বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর




:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাহিত্যের  কিছু গুরুত্বপূর্ণ  MCQ   প্রশ্ন উত্তর আলোচনা করা হলো ।

১) মহাকবি ভাসের সর্বসেষ্ঠো নাটকটি হলো ?
ক) প্রতিমা নাটক
খ) ঊরুভঙ্গ
গ) স্বপ্নবাসব দও
ঘ) মৃচ্ছকটিক
উত্তর :–স্বপ্নবাসব দও

২) মহা কবি কালিদাস রচিত গীতিকাব্য টি হলো ?
ক) গীতগোবিন্দ
খ) মেঘদূত
গ) অমরুশতক
ঘ) গঙ্গাস্তএ
উত্তর :–মেঘদূত

৩) মহাকবি কালিদাস রচিত নাটকটি হলো ?
ক) অভিজ্ঞানশকুন্তল
খ) মৃচ্ছকটিক
গ) স্বপ্নবাসব দও
ঘ) মুদ্রারাক্ষস
উত্তর :–অভিজ্ঞানশকুন্তল

৪) অভিজ্ঞানশকুন্তলে অঙ্ক আছে ?
ক) ৫ টি
খ) ৬ টি
গ) ৭ টি
ঘ) ১০ টি
উত্তর :– ৭ টি

৫) শূদ্রক  রচিত নাটকটির নাম ?
ক) মুদ্রারাক্ষস
খ) মৃচ্ছকটিক
গ) প্রবোধচন্দ্রদয়
ঘ) অবিমারক
উত্তর :–মৃচ্ছকটিক

৬) মৃচ্ছকটিক নাটকে অঙ্ক আছে ?
ক) ১০ টি
খ) ৯ টি
গ) ৭টি
ঘ) ৫ টি
উত্তর :–১০ টি

৭) অভিজ্ঞানশকুন্তলা নাটকে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন ?
ক) অনসূয়াকে
খ) প্রীয়ংবদাকে
গ) মুনিকে
ঘ) শকুন্তলাকে
উত্তর :–শকুন্তলাকে

৮) মৃচ্ছকটিক নাটকে নায়ক হলেন ?
ক) শকার
খ) শর্বিলক
গ) উদয়ন
ঘ) চারুদও
উত্তর :–চারুদও

৯)মৃচ্ছকটিক নাটকে নায়িকা হলেন ?
ক) কুন্দমালা
খ) বসন্তসেনা
গ) অনসূয়া
ঘ) প্রীয়ংবদা
উত্তর :–বসন্তসেনা

১০) মুদ্রারাক্ষস নাটকের রচয়িতা হলেন ?
ক) শুদ্রক
খ) ভাস
গ) কালিদাস
ঘ) বিশাখা দও
উত্তর :–বিশাখা দও

১১) মুদ্রারাক্ষস নাটকে অঙ্ক আছে ?
ক)  ৫ টি
খ) ৭ টি
গ) ৬ টি
ঘ) ১০ টি
উত্তর :–৭ টি

১২) স্বপ্নবাসব দও নাটকের নায়ক হলেন ?
ক) উদয়ন
খ) যুগোধ্ণারায়ান
গ)  চারুদও
ঘ) সুশান্ত
উত্তর :–উদয়ন

১৩) মুদ্রারাক্ষস নাটকের নামটির মধ্যে মুদ্রা শব্দের অর্থ হলো ?
ক) চিহ্ন
খ) টাকা
গ) সভাব
ঘ) প্রতারণা
উত্তর :–চিহ্ন

১৪) যে নাটকটির মধ্যে বিদুষকের কোনো চরিত্র নেই সেই নাটকটি হলো ?
ক) অভিজ্ঞানশকুন্তল
খ) মৃচ্ছকটিক
গ) স্বপ্নবাসব দও
ঘ) মুদ্রারাক্ষস
উত্তর :–মুদ্রারাক্ষস

১৫) মুদ্রারাক্ষস নাটকে নন্দরাজের মন্ত্রীর নাম হলো ?
ক) যুগোধ্ণারায়ান
খ) রাক্ষস
গ) পরাশর
ঘ) চার্ণক
উত্তর :–রাক্ষস

১৬) মৃচ্ছকটিক নাটকে রাজশালকের নাম ?
ক) বিকার
খ) প্রকার
গ) শকার
ঘ) শবিলক
উত্তর :–শকার

১৭) মৃচ্ছকটিক নাটকে চারুদও এর বাড়িতে সিঁধ কাটে ?
ক) রাক্ষস
খ) শবিলক
গ) চন্দন দাস
ঘ) চার্ণক
উত্তর :–শবিলক

১৮) সংস্কৃত আলঙ্কারিক মতে মৃচ্ছকটিক একটি ?
ক) প্রকরণ
খ) নাটক
গ) ভার্ন
ঘ) প্রহসন
উত্তর :–প্রকরণ

১৯) মেঘদূতর রচয়িতা হলেন ?
ক) জয়দেব
খ) কালিদাস
গ) আমরু
ঘ) ঘটকপর
উত্তর :–কালিদাস

২০) মেঘদূতে যক্ষ যে পর্বতে নির্বাসিত হয়েছিলেন তার নাম ?
ক) দেবগিরি
খ) রামগিরি
গ) মহেন্দ্রগিরি
ঘ) সোমগিরি
উত্তর :–রামগিরি

২১) মেঘদূতে মেঘের যাত্রা পথের বর্ণনা আছে ?
ক) উত্তরমেঘে
খ) রামগিরিতে
গ) অলকায়
ঘ) পূর্বমেঘে
উত্তর :–পূর্বমেঘে

২২) গীতগোবিন্দের বিষয়বস্তু হলো ?
ক) রাম – সীতার প্রেম
খ) উদয়ন – বাসবদও প্রেম
গ) দুষন্ত – শকুন্তলার প্রেম
ঘ) রাধা – কৃষ্ণের প্রেম
উত্তর :–রাধা – কৃষ্ণের প্রেম

২৩) আর্য ভট্ট এর গ্রন্থটির নাম হলো ?
ক) আর্যভোটিয়ম
খ) বৃহত সংহিতা
গ) পঞ্চসিধান্তিকা
ঘ) মেঘদূতম
উত্তর :–আর্যভোটিয়ম

২৪) আর্যভোটিয়ম গ্রন্থটির বিষয়বস্তু হলো ?
ক) চিকিৎসা
খ) জ্যোতির্বিজ্ঞান ও গণিত
গ) সঙ্গীত
ঘ) ব্যাকরন
উত্তর :–জ্যোতির্বিজ্ঞান ও গণিত

২৫) আর্যভোটিয়ম গ্রন্থে শোলোক আছে ?
ক) ১১৮ টি
খ) ১১৯ টি
গ) ১২০ টি
ঘ) ১২১ টি
উত্তর :–১২১ টি।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন