বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

বণগতা গুহা MCQ প্রশ্ন ও উত্তর

বণগতা গুহা MCQ প্রশ্ন ও উত্তর




:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত গল্প বনগুতা গুহা কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্ন আলোচনা করা হলো ।

১) বণগতা গুহা গল্পের উৎস হলো ?
ক) চোরচতারিংশি কথা
খ) হিতোপদেশ
গ) পঞ্চতন্ত্র
ঘ) বৃহৎকথা
উত্তর :–চোরচতারিংশি কথা

২) বণগতা গুহা নামক গল্পের রচয়িতা হলেন ?
ক)  কৃষ্ণগোবিন্দ মোদক
খ) গোবিন্দ  কৃষ্ণ আচার্য
গ) গোবিন্দ কৃষ্ণ মোদক
ঘ) কৃষ্ণমাচার্য
উত্তর :–গোবিন্দ কৃষ্ণ মোদক

৩) অলিপবা ও কেশপের বাবার স্বভাব ছিল ?
ক) পক্ষপাতহীন
খ) আভিজাত্যপূর্ণ
গ) প্রতিশোধপরায়ণ
ঘ) একপেশে
উত্তর :–পক্ষপাতহীন

৪) অলিপবার গাঁধা ছিল ?
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
উত্তর :– ৩ টি


৫) অলিপর্বা বন থেকে এনে শহরে বেচত ?
ক) ফল
খ) ফুল
গ) কাঠ
ঘ) তামাকপাতা
উত্তর :–কাঠ

৬) একদিন  বনে গিয়ে অলিপবা হটাৎ দুর থেকে একটা জিনিস দেখতে পেল , সেটি ছিল ?
ক) এক ধুলোর রাশি
খ) এক মেঘপুঞ্জ
গ) এক জলাশয়
ঘ) এক ভয়ংকর সাপ
উত্তর :–এক ধুলোর রাশি

৭) ঘোড়সওয়ার দস্যুদের দেখে অলিপবা খুঁজতে লাগলো ?
ক) একটা গোপন জায়গা
খ) একটা অস্ত্র
গ) পালাবার পথ
ঘ) তার গাধা গুলো
উত্তর :–একটা গোপন জায়গা

৮) চোরদের আসতে দেখে অলিপবা তক্ষুনি উঠে পড়লো ?
ক) কাছের একটা গাছে
খ) গাঁধার পিঠে
গ) কাছের একটা পাহাড়ে
ঘ) এক পাথরের ওপর
উত্তর :–কাছের একটা গাছে

৯) অলিপবা যে গাছে উঠে আত্মগোপন করেছিল সেটা ছিল ?
ক) ফুলে ভরতি
খ) পাতায় ভরতি
গ) ফলে ভরতি
ঘ) পাতাশূন্য
উত্তর :–পাতায় ভরতি

১০) বনের মধ্যে চোরেরা এসে নামল ?
ক) এক পাহাড়ের পাদদেশে
খ) এক নদীর ধারে
গ) এক গাছের তলায়
ঘ) এক আশ্রমের সামনে
উত্তর :–এক পাহাড়ের পাদদেশে

১১) চোরেরা তাদের ঘোড়াগুলো কে বেঁধেছিল ?
ক) ঘুল্মের শক্ত ডালে
খ) বটের শক্ত ডালে
গ) শক্ত স্তম্ভে
ঘ) আস্তাবলে
উত্তর :–ঘুল্মের শক্ত ডালে

১২) গোনি শব্দের অর্থ হলো ?
ক) গোনা
খ) গয়না
গ) বস্তা
ঘ) চাবুক
উত্তর :–বস্তা

১৩) পাহাড়ের কাছে ঘোড়া থেকে নেমে ঘোড়সওয়ার চোরেরা ঘোড়া গুলির গলায় ঝুলিয়ে দিল ?
ক) যবের থলে
খ) মাসকলাইয়ের থলে
গ) গমের থলে
ঘ) ধানের থলে
উত্তর :–ধানের থলে

১৪) চোরদের বস্তাগুলো ভরতি ছিল ?
ক) সোনা – রুপোয়
খ) রেশম – রূপোয়
গ) স্ফটিক আর চন্দ্রকান্ত মনিতে
ঘ) মনি – মুক্তোয়
উত্তর :–সোনা – রুপোয়

১৫) চর্যশাস্ত্রের রচয়িতা হলেন ?
ক) ইন্দ্র
খ) নারদ
গ) চন্দ্র
ঘ) স্কন্দ
উত্তর :–স্কন্দ

১৬) চোরেরা গুহার মধ্যে থাকার সময় অলিপবা ?
ক) গাছ থেকে নেমে এসেছিল
খ) গাছের ডালেই বসেছিল
গ) কাঠ কাটতে গিয়েছিল
ঘ) গাধাগুলোকে খেতে দিছিলো
উত্তর :–গাছের ডালেই বসেছিল

১৭) গাছে থাকার সময়  অলিপবা চোরদের পদমন্ত্র টি ?
ক) ভালোভাবে শুনতে পাইনি
খ) ভুল শুনেছিল
গ) ভালোভাবে শুনতে পেয়েছিল
ঘ) অর্ধেকটা শুনেছিল
উত্তর :–ভালোভাবে শুনতে পেয়েছিল

১৮) গুহার মধ্যে প্রবেশ করে অলিপবা দেখলো সেখানে রয়েছে ?
ক) রাশি রাশি হীরে
খ) মোটা মোটা সোনার বাট
গ) বড়ো বড়ো রুপোর ঘড়া
ঘ) বস্তা ভরতি মুক্তো
উত্তর :–মোটা মোটা সোনার বাট

১৯) অলিপবা সেখান থেকে কয়েকটা বস্তা নিল , সেগুলো ছিল ?
ক) রুপোয় ভরতি
খ) হীরেয় ভরতি
গ) সোনায় ভরতি
ঘ) মুক্তোয় ভরতি
উত্তর :–সোনায় ভরতি

২০) গোপন গুহায় দস্যুদের সর্দার ?
ক) প্রথম ঢুকেছিল
খ) শেষে ঢুকেছিল
গ) ঢোকেনি
ঘ) বাইরে পাহারা দিয়েছিল
উত্তর :–শেষে ঢুকেছিল

২১) গুহা থেকে দস্যুদের সর্দার ?
ক) প্রথমে বের হয়েছিল
খ) শেষে বের হয়েছিল
গ) অন্য চোরদের সঙ্গেই বের হয়েছিল
ঘ) বাইরে আসেনি
উত্তর :–প্রথমে বের হয়েছিল

২২) গুহার দরজা খোলার ও বন্ধ করার মন্ত্র ?
ক) একই
খ) একই না , একটি পদ আলাদা
গ) একই না , দুটি পদ আলাদা
ঘ) সম্পূর্ণ ভিন্ন
উত্তর :–একই না , একটি পদ আলাদা

২৩) চোরেরা গুহায় ছিল ?
ক) অনেক সময়
খ) অল্প সময়
গ) এক ঘন্টা
 ঘ) ৩০ মিনিট
উত্তর :–অল্প সময়

২৪) চোরেরা সংখ্যায় ছিল ?
ক) এক কুড়ি
খ) দুই কুড়ি
গ) দুই কুড়ি এক বেশি
ঘ) দুই কুড়ি দুই বেশি
উত্তর :–দুই কুড়ি

২৫) চোরদের সঙ্গে চড়ার এবং মাল বহন করার জন্য ছিল ?
ক) চল্লিশ ঘোড়া
খ) চল্লিশ ঘোড়া ও তিনটি গাধা
গ) চল্লিশ ঘোড়া ও পাঁচটি গাধা
ঘ) সাইত্রিশটি ঘোড়া ও তিনটি গাধা
উত্তর :–চল্লিশ ঘোড়া

২৬) অলিপবা গুহা থেকে যে বস্তা নিয়েছিল তা ছিল ?
ক) সোনার তৈরি
খ) পাটের তৈরি
গ) চামড়ার তৈরি
ঘ) রেশমের তৈরি
উত্তর :–চামড়ার তৈরি

২৭) ফেরার সময় অলিপবার গাধার পিঠে ছিল ?
ক) সোনার বস্তা ও কাঠ
খ) সোনার বস্তা ও রুপোর বস্তা
গ) চিনাংশুক দিয়ে ঢাকা সোনার বস্তা
ঘ) খাবারের বস্তা
উত্তর :–সোনার বস্তা ও কাঠ।


৩টি মন্তব্য: