শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

উচ্চমাধ্যমিক দর্শন ২০১৯ প্রশ্ন পত্র



                    উচ্চ মাধ্যমিক ২০১৯
                                 দর্শন 


বিভাগ :- " ক "                                    নাম্বার ৪০
A) নিম্ন লিখিত বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের কোন কোন পদ ব্যাপ অব্যাপ তা উল্লেখ করো ।

i) যে কেউ এ কাজ করতে পারে ।

ii) কাঁচা আম সাধারণত টক হয় ।

iii) অমেরুনন্ডি প্রাণীরা সাধারণত স্তন্য পায়ী হতে পারে না ।

iv) সবাই সাধু নয় যারা গীজায় যায় ।

B) দৃষ্টান্তসহ মাধ্যম ও অমাধ্যমের মধ্যে পার্থক্য করো । নিষেধ মূলক আবর্তন বলতে কি বোঝো ? এই প্রকার আবর্তন কি বৈধ ।

C) নিম্নলিখিত যুক্তি গুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো । প্রত্যেকটির বৈধ তা বিচার করো :

i) কলকাতা ভারতের অন্তর্গত , দুবাই ভারতের অন্তর্গত নয় । সুতরাং দুবাই কলকাতায় অন্তর্গত নয় ।

ii) কোনো মাছ পাখি নয় , কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোন সরীসৃপ পাখি নয় ।



D) নীচের প্রশ্ন গুলিতে উপযুক্ত টিকা লেখো :

i) নিরপেক্ষ ন্যায়

ii) অবৈধ পক্ষ দোষ

E) মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো ,আকার , সংজ্ঞা, দৃষ্টান্ত , সুবিধা , অসুবিধা

F) টিকা লেখো :

        i) সহকার্যকেকারণ হিসাবে গ্রহণ জনিত দোষ ।
       ii) কাকতালীয় দোষ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন