মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

মৃদুল দাশগুপ্ত জীবনী মূলক রচনা



জন্ম ও পারিবারিক পরিচয় :– ১৯৫৫ সালে ৩ এপ্রিল হুগলি জেলার শ্রীরামপুরে কবি মৃদুল দাশগুপ্তর জন্ম । বাবা জোৎস্না কুমার দাশগুপ্ত এবং মা সান্ত্বনা দাশগুপ্ত । কবির বাল্য জীবন কাটে শ্রীরামপুরেই ।
ছাত্রজীবন :– শ্রীরামপুরের পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম পাঠ শুরু হয় । শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন । উত্তর পাড়া প্রেরিমহণ কলেজ থেকে তিনি জীববিদ্যায় স্নাতক হন ।

কর্মজীবন :– শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে মৃদুল দাশগুপ্তর কর্মজীবন শুরু হয় । পরে ১৯৭৮ সাল থেকে সাংবাদিকতাকেই তিনি পেশা হিসেবে বেছে নেন । প্রথমে " পরিবর্তন " পত্রিকা এবং পরে " যুগান্তর " পত্রিকায় তিনি সাংবাদিকতা করেছেন । ১৯৯১ সাল থেকে " আজকাল " পত্রিকার সঙ্গে তিনি যুক্ত আছেন ।

সাহিত্যকর্ম :– শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে থাকা কালীনই তার কবিতা প্রথম প্রকাশিত হয় । পরে শ্রীরামপুর থেকে প্রকাশিত " বেলাভূমি " প্রভুতি পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশিত হতে থাকে । কলকাতা থেকে প্রকাশিত " এবং " পত্রিকায় গুচ্ছ কবিতা লিখেছেন কবি । তার অন্যান্য গ্রন্থ গুলি হলো – ' গোপনে হিংসার কথা বলি  '  ' সোনার বুদবুদ ' ধান ক্ষেত ' ইত্যাদি । তার রচিত ছড়া গ্রন্থ " ঝিকিমিকি ঝিরিঝিরি " " ছড়া ৫০ " " আমপাতা জাম পাতা " উল্লেখযোগ্য ।

সম্মান ও স্বীকৃতি :– ১৯৭৫ সালে মৃদুল দাশগুপ্ত কে " ন্যাশনাল রাইটার্স আওয়ার্ড " এ সম্মানিত করা হয় । তিনি ২০০০ সালে " সূর্যাস্তে নিমিত গৃহ " কাব্য গ্রন্থের জন্য " পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার " এবং ২০১২ সালে " সোনার বুদবুদ " কাব্য গ্রন্থের জন্য " রবীন্দ্র পুরষ্কার " লাভ করেন ।

২টি মন্তব্য: