সরলাসুন্দরী দেবী। সাহিত্যপাঠই ছিল তার জীবনের একমাত্র ‘পরমার্থ’। রাজনৈতিক আদর্শে ছিলেন কট্টর ব্রিটিশ-বিদ্বেষী স্বদেশী।

গুপ্ত-পরিবারের আদিনিবাস ছিল হুগলি জেলার বেগমপুরে। যদিও আশাপূর্ণা দেবীর জীবনের সঙ্গে এই অঞ্চলটির কোনও প্রত্যক্ষ যোগ ছিল না। তার ছোটোবেলা কেটেছে উত্তর কলকাতাতেই, ঠাকুরমা নিস্তারিনী দেবীর পাঁচ পুত্রের একান্নবর্তী সংসারে। পরে হরেন্দ্রনাথ যখন তার আপার সার্কুলার রোডের (বর্তমান আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড) নিজস্ব বাসভবনে উঠে আসেন আশাপূর্ণার বয়স তখন সাড়ে পাঁচ বছর। কিন্তু বাল্যের ওই কয়েকটি বছর তার মনে গভীর ছাপ রেখে যায়। পরবর্তীকালে সাহিত্যেও নানা ভাবে এঁকেছিলেন ‘দেহে ও মনে অসম্ভব শক্তিমতী’ তার সেই ঠাকুরমার ছবি।



শৈশব ও শিক্ষা : প্রথাগত শিক্ষার সৌভাগ্য আশাপূর্ণার হয়নি ঠাকুরমার কঠোর অনুশাসনে। পরবর্তীজীবনে এক স্মৃতিচারণায় এই প্রসঙ্গে আশাপূর্ণা বলেছিলেন, “...ইস্কুলে পড়লেই যে মেয়েরা... বাচাল হয়ে উঠবে, এ তথ্য আর কেউ না জানুক আমাদের ঠাকুমা ভালোভাবেই জানতেন, এবং তাঁর মাতৃভক্ত পুত্রদের পক্ষে ওই জানার বিরুদ্ধে কিছু করার শক্তি ছিল না।” তবে এই প্রতিকূল পরিবেশেও মাত্র আড়াই বছরের মধ্যে দাদাদের পড়া শুনে শুনে শিখে গিয়েছিলেন পড়তে। বর্ণপরিচয় আয়ত্ত করেছিলেন বিপরীত দিক থেকে।  মা সরলাসুন্দরী ছিলেন একনিষ্ঠ সাহিত্য-পাঠিকা। সেই সাহিত্যপ্রীতি তিনি তার কন্যাদের মধ্যেও সঞ্চারিত করতে চেষ্টার ত্রুটি রাখেননি। সাধনা, প্রবাসী, ভারতবর্ষ, সবুজপত্র, বঙ্গদর্শন, বসুমতী, সাহিত্য, বালক, শিশুসাথী, সন্দেশ প্রভৃতি ১৬-১৭টি পত্রিকা এবং দৈনিক পত্রিকা হিতবাদী তো বাড়িতে আসতই, তাছাড়াও সরলাসুন্দরী ছিলেন স্বনামধন্য বঙ্গীয় সাহিত্য পরিষদ, জ্ঞানপ্রকাশ লাইব্রেরি ও চৈতন্য লাইব্রেরির সদস্য। বাড়িতে সেযুগের সকল প্রসিদ্ধ গ্রন্থের একটি সমৃদ্ধ ভাণ্ডারও ছিল। এই অণুকূল পরিবেশে মাত্র ছয় বছর বয়স থেকেই পাঠ্য ও অপাঠ্য নির্বিশেষে পুরোদমে পড়াশোনা শুরু করে দেন আশাপূর্ণা। পরবর্তী কালে এই বাল্যকাল সম্পর্কে তিনি বলেছিলেন, “হিসেব মতো আমার ছেলেবেলাটা কেটেছে, সংসার ঊর্ধ্বের একটি স্বর্গীয় জগতে। বই পড়াই ছিল দৈনিক জীবনের আসল কাজ।”

১৯২৪ সালে, মাত্র ১৫ বছর ৮ মাস বয়সে কৃষ্ণনগরের বাসিন্দা কালিদাস গুপ্তের সাথে বিবাহ সম্পন্ন হয়।



আশাপূর্ণা দেবী রচিত গ্রন্থাবলি : সুবর্ণলতা , বকুলকথা , অগ্নিপরীক্ষা , গজ উকিলের হত্যা রহস্য , ভূতুরে কুকুর , শুক্তিসাগর , সুখের চাবি ,
বলয়গ্রাস , যোগবিয়োগ , নির্জন পৃথিবী , ছাড়পত্র , প্রথম লগ্ন , সমুদ্র নীল আকাশ নীল , উত্তরলিপি , তিনছন্দ , আর এক ঝড় , নদী দিক হারা , একটি সন্ধ্যা একটি সকাল , উত্তরণ , জহুরী , মায়াজাল ।




উল্লেখযোগ্য পুরস্কার

জ্ঞানপীঠ পুরস্কার ,  রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমী ফেলোশিপ



মৃত্যু : ১৩ই জুলাই , ১৯৯৫




উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন পত্র ২০২০ [ HS Political Science Questions Papers 2020 ]



 
          


i) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার মূল উপাদান গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো ।




                       অথবা



জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও । জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপাদান গুলি উল্লেখ করো ।





ii) উদারনীতি বাদ কাকে বলে ? উদারনীতি বাদের মূল বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে আলোচনা করো ।




iii) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষিপ্ত বর্ণনা দাও ।




                        অথবা




ভারতের  কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ।




iv) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।




v) ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ।



                       অথবা




ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ।



 

মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের নামকরণের সার্থকতা বিচার ক



মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় পঞ্চাশের মন্বন্তর কালে অফিস যাওয়ার পথে একদিন ফুটপাতে অনাহারে মৃত্যুর এক বীভৎস দৃশ্যের সাক্ষী হয়।এই দৃশ্য দেখে সে এতটাই আঘাত পায় এবং অপরাধবোধের দিন্য   হয়ে পড়ে যে , তারপর থেকে ভালো করে খেতে ও ঘুমোতে পারে  না আদর্শবাদী  যুবকটি তাই সস্ত্রীক এক বেলা খাওয়া কমিয়ে সেই খাবার অনাহারীদের বিলোতে  শুরু করে ।
পুরো মাইনে টা সে সহকর্মী বন্ধু নিখিল এর মাধ্যমে ত্রাণ তহবিলে দান করে ।  শহরের ফুটপাতে ঘুরে ঘুরে দুর্ভিক্ষ পীড়িতদের দেখতে দেখতে শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় পরিবার, পেশা  ও সমাজকে ত্যাগ করে এইসব না খেতে পাওয়া মানুষদেরই  একজন হয়ে যায় ।  ছেড়া ন্যাকড়া পড়ে, মুখ ভর্তি দাড়ি  নিয়ে মগ হাতে লঙ্গরখানায় মারামারি করে খেচুরি খায় আর  ফুটপাতে পড়ে থাকে সে ।


নিজের সর্বস্ব দিয়ে ও দুর্ভিক্ষপীড়িত দের  বাঁচাতে ব্যর্থ হয়ে মৃত্যুঞ্জয় হতাশ হয়ে সর্বহারা শ্রেণীর মধ্যে নিজেকে বিলীন করে দিয়েছে এতে নিজে যেমন প্রকৃত ভাবে   বাঁচতে পারেনি , তেমনি অনাহারী দেরও বাঁচাতে পারেনি।  তাই এ গল্পের শিরোনামের মধ্য দিয়ে লেখক ' ভুল সর্গ - এর অধিবাসী এ গল্পের মুখ্য চরিত্রের ঘটন মূলক সমালোচনা করে এর নামকরণের সার্থক করে তুলেছে ।

কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের মৃত্যুঞ্জয় চরিত্র পর্যালোচনা ক




মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় একজন সৎ মধ্যবিত্ত চাকুরীজীবী । নিরীহ, শান্ত, দরদি , ভালো, মানুষ এই যুবকটি চারপাশের মধ্যে এখনো বুকের  ভেতরে পুষে রাখে আদর্শবাদের হারিয়ে যাওয়া এক ঐতিহ্য ।

মৃত্যুঞ্জয় একদিন অফিস যাওয়ার পথে আকমক্ষিকভাবে দেখে ফেলে   ফুটপাতের অনাহারে মৃত্যুর দৃশ্য।দুর্ভিক্ষের সময় এমন দৃশ্য খুব স্বাভাবিক হলেও আবেগপ্রবণ মৃত্যুঞ্জয় এই দৃশ্যে দেখে  প্রচন্ড আঘাত পায়। তারপর থেকে সে ক্রমে ক্রমে  ভিতরে-বাইরে পাল্টে দিতে শুরু করে। অপরাধবোধে  সস্ত্রীক  মৃত্যুঞ্জয় এক বেলা না খেয়ে সে খাবার বিলিয়ে দেই দুর্ভিক্ষপীড়িত দের  মধ্যে। এমনকি মাসের  পুরো মাইনেটা সে ত্রাণ তহবিলে দান করে দেয় ।  কিন্তু অচিরেই বুঝতে পারে যে যথা সর্বস্ব দান করলেও অনাহারী মানুষগুলো কিছু মাত্র ভালো করতে পারবে না সে এরপর তাই সে অন্য প্রার্থীদের ভিড়ে  ঘুরতে ঘুরতে এক সময় তাদেরই একজন হয়ে যায় । অফিসে এবং তারপর বাড়িতে যাওয়াও বন্ধ করে দেয় সে । ছেড়া ন্যাকড়া পরে খালি গায়ে শেষ সে অনাহারীদের সঙ্গে ফুটপাতে পড়ে থাকে এবং লঙ্গরখানার  খিচুড়ি কারাকারি করে খেতে শুরু করে ।


সুতরাং , মৃত্যুঞ্জয় চরিত্রটি দুর্ভিক্ষ পীড়িত মানুষদেরপ্রতিবাদে, প্রতিরোধ বা সংগ্রামে উদ্বুদ্ধ করতে না পারলেও   সে যে মধ্যবিত্তের খোলস ত্যাগ  করে সর্বহারা শ্রেণীর মধ্যে বিলীন হতে পেরেছে এটাও  কম কৃতিত্বের নয় ।

'কে বাঁচায় কে বাঁচে' গল্পের টুনুর মা চরিত্রটি পর্যালোচনা কর ?




মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের স্বামী অন্ত প্রাণ সহধর্মিনী হলো মমতাময়ী নারী টুনুর মা। নামহীন এই চরিত্রটি শারীরিকভাবে শির্না ও রোগা হলেও মন্বন্তরের বীভৎসতায় নিজের  পরিবার  সম্পর্কে উদাসীন হয়ে যাওয়া স্বামীর  অস্থিরতাকে সে কেবল মেনে নেইনি, মনেও  নিয়েছে। সে যে তার স্বামীকে ভালোবাসতো এবং তার আদর্শকে সম্মান করতো তা ই  নয় । সে নিজেও ছিল  উদার  হৃদয় এবং মমতাময়ী ।
শয্যাশায়ী অবস্থায় সে বারবার নিজের স্বামীর খোঁজ খবর করেছে, স্বামীর সহকর্মী বন্ধু  নিখিল কেউ সকাতর অনুরোধ করেছে তার স্বামীর খেয়াল রাখতে সঙ্গে থাকতে । দুই-তিনবার সে স্বামীর ফুটপাথে দুর্ভিক্ষ পীড়িত অনাহার মানুষগুলোকে দেখে বেড়ানোর সঙ্গী ও  হয়েছে । নিখিল কে সে জানায় উঠতে পারলে আমি তো  সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। মৃত্যুঞ্জয় এর ব্যাপারে টুনুর মা আরও জানিয়েছেন একেবারে মুষরে ছেড়ে যাচ্ছেন দিনকে দিন।

নিখিল কে সে বলেছে , উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়ে গুলির জন্য সত্যিই আমার ভাবনা হয় না। কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোক গুলির  কথা। এভাবেই মৃত্যুঞ্জয় আদর্শবাদের সঙ্গী হয়ে যায় টুনুর  মা।
সুতরাং, টুনুর মা  এ  গল্পের প্রধান চরিত্র হলেও গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়কে উজ্জ্বল করে তুলে ধরার এই চরিত্রটি  ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে ।

কে বাঁচায় কে বাঁচে ছোটগল্পের নিখিল চরিত্রটি পর্যালোচনা কর ??



উত্তর:-  মানিক বন্দ্যোপাধ্যায়ের " কে বাঁচায় কে বাঁচে " ছোটগল্পের নায়ক  মৃত্যুঞ্জয় অফিসের সহকর্মী বন্ধু ছিল নিখিল । প্রখর বুদ্ধিমান এই রোগা যুবকটি ছিল কিছুটা অলস প্রকৃতির । দুই সন্তানের পিতা নিখিলের সংসারে বিশেষ  মন নেই বলে কেউ কেউ মনে করতেন। বইপত্র পড়ে এবং নিজের ভাবনার জগতে বিচরন করেই অবসর সময় কাটা তো এই অন্তর্মূখী যুবকটি।
অফিসের সহকর্মী বন্ধু মৃতুঞ্জয়ের  মাইনে নিখিলে থেকে সামান্য কিছু বেশি হলেও অন্য সকলের মতো নিখিল ও তাকে তাকে বেশ পছন্দ করত । হয়তো তাতে কিছুটা অবজ্ঞা মিশ্রিত ভালোবাসা জড়িয়ে থাকতো । তবে মৃত্যুঞ্জয়ের মানসিক শক্তির কাছে নিখিল কিছুটা যেন নিস্তেজ ছিল। মাঝে মাঝে তার এই ভেবে আফসোস হত রে সে চদি নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হত তাহলে মন্দ হত না । এর থেকে মৃত্যুঞ্জয়ের প্রতি তার সহকর্মী নিখিলের মৃদু ঈষার  পরিচয় ও পাওয়া যায়।

[   ] তবে নিখিল স্বার্থপর ছিলনা । প্রতিমাসে তিন জায়গায় তাকে অর্থ সাহায্য পাঠাতে দেখা যায়। তাছাড়া মৃত্যুঞ্জয় কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে সে সচেষ্ট থেকেছে, তার পরিবারের খোঁজ খবর নিয়েছে এবং মৃত্যুঞ্জয় অফিসে যাওয়া বন্ধ করলে তার ছুটির ব্যবস্থা ও করেছে ।
হৃদয়বান , সামাজিক যুবক নিখিল ভয়াবহ দুর্ভিক্ষে   দুঃখি হলেও প্রিয় বন্ধু মৃত্যুঞ্জয় মতো একেবারে ভেঙ্গে পড়েনি । তাছাড়া মাইনের  পুরো টাকাটা মৃত্যুঞ্জয় ত্রাণ তহবিলে দান করলে সে তার প্রতিবাদ করেছি এ কথা ভেবে যে এভাবে দেশের লোক কে বাঁচানো যায় না।   মৃত্যুঞ্জয়ের   পরিবারের প্রতি আন্তরিক ভাবনা ও তার কথায় প্রতিফলিত হয়েছে। সাধারণ মানুষের মতোই সে এই যৌক্তিক কথা ই  নিজে না খাইয়া মারা বড় পাপ।


[    ]  সুতরাং,  চরিত্রের বিভিন্ন দিক গুলি পর্যালোচনা করে বলা যায় যে সে এ গল্পের হৃদয়বান এক বাস্তব বাদী  চরিত্র।

অতীত স্মরণ কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন




১) লোক কথার উল্লেখ যোগ্য সূত্র গুলি অর্থাৎ এপিক ল্য - গুলির পরিচয় দাও ?

২) পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখো ?

৩) আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি ?

৪) জাদুঘরের সংজ্ঞা এবং এর উদ্দেশ্য বা কার্যাবলী লেখো ?