বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

শ্রীগঙ্গাস্ত্রম MCQ প্রশ্ন ও উত্তর






:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত  কবিতা শ্রীগঙ্গাস্ত্রম কিছু গুরুত্বপূর্ণ  MCQ   প্রশ্ন উত্তর আলোচনা করা হলো ।

১) শ্রীগঙ্গাস্ত্রম নামক কবিতাটির রচয়িতা হলেন ?
ক) সায়ানাচার্য
খ) বল্লভচার্য
গ) শ্রীশঙ্করাচায
ঘ) জয়দেব
উত্তর :–শ্রীশঙ্করাচায

২) গঙ্গা বাস করেন ?
ক) বিষ্ণুর মাথায়
খ) শিবের মাথায়
গ) কার্তিকের মাথায়
ঘ) ইন্দ্রের মাথায়
উত্তর :–শিবের মাথায়

৩) গঙ্গার জলের মহিমা ?
ক) যাদুশাস্ত্রে প্রসিদ্ধ
খ) জ্যোতিষশাস্ত্রে প্রসিদ্ধ
গ) গণিতশাস্ত্রে প্রসিদ্ধ
ঘ) বেদাদিশাস্ত্রে প্রসিদ্ধ
উত্তর :–বেদাদিশাস্ত্রে প্রসিদ্ধ

৪) গঙ্গা যে দেবতার চরণ স্পর্শ করে নিগর্ত হয়েছেন তিনি হলেন ?
ক) দুর্গা
খ) বিষ্ণু
গ) কালি
ঘ) শিব
উত্তর :–বিষ্ণু

৫) ফলদানকারিনি গঙ্গার সাথে তুলনীয় বৃক্ষশাকাটিকে বলা হয়েছে ?
ক) মাধবী লতা
খ) কল্পলতা
গ) সুবর্ণলতা
ঘ) বনলতা
উত্তর :–কল্পলতা

৬) শোকগ্রস্থ না হওয়ার কারন হল ?
ক) গঙ্গার জল পান করা
খ) গঙ্গা তীরে বাস করা
গ) গঙ্গাকে প্রণাম করা
ঘ) গঙ্গায় স্নান করা
উত্তর :–গঙ্গার জল পান করা

৭) পূর্ণজন্ম না হওয়ার কারন হল ?
ক) গঙ্গাকে প্রণাম করা
খ) গঙ্গার জল পান করা
গ) গঙ্গা তীরে বাস করা
ঘ) গঙ্গায় স্নান করা
উত্তর :–গঙ্গায় স্নান করা

৮) গঙ্গার পুত্র হলেন ?
ক) সূর্য
খ) চন্দ্র
গ) কর্ন
ঘ) ভীষ্ম
উত্তর :–ভীষ্ম

৯) গঙ্গা কে প্রণাম করেন ?
ক) চন্দ্র
খ) ইন্দ্র
গ) শিব
ঘ) দুর্গা
উত্তর :–ইন্দ্র

১০) শ্রীগঙ্গাস্ত্রম নামক কবিতায় উল্লেখিত দেবী গঙ্গার একটি নাম হলো ?
ক) বিষ্ণুপদী
খ) ত্রিপথগা
গ) জহুতনয়া
ঘ) অলকানন্দা
উত্তর :–অলকানন্দা

১১) দুঃখে কাতর মানুষের কাছে গঙ্গা  ?
ক) শোভিত
খ) আনন্দদায়ক
গ) বন্দিত
ঘ) খণ্ডিত
উত্তর :–বন্দিত।



1 টি মন্তব্য: