Breaking News

“ও কি বললো জানো ?” – ‘ও’ বলতে এখানে কার কথা বলা হয়েছে ? সে কোন্ পরিস্থিতিতে কী কথা কাকে বলেছিলেন ?

 


উত্তর :- অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে ‘ও’ বলতে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তাঁর যুবক বয়সের প্রেমিকার কথা বুঝিয়েছেন ।

 

>>> আটষট্টি বছরের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের অভিনয়ের শেষে অতিরিক্ত মদ্যপান করে গভীর রাতে শূন্য প্রেক্ষাগৃহের মঞ্চের উপরে আবির্ভূত হন । সেই সময় প্রম্পটার কালীনাথের সঙ্গে কথা বলতে বলতে অতীতচারণার সূত্র ধরে তাঁর মনে পড়ে তার ফেলে আসা সোনালি সময় ও প্রেমিকার কথা । তখন তাঁর বয়স বেশি ছিল না । ‘ইন্‌সপেক্টর অফ্ পুলিশ’-এর চাকরি ছেড়ে সবে প্রবেশ করেছেন থিয়েটারের জগতে । সারা দেহে-মনে রয়েছে উন্মাদনা ও রোমাঞ্চ । আলমগীরের ভূমিকায় রজনীকান্তের অভিনয় দেখে একটি মেয়ে তাঁর প্রেমে পড়ে যায় । মেয়েটি বেশ বড়োলোকের মেয়ে , দেখতেও বেশ সুন্দর , লম্বা , ফরসা । মেয়েটির শারীরিক গড়ন ছিল ছিপছিপে । মনটা ছিল তার সরল , কোনো ঘোরপ্যাঁচ তখনও সেই মনে স্থান করে নিতে পারেনি । তার এই সাধারণ নারীসত্তার মধ্যেই কোথাও লুকিয়ে ছিল আগুন । মেয়েটির টানা টানা কালো চোখে রজনীকান্ত দেখতে পেতেন অচেনা দিনের আলো । তার কালো চুলের ঢেউতে ছিল এক আশ্চর্য শক্তি । যেমনভাবে পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত পাহাড় কাঁপিয়ে দেয় — সেভাবেই সেদিন কেঁপে উঠেছিল তরুণ রজনীকান্ত । অভিনয় জগতে সেদিন নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিন্ত রজনীকান্ত একসময় সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন । কিন্তু মেয়েটি শর্ত দেয় যে , একমাত্র থিয়েটার ছাড়লেই তাদের বিয়ে সম্ভব হবে । মেয়েটি এই কথাই সেদিন রজনীকান্তকে বলেছিল । মুহূর্তের মধ্যে এতদিনের সঞ্চয় করা গর্ব , খ্যাতি , মোহ আর অহংকারের প্রাচীর ভেঙে পড়েছিল রজনীকান্তের ।


 

No comments