Breaking News

সিনেমা MCQ প্রশ্ন ও উত্তর






১) বাংলায় সবাক ছবির যুগ শুরু হয় ?

ক) ১৯৩১ খিস্টাব্দে

খ) ১৮৪৭ খিস্টাব্দে

গ) ১৮৮০ খিস্টাব্দে

ঘ) ১৯৩২ খিস্টাব্দে

উত্তর :– ১৯৩১ খিস্টাব্দে

২) প্রথম পূর্ণদৈঘের সবাক বাংলা কাহিনী চিত্র ?

ক) জয়দেব

খ) বিলবমঙ্গল

গ) জামাইষষ্ঠী

ঘ) শাপমোচন

উত্তর :– বিলবমঙ্গল

৩) সত্যজিৎ রায় নিচের যে পুরস্কার টি পাননি ?

ক) পদ্মশ্রী

খ) নোবেল

গ) অস্কার

ঘ) লিজিয়ন অফ অনার

উত্তর :– নোবেল

৪) সত্যজিৎ রায়ের পিতার নাম ?

ক) অমিত রায়

খ) সুকুমার রায়

গ) বিধানচন্দ্র রায়

ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর :– সুকুমার রায়

৫) “পথের পাঁচালী”  উপন্যাসটি রচয়িতা হলেন ?

ক) তারাশংকর বন্দোপাধ্যায়

খ) মানিক বন্দোপাধ্যায়

গ) সুবোধ ঘোষ

ঘ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

উত্তর :– বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

৬) “চারুলতা” ছবিটি কোন গল্প অবলম্বনে তৈরি ?

ক) নষ্টনীড়

খ) সমাপ্তি

গ) দেনাওপাওনা

ঘ) একরাত্রি

উত্তর :– নষ্টনীড়

৭) “সোনার কেল্লা” ছবির পটভূমি ভারতবর্ষের কোন রাজ্যকে নিয়ে

ক) কাশ্মীর

খ) মহারাষ্ট্র

গ) আসাম

ঘ) রাজস্থান

উত্তর :– রাজস্থান

৮) “মেঘে ঢাকা তারা”  ছবির প্রধান অভিনেত্রী কে ?

ক) সুচিত্রা সেন

খ) সুপ্রিয়া দেবী

গ) মাধবী মুখার্জী

ঘ) কানন দেবী

উত্তর :– সুপ্রিয়া দেবী

৯) দিলীপ কুমার অভিনীত তপন সিংহ পরিচালিত ছবি

ক) মেঘে ঢাকা তারা

খ)  সবুজ দ্বীপের রাজা

গ) কাবুলিওয়ালা

ঘ) সাগিনা মাহাতো

উত্তর :– সাগিনা মাহাতো

১০) “হাসুলি বাকের উপকথা” কার রচিত উপন্যাস 

ক) তারা শংকর বন্দোপাধ্যায়

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

ঘ) সত্যজিৎ রায়

উত্তর :– তারা শংকর বন্দোপাধ্যায়

১১) কোন ছবিটি ফেলুদা সিরিজের নয়

ক) বম্বাইয়ের বোম্বেটে

খ) যত কান্ড কাঠমান্ডুতে

গ) সোনার কেল্লা

ঘ) সবুজ দ্বীপের রাজা

উত্তর :– সবুজ দ্বীপের রাজা

১২) সত্যজিৎ রায়ের  “পথের পাঁচালী” ছবির সংগীত পরিচালনা করেছিলেন ?

ক) সত্যজিৎ রায়

খ) ওস্তাদ বিলায়েত খাঁ

গ) পন্ডিত রবিশঙ্কর

ঘ) ওস্তাদ বিসমিল্লা খাঁ

উত্তর :– পন্ডিত রবিশঙ্কর

১৩) ঋত্বিক ঘটকের স্মরনীয় চলচ্চিত্র

ক) পথের পাঁচালী

খ) আকালের সন্ধানে

গ) মেঘে ঢাকা তারা

ঘ) গল্প হলেও সত্যি

উত্তর :– মেঘে ঢাকা তারা

১৪) ভারতের কোন শহরে সিনেমার প্রথম প্রদশনী টি দেখানো হয়

ক) কলকাতা

খ) দিল্লি

গ) মুম্বাই

ঘ) বেঙ্গলোর

উত্তর :– মুম্বাই

১৫) ভারতের প্রথম নির্বাক চলচিত্র কোনটি ?

ক) বিলব মঙ্গল

খ) রত্নাবলী

গ) রাজা হরিশচন্দ্র

ঘ) সাগীনা মাহাতো

উত্তর :– রাজা হরিশচন্দ্র

১৬) উওম– সুচিত্রা জুটির প্রথম ছবির নাম কি ?

ক) পথে হল দেরি

খ) সপ্তপদী

গ) সাড়ে চুয়াত্তর

ঘ) হারানো সুর

উত্তর :– সাড়ে চুয়াত্তর

১৭) দেবদাস ছবির পরিচালক ছিলেন ?

ক) শিশির কুমার ভাদুড়ি

গ) নরেশ্চন্দ্র মিত্র

ঘ) প্রমথেশ বড়ুয়া

উত্তর :– প্রমথেশ বড়ুয়া

১৮) “উদয়ের পথে” ‘দো বিঘা জমিন ’ চলচিত্র দুটির পরিচালক কে ?

ক) বিমল রায়

খ) নিমাই ঘোষ

গ) হেসেন গুপ্ত

ঘ) উদয়সংকর

উত্তর :– বিমল রায়

১৯) “পথের পাঁচালি”  মুক্তি পেয়েছিল কত খিস্টাব্দে

ক) ১৯৪৮

খ) ১৯৫৩

গ) ১৯৫৫

ঘ) ১৯৫৯

উত্তর :– ১৯৫৫

২০) মৃণাল সেনের প্রথম ছবি কি ?

ক) রাতভোর

খ) নীল আকাশের নিচে

গ) অপরাজিত

ঘ) গঙ্গা

উত্তর :– রাতভোর

২১) “কাবুলিওয়ালা”  ছবির পরিচালক ?

ক) ঋত্বিক ঘটক

খ) রাজেন তরফদার

গ) তপন সিংহ

ঘ) মৃণাল সেন

উত্তর :– তপন সিংহ



No comments