রবিবার, ২৪ মে, ২০২০

মহুয়ার দেশ কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন

                



১) " সেই উজ্জ্বল স্তব্ধ তায় / ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে / শীতের দুঃস্বপ্নের মতো  "! - মন্তবটির তাৎপর্য আলোচনা করো ।

২) " ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কিসের কিলান্ত দুঃস্বপ্ন  !' - মন্তব্যটির পেক্ষপট আলোচনা করো ।

৩) " মহুয়ার দেশ " কবিতাটি অবলম্বন করে সমর সেনের কবি মানসের পরিচয় দাও ।

৪) গদ্য কবিতা হিসাবে " মহুয়ার দেশ " কবিতাটির সার্থকতা আলোচনা করো ।

৫) " আর আগুন লাগে জলের অন্ধকারে ধুসর ফেনায় / কিসের কথা বলা হয়েছে ? এর ফলে কি ঘটে ? এই অবস্থায় কবি কীসের প্রত্যাশা করেন ।




1 টি মন্তব্য: