সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তী পর্বের আন্তজার্তিক সম্পর্ক MCQ প্রশ্ন ও উত্তর





:· উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তী পর্বের আন্তজার্তিক সম্পর্ক কয়েকটি MCQ  প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়
ক) ১৯১৯ সাল
খ) ১৯২০ সাল
গ) ১৯৩৯ সাল
ঘ) ১৯৪৫ সাল
উত্তর :–১৯৩৯ সাল

২) দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে
ক) ১৯৪০ সাল
খ) ১৯৪১ সাল
গ) ১৯৪৫ সাল
ঘ) ১৯৫০ সাল
উত্তর :–১৯৪৫ সাল

৩) প্রথম পরমাণু বোমা আকারান্ত দেশটি হলো
ক) জাপান
খ) দক্ষিণ কোরিয়া
গ) উত্তর কোরিয়া
ঘ) কিউবা
 উত্তর :–জাপান

৪) জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার একটির নাম হলো
ক) ফ্রাট ম্যান
খ) ম্যাড ম্যান
গ) জেন্টলম্যান
ঘ) সুপারম্যান
উত্তর :–ফ্রাট ম্যান

৫) " ঠান্ডা লড়াই " শব্দ টি প্রথম প্রয়োগ করেন
ক) ট্রুম্যান
খ) বানাড বারুচ
গ) চার্চিল
ঘ) গোবাচেড
উত্তর :–বানাড বারুচ

৬) পশ্চিমী সামরিক জোট হলো
ক) NATO
খ)  SEATO
গ)   SAARC
ঘ)  SAPTA
উত্তর :–NATO

৭) সমাজতান্ত্রিক  রাষ্ট্র গুলির তৈরি করা জোট হলো
ক) WARSAW
খ) NATO
গ) SAPTA
ঘ) SEATO
উত্তর :–WARSAW


৮) NATO গঠিত হয় কার উদ্যোগে
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) সোভিয়েত ইউনিয়ন
গ) পোল্যান্ড
ঘ) পর্তুগাল
উত্তর :–মার্কিন যুক্তরাষ্ট্র

৯) WARSAW  Pact তৈরি হয় কার উদ্যোগে
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) সোভিয়েত ইউনিয়ন
গ) পোল্যান্ড
ঘ) পর্তুগাল
উত্তর :–সোভিয়েত ইউনিয়ন

১০) কিউবা সংকট দেখা দেয়
ক) ১৯৫৫ সাল
খ) ১৯৬০ সাল
গ) ১৯৬২ সাল
ঘ) ১৯৭৫ সাল
উত্তর :–১৯৬০ সাল

১১) একমেরু বিশ্বের প্রধান শক্তি হলো
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ)  চিন
গ) ইংল্যান্ড
ঘ) ফ্রান্স
উত্তর :–মার্কিন যুক্তরাষ্ট্র

১২) যে ঘটনার মধ্যে দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান এবং একমেরু করনের জন্ম হয় , সেটি হলো
ক) সোভিয়েত ইউনিয়নের পতন
খ) কিউবা সংকটের অবসান
গ) কোরিয়া সংকট
ঘ) ইরাকের কুয়েত দখল
উত্তর :–সোভিয়েত ইউনিয়নের পতন

১৩) মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন
ক) নাসের
খ) টিটো
গ) সুকর্ন
ঘ) জহরলাল নেহরু
উত্তর :–নাসের

১৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল
ক) অক্ষশক্তি
খ) মিশ্রশক্তি
গ) NATO জোট
ঘ) ওয়ারশ জোট
উত্তর :–মিশ্রশক্তি

১৫) প্রথম বিশ্ব যুদ্ধ কবে শুরু হয়েছেছিল
ক) ১৯১৪ সালের ২৮ জুলাই
খ) ১৯১৪ সালের ২৭ জুলাই
গ) ১৯১৪ সালের ২৯ জুলাই
ঘ) ১৯১৪ সালের ৩৯ জুলাই
উত্তর :–১৯১৪ সালের ২৮ জুলাই

১৬) প্রথম বিশ্ব যুদ্ধ কবে শেষ হয়
ক) ১৯১৯ সালের ২৫ জুন
খ) ১৯১৯ সালের ২৬ জুন
গ) ১৯১৯ সালের ২৭ জুন
ঘ) ১৯১৯ সালের ২৮ জুন
উত্তর :–১৯১৯ সালের ২৮ জুন

১৭) মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়
ক) ১৯৩৫ সাল
খ) ১৯৩৬ সাল
গ) ১৯৩৭ সাল
ঘ) ১৯৩৮ সাল
উত্তর :–১৯৩৭ সাল

১৮) বার্লিন অবরোধ কোন দেশ করে
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) সোভিয়েত ইউনিয়ন
গ) ব্রিটেন
ঘ) ফ্রান্স
উত্তর :–সোভিয়েত ইউনিয়ন

১৯) জজ মার্শাল কে ছিলেন
ক) মার্কিন রাষ্ট্রপ্রতি
খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী
গ) মার্কিন পররাষ্ট্র সচিব
ঘ)ব্রিটিশ প্রধানমন্ত্রী
উত্তর :–মার্কিন পররাষ্ট্র সচিব


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন