বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কয়েকটি গুরত্ব পূর্ণ প্রশ্ন




পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা ঘুরে ফিরে প্রতি বছর আসে সেগুলিই দেওয়া হলো ।

১) চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ? কবি এই মন্তব্যের মধ্যে দিয়ে কোন সত্যকে প্রতিষ্টা করতে চেয়েছেন আলোচনা করো ।

২) এত যে শুনি বাইজেন্টিয়াম , সেখানে কি সবাই প্রসাদেই থাকত ? কবির মন্তব্যের তাৎপর্য আলোচনা করো ।

৩) ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার / একলাই নাকি ? এই প্রশ্নের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো ।

৪) গলদের নিপাত করেছিল সিজার । নিদেন একটা রাধুনী তো ছিল ? এই মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করো ।

৫) বিরাট আমাডা যখন ডুবল , স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব / আর কেউ কাঁদেনি ? মন্তব্যটির ঐতিহাসক ভির্তি উল্লেখ করে এর মমাথ আলোচনা করো ।

৬) পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজচেতনার কী পরিচয় পাও ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন