প্রশ্ন পত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রশ্ন পত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

উচ্চমাধ্যমিক ইতিহাস ২০১৮ প্রশ্ন পত্র



                            উচ্চ মাধ্যমিক ২০১৮
                                  ইতিহাস


বিভাগ :- " ক "                                         নাম্বার ৪০
যে কোনো পাঁচ টি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খন্ড থেকে দুটি প্রশ্নের উত্তর আবশ্যক )
                    খন্ড - ক

১) অতীত স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথা ভূমিকা আলোচনা করো ।

২) ঔ পনিবেশিক  সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো ।

৩) নানকিং- এর সন্ধি ও তিয়েতসিনের সন্ধির মূল শর্ত গুলি আলোচনা করো ।

                      অথবা

ঔ পনিবেশিক  ভারতে অব শিল্পয়নের কারণ ও ফলাফল ব্যাখা করো ।

৪) বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো । এর সীমাবদ্ধতা কি ছিল ?


                       খন্ড - খ

৫) রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল ? গান্ধীজি কে এই আইনের বিরোধিতা করেছিলেন ?

৬) ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো ।

৭) সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও ।

                    অথবা

পূর্ব ইউরোপের সভিয়েতিকরনের উদ্দেশ্যে কি ছিল ? বিভিন্ন দেশে এর প্রভাব পড়েছিল ?

৮) অব ঔ পনিবেশিকরন বলতে কি বোঝায় ? এর সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য ব্যাখা করো ।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ২০১৮ প্রশ্ন পত্র



                         উচ্চ মাধ্যমিক ২০১৮
                              রাষ্ট্র বিজ্ঞান 


বিভাগ :- " ক "                                         নাম্বার ৪০
 ১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্ন গুলি লক্ষণীয় ) ৮×৫ = ৪০

i) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার উপাদান গুলি আলোচনা করো ।

                   অথবা

বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কি ? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায় গুলি উল্লেখ করো ।

ii) মার্কস - এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো ।
iii) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

                    অথবা

ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখা করো ।



iv) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

                      অথবা

ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখা করো ।

v) ভারতীয় সুপ্রিকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখা করো ।

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

উচ্চমাধ্যমিক দর্শন ২০১৮ প্রশ্ন পত্র





                        উচ্চ মাধ্যমিক ২০১৮
                                    দর্শন 


বিভাগ :- " ক "                                         নাম্বার ৪০
১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্ন গুলি লক্ষণীয় ) ৮×৫ = ৪০

A)  নিরপেক্ষ বচন বলতে কি বোঝো ? উদহারন সহ যোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও । বচনের সংযোজকের কাজ কি ?

                     অথবা

নিম্নলিখিত বাক্য গুলিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুন ও পরিমাণ উল্লেখ করো ।

i) কেবল পরিশ্রমীরাই সফল হয় ।

ii) শিশুরা ছাড়া আর কেউ সরল নয় ।

iii) অসৎ ব্যাক্তিরা কদাচিৎ সুখী হয় ।

iv) বৃত্তাকার বর্গ ক্ষেত্র নেই ।

B) আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো । ' O' বচনের আবর্তন সম্ভব নয় কেন ? কোনো ক্ষেত্রে কি ' A ' বচনের সরল আবর্তন সম্ভব ? আলোচনা করো ।

                         অথবা

বিবর্তন কাকে বলে ? বিবর্তনের গুন ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো ।

নিম্নলিখিত বাক্য গুলিকে আবর্তন করো :
i) সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক ।
ii) সাদা বাঘ আছে ।
iii) লাল সাদা নয় ।
iv) চকচক করে এমন সকল বস্তু সোনা নয় ।

C) নিম্নলিখিত যুক্তি গুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো । প্রত্যেকটির বৈধতা বিচার করো ।

i) সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরাই সর্বদা কাপুরুষ ।

ii) তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন । একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন ।

                      অথবা

নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহ কারে সংক্ষিপ্ত টিকা লেখো :

i) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান

ii) নিরপেক্ষ ন্যায় সাধ্য পদ , পক্ষ পদ এবং হেতু পদের কাজ ।

D) মিলের সংযুক্ত পদ্ধতি টি আলোচনা করো : আকার , সংজ্ঞা , দৃষ্টান্ত, সুবিধা এবং অসুবিধা ।

E) টিকা লেখো : i) মন্দ উপমা

 ii)  আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে  গণ্য করা জনিত দোষ ।



বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

উচ্চমাধ্যমিক বাংলা ২০১৭ প্রশ্ন পত্র



                      উচ্চ মাধ্যমিক ২০১৭
                               বাংলা

বিভাগ :- " ক "                                         নাম্বার ৫০
১) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

১.১) " যা আর নেই , যা ঝড় - জল - মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল ।" দুর্যোগ টির বর্ননা দাও । দুর্যোগ টি উচ্ছব কে কিভাবে প্রভাবিত করেছিল  ?

১.২) " বুড়ির সারা শরীর উতপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল " । বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও । তার তপ্ত বালিতে পরে থাকার কারণ কি ?

২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

২.১) " রুপ নারানের কূলে / জেগে  উঠিলাম " - কে জেগে উঠলেন ? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও ।

২.২) " আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল ,/ নামুক মহুয়ার গন্ধ ।"  - ' আমার ' বলতে কার কথা বলা হয়েছে ? এমন কামনার কারণ কি ?

৩) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছসিত হয়ে অনেক কথা লিখেছেন ।"  - আইজেনস্টাইন সাহেব কে ? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছসিত হয়েছিলেন ? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন ?

৩.২) " নানা রঙ্গের দিন " একাঙ্ক  নাটক হিসেবে কত খানি সার্থক তা আলোচনা করো ?

৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৪.১) " বইয়ে লেখা রাজার নাম ।/ রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ?" - কারা , কেন পাথর ঘাড়ে করে এনেছিলেন ?

৪.২) " চোখের জল টা তাদের জন্য ।" - বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন ? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো ?

৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৫.১) " হটাৎ একদিন ক্ষেপে ওঠলো কলের কলকাতা ।" - কলকাতার " ক্ষেপে ওঠা " বলতে কি বোঝানো হয়েছে ? কলকাতা ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল  ?

৫.২) " তাতে চেংমানের চোখ কপালে ওঠল ।" চেংমান কে ? তার চোখ কপালে ওঠার কারণ কি ?

৬) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৬.১) রুপমূল কাকে বলে ? উদহারন সহ স্বাধীন ও পরাধীন রুপ মূলের পরিচয় দাও ?

৬.২) শব্দাথ পরিবর্তনের ধারা ক'টি ভাগে বিভক্ত ও কি কি ? যে - কোনো একটি ভাগ উদহারন সহ বুঝিয়ে লেখো ?

৭) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :

৭.১) বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো ।

৭.২) বাংলা চলচিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো ।

৭.৩) " পট " শব্দ টির অর্থ কি ? এই শিল্প সম্পর্কে আলোচনা করো ।

৭.৪) চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো ।

৮)  যে কোনো ১ টি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে   কম বেশি    ৪০০ শব্দের মধ্যে ১ টি প্রবন্ধ রচনা করো ।
                     রচনা

৮.১) ভারতের দেশপ্রেমের ঐতিহ্য

৮.২) বাংলা বইয়ের দুঃখ

৮.৩) বিতর্কের বিষয় :- " বিজ্ঞানী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল "

৮.৪)  মহাশ্বেতা দেবী ( জীবনী মূলক রচনা )


বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

উচ্চমাধ্যমিক দর্শন ২০১৭ প্রশ্ন পত্র




                  উচ্চ মাধ্যমিক ২০১৭
                          দর্শন


বিভাগ :- " ক "                                     নাম্বার ৪০
১) আবর্তন বচন বলতে কি বোঝো ? বচন এবং
বাক্যের মধ্যে পার্থক্য কি ? নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা কি বোঝো ?

                     অথবা

নিচের বাক্য গুলিকে তর্ক বিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করো ও কোন কোন পদ ব্যাপ্য এবং কোন কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো :

i) কোন অসৎ মানুষ নেই ।

i i ) সৎ ব্যাক্তিরা সর্বদা সুখী হয় না ।

iii) বৃত্ত কখন ও ত্রিভুজ হয়না  ।

iv) কেবল মাত্র ছাত্ররাই বিত্তির জন্য আবেদন করতে পারে ।


২) অমাধ্যম অনুমান কি ? দৃষ্টান্ত সহ কারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখা করো ।


                       অথবা


আবর্তন কি ? সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে  পার্থক্য করো ।

নিম্নলিখিত বাক্য গুলির বিবর্তন করো :

i) কোনো ছাত্রই নাটকে অংশ গ্রহণ করতে পারবেনা ।

ii) সব বিজ্ঞানীরা সৎ নয় ।

iii) সব ভালো যার শেষ ভালো ।

iv) খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয় ।

৩) নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহ সংক্ষিপ্ত টিকা লেখো

i) নিরপেক্ষ ন্যায় ।

ii) চতুষ্পদ ঘটিত দোষ ।

৪) মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো : সংজ্ঞা,আকার, দৃষ্টান্ত,সুবিধা , অসুবিধা ।

৫) সংক্ষিপ্ত টিকা লেখো :

i) সহকারণকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণ জনিত দোষ ।

ii) বহুকারণবাদ ।