Breaking News

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৮




            PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।


১) জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় ? জাতীয় স্বার্থের ধারনা বিশ্লেষণ করো  ।

২) উদারনীতি বাদের অর্থ ও সংজ্ঞা দাও ? উদারনীতি বাদের উৎপতি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো ?

৩) এক কক্ষ বিশিষ্ট আইন সভা বলতে কি বোঝায় ? এক কক্ষ বিশিষ্ট আইন সভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।

৪) রাজ্যের প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো ।

৫) ভারতীয় বিচার ব্যাবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখা করো।



                                  PART - B 


১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।



১) গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে সহায়তা করেন ?

ক) প্রধান

খ) উপপ্রধান

গ) কর্মসচিব

ঘ) বিডিও

২) গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হলো ?

ক) ৩ বছর

খ) ৪ বছর

গ) ৫ বছর

ঘ) ৬ বছর

৩) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারীক হলেন ?

ক) এসডিও

খ) বিডিও

গ) সভাপতি

ঘ) ডিএম

৪) জেলা পরিষদের প্রধান হলেন ?

ক) সভাপতি

খ) সভাধিপতি

গ) প্রধান

ঘ) বিডিও

৫) জেলা পরিষদের  প্রশাসনিক কর্মকর্তা হলেন ?

ক) বিডিও

খ) এসডিও

গ) ডিএম

ঘ) কর্মসচিব

৬) পঞ্চায়েতে কত গুলি সভায় হাজির না থাকলে সদস্যপদ বাতিল হয় ?

ক) ২ টি

খ) পরপর ৩ টি

গ) ৪ টি

ঘ) ৫ টি

৭) গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ?

ক) ৫–৩০ জন সদস্য নিয়ে

খ) ৫–৩৫ জন সদস্য নিয়ে

গ) ৩–৩০ জন সদস্য নিয়ে

ঘ) ৫–৪০ জন সদস্য নিয়ে

৮) ভারতের বিচার ব্যাবস্থার প্রকৃতি হলো ?

ক) খণ্ডিত

খ) অখণ্ড

গ) ধৈত

ঘ) যুক্তরাষ্ট্র

৯) সুপ্রিমকোর্টের বিচারপতি দের নিয়োগ করেন ?

ক) প্রধানমন্ত্রী

খ) রাষ্ট্রপতি

গ) উপরাষ্ট্রপতি

ঘ) স্পিকার

১০) সুপ্রিমকোর্টের বিচারপতি সংখ্যা হলো ?

ক) ২৬ জন

খ) ২৭ জন

গ) ২৮ জন

ঘ) ৩০ জন


১১) সুপ্রিমকোর্টের বিচারপতি দের অবসর গ্রহনের বয়স হলো ?

ক) ৬০ বছর

খ) ৬২ বছর

গ) ৬৫ বছর

ঘ) ৭০ বছর


১২) বিচারপতিদের পদ্চুত করে সরকারের ?

ক) শাসন বিভাগ

খ) আইন বিভাগ

গ) বিচার বিভাগ

ঘ) জনগণ

১৩) ভারতের পার্লামেন্টের  উচ্চকক্ষের নাম হলো ?

ক) সিনেট

খ) লডসভা

গ) রাজ্যসভা

ঘ) বিধান পরিষদ

১৪) লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো ?

ক) ৫৫০জন

খ)  ৫৫২ জন

গ) ৫৫৫ জন

ঘ) ৫৬০ জন

১৫) লোকসভার বর্তমান সদস্য সংখ্যা হলো ?

ক) ৫৪৫ জন

খ)  ৫৫০ জন

গ) ৫৫৫ জন

ঘ) ৫৫৩  জন


১৬) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো  ?

ক) ২৪০ জন

খ) ২৪৫ জন

গ) ২৫০ জন

ঘ) ২৫২ জন


১৭) রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হলো ?

ক) ২৩০ জন

খ) ২৩৫ জন

গ) ২৪০ জন

ঘ) ২৪৫ জন


১৮) লোকসভার সদস্য হওয়ার জন্য পদ প্রাথির নুন্যতম বয়স হতে হবে ?

ক) ১৮ বছর

খ) ২৫ বছর

গ) ২৮ বছর

ঘ) ৩০ বছর


১৯) রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদ প্রাথির নুন্যতম বয়স হতে হবে ?

ক) ১৮ বছর

খ) ২০ বছর

গ) ২৫ বছর

ঘ) ৩০বছর

২০) অঙ্গরাজ্যগুলি থেকে লোকসভায় নির্বাচিত হন সর্বাধিক ?

ক) ৫০০ জন

খ) ৫৩০ জন

গ) ৫৫০ জন

ঘ) ৫৫২ জন

২১) NATO গঠিত হয় কার উদ্যোগে ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ) সোভিয়েত ইউনিয়ন

গ) পোল্যান্ড

ঘ) পর্তুগাল


২২) WARSAW  Pact তৈরি হয় কার উদ্যোগে  ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ) সোভিয়েত ইউনিয়ন

গ) পোল্যান্ড

ঘ) পর্তুগাল


২৩) কিউবা সংকট দেখা দেয় ?

ক) ১৯৫৫ সাল

খ) ১৯৬০ সাল

গ) ১৯৬২ সাল

ঘ) ১৯৭৫ সাল

২৪) একমেরু বিশ্বের প্রধান শক্তি হলো ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ)  চিন

গ) ইংল্যান্ড

ঘ) ফ্রান্স


২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।

১) ট্রুম্যান নীতি কি ?

২)  SEATO এর পুরো কথা টি কি ?

১) COMECON কি উদ্দেশ্যে গঠিত হয় ?

৩) CTBT কি ?

৪)  SAARC   - এর অষ্ঠাদশ সম্মেলনটি কবে ও কোথায় অনুষ্ঠিত হয় ?

৫)  FISA  - র পুরো কথাটি কি ?

৬) নিরাপত্তা পরিষদের দুটি নিবর্তন মূলক ব্যাবস্থার উল্লেখ করো ?

৭) অছি ব্যাবস্থা কাকে বলে ?

৮) ইউনেস্কো কি ? এর প্রধান উদ্দেশ্য কি ?

৯) সাধারন সভার একটি নির্বাচন মূলক কাজ উল্লেখ করো ?

১০) বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO ) র মোট সদস্য সংখ্যা কত ?

১১) বিশ্ব ব্যাংকের  অন্যতম প্রধান উদ্দেশ্য কি ?

১২) জেলা পরিষদের সভায় সভপতিত্ব করেন কে ?

১৩) গ্রাম সংসদ এর প্রধান কাজ কি ?

১৪) বরো কমিটি কিভাবে গঠিত হয় ?

১৫) কোন দেশের বাধাদানের ফলে চিন এখনও সার্ক – এর সদস্য পদ পায়নি ?

১৬) ভারত ও বাংলাদেশের মধ্যে কোন বছর গঙ্গার জলবণ্ঠন  চুক্তি সম্পাদিত হয় ?




No comments