শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্ন পত্র ২০২০ [ HS Philosophy Questions Papers 2020 ]


 


1)

A) নিরপেক্ষ বচনের " পদের বেপ্যতা " বলতে কি বোঝায় ? চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ অব্যাপ তা উদাহরণসহ লেখো । পদের  ব্যাপতা সংক্রান্ত সাধারণ নিয়ম গুলি কী কী ?


                              অথবা


নিম্নলিখিত বাক্যগুলি কে তর্ক বিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুন ও পরিমাণ উল্লেখ করো ।


i) দার্শনিকরা কখনোই সুখী নয় ।

ii) বিনয় ছাড়া সৎ কাজ হয় না ।

iii) কোন মা তার সন্তানকে ভালোবাসেন না ।

iv) কিছু প্রভাবশালী ব্যাক্তি অসাধু ।



২। আবর্তন কাকে বলে ? আবর্তনের নিয়ম গুলি উদাহরণসহ উল্লেখ করো । " A " বচনের সরল আবর্তন নয় কেন ?




                           অথবা


নিম্নলিখিত বাক্যগুলি আদর্শ আকারে রূপান্তরিত করো এবং আবর্তন বিবর্তন করো :


i)কদাচিৎ চিকিৎসকেরা আবেগপ্রবণ ।

ii) প্রত্যেক কবি হন দার্শনিক ।

iii) জড়বাদীরা আস্তিক নন ।

iv) বেশিরভাগ লোক কুসংস্কারছন্ন ।



৩ | নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো :




i) এই ন্যায় টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পদ বিশিষ্ঠ ।


ii) সব সফল ব্যাক্তি পরিশ্রমী সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয় ।




                          অথবা



নিম্নলিখিত বিবৃতি গুলি প্রমাণ করো :



i) একটি ন্যায় অনুমানে প্রধান আশ্রয়বাক্য ( হেতুবাক্য ) বিশেষ হলে এবং অপ্রধান আশ্রয়বাক্য ( হেতুবাক্য ) নর্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নি : সৃত হয় না ।


ii)  দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ের একটি আশ্রয় বাক্য ( হেতুবাক্য ) অবশ্য নোর্থক হবে ।



৪ । মিলির অন্নয়ী পদ্ধতি টি আলোচনা করো : সংজ্ঞা , আকার , দৃষ্টান্ত , সুবিধা ( দুটি ) , অসুবিধা ( দুটি )


৫। নিচের আরহ যুক্তি গুলি বিচার করো এবং কোন দোষ থাকলে তা উল্লেখ করো :



i) একটি দেশের রাজধানী হল জীব দেহের হিৎপিন্ডের মতো । সুতরাং জীব দেহের হিৎপিন্ডের আয়তন বৃদ্ধি যেমন ক্ষতিকারক তেমনই রাজধানীর আয়তন বৃদ্ধি দেশের পক্ষে ক্ষতিকারক ।


ii) জোয়ারের পর ভাটা আসে । সুতরাং জোয়ার হলো ভাটার কারণ ।



                             অথবা

                            ( টিকা )



i) অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ ।

ii) অবৈধ সামানিকরন দোষ  ।



৬টি মন্তব্য: