প্রশ্ন পত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রশ্ন পত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২ hs history question papers 2022

                            PART – A 

                            বিভাগ - ক 

১। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খন্ড থেকে নূন্যতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) : 



                                খন্ড – ক

( i ) জাদুঘর বলতে কি বোঝো ? অতীত পূর্নগঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো ।


                                 অথবা 

ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি ? 

( ii ) চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো । ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি ছিল ?

( iii ) ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি ছিল ? এই বাণিজ্যের অবসান কীভাবে হয়েছিল ? 

( iv ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও ।
 

                          অথবা

আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ।

( v ) 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো ।


                            অথবা 

রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল ? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন ? 

( vi ) কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল ? এর ফলাফল কি হয়েছিল ? 

( vii ) ক্রিপস মিশনের প্রভাবগুলি কি ছিল ? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন ? 

( viii ) 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কি ছিল ? 
 

                          অথবা 

হো-চি-মিনের নেতৃত্ব ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও । 



                             PART – B


                            বিভাগ – খ 

( i ) কুখ্যাত জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ড কোথায় সংঘটিত হয়েছিল ? 

( ক ) দিল্লি 

( খ ) শ্রীনগর 

( গ ) সাহারানপুর

( ঘ ) অমৃতসর 

( ii ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন ? 

( ক ) লিনলিথগো 

( খ ) এটলি 

( গ ) ক্রিপস 

( ঘ ) মাউন্টব্যাটেন 

( iii ) ‘তুয়াফাৎ - উল - মুয়াহিদ্দিন’ – কে রচনা করেন ? 

( ক ) রামমোহন রায় 

( খ ) সৈয়দ আহমেদ খান 

( গ ) উইলিয়াম হান্টার 

( ঘ ) থিয়োডর বেক 


( iv ) স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ ২ মেলাও : 


স্তম্ভ –১ 

(i) এশিয়াটিক সোসাইটি

(ii) ফোর্ট উইলিয়াম কলেজ

(iii) স্কুল বুক সোসাইটি

(iv) সংস্কৃত কলেজ 



স্তম্ভ – ২ 

(A) এইচ. এইচ.উইলসন 

(B) ডেভিড হেয়ার

(C) উইলিয়াম জোনস

(D) লর্ড ওয়েলেসলি  

 
( v ) নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় ? 

( ক )  চিন ও ইংল্যান্ডের মধ্যে

( খ ) চিন ও জাপানের মধ্যে 

( গ ) চিন ও ফ্রান্সের মধ্যে 

( ঘ ) চিন ও রাশিয়ার মধ্যে 

( vi ) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? 

( ক ) 1774

( খ ) 1784

( গ ) 1794

( ঘ ) 1804

( vii ) দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ একটি ? 

( ক ) লোককথা 

( খ ) স্মৃতিকথা

( গ ) কিংবদন্তি 

( ঘ ) পুরাণ বিষয়ক গ্রন্থ 

( viii ) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল ? 

( ক ) ভারতীয় জাদুঘর

( খ ) লুভ্যর মিউজিয়াম

( গ ) ব্রিটিশ মিউজিয়াম 

( ঘ ) এন্নাগালডি নান্নার জাদুঘর 

( ix ) আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হল ? 

( ক ) আইজল

( খ ) দিসপুর

( গ ) ইম্ফল

( ঘ ) কোহিমা 

( x ) মন্ত্রী মিশন ভারতে এসেছিল ? 

( ক ) 1942–এ 

( খ ) 1944–এ

( গ ) 1945–এ

( ঘ ) 1946–এ 
 

( xi ) মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন ? 

( ক ) আগা খাঁ 

( খ ) সালিমউল্লাহ

( গ ) মোহাম্মদ আলী জিন্না

( ঘ ) সৈয়দ আহমেদ খান 

( xii ) গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল ? 

( ক ) 1917 খ্রিস্টাব্দে

( খ ) 1918 খ্রিস্টাব্দে

( গ ) 1919 খ্রিস্টাব্দে

( ঘ ) 1920 খ্রিস্টাব্দে

( xiii ) ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন ? 

( ক ) দয়ানন্দ সরস্বতী 

( খ ) গোবিন্দ রানাডে 

( গ ) জ্যোতিবা ফুলে 

( ঘ ) রামমোহন রায়

( xiv ) বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ? 

( ক ) রবার্ট ক্লাইভ 

( খ ) ওয়ারেন হেস্টিংস 

( গ ) লর্ড কর্ণওয়ালিস 

( ঘ ) লর্ড ওয়েলেসলি 

( xv ) “ইতিহাস একটি বিজ্ঞান , এর বেশিও নয় , কমও নয়” – উক্তিটি করেছেন ? 

( ক ) রাংকে 

( খ ) বিউরি 

( গ ) ই.এইচ.কার

( ঘ ) জেমস মিল 
 

( xvi ) মিথ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি ? 

( ক ) রোমান শব্দ

( খ ) লাতিন শব্দ

( গ ) গ্রিক শব্দ

( ঘ ) জার্মান শব্দ

( xvii ) ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন ? 

( ক ) চক্রবর্তী রাজাগোপালচারী 

( খ ) লর্ড মাউন্টব্যাটেন 

( গ ) জওহরলাল নেহেরু 

( ঘ ) বল্লভভাই প্যাটেল 

( xviii ) স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ ২ মেলাও : 


                       স্তম্ভ – ১ 

(i) ইন্দোনেশিয়া 

(ii) জাপান

(iii) ইংল্যান্ড

(iv) ইউ.এস.এ 



                          স্তম্ভ – ২ 

(A) ক্লিমেন্ট এটলি

(B) রুজভেল্ট

(C) ড: সুকর্ন 

(D) হিদেকি তোজো 


( xix ) চিনে 4ঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন ?

( ক ) চেন - তু - সিউ 

( খ ) চিয়াং কাইশেক 

( গ ) সান ইয়াৎসেন 

( ঘ ) কোয়াংশু 

( xx ) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল ? 

( ক ) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 

( খ ) মাদ্রাজ লেবার ইউনিয়ন 

( গ ) গিরণী কামগর ইউনিয়ন 

( ঘ ) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন 

( xxi ) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন ? 

( ক ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

( খ ) চিত্তপ্রসাদ চট্টোপাধ্যায় 

( গ ) বিজন ভট্টাচার্য 

( ঘ ) ভবানী ভট্টাচার্য 

( xxii ) ‘ভারত শ্রমজীবি’ পত্রিকার সম্পাদক ছিলেন ?

( ক ) শশীপদ ব্যানার্জী 

( খ ) মতিলাল শীল 

( গ ) গান্ধীজি

( ঘ ) সরোজিনী নাইডু  
 

( xxiii ) ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন ? 

( ক ) বিদ্যাসাগর

( খ ) দেবেন্দ্রনাথ ঠাকুর 

( গ ) রামমোহন রায় 

( ঘ ) ডিরোজিও 

( xxiv ) ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন ? 

( ক ) রবার্ট ক্লাইভ 

( খ ) ওয়ারেন হেস্টিংস 

( গ ) স্যার জন শোর 

( ঘ ) লর্ড কর্ণওয়ালিশ 



২। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) ‘শর্ত দিবসের সংস্কার’ কি ? 

( ii ) অবশিল্পায়ন কি ? 


                                    অথবা 

কোন চাটার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় ? 

( iii ) পিকিং কনভেনশন কবে আহুত হয়েছিল ? 

( iv ) ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ কে প্রতিষ্ঠা করেন ? 

( v ) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ? 

 
                                    অথবা

স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন ? 


( vi ) কর্নওয়ালিশ কোড কি ? 



                                    অথবা

সূর্যাস্ত আইন কি ? 


( vii ) ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ? 

 
                                    অথবা

ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ? 

( viii ) কুয়ো - মিং - টাং দলের প্রতিষ্ঠাতা কে ? 

( ix ) তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 


                                    অথবা

রশিদ আলি দিবস কবে পালিত হয়েছিল ? 

( x ) বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে ? 

( xi ) ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন ? 



                                    অথবা

পাশ্চাত্যবাদী নামে কারে পরিচিত ?


( xii ) রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়েছিল ? 

( xiii ) মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল ? 

( xiv ) সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন ? 

( xv ) স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো ।
 


                                    অথবা

চুঁইয়ে পড়া নীতি কি ? 

( xvi ) গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ? 



                                    অথবা

আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? 






শুক্রবার, ৫ মার্চ, ২০২১

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন পত্র ২০২০ [ HS History Questions Papers 2020 ]


 

 

                          ইতিহাস


                         বিভাগ -  ক
            
                        Marks - 40




১। যে - কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতিটি খন্ড থেকে নূন্যতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক )


                        খন্ড - ক


i) পেশাগত ইতিহাস বলতে কি বোঝায় ? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি ?


ii) সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন - লেলিন তত্ত্ব আলোচনা করো ।


iii) ভারতে অবশিল্পায়নের কারণ গুলি কি ছিল ? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো ।


iv) ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ।


 
                            অথবা



নানকিং সন্ধির ( ১৮৪২ খিস্টাবে ) শর্ত গুলি কি ছিল ?




                             খন্ড - খ


 
v) ১৯১৯ সালে ভারত শাসন আইনের বৈশিষ্ঠ ও ত্রুটি গুলি আলোচনা করো ।



vi) ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো ।



vii) জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো ।




                         অথবা



করিয়ো যুদ্ধের ( ১৯৫০ সালে ) ফলাফল ও তাৎপর্য কী ছিল ?



Viii) সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো । এর উদ্দেশ্য কী ছিল ?






শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্ন পত্র ২০২০ [ HS Philosophy Questions Papers 2020 ]


 


1)

A) নিরপেক্ষ বচনের " পদের বেপ্যতা " বলতে কি বোঝায় ? চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ অব্যাপ তা উদাহরণসহ লেখো । পদের  ব্যাপতা সংক্রান্ত সাধারণ নিয়ম গুলি কী কী ?


                              অথবা


নিম্নলিখিত বাক্যগুলি কে তর্ক বিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুন ও পরিমাণ উল্লেখ করো ।


i) দার্শনিকরা কখনোই সুখী নয় ।

ii) বিনয় ছাড়া সৎ কাজ হয় না ।

iii) কোন মা তার সন্তানকে ভালোবাসেন না ।

iv) কিছু প্রভাবশালী ব্যাক্তি অসাধু ।



২। আবর্তন কাকে বলে ? আবর্তনের নিয়ম গুলি উদাহরণসহ উল্লেখ করো । " A " বচনের সরল আবর্তন নয় কেন ?




                           অথবা


নিম্নলিখিত বাক্যগুলি আদর্শ আকারে রূপান্তরিত করো এবং আবর্তন বিবর্তন করো :


i)কদাচিৎ চিকিৎসকেরা আবেগপ্রবণ ।

ii) প্রত্যেক কবি হন দার্শনিক ।

iii) জড়বাদীরা আস্তিক নন ।

iv) বেশিরভাগ লোক কুসংস্কারছন্ন ।



৩ | নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো :




i) এই ন্যায় টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পদ বিশিষ্ঠ ।


ii) সব সফল ব্যাক্তি পরিশ্রমী সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয় ।




                          অথবা



নিম্নলিখিত বিবৃতি গুলি প্রমাণ করো :



i) একটি ন্যায় অনুমানে প্রধান আশ্রয়বাক্য ( হেতুবাক্য ) বিশেষ হলে এবং অপ্রধান আশ্রয়বাক্য ( হেতুবাক্য ) নর্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নি : সৃত হয় না ।


ii)  দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ের একটি আশ্রয় বাক্য ( হেতুবাক্য ) অবশ্য নোর্থক হবে ।



৪ । মিলির অন্নয়ী পদ্ধতি টি আলোচনা করো : সংজ্ঞা , আকার , দৃষ্টান্ত , সুবিধা ( দুটি ) , অসুবিধা ( দুটি )


৫। নিচের আরহ যুক্তি গুলি বিচার করো এবং কোন দোষ থাকলে তা উল্লেখ করো :



i) একটি দেশের রাজধানী হল জীব দেহের হিৎপিন্ডের মতো । সুতরাং জীব দেহের হিৎপিন্ডের আয়তন বৃদ্ধি যেমন ক্ষতিকারক তেমনই রাজধানীর আয়তন বৃদ্ধি দেশের পক্ষে ক্ষতিকারক ।


ii) জোয়ারের পর ভাটা আসে । সুতরাং জোয়ার হলো ভাটার কারণ ।



                             অথবা

                            ( টিকা )



i) অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ ।

ii) অবৈধ সামানিকরন দোষ  ।



মঙ্গলবার, ৫ মে, ২০২০

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন পত্র ২০২০ [ Bengali Questions Papers 2020 ]



                   উচ্চ মাধ্যমিক ২০২০

                       বাংলা প্রশ্ন পত্র
                          PART - A 


১) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও । 


মান :- 5×1  =5

১.১) " সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে ।" -  ' ওরা ' বলতে কাদের বোঝানো হয়েছে ? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছে কেন ? ' সে ' কে ? বুঝতে পেরে সে কি করেছিল ?

১.২) ' এ অপরাধের  প্রায়চিত্ত কি ?' - কে কোন অপরাধের প্রায়চিত্রের কথা বলেছেন ? বক্তা নিজেকে অপরাধী মনে করেছে কেন ?


২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও । 
মান :- 5×1  =5

২.১) " এসেছে সে ভোরের আলোয় নেমে " - সেই ভোরের বর্ণনা দাও ?  " সে " ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটলো লেখো ?

২.২) " অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক " - এ খানে কোন মানুষের কথা বলা হয়েছে ? তারা অবসন্ন কেন ? " ধুলোর কলঙ্ক " বলতে কবি কি বুঝিয়েছেন ?

৩) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৩.১) " এমনি সময় এক সাহেবের লেখা পড়লাম ।" - " এমনি সময় " বলতে কোন পরিস্থিথির কথা বলা হয়েছে ? সাহেবের নাম কি ? তিনি কি লিখেছিলেন ?
৩.২) " নানা রঙ্গের দিন " নাটকের সূচনায় মঞ্চ সজ্জার যে বর্ণনা আছে , তা নিজের ভাষায় লেখো । নাটকটির নামকরণ কতখানি সার্থক - তা আলোচনা করো ।


৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৪.১) " স্পেনের ফিলিপ কেদেছিল খুব । আর কেউ কাদেনি ? " যে কবিতার অন্তর্গত , সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে ? " ' ফিলিপ ' কেদেছিল কেন ? ' আর কেউ কাদেনি ? ' -  বলতে বক্তা  কি বোঝাতে চেয়েছেন ?

৪.২) " হটাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল " । - তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিলো ? তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল ?

৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৫.১) " এত ফসল ,  এত প্রাচুর্য  - তবু কিন্তু মানুষ গুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই ? " - মানুষ গুলোর জীবন যাত্রার পরিচয় দাও । তাদের জীবনে শান্তি নেই কেন ?

৫.২) " মেঘের গায়ে জেলখানা " - রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো ।

৬) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৬.১) উদাহরণসহ " ধ্বনিমূল " ও " সহধ্বনি " - র সম্পর্কে বুঝিয়ে দাও ।

৬.২) " শব্দার্থ পরিবর্তন " বলতে কি বোঝো ? উদাহরণ সহ " শব্দাথের সংকোচ " ও " শব্দাথের প্রসার " সমন্ধে আলোচনা করো ।

                  অথবা

" রূপমূল "  কাকে বলে ? উদাহরণসহ " স্বাধীন ও পরাধীন " রূপমূল - এর পরিচয় দাও ।


৭) অনধিক ১৫০ শব্দে যে - কোনো দুটি  প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×2  =10

৭.১) বাংলা সঙ্গীতজগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখোপাধ্যায় অথবা মান্না দে ' র স্থান নিরুপন করো ।

৭.২) বাঙ্গালীর কুস্তিচর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৭.৩) বাঙ্গালীর বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো ।

৭.৪) " পট " বলতে কি বোঝানো হয় ? এই শিল্প ধারাটির একটি পরিচয় মূলক বিবৃত প্রস্তুত করো ।

৮)
৮.১) পরিবেশ বিপর্যয় ( রচনা )

৮.২) শুভ উৎসব ( রচনা )

৮.৩) বিতর্কের বিষয় :- ফেসবুক আশীর্বাদ

৮.৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (  জীবনী মূলক রচনা )

                  PART - B

              ( নাম্বার - ৩০ )

১) ঠিক প্রশ্ন গুলি নির্বাচন করো ।

মান - ১×১৮ = ১৮

১.১) বর্ননা মূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল ?

ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে

খ) উনিশ শতকের শেষের দিকে

গ) সপ্তদশ  শতাব্দীর প্রথম দিকে

ঘ)  আঠারো শতকের শেষে ।

১.২) রূপ মূল পরিবারে " রূপ " - এর " বিকল্প " কে বলা হয় ?

ক) স্বাধীন রূপমূল

খ) পরাধীন রূপমূল

গ) সহরুপ রূপমূল

ঘ) বদ্ধরূপমূল

১.৩) প্রথম বাঙালি  সাঁতারু , যিনি বিখ্যাত হয়েছিলেন ?

ক) আরতি সাহা

খ) মিহির সেন

গ) বুলা চৌধুরী

ঘ) রেশমি শর্মা

১.৪) " তুমি নির্মল করো মঙ্গল করো " - গানটির রচয়িতা ?

ক) অতুল প্রসাদ সেন

খ) দ্বিজেন্দ্রলাল রায়

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) রজনীকান্ত সেন

১.৫) বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নাম টি হল
ক) সপ্তপদী

খ) স্বরলিপি

গ) কাঞ্চনজঙ্ঘা

ঘ) পথে হল দেরি

১.৬) হাসান আব্দালের বর্তমান নাক কি ?

ক) হাসান সাহেব

খ) নানা সাহেব

গ) বংশী সাহেব

ঘ) পাঞ্জাসাহেব

       অথবা

ব্যাবিলন  বিখ্যাত ছিল যে কারণে ?

ক) শূন্য মাঠ

খ) শূন্য পুরী

গ) শূন্য মরুভূমি

ঘ) শূণ্য উদ্যান

১.৭) " A hourse  ! A hourse  ! My Kingdom for a hourse  "- সংলাপ টি কোন নাটক থেকে গৃহীত হয়েছে ?

ক) ম্যাকবেথ

খ) ওথেলো

গ) জুলিয়াস সিজার

ঘ) রিচার্ড দ্য থার্ড

         অথবা

" লভ সিন " - এ কোন বাদ্য যন্ত্র  এর ব্যাবহার হয়েছিল ?

ক) বেহালা

খ) সেতার

গ) গিটার

ঘ) হারমোনিয়াম

১.৮) " হাঁসির খোরাক , পপুলার জিনিসের খোরাক " - কোথায় পাওয়া যাবে ?

ক) ঘরে

খ) মাঠে

গ) ঘাটে

ঘ) বাইরে

১.৯) কাবুকি থিয়েটার কোন দেশের ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ) ভিয়েতনাম

গ) জাপান

ঘ) রাশিয়া

           অথবা

" ওদৃষ্ট তো মানে আপনি " - সংলাপ টির বক্তা কে ?

ক) অমর গাঙ্গুলি

খ) রজনী চ্যাটার্জী

গ) কালিনাথ সেন

 ঘ) শম্ভু মিত্র

১.১০) " এ জগৎ " -
ক) মিথ্যা নয়

খ) সত্য নয়

গ) স্বপ্ন নয়

ঘ) কঠিন নয়

১.১১) " দেহ চায় " - দেহ কী চায় ?

ক) গাছ

খ) সবুজ গাছ

গ) বাগান

ঘ) সবুজ বাগান

১.১২) " গলিত সোনার মত উজ্জ্বল আলোর স্তম্ভ " - কে একে দেয় ?

ক) ডুবন্ত সূর্য

খ) অলস সূর্য

গ) উদীয়মান সূর্য

ঘ) দুপুরের সূর্য

১.১৩) " ময়ূরের সবুজনীল ডানার মতো ঝিলমিল করছে ?

ক) বন ও আকাশ

খ) আকাশ ও মাঠ

গ) মাঠ ও বন

ঘ) সুন্দরী বন ও অর্জুনের বন

১.১৪) " ভারতবর্ষ " গল্পে " জেহাদ ঘোষণা " করেছিল ?
ক ) মোল্লা সাহেব

খ) করিম ফরাজী

গ) ফজলু সেখ

ঘ) আকবর মিঞা

১.১৫) " বাবুরা খায় " - বাবুরা কী খায় ?

ক) নানাবিধ চাল

খ) নানাবিধ ফল

গ) নানাবিধ পানীয়

ঘ) নানাবিধ শাক

১.১৬) " এক সময় দাগী ডাকাত ছিল " কে ?

ক) করিম ফরাজী

খ) মোল্লা সাহেব

গ ) নিবারণ বাগদী

ঘ) ভর্চার্জ মশায়

১.১৭) " বাসিনী বাজ্ঞতা করি  তোর " - বক্তা কে ?

ক) সেজ বউ

খ) হরিচরণ

গ) বড়ো পিসিমা

ঘ) উচ্ছব

১.১৮) মৃতুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে ?

ক) নিখিল

খ) টুনুর মা

গ) সে নিজে

ঘ) চাকর ও ছোটো ভাই


২) অনধিক ২০ টি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও ।

মান - ১×১২ = ১২

২.১) কি জন্য " হুতাশে " "  ' সেদিন ' সেদিন কতটা কাঠ কেটেছিল উচ্ছব  ?

২.২) " আমি দেখি " কবিতায় নিজের উজ্জীবনীশক্তি কীভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন  ?

২.৩) "  ক্রন্দনতা জননীর পাশে " থাকতে না পারলে কবির কি মনে হয় ?

২.৪) " নানা রঙ্গের দিন " - এর " চরিত্রলিপি " বয়সসহ উল্লেখ করো ।

                      অথবা

" সে লড়াই সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয় " - শুধু ভঙ্গিমার মাধ্যমে লড়াইতে কীভাবে একজন মারা যাবে ?

২.৫) " শৈলী বিজ্ঞান " কাকে বলে ?

২.৬) " থিসরাস " কাকে বলে ? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও ?

  " প্রয়োগতত্ত্ব " কাকে বলে ? সংক্ষিপ্ত উদাহরণ দাও ?

২.৭) " মৃতুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় " - কি টের পাওয়া যায় ?
২.৮) কবি কাকে " শীতের দুঃস্বপ্ন " বলেছেন ?

২.৯) " জেগে উঠিলাম " - কবি কোথায় কীভাবে জেগে উঠলেন ?

২.১০) " তাই অনেক ভেবচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি " - প্যাঁচটির পরিচয় দাও ।

     অথবা

" মরে যাবো তবু ভুলবো না " - কে , কী ভুলবে না ?

২.১১) " রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ? " - কারা পাথর আনার শ্রম দিত ও কাদের খেতি হত ?

     অথবা

" আমি কৌতুহলী হয়ে উঠি " - বক্তা কোন বিষয়ে কৌতুহলী হন  ?

২.১২) " গুচ্ছধ্বনি " কাকে বলে ?

শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ২০১৯ প্রশ্ন পত্র




                           উচ্চ মাধ্যমিক ২০১৯
                                   রাষ্ট্র বিজ্ঞান


 বিভাগ :- " ক "                                       নাম্বার ৪০ 
১) আন্তজার্তিক সম্পর্কে র সংজ্ঞা দাও ?  আন্তজার্তিক সম্পর্ক ও আন্তজার্তিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো ।

                            অথবা

বিশ্বায়ন কাকে বলে ? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো ।

২) গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো ।

৩) এক কক্ষ বিশিষ্ট আইন সভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।

                     অথবা

ক্ষমতা সতন্ত্রী করন নীতি বলতে কি বোঝো ? কঠোর ক্ষমতা সতন্ত্রী করন নীতি সম্ভবও নয় - কামাও নয় মন্তব্যটির যথাযথ বিচার করো ।

৪) ভারতের প্রধামন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

                   
                         অথবা

ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা গুলি ব্যাখা করো ।

৫)   ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো ।

                     PART -B

১) কলকাতা কর্পোরশনের ওয়াড সংখ্যা হলো  ?
ক) ১৪৪
খ) ১৬২
গ) ১৩৫
ঘ) ১৫

২) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় ?
ক) ১৯৭৫
খ) ১৯৭৭
গ) ১৯৭৮
ঘ) ১৯৪০

৩) পশ্চিমবঙ্গে প্রথম লোকসভা গঠিত হয় ?
ক) ১৯৮৬
খ) ১৯৮৭
গ) ২০০৩
ঘ) ২০০৫

৪) ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয় ?
ক) ১৯৪৫
খ) ১৯৪৭
গ) ১৯৪৬
ঘ) ১৯৮৮

৫) ভারতের সুপ্রিমকোর্ট পৃথিবীর যেকোনো সুপ্রিমকোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন - ?
ক) এ কে আয়ার
খ) পি এন ভগবতী
গ) ডি ডি বসু
ঘ) ডা: বি আর আম্বেদকর

৬) পার্লামেন্টে র যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন  ?
ক) প্রধানমন্ত্রী
খ) উপ রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) রাজ্যপাল

৭) ভারতের প্রথম রাষ্ট্রপ্রতি ছিলেন ?
ক) ডা: রাজেন্দ্র প্রসাদ
খ) ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণ
গ) ডা: জাকির হোসেন
ঘ) কোনোটিই নয়

৮) আন্তজার্তিক আদালতের বিচার পতিদের কার্যকাল মেয়াদ  ?
ক) ৯ বছর
খ) ৭ বছর
গ) ৫ বছর
ঘ) ২ বছর

৯) সম্মিলিত জাতিপুঞ্জো প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৯৪৪
খ) ১৯৪৫
গ) ১৯৪৮
ঘ) ২০০০

১০) ১৯৯১ সালে ভারত - এর প্রধানমন্ত্রী কালীন সময়ে বাজারে অর্থনৈতিক সূত্রপাত ঘটে ?
ক) ইন্দিরা গান্ধী
খ) লাল বাহাদুর শাস্ত্রী
গ) নর সীমা রাও
ঘ) মনমোহন সিং

১১) ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে ?
ক) ১৯৮০
খ) ১৯৯৫
গ) ১৯৯১
ঘ)

১২) ঠান্ডা লড়াইকে " গরম ঠান্ডা " বলে বর্ণনা করেছেন ?
ক) ফ্রিডমান
খ) রেমগু
গ) ফাঙ্কেল
ঘ) বার্নেট

১৪)  ছোটো শহরগুলি সায়াত্বশাশন পরিচালিত হয়  ?
ক) গ্রাম পঞ্চায়েত দ্বারা
খ) পৌর সভার দ্বারা
গ) রাজ্য সরকার দ্বারা
ঘ) গ্রাম সভার দ্বারা

১৫) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন  ?
ক) প্রধান
খ) সভাপতি
গ) সভাধিপতি
ঘ) বি ডি ও

১৬) কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে ?
ক) ৩২ নাম্বার ধারায়
খ) ২২৬ নাম্বার ধারায়
গ) ৫১ নাম্বার ধারায়
ঘ) ৩২৬ নাম্বার ধারায়

১৭) সুপ্রিমকোর্টর আছে  ?
ক) আপিল এলাকা
খ) মূল এলাকা
গ) পরামর্শ দান এলাকা
ঘ) কোনোটিই নয়

১৮) হাইকোর্টের বিচার পতিদের অবসর গ্রহণের বয়স হলো ?
ক) ৬৫
খ) ৬০
গ) ৬২
ঘ) ৭০

১৯) অর্থবিল প্রথম উপস্থিত হয় ?
ক) লোকসভা
খ) রাজ্যসভা
গ) বিধান পরিষদে
ঘ) সুপ্রিমকোর্ট

২০) রাজ্যসভায় সভাপতিত্ব করেন  ?
ক) রাষ্ট্রপতি
খ) উপরাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) প্রধান মন্ত্রী

২১) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দের কার্যকাল মেয়াদ ?
ক) ২ বছর
খ) ৩ বছর
গ) ৪ বছর
ঘ) ৫ বছর

২২) শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় ?
ক) ১৯৬০
খ) ১৯৭০
গ) ১৯৫০
ঘ) ১৯৬৫

২৩) ভারত - চিন সিমলা বিরোধ হয় ?
ক) ১৯৬২
খ) ১৯৬৭
গ) ১৯৬০
ঘ) ২০১৭

২৪) " ১২৩ " চুক্তি স্বাক্ষরিত হয়
ক) ২০০৫
খ) ২০০৭
গ) ২০০৯
ঘ) ২০১১



১) জেলা পরিষদের আয়ের দুটি উৎসের উল্লেখ্য করো

২) পঞ্চায়েত ব্যাবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে

৩) লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়

৪) বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো

৫) "পরমাদেশ "  কথার অর্থ কি ?

৬) সমমর্যাদা সম্পর্নন মধ্যে অগ্রগণ বলে অভিহিত করা হয়

৭) রাজ্যের বিধানসভা র নেতা বা নেত্রী কে ?

৮) ভারতের রাষ্ট্র পতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন

৯) সম্মিলিত জাতিপূঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো ?

১০) সম্মিলিত জাতিপূঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়

১১) জাতিপূঞ্জের ১৯৩ তম সদস্য রাষ্ট্র টির নাম কি ?

১২) আন্তজার্তিক বিচারালয় কোথায় অবস্থিত ?

১৩) নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতাআছে এমন দুটি রাষ্ট্রের নাম করো ?

১৪) জাতিপূঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ( ECOSOC ) মোট সদস্য সংখ্যা কত ?

১৫) SAPTA এর পুরো নাম কি ?

১৬) কোন বছরে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় ?