শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

উচ্চ মাধ্যমিক বাংলা ২০১৮ প্রশ্ন পত্র



                         উচ্চ মাধ্যমিক ২০১৮
                                  বাংলা


বিভাগ :- " ক "                                         নাম্বার ৫০

১) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

১.১) " দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃত্যুঞ্জয় ।" ------ মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগল ? তার এমন হয়ে যাওয়ার কারণ কি ?

১.২) " এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়োমে ।" বড়ো পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় ?

২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

২.১) " শিকার " কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে, তা নিজের ভাষায় লেখো । সেই পরিবেশ কোন ঘটনায় করুন হয়ে উঠলো ?

২.২) " আমি তা পারিনা " । - কবি কি পারেন না  ? " যা পারি কেবল "  - কবি কি পারেন ?

৩) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " বিভাব " কথা টির সাধারণ অর্থ কি ? " বিভাব " নাটক টির নাম করণ কত খানি তাৎপর্য পূর্ণ আলোচনা করো ।

৩.২) " আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রীন রুমে ঘুমোয় চ্যাটার্জী মশায় - কেউ জানে না ।" কোন নাটকের অংশ ? বক্তা কে ? তিনি কেন গ্রীন রুমে ঘুমান ?

৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৪.১) " কে আবার গড়ে তুলল এতবার ।" - কি গড়ে তোলার কথা বলা হয়েছে ? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন ?

৪.২) " অলৌকিক " গল্পে হাত দিয়ে পাথর থামানো ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন ? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো ?

৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৫.১) " জেলখানা টা পাহাড়ের তিন তলা সমান এক টা হাঁটুর উপর ।" - কোন জেলখানা ? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কিরকম অত্যাচার করা হতো ।

৫.২) " ছিল জোতদার আর তালুকদারের নিরুঙ্ক্ষুষ শাসন । " - শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো ।

৬) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :

৬.১) অভিবাজ্য ধ্বনি কাকে বলে ? দুটি অভিবাজ্য ধ্বনির পরিচয় দাও ।

৬ .২)  শব্দাথের উপাদান মূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখা করো ।

৭) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :

৭.১) বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো ।

৭.২) বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো ।

৭ .৩) চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো ।

৭.৪) আমাদের মহাকাব্য " কুস্তি " কি নামে পরিচিত ছিল ? সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও ।

৮)  যে কোনো ১ টি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে   কম বেশি    ৪০০ শব্দের মধ্যে ১ টি প্রবন্ধ রচনা করো ।

                     রচনা

৮.১) বাংলার উৎসব

৮.২)  পল্লী সাহিত্য

৮.৩) বিতর্কের বিষয় :- " দূর্দশন মানবজীবন কে সমস্যা জজরিত  করে তুলেছে"

৮.৪)  নারায়ণ গঙ্গোপাধ্যায় ( জীবনী মূলক রচনা )




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন