শনিবার, ২৩ মে, ২০২০

নানা রঙ্গের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর






:· উচ্চ মাধ্যমিক বাংলা নাটক নানা রঙ্গের দিন কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " নানা রঙ্গের দিন " নাটকের পটভূমিতে আছে
ক) পেশাদারী থিয়েটার
খ) সখের থিয়েটার
গ) গ্রুপ থিয়েটার
ঘ) গ্রাম্য থিয়েটার

উত্তর :–পেশাদারী থিয়েটার

২) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়ে ছিলেন
ক) মঞ্চের উপরে
খ) দোকানের ব্রাঞ্চে
গ) গ্রীনরুমে
ঘ) মাটিতে

উত্তর :–মঞ্চের উপরে

৩) রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন
ক) শাজাহান
খ) দিলদার
গ) ঔরঙজেব
ঘ) মির্জুমলা

উত্তর :–দিলদার

৪) " বা: বা: বুঢঢা । আছাহি কিয়া ।" এই " বুঢঢা " হলেন
ক) কালিনাথ সেন
খ) রামব্রিজ
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
ঘ) শাজাহান

উত্তর :–রজনীকান্ত চট্টোপাধ্যায়

৫) " কোথায় ধেনো টেনে পড়ে আছে ব্যাটা ।" এ খানে কার কথা বলা হয়েছে
ক) রজনীকান্ত চট্টোপাধ্যায়
খ) রামব্রিজ
গ) কালীনাথ সেন
ঘ) মুরাদ

উত্তর :–রামব্রিজ

৬) " নানা রঙ্গের দিন" নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বয়স ছিল
ক) ৫০ বছর
খ) ৬৮ বছর
গ) ৬০ বছর
ঘ) ৭০ বছর

উত্তর :–৬৮ বছর

৭) " নানা রঙ্গের দিন " নাটকে মাঝরাতে রজনীকান্ত চট্টোপাধ্যায় যার পোশাক পড়েছিলেন , তিনি হলেন
ক) দিলদার
খ) শাজাহান
গ) ঔরঙ্গজেব
ঘ) মানসিংহ

উত্তর :–দিলদার

৮) বৃদ্ধা বয়সে মানুষ যা শোনে বলে " নানা রঙ্গের দিন " নাটকে উল্লেখ করেছেন
ক) রবীন্দ্রনাথ সঙ্গীত
খ) টপ্পা
গ) পুরাতনী গান
ঘ) কিতন

উত্তর :–কিতন

৯) " নানা রঙ্গের দিন " নাটকে কলীনাথ সেনের পরনে ছিল
ক)  ধুতি
খ) ময়লা পাজামা
গ) পরিষ্কার ধুতি
ঘ) পরিষ্কার পাজামা

উত্তর :–ময়লা পাজামা

১০) " নানা রঙ্গের দিন " নাটকে কলীনাথ সেন ছিলেন
ক) প্রম্পেটার
খ) মেক - আপ মান
গ) অভিনেতা
ঘ) এক জন দর্শক

উত্তর :–প্রম্পেটার

১১) " নানা রঙের দিন " নাটকে কলীনাথ
রোজ লুকিয়ে ঘুমাতেন
ক) মঞ্চে
খ) গ্রীনরুমে
গ) বৈঠক খানায়
ঘ) প্রেক্ষাগৃহে সামনে

উত্তর :–গ্রীনরুমে

১২) রজনীকান্ত " নানা রঙ্গের দিন " নাটকে সেদিনের শো- তে যা পেয়েছিলেন
ক) পাঁচটা কল্ল্যাপ
খ) প্রীতি উপহার
গ) সাত টা কল্ল্যাপ
ঘ) তিরস্কার

উত্তর :–সাত টা কল্ল্যাপ

১৩) " পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুজ্জেমশাই " এই ' পাবলিক ' হলো
ক) সাধারন মানুষ
খ) সংস্কৃতি প্রেমী মানুষ
গ) নাটকের সাধারন দর্শক
ঘ) নাটকের সাধারন কলাকুশলীরা

উত্তর :–নাটকের সাধারন দর্শক


১৪) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল
ক) ব্রাহ্মণ বংশে
খ) প্রাচীন বংশে
গ) কায়স্থ বংশে
ঘ) দরিদ্র পরিবারে

উত্তর :–ব্রাহ্মণ বংশে

১৫) অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন
ক) শিক্ষক
খ) লেখক
গ) পুলিশ
ঘ) খেলোয়াড়

উত্তর :–পুলিশ

১৬) " ভোরের আলোর চেয়েও সুন্দর সে " রজনীকান্ত চট্টোপাধ্যায় কার কথা বলেছেন
ক) তার প্রাক্তন প্রেমিকা
খ) বন্ধু
গ) তার অভিনীত চরিত্র
ঘ) রামব্রিজ

উত্তর :–তার প্রাক্তন প্রেমিকা

১৭) রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন
ক) শাজাহান
খ) দিলদার
গ) আলমগির
ঘ) ঔ রঙ্গজিব

উত্তর :–আলমগির

১৮) " নানা রঙ্গের দিন " নাটকে অভিনেতাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে
ক) শিক্ষক
খ) অস্পৃশ্য ভাড়
গ) গাধা
ঘ) জ্ঞানী

উত্তর :–অস্পৃশ্য ভাড়

১৯) " রিজিয়া " নাটকের যে চরিত্রের সংলাপ রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন
ক) আলমগির
খ) মিরজুমলা
গ) শাজাহান
ঘ) বক্তিয়ার

উত্তর :–বক্তিয়ার

২০) রজনীকান্ত রামব্রিজ কে কত টাকা " বকশিশ " দিয়েছিলেন
ক) চার টাকা
খ) দু - টাকা
গ) তিন টাকা
ঘ) এক টাকা
উত্তর :–তিন টাকা

২১) " গ্রীনরুমে ঘুমোই " কে ঘুমান ?
ক) কালিনাথ সেন
খ) রামব্রিজ
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
ঘ) রামচরণ

উত্তর :– কালিনাথ সেন

২২) দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল
ক) মোমবাতি
খ) প্রদীপ
গ) ধুপ
ঘ) জলন্ত মোমবাতি

উত্তর :–জলন্ত মোমবাতি

২৩) " নানা রঙ্গের দিন " নাটকে মঞ্চের মাঝ খানে উল্টানো ছিল
ক) একটি টেবিল
খ) একটি চেয়ার
গ) একটি বাঞ্চ
ঘ) একটি টুল

উত্তর :–একটি টুল



৩টি মন্তব্য: