বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

উচ্চমাধ্যমিক বাংলা ২০১৭ প্রশ্ন পত্র



                      উচ্চ মাধ্যমিক ২০১৭
                               বাংলা

বিভাগ :- " ক "                                         নাম্বার ৫০
১) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

১.১) " যা আর নেই , যা ঝড় - জল - মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল ।" দুর্যোগ টির বর্ননা দাও । দুর্যোগ টি উচ্ছব কে কিভাবে প্রভাবিত করেছিল  ?

১.২) " বুড়ির সারা শরীর উতপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল " । বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও । তার তপ্ত বালিতে পরে থাকার কারণ কি ?

২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

২.১) " রুপ নারানের কূলে / জেগে  উঠিলাম " - কে জেগে উঠলেন ? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও ।

২.২) " আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল ,/ নামুক মহুয়ার গন্ধ ।"  - ' আমার ' বলতে কার কথা বলা হয়েছে ? এমন কামনার কারণ কি ?

৩) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছসিত হয়ে অনেক কথা লিখেছেন ।"  - আইজেনস্টাইন সাহেব কে ? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছসিত হয়েছিলেন ? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন ?

৩.২) " নানা রঙ্গের দিন " একাঙ্ক  নাটক হিসেবে কত খানি সার্থক তা আলোচনা করো ?

৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৪.১) " বইয়ে লেখা রাজার নাম ।/ রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ?" - কারা , কেন পাথর ঘাড়ে করে এনেছিলেন ?

৪.২) " চোখের জল টা তাদের জন্য ।" - বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন ? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো ?

৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৫.১) " হটাৎ একদিন ক্ষেপে ওঠলো কলের কলকাতা ।" - কলকাতার " ক্ষেপে ওঠা " বলতে কি বোঝানো হয়েছে ? কলকাতা ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল  ?

৫.২) " তাতে চেংমানের চোখ কপালে ওঠল ।" চেংমান কে ? তার চোখ কপালে ওঠার কারণ কি ?

৬) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৬.১) রুপমূল কাকে বলে ? উদহারন সহ স্বাধীন ও পরাধীন রুপ মূলের পরিচয় দাও ?

৬.২) শব্দাথ পরিবর্তনের ধারা ক'টি ভাগে বিভক্ত ও কি কি ? যে - কোনো একটি ভাগ উদহারন সহ বুঝিয়ে লেখো ?

৭) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :

৭.১) বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো ।

৭.২) বাংলা চলচিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো ।

৭.৩) " পট " শব্দ টির অর্থ কি ? এই শিল্প সম্পর্কে আলোচনা করো ।

৭.৪) চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো ।

৮)  যে কোনো ১ টি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে   কম বেশি    ৪০০ শব্দের মধ্যে ১ টি প্রবন্ধ রচনা করো ।
                     রচনা

৮.১) ভারতের দেশপ্রেমের ঐতিহ্য

৮.২) বাংলা বইয়ের দুঃখ

৮.৩) বিতর্কের বিষয় :- " বিজ্ঞানী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল "

৮.৪)  মহাশ্বেতা দেবী ( জীবনী মূলক রচনা )


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন