রবিবার, ২৪ মে, ২০২০

ক্রন্দনরতা জননীর পাশে কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন



ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলি নিম্নে আলোচনা করা হল ।

১) কেন তবে লেখা , কেন গান গাওয়া / কেন তবে আঁকা আঁকি ?" —–– এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ?

২) " কবিতায় জাগে / আমার বিবেক আমার বারুদ / বিষ্ফোরনের আগে ।" —–—– এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির যে বিশেষ ভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ।

৩) "  ক্রন্দনরতা জননীর পাশ "  কবিতায় কবি জননীকে কেন   ক্রন্দনরতা   বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো ।

৪) " আমি তা পারিনা ; - কে পারেন না ? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো ।


1 টি মন্তব্য: