সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

ঔপনিবেশিক ভারতের শাসন MCQ প্রশ্ন উত্তর







প্রতি প্রশ্নের মান :–১

১) ১৮৫৮ খ্রিস্টাব্দের আইন অনুসারে ‘ ভাইসরয়
উপাধি পান — ?
ক) ব্রিটিশ সম্রাট
খ ) ভারত সচিব
গ) গভর্নর
ঘ) গভর্নর জেনারেল
উত্তর :- ব্রিটিশ সম্রাট

২) ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয়
সদস্য ছিলেন   ?
ক)সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
খ ) গুরুদাস বন্দ্যোপাধ্যায়
গ)সত্যেন্দ্রনাথ ঠাকুর
ঘ)  উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তর :- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৩) সিমলা বৈঠক হয় — ?
ক) ১৯০৪ খ্রি .
 খ ) ১৯০৬ খ্রি .
গ)১৯০৮ খ্রি
ঘ) ১৯১০ খ্রি .
উত্তর :- ১৯০৬ খ্রি .

৪) ১৯০৯ খ্রিস্টাব্দের বাংলার কার্যনির্বাহক পরিষদের
সদস্য হন — ?
ক) কিশােরীলাল গােস্বামী
খ) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) সালিমুল্লাহ
উত্তর :- কিশােরীলাল গােস্বামী

৫) পার্সিভ্যাল ম্পিয়ার কত খ্রিস্টাব্দের আইনকে
‘ পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ ’ বলে
অভিহিত করেছেন ?
ক) ১৯০৯ খ্রি .
খ ) ১৮৯২ খ্রি .
 গ) ১৯১৯ খ্রি .
ঘ) ১৯৩৫ খ্রি
উত্তর :- ১৯০৯ খ্রি .
৬) লর্ড মিন্টো ছিলেন ?
ক) ভারতের গভর্নর জেনারেল
খ) ভারতের বড়ােলাট
গ) ভারতের গভর্নর
ঘ) ভারত সচিব
উত্তর :- ভারতের গভর্নর জেনারেল

৭) মন্টেগু - চেমসফোর্ড শাসন পরিষদ গঠিত হয় ?
নিয়ে বড়ােলাটের জন
ক) ৭ জন
খ) ১৬ জন
গ) ৪ জন
ঘ)  ৬ জন
উত্তর :- ৭ জন

৮) মন্টেগু - চেমসফোর্ড আইনের দ্বারা বড়ােলাট তার
কার্যাবলির জন্য কার কাছে দায়ী থাকতেন ?
ক) জনগণের কাছে
খ) বড়ােলাটের কার্যনির্বাহক পরিষদের
গ) ভারতীয় পার্লামেন্টের কাছে
ঘ) ব্রিটিশ পার্লামেন্টের কাছে
উত্তর :- ব্রিটিশ পার্লামেন্টের কাছে

৯) ১৯৩২ খ্রিস্টাব্দে ‘ সাম্প্রদায়িক বাঁটোয়ারা ’ নীতি
ঘােষণা করেন ।
ক) মন্টেগু
খ) ওয়েলিংটন
গ) ক্লিমেন্ট এ্যাটলি
 ঘ)  রামস ম্যাকডােনাল্ড
উত্তর :- রামস ম্যাকডােনাল্ড

১০) অ্যানি বেসান্ত কোন আইনকে ‘ দাসত্বের পরিকল্পনা
বলে অভিহিত করেন ?
ক)১৮৯২ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে
খ) মর্লে - মিন্টো আইনকে
গ) মন্টেগু - চেমসফোর্ড আইনকে
ঘ)  ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে
উত্তর :- মন্টেগু - চেমসফোর্ড আইনকে
১১) কোন বড়ােলাট বঙ্গভঙ্গ রদের কথা ঘােষণা ( ১৯১১
খ্রিস্টাব্দ ) করেন ?
ক) লর্ড মিন্টো
 খ) লর্ড কার্জন
গ) লর্ড হার্ডিঞ্জ
 ঘ) লর্ড ওয়াভেল
উত্তর :- লর্ড হার্ডিঞ্জ

১২) পুনা চুক্তি হয়েছিল — ?

ক)  ১৯৩০ খ্রি

খ) ১৯৩২ খ্রি

গ)  ১৯৩৬ খ্রি

ঘ) ১৯২৮ খ্রি

উত্তর :- ১৯৩২ খ্রি


১৩) সাইমন কমিশন ও গােলটেবিল বৈঠকগুলির
আলােচনার পরিপ্রেক্ষিতে সরকার একটি শ্বেতপত্র
প্রকাশ করে ®

ক) ১৯৩৩ খ্রি .

খ) ১৯৩১ খ্রি

গ) ১৯৩৫ খ্রি

ঘ) ১৯৩৪ খ্রি


উত্তর :- ১৯৩৩ খ্রি .


১৪) কোন্ আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র
সিদ্ধান্ত নেওয়া হয় ?

ক) ১৯০৯ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা


খ) ১৯১৯ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা


গ) ১৯২৭ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা


ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা


উত্তর :- ১৯৩৫ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা

১৫)  ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কেন্দ্রীয়
করা আইনসভার নিম্নকক্ষের সদস্যসংখ্যা কত নির্ধারণ
হয় ?


ক) ১৫৬

খ) ২৫০

গ) ২৬০

ঘ)  ৩৭৫



উত্তর :- ৩৭৫



১৬) সাইমন কমিশনের সুপারিশ , প্রথম , দ্বিতীয় ও তৃতীয়
গােলটেবিল শাসন বৈঠকের সুপারিশ অনুযায়ী ভারত ।
আইন পাস করা হয় —

ক) ১৯০৯ খ্রি .

খ)  ১৯১৯ খ্রি

গ) ১৯৩৫ খ্রি

ঘ) কোনােটিই নয়

উত্তর :- ১৯৩৫ খ্রি

১৭) ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কেন্দ্রীয়
আইনসভার উচ্চকক্ষের সদস্যসংখ্যা কত নির্ধারণ
করা হয় ?

ক) ১৫৬

খ) ২৫০

গ)  ২৬০

ঘ)  ৩৭৫

উত্তর :- ২৬০


১৮)  রাওলাট কমিশনের অপর নাম হল —

ক) সিডিশন
কমিশন

 খ) সাইমন কমিশন

গ) অ্যাকওয়ার্থ কমিশন

 ঘ) হুইটলি কমিশন

উত্তর :- সিডিশন
কমিশন

১৯) রাওলাট আইনকে কে “ উকিল নেহি , দলিল নেহি ,আপিল নেহি ” বলে মন্তব্য করেন

 ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

  খ) মহাত্মা গান্ধি

গ) মহম্মদ আলি জিন্না

ঘ) জওহরলাল নেহরু

উত্তর :- মহাত্মা গান্ধি



২০) স্যার সিডনি রাওলাট ছিলেন —

 ক) ইংল্যান্ডের রাজনৈতিক নেতা


 খ) ব্রিটিশ মন্ত্রী


গ) ব্রিটিশ ভারতের আইন সচিব


ঘ) ইংল্যান্ডের বিচারপতি


উত্তর :- ইংল্যান্ডের বিচারপতি
>

২১)  রাওলাট আইনের প্রতিবাদে গান্ধিজি ১৯১৯
| খ্রিস্টাব্দের কত তারিখে সারা দেশে ধর্মঘটের ডাকদেন ?


 ক) ৬ এপ্রিল

খ) ১০ এপ্রিল

গ) ১৩ এপ্রিল

ঘ)  ১৯ এপ্রিল


উত্তর :- ৬ এপ্রিল



২২)  রাওলাট সত্যাগ্রহের সময় গান্ধিজিকে । ১৯১৯খ্রিস্টাব্দের কত তারিখে গ্রেপ্তার করা হয় ?


ক) ৬ এপ্রিল

 খ) ১০ এপ্রিল


গ) ১৩ এপ্রিল

ঘ) ১৯ এপ্রিল




উত্তর :- ১০ এপ্রিল


২৩)  রাওলাট আইনের বিরােধিতা করায় সরকারঅমৃতসর থেকে গ্রেপ্তার করে —

ক) গান্ধিজিকে

খ) মহম্মদ আলি জিন্নাকে


গ) মদনমােহন মালব্যকে


ঘ) সৈফুদ্দিন কিচলুকে


উত্তর :- সৈফুদ্দিন কিচলুকে






২৪)  ১৯১৯ খ্রিস্টাব্দের পাঞ্জাবের ঘটনার তদন্তের জন্য যেকমিশন গঠন করা হয় তা হল

ক)  কমিশন

খ) সাইমন কমিশন


গ) হান্টার কমিশন


 ঘ) কোনােটিই নয়


উত্তর :- কোনােটিই নয়




২৫)  জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে কসাইখানার ।গণহত্যার সঙ্গে সমতুল্য বলেন

ক) সি . এফ . অ্যান্ড্রুজ

খ) গান্ধিজি


গ) চার্চিল

ঘ)  সুভাষচন্দ্র বসু



উত্তর :- চার্চিল



২৬)  ‘ রয়াল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি ’ গঠিত হয় ||

ক) ১৯১০ খ্রি

খ) ১৯১১ খ্রি

গ) ১৯১২ খ্রি

ঘ) ১৯১৩ খ্রি




উত্তর :- ১৯১৩ খ্রি




২৭)  মুদ্রা ব্যবস্থার অস্থিরতা দূর করতে সরকার কোন্
কমিটি বা কমিশন গঠন করে ?

ক) কমিশন হুইটলি কমিশন

খ) সাইমন কমিটি

গ) সিডিশন কমিশন

ঘ) ব্যাবিংটন স্মিথ


উত্তর :- ব্যাবিংটন স্মিথ



২৮)  বারদৌলিতে সরকার কত শতাংশ রাজস্ব বৃদ্ধি
করতে চেয়েছিল ?

ক) ৩০ শতাংশ

খ) ২৬ শতাংশ


গ) ২০ শতাংশ

ঘ ) ৬ শতাংশ


উত্তর :- ৩০ শতাংশ




২৯)  ১৯৪৩ খ্রি . বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয় , সেটি
হল

ক) তেতাল্লিশের মন্বন্তর

খ) চল্লিশের মন্বন্তর


গ) পঞ্চাশের মন্বন্তর

ঘ) কোনােটিই নয়


উত্তর :- পঞ্চাশের মন্বন্তর



৩০) ‘ আকালের সন্ধানে লেখেন —

ক) ভবানী ভট্টাচার্য

খ)  অমেলনদু চক্রবর্তী

গ)  চিত্তপ্রসাদ

ঘ) এঁদের কেউ নয়

উত্তর :- অমেলনদু চক্রবর্তী


৩১) বাংলায় প্রবল ঘূর্ণিঝড় ও বন্যা হয় ১৯৪২
খ্রিস্টাব্দের মাসে ।

ক) আগস্ট মাসে

খ) সেপ্টেম্বর

গ) অক্টোবর মাসে

ঘ) নভেম্বর মাসে

উত্তর :- অক্টোবর মাসে

৩২) কোন দেশ থেকে বাংলায় সর্বাধিক চাল আমদানি
করা হত ?


ক) ভুটান থেকে

খ) শ্রীলঙ্কা থেকে


গ) নেপাল থেকে


ঘ) বার্মা থেকে


উত্তর :- বার্মা থেকে


৩৩)  ‘ নবান্ন ’ নাটকের রচয়িতা হলেন —

ক)   বিজন ভট্টাচার্য

খ) মধুশ্রী মুখার্জি

গ) চিত্তপ্রসাদ

ঘ) ভবানী ভট্টাচার্য

উত্তর :- ভবানী ভট্টাচার্য

৩৪)  পঞ্চাশের মন্বন্তর বিষয়ক কোন্ গ্রন্থটি সরকার
নিষিদ্ধ করে ?

ক) আকালের সন্ধানে

খ) নবান্ন

গ) অশনি সংকেত

ঘ) ক্ষুধার্ত বাংলা ১৯৪৩ - এর নভেম্বর মেদিনী পুর জেলার ভ্রমণ

উত্তর :- ক্ষুধার্ত বাংলা ১৯৪৩ - এর নভেম্বর মেদিনী পুর জেলার ভ্রমণ

৩৫)  পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে বিভুতিভূষণ ।বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস হল —

ক) চাঁদের পাহাড়
খ) গােরা
গ) চোখের বালি
ঘ) অশনি সংকেত
উত্তর :- অশনি সংকেত
৩৬) পঞ্চাশের মন্বন্তরের সময় বাংলার বড়ােলাট ছিলেন
 ক) লর্ড ওয়াভেল
খ)  লর্ড চেমসফোর্ড
গ) লর্ড আরইউন
ঘ) লর্ড রিপন
উত্তর :-লর্ড ওয়াভেল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন