বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৮



                        PART - A


১) অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১.১) ' তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃতুঞ্জয় ," - মৃতুঞ্জয় দিন দিন যেভাবে বদলে গিয়েছিল , তার পরিচয় দাও ।

১.২) " চন্নুনীর মা কখনো তাকে এ মন সুখ দিতে পারেনি ।" - চন্নুনীর মা কে ? তাকে বলতে কাকে বোঝানো হয়েছে ? উদ্দিষ্ট ব্যাক্তি কি সুখ কিভাবে লাভ করেছিল ?



২)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



২.১) " এসেছে সে ভোরের আলোয় নেমে ।" - সে কে ? সে কিরকম ভোরে নেমে এসেছিল ? শেষ পর্যন্ত তার কি পরিনতি হয়েছিল ?
২ ২) " তাই বলি , গাছ তুলে আনো / বাগানে বসাও আমি দেখি " - ' তাই ' শব্দ প্রয়োগের কারণ কি ? কবির এই গাছ তুলে এনে বাগানে বসানোর আবেদনে কোন ভাবনা কাজ করেছে ?



৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



৩.১) " বিভাব " নাটকে নাট্য রীতির যে অভিনবত্ব প্রকাশিত হয়েছে তা লেখো ।

৩.২) " শিল্প কে যে মানুষ ভালোবেসেছে তার বাধক্য নেই ।" - কোন প্রসঙ্গে বক্তা এরূপ মন্তব্য করেছেন ? তার এরূপ মন্তব্যর তাৎপর্য বিশ্লেষণ করো ।


৪)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



৪.১) " ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার । একলাই না কি ? " - আলেকজান্ডারের পরিচয় দাও । ' একলাই না কি ?' - এই প্রশ্নের দ্বারা কবি কি স্পস্ট করতে চেয়েছেন , আলোচনা করো ।

৪.২) " দেখি ওর বুকের উপর দিয়ে চাকা , তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে আমি চোখ বুজলাম ।" - ' আমি ' এবং ' ওর ' বলতে কাদের কে বোঝানো হয়েছে ? ঘটনা টির বিবরণ দিয়ে এরূপ কেন ঘটেছিল আলোচনা করো ।


৫)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৫.১) ' মানুষ কত দিন এ সব সহ্য করতে পারে ?' - কোথাকার মানুষ অনেকদিন কি সহ্য করে আসছিল ? তারা তা সহ্য করতে না পেরে কি করেছিল ?

৫.২) " আজ ইংরেজ নেই , তবু আগের ব্যাবস্থায় বহাল আছে বক্সায় ।" বক্সায় প্রচলিত কোন ব্যাবস্থার কথা বলা হয়েছে ? ইংরেজ রা যখন বক্সায় জেলখানা তৈরী করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল ?


৬)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৬.১) উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো ।

৬.২) গঠনগত দিক থেকে  বাক্য কয় প্রকার ও কি কি ? প্রতিটির একটি করে উদাহরণ দাও ।


৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :


১) বাংলার বিজ্ঞান চর্চায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান সম্পর্কে আলোচনা করো ।

২) বাংলা গানের ইতিহাসে মান্না দে'র অবদান আলোচনা করো ।

৩) বাংলা চলচ্চিত্র ইতিহাসে নিউ থিয়েটারের অবদান কতখানি, তা সংক্ষেপে আলোচনা করো ।

৪) বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ - এর অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।

                          রচনা

১) জাতের নামে বজ্জাতি

২) বিতর্কের বিষয় :- বিদ্যালয়স্তরে পরীক্ষা ব্যাবস্থা তুলে দেওয়া উচিত নয় ।

৩) কাজী নজরুল ইসলাম জীবনী মূলক রচনা




               PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :


১) বর্ননামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল ?


ক) ইউরোপ

খ) গ্রিস

গ) রাশিয়া

ঘ) ভারত



২) মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা ?


ক) ৭ টি

 খ) ৮ টি

গ) ৬ টি

ঘ) ১১ টি



৩) বাংলায় প্রথম ধ্রুপদ রচয়িতা হলেন ?


ক) রামশঙ্কর

খ) রামকিঙ্কর

 গ) রামতনয়

 ঘ) রামনরেশ



৪) বিষ্ণুবর্ধন যে খেলার সঙ্গে যুক্ত তা হলো ?


ক) লন টেনিস

 খ) রাগবি

গ) মাদারির খেলা

 ঘ) সার্কাস



৫) রাজনীতি বড়ো  কূট – এর বক্তা ছিলেন ?


ক) ঔরঙ্গজেব

খ) রিজিয়া

গ) শাজাহান

 ঘ) মহম্মদ



৬) পুলিশ হতে গেলে বুক হতে হয় ?


ক) ৩২ ইঞ্চি

 খ) ৩৩ ইঞ্চি

 গ) ৩৪ ইঞ্চি

 ঘ) ৩০ ইঞ্চি বেশি



৭) বিভাব নাটকে উল্লেখিত রয়েছে ?


ক) কর্ণ

খ) অর্জুন

গ) দৌনাচার্য

 ঘ) কৃষ্ম



৮) ব্যাবিলন শব্দের অর্থ ?


ক) ঈশ্বরের দ্বার

 খ) জয়তোরণ

গ) শূন্যাস্থান

 ঘ) বেলুচ




৯)  মর্দানা নিজেকে নামক দরবেশের অনুচর বলে পরিচয় দেন ?


ক) দ্বিতীয় বার

খ) তৃতীয় বার

 গ) প্রথম বার

 ঘ) প্রতিবারই



১০) ভাত গল্পে উল্লেখিত মহাদেবের ?


ক) চারটি

 খ) পাঁচটি
 গ) তিনটি

 ঘ) সাতটি রূপ



১১) মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকসংখ্যা ?


ক) সাত জন

 খ) আট জন

গ) নয় জন

ঘ) তিনজন



১২) বাজারে হাস্কিং মেশিনের পিছনে ছিল ?


ক) চায়ের দোকান

খ) আরত

গ) ইট ভাটা

ঘ) বাঁশ বন



১৩) ডাকের বচন অনুযায়ী বুধে বাদলা লাগল তার স্থায়ীত্ব থাকে ?


ক) চার দিন

 খ) ছয় দিন

 গ) তিন দিন

 ঘ) পাঁচ দিন



১৪) রুপনারানের কূলে কবিতার মূল কাব্য গ্রন্থ হলো ?


ক) উৎসর্গ

 খ) নবজাতক

 গ) পত্র পুট

ঘ) শেষ লেখা



১৫) বাদামি হরিণ ছিড়ে খাচ্ছে ?


ক) মচকাফুলের পাপড়ি

খ) মাংস

 গ) ঘাস

 ঘ) সবকটি



১৬) অবসনন্ন মানুষের নিদ্রাহীন চোখে হানা দেয় ?


ক) সমুদ্রের দীর্ঘশ্বাস

 খ) ধুলোর কলঙ্ক

গ) ক্লান্তির দুঃখস্বপ্ন

ঘ) বঙ্কিম নিশ্বাস




১৭) নিচের যে গ্রন্থটি জয় গোস্বামীর লেখা নয় ?


ক) ঘুমিয়েছ ঝরাপাতা

খ) ভূতুম ভগবান

 গ) পাগলী তোমার জন্য

ঘ) বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা



১৮) " কলাভবন " প্রতিষ্ঠাত করে কাকে রবীন্দ্রনাথ তার আর্চায করে নিয়ে আসেন

ক)  নন্দলাল বসু


খ) অবনীন্দ্রনাথ ঠাকুর


গ) প্রকাশ কর্মকার


 ঘ) রামকিঙ্কর বেইজ


২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :


১)  বক্তব্যটি কার ?

২) নিরুক্ত কি ?

৩) বাংলা ক্রিকেটের জনক বলা হয় ?

৪) কোন ঘটনার প্রেক্ষিতে মোদের আশা গানটি রচিত  হয় ?

৫) রজনীকান্ত চট্টোপাধ্যায় বয়স কত ?

৬) এই দেখো ফ্যাসাদ – ফ্যাসাদ টি কি ?

৭) বিস্ফোরনের আগে – বিস্ফোরনের আগে  কবি কি করতে চেয়েছেন ?

৮) শীতের দুঃখস্বপ্ন বলতে কবি কি বুঝিয়েছেন ?

৯) বুড়ি চৌকিদার কে কি বলেছিল ?

১০) বাবুদের বাড়িতে কত ভাগে ভাত রান্না করা হয় ?

১১) কে , কবে গলদের নিপাত করেছিলেন ?

১২) কোথাও একটা জন মানুষ নেই – কোথায় জন মানুষ নেই ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন