বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

বিভাব MCQ প্রশ্ন ও উত্তর





:· উচ্চ মাধ্যমিক বাংলা নাটক বিভাব কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

নানা রঙ্গের দিন MCQ প্রশ্ন ও উত্তর

১) সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিলেন
ক) তেরো
খ) সতেরো
গ) তেইশ
ঘ) নয়

উত্তর :– তেরো

২) শম্ভু মিত্র , অমর গাঙ্গুলী কোন নাট্য দলের সদস্য ছিলেন
ক) নান্দিকার
খ) নান্দিমুখ
গ) পঞ্চম বৈদিক
ঘ) বহুরূপী

উত্তর :–বহুরূপী

৩) " বিভাব ' নাটকের যথাথ নাম হওয়া উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হলো
ক) হাসির সন্ধানে তিনটি চরিত্র
খ) অভাব নাটক
গ) তামাশা নাটক
ঘ) অভাবিত নাটক

উত্তর :– অভাব নাটক

৪) সরকারের পেয়াদা কীসের লক্ষে নাট্যদলের কাছে আসে
ক) নিমন্ত্রনপত্র নিতে
খ) অনুমতি পত্র নিতে
গ) খাজনা আদায় করতে
ঘ) সংবর্ধ্ণা জানাতে

উত্তর :–খাজনা আদায় করতে

৫) " তাই ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।" এই প্যাঁচ হলো
ক) জনমত গঠন
খ) নিজস্ব নাট্যমঞ্চ তেরি
গ) ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ
ঘ) নাটক অভিনয় বন্ধ রাখা

উত্তর :–ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ

৬) " এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম "। এই সাহেব ছিলেন
ক) আইনস্টাইন
খ) আইজেনস্টাইন
গ) শেক্সপিয়ার
ঘ) বানাড' শ

উত্তর :–আইজেনস্টাইন

৭) শম্ভু মিত্র  ' বিভাব ' নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল
ক) উড়িয়া তামাশা
খ) মারাঠি তামাশা
গ) রাজস্থানি তামাশা
ঘ) অসমীয়া তামাশা

উত্তর :–মারাঠি তামাশা

৮) ' এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল ।' এই জাপানি থিয়েটার ছিল
ক) নো
খ) কিয়োগেন
গ) কাবুকি
ঘ) বানরাকু

উত্তর :–কাবুকি

৯) " আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত " একথা কে বলে গিয়েছেন
ক) রবীন্দ্রনাথ
খ) দ্বিজেন্দ্রলাল
গ) বল্লভ ভাই
ঘ) জহরলাল নেহরু

উত্তর :– বল্লভ ভাই

১০) " বিভাব " নাটকে ' বৌদি ' হলেন
ক) শোভা সেন
খ) তৃপ্তি মিত্র
গ) চিত্রা সেন
ঘ) শাওলী মিত্র

উত্তর :–তৃপ্তি মিত্র

১১) " পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ।" ' বৌদি ' তৃপ্তি মিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলেছেন , সেটি হল
ক) সিনেমা
খ) আড্ডা
গ) খেলা ধুলা
ঘ) প্রেম

উত্তর :–প্রেম

১২) " বিভাব" নাটকে অমর গাঙ্গুলী কোথায় ' লভ সিন ' দেখার কথা বলেছেন
ক) বায়োস্কোপ
খ) বাস্তব জীবনে
গ) থিয়েটার
ঘ) লোক কোথায়

উত্তর :–বায়োস্কোপ

১৩) " বিভাব" নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্য নায়িকা ফিরছিল
ক) অফিস থেকে
খ) কলেজ থেকে
গ) বন্ধুর বাড়ি থেকে
ঘ) গ্রাম থেকে

উত্তর :–কলেজ থেকে

১৪) " বিভাব" নাটকে প্রেমের দৃশ্য নৈপন্থে কি বেজেছিল
ক) পিয়ানো
খ) বেহালা
গ) হারমোনিয়াম
ঘ) বাঁশি

উত্তর :–হারমোনিয়াম

১৫) " বিভাব" নাটকে প্রেমের দৃশ্য যে গানটি গাওয়া হয়েছিল , সেটি হল
ক) সখি ভালোবাসা কারে কয়
খ) আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
গ) তুমি কোন কাননের ফুল
ঘ) মালতি লতা দোলে

উত্তর :–মালতি লতা দোলে

১৬) "মালতি লতা দোলে " গানটি গাওয়া হয়েছিল যেভাবে
ক) ফিল্মি কায়দায়
খ) শাস্ত্রীয় ভঙ্গিতে
গ) কিতন আঙ্গিকে
ঘ) ঠুংরি ধরনে

উত্তর :–ফিল্মি কায়দায়

১৭) রবীন্দ্রনাথের গানের অনুমোদন যারা দেয় বলে " বিভাব" নাটকে উল্লেখ আছে, তারা হল
ক) রাজ্য সরকার
খ) বিশ্বভারতী
গ) সাহিত্য অ্যাকাডেমি
ঘ) সঙ্গীত নাটক অ্যাকাডেমি

উত্তর :–বিশ্বভারতী

১৮) শম্ভু মিত্র মতে , কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়
ক) ৩২ ইঞ্চি
খ) ৩৩ ইঞ্চি
গ) ৪২ ইঞ্চি
ঘ)৪৮ ইঞ্চি

উত্তর :–৩২ ইঞ্চি

১৯) " পথিক " নাটকটি কার লেখা
ক) বিজন
খ) উৎপল দত্ত
গ) শম্ভু মিত্র
ঘ) তুলসী লাহিড়ী

উত্তর :–তুলসী লাহিড়ী

২০) " কয়েকজন মেয়ে এবং কয়েক জন ছেলে । সামনের কয়েক জন হাতটা উচু করে থাকে ।" হাতে কি ছিল
ক) ভাতের থালা
খ) পতাকা ও ফেস্টুন
গ) প্রচার পত্র
ঘ) ফুল

উত্তর :–পতাকা ও ফেস্টুন

২১) শোভা যাত্রার লোকেরা যার জন্য দাবি জানিয়েছিল
ক) চাল ও কাপড়
খ) সঠিক মজুরী
গ) শিক্ষার সুযোগ
ঘ) আইন শৃঙ্খলার উন্নতি

উত্তর :–চাল ও কাপড়

২২) " The night is calling me " সংলাপ টি কর লেখা
ক) বানার্ড' শ
খ) শেক্সপিয়ার
গ) শেলি
ঘ) বায়রন

উত্তর :–বানার্ড' শ

২৩) হটাৎ পেছন থেকে শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়
ক) চাল চাই, কাপড় চাই
খ) অন্ন চাই , গৃহ চাই
গ) ফ্যান চাই , ভাত চাই
ঘ) এর কোনোটিই নয়

উত্তর :–চাল চাই, কাপড় চাই

২৪) " বিভাব " নাটকটির অনুপ্ররনা হলো
ক) জাপানি কাবুকি থিয়েটার
খ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক
গ) রবীন্দ্রনাথের নাটক
ঘ) দীনবন্ধু মিত্রের নাটক

উত্তর :–জাপানি কাবুকি থিয়েটার

২৫) " বিভাব " নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হলো
ক) দুই
খ) তিন
গ) পাঁচ
ঘ) সাত

উত্তর :–তিন

২৬) " আমদের মনে হয় এর নাম হওয়া উচিৎ ' অভাব নাটক ' ।" কারন
ক) এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে
খ) এ নাটকে অর্থাভাব দেখানো হয়েছে
গ) এ নাটকের চরিত্র সংখ্যার অভাব রয়েছে
ঘ) এ নাটকে অভিনয় উপকরনের অভাব

উত্তর :– এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে

২৭) অমর বাবু তৃপ্তি মিত্রের কাছে ক - কাপ চা চেয়েছেন
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার

উত্তর :–দুই কাপ

২৮) ঠিক আছে ফেলে দিন না ....কি ?
ক) চা
খ) বিড়ি
গ) সিগারেট
ঘ) দেশলাই

উত্তর :–সিগারেট

২৯) " বিভাব" নাটকে লভ সিনের নায়ক হয়েছিলেন
ক) অমর
খ) শম্ভু
গ) ম্যানেজার
ঘ) বল্লভভাই

উত্তর :–শম্ভু

৩০) " এর মাথায় খালি লভ সিন ঘরে রে ?" কার মাথায় ?
ক) অমর
খ) শম্ভু
গ) তৃপ্তি
ঘ) নাট্য দলের ম্যানেজার


উত্তর :–তৃপ্তি


রবিবার, ২৪ মে, ২০২০

নানা রঙ্গের দিন নাটক কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন




প্রতি প্রশ্নের মান :–৫

১) রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র ?

২) কলিনাথ সেনের চরিত্র ?

৩) ধূ ধূ করা দুপুরের জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন - তেমনি ...- বক্তা কে ? কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছেন আলোচনা করো ?

৪)সে রাতে এই জীবনের প্রথম মোক্ষম বুঝলাম যে , যারা বলে নাট্যভিনয় একটি প্রবিত্র শিল্প - তারা সব গাঁধা ' - বক্তা কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো ।

৫) আমার প্রতিভা এক্ষণ ও মরেনি - শরীরে যদি রক্ত থাকে, তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা । মন্তব্যটির তাৎপর্য লেখ ।

৬) শিল্প কে যে মানুষ ভালোবেসেছে - তার ব্যাধক নেই -- মন্তব্যটির তাৎপর্য লেখো

৭) ওকি বললো জানো ? "" - ও বলতে এখানে কার কথা বলা হয়েছে ? কে কোন পরিস্থিতিতে কি কথা কাকে বলেছিল ?

৮)" নানা রঙ্গের দিন " নাটকটির সার্থকতা বিচার করো ।



বাংলা কবিতা শিকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন





প্রতি প্রশ্নের মান :–৫


১) একটি তারা এখনো আকাশে রয়েছে " - আকাশের তারা কে কেন্দ্র করে কবির ভাবনার যে মানুষ বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো ।

২) " হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবরণ ইচ্ছার মতো " - মন্তব্যেটির পেক্ষপট ' শিকার' কবিতা অবলম্বনে আলোচনা করো ।

৩) " আগুন জ্বললো আবার " - ' আবার 'শব্দটির প্রয়োগের তাৎপর্য কি ? এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় ?

৪) নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে প্রবিত্র জীবন হারিয়ে যায় হীমশিল মৃত্যুর আঁধারে ; - " শিকার " কবিতা সূত্রে আলোচনা করো ।






রুপনারানের কূলে কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন




প্রতি প্রশ্নের মান :–৫

১) " রুপনারানের কূলে / জেগে উঠিলাম " - কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো ?

২) " জানিলাম এ জগৎ / স্বপ্ন নয় " - কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো ?

৩) " রক্তের অক্ষরে দেখিলাম / আপনার রূপ ; - এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ?

৪) " আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন " - কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন ? এ খানে কবির মনোভাবের বিবর্তনের ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো

মহুয়ার দেশ কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন

                



১) " সেই উজ্জ্বল স্তব্ধ তায় / ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে / শীতের দুঃস্বপ্নের মতো  "! - মন্তবটির তাৎপর্য আলোচনা করো ।

২) " ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কিসের কিলান্ত দুঃস্বপ্ন  !' - মন্তব্যটির পেক্ষপট আলোচনা করো ।

৩) " মহুয়ার দেশ " কবিতাটি অবলম্বন করে সমর সেনের কবি মানসের পরিচয় দাও ।

৪) গদ্য কবিতা হিসাবে " মহুয়ার দেশ " কবিতাটির সার্থকতা আলোচনা করো ।

৫) " আর আগুন লাগে জলের অন্ধকারে ধুসর ফেনায় / কিসের কথা বলা হয়েছে ? এর ফলে কি ঘটে ? এই অবস্থায় কবি কীসের প্রত্যাশা করেন ।