বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কয়েকটি গুরত্ব পূর্ণ প্রশ্ন




পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা ঘুরে ফিরে প্রতি বছর আসে সেগুলিই দেওয়া হলো ।

১) চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ? কবি এই মন্তব্যের মধ্যে দিয়ে কোন সত্যকে প্রতিষ্টা করতে চেয়েছেন আলোচনা করো ।

২) এত যে শুনি বাইজেন্টিয়াম , সেখানে কি সবাই প্রসাদেই থাকত ? কবির মন্তব্যের তাৎপর্য আলোচনা করো ।

৩) ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার / একলাই নাকি ? এই প্রশ্নের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো ।

৪) গলদের নিপাত করেছিল সিজার । নিদেন একটা রাধুনী তো ছিল ? এই মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করো ।

৫) বিরাট আমাডা যখন ডুবল , স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব / আর কেউ কাঁদেনি ? মন্তব্যটির ঐতিহাসক ভির্তি উল্লেখ করে এর মমাথ আলোচনা করো ।

৬) পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজচেতনার কী পরিচয় পাও ?


চিত্র কলা কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন কয়েকটি



১) যামিনী রায়

২) রামকিঙ্কর বেইজ

৩) অবনীন্দ্রনাথ ঠাকুর

৪) গগেন্দ্রনাথ ঠাকুর

৫) " পট " শব্দ টির অর্থ কি ? বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও ?


আমার বাংলা কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন



ছাতির বদলে হাতি

১) চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো চেংমান কে ? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল ।

২) বিশ্বাস করো , বানানো গল্প নয় । লেখক যে কাহিনী সমন্ধে একথা বলেছেন , সেটি সংক্ষেপে লেখো ।

৩) সুভাষ মুখোপাধ্যায় " ছাতির বদলে হাতি " রচনা অবলম্বনে গারো পাহাড়ের অধিবাসী দের ওপর মহাজনদের শোষণ বর্ননা করো ।

৪) পাহাড়ের নিচে যে দিন থেকে লালনিশান খুঁটি গেড়েছে , সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে । চোখ ফোটার ফলে " তাদের " কি কি পরিবর্তন ঘটেছে তা " ছাতির বদলে হাতি " রচনা অবলম্বনে লেখো ।

কলের কলকাতা

১) চেয়ারের উপর যিনি বসে আছেন , তাকে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না , চেয়াড়ের উপর কে বসেছিলেন ? লেখক তাকে কোথায় দেখেছিলেন ? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো ?

২) মোনা ঠাকুর তার কলকাতা ভ্রমনের যে বর্ননা দিয়েছিল , " কলের কলকাতা " রচনা অবলম্বনে সবিস্তারে লেখো ।

৩) কলকাতা আসার পর " কলের কলকাতা " রচনার লেখক সুভাষ মুখোপাধ্যায় কলকাতাকে একেবারেই ভালো লাগেনি কেন ?

৪) সুভাষ মুখোপাধ্যায় ' কলের কলকাতা ' রচনা অবলম্বন করে লেখকের জেলখানা ভ্রমনের বর্ণনা দাও ?

৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কলকাতায় যেসব ঘটনা ঘটেছিল , "  কলের কলকাতা " রচনা অবলম্বন করে তার বর্ণনা দাও ।

৬) সে রাত্রিরে গুলি চললো মেছো বাজারের মোড়ে । সেদিনের ঘটাবলী বর্ণনা করে গুলি চলার কারন লেখো ?

৭) কি প্রসঙ্গে কলকাতার নিম্নলিখিত স্থান গুলি লেখকের রচনায় এসেছে – ক্লাইভ স্ট্রিট , মুচি পাড়া থানা , রাজা বাজার বস্তি , চিনে পাড়া , খিদির পুর ?

 গারো পাহাড়ের নীচে 

১) যেন রাবনের চিতা জ্বলছে তো জ্বলছেই, রাবনের চিতার মতো আগুন কারা কি উদ্দেশে কোথায় জ্বালিয়ে ছে ?এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে ।

২) কিন্তুু হাতি বেগার আর চলল না , হাতি বেগার আইন কি তা আলোচনা করো  ।  তা কেন আর চলল না ।

৩) "গারো  পাহাড়ের নিচে " রচনা অবলম্বনে সুসং পরগনার নিসর্গ- প্রকৃতি এবং মানব প্রকৃতি র বর্ণনা দাও ?

৪)  "গারো  পাহাড়ের নিচে " যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও ?

৫) তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল । প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন ? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?

৬) জমিদার কে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয় । সুভাষ মুখোপাধ্যায়" আমার বাংলা " গ্রন্থের "গারো  পাহাড়ের নিচে " রচনা অবলম্বনে বিশ্লেষণ করো ।

মেঘের গায়ে জেলখানা

১) মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুচরনের পরিচয় দাও ?

২) আজ ইংরেজ নেই , তবু আগের ব্যাবস্থায় বহাল আছে বক্সায় , কোন ব্যাবস্থার কথা এ খানে বলা হয়েছে ? যখন বক্সায় ইংরেজরা বন্দী শিবির তেরী করেছিল , তখন সেখানকার পরিবেশ কেমন ছিল ?

৩) সুভাষ মুখোপাধ্যায় " মেঘের গায়ে জেলখানা " রচনা অবলম্বন করে বক্সা জেলখানার বর্ণনা দাও ?

৪) সুভাষ মুখোপাধ্যায় " মেঘের গায়ে জেলখানা " রচনা অবলম্বন করে জেলের সাধারণ কয়েদিদের ওপর জেল কর্তৃপক্ষ এবং জেল – কর্মচারীদের অত্যাচার বর্ণনা করো ।

৫) বক্সা জেলে কিভাবে সোনাদানা জেলের মধ্যে লুকিয়ে রাখতো , তা " মেঘের গায়ে জেলখানা " রচনা অবলম্বন করে লেখো ।

৬) এরা সব সাধুচরনের অতীত , সাধুচরন এদের ভবিষ্যত । এ খানে " এরা " বলতে কাদের কথা বোঝানো হয়েছে ? মুস্তাফার পরিচয় দাও ?

৭) শিলিগুড়ি থেকে রাজাভাতখাওয়া স্টেশনে যাওয়া পযন্ত লেখকের যাত্রাপথের বিবরণ দাও ।

হাত বারাও

১) তোমরা হাত বারাও তাকে সাহায্য করো । লেখক কাকে , কি ভাবে , কেন সাহায্য করতে বলেছেন ।

২) সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনীদের সে শনাক্ত করছে "- কে শনাক্ত করেছে ? কাদের কেন খুনী বলা হয়েছে ?

৩) কিন্তু আজও সেই দুটো জলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে । কোন ঘটনা প্রসঙ্গে লেখক একথা বলেছেন ? এই ঘটনা লেখকের মধ্যে কোন প্রতিক্রিয়া তৈরী করেছে ?

৪) " হাত বাড়াও " রচনাটি মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো ।





বুধবার, ৬ মার্চ, ২০১৯

ক্রিড়াসংস্কৃতি MCQ প্রশ্ন ও উত্তর





:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে ক্রিয়াসংস্কৃতি  কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " পেচ লুকানো ধোঁকা " কোন খেলায় আছে  ..?
ক) কুস্তি
খ) লনটেনিস
 গ) বক্সিং
ঘ) মোরগ লড়াই

উত্তর :– কুস্তি

২) " দি ফিনিক্স অ্যাওয়ার্ড " পান ....?
ক) পি . কে ব্যানার্জি
খ) দিব্যেন্দু বড়ুয়া
গ) পি . সি সরকার
ঘ) আরতি সেন

উত্তর :– পি . সি সরকার

৩) মিহির সেন ছিলেন ....?
ক) ক্রিকেটার
খ) গ্র্যান্ডমাস্টার
গ) অ্যাথলিট
ঘ) সাঁতারু

উত্তর :– সাঁতারু

৪) মহিলা ক্রিকেটার ........?
ক) জ্যোতির্ময়ী সিকদার
খ) দোলা ব্যানার্জী
গ) ঝুলন গোস্বামী
ঘ) সোমা বিশ্বাস

উত্তর :– ঝুলন গোস্বামী

৫) কে গ্র্যান্ডমাস্টার .........?
ক) সূর্যশেখর গাঙ্গুলী
খ) দীপ দাশগুপ্ত
গ) অনির্বাণ লাহিড়ী
ঘ) সুভাষ ভৌমিক

উত্তর :– সূর্যশেখর গাঙ্গুলী

৬) বাংলায় আখড়া সংস্কৃত প্রচলনের প্রথীকিত ছিলেন ....?
ক) যতিন্দ্রচরণ গুহ
খ) যতিন্দ্রনাথ গুহ
গ)অম্বিকাচরণ গুহ
ঘ) ক্ষেতমোহন গুহ

উত্তর :– অম্বিকাচরণ গুহ

৭) অম্বিকাচরণ ছিলেন যতিন্দ্রচরণ গুহের ...?
ক) বাবা
খ) কাকা
গ) ভাই
ঘ) ঠাকুরদা

উত্তর :– ঠাকুরদা

৮) মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কুস্তির " বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন্সশিপ " যেতেন প্রথম কোন এশিয় ......?
ক) ফনিন্দ্রকৃষ্ণ গুহ
খ) যতিন্দ্রচরণ গুহ
গ) গোঁসাইদাস গুপ্ত
ঘ) ক্ষেতমহণ গুহ

উত্তর :– যতিন্দ্রচরণ গুহ

৯) গোবর গুহ " বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন্সশিপ " যেতেন কত খিস্টাবদে .....?
ক) ১৯১১
খ) ১৯১৩
গ) ১৯১৮
ঘ) ১৯২১

উত্তর :– ১৯২১

১০) গোবর গুহর সর্বাধিক প্রচলিত কুষ্টিরিতিটি হলো ...?
ক) ঢাক
খ) রদ্দা
গ) কুল্লা
ঘ) ধোঁকা

উত্তর :– রদ্দা

১১) ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি .....?
ক) ট্রেডস ক্লাব
খ)  ডালহৌসি ক্লাব
গ) নার্ভাল ভলান্টিয়াস ক্লাব
ঘ) কলকাতা ফুটবল ক্লাব

উত্তর :– নার্ভাল ভলান্টিয়াস ক্লাব

১২) ভারতের প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে কত খিস্টাবদে .......?
ক) ১৮৬৮
খ) ১৮৭০
গ) ১৮৭২
ঘ) ১৮৭৭

উত্তর :– ১৮৭২

১৩) ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যাক্তিত্ব হলেন   ......?
ক) শ্যামসুন্দর মিত্র
খ) কুমারেশ সেন
গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারি
ঘ) যতীন্দ্রচরণ গুহ

উত্তর :– নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারি

১৪) প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম .......?
ক)  কুমারটুলি ক্লাব
খ) শোভাবাজার ক্লাব
গ) টাউন ক্লাব
ঘ) কলকাতা ক্লাব

উত্তর :– শোভাবাজার ক্লাব

১৫) কোন বাঙালি ক্রিকেটার প্রথম ইংল্যান্ডের কাউন্টিতে খেলেন ......?
ক) মনসুর আলী খান
খ) রণজিৎ সিংহ
গ) রাজকুমার হিতেন্দ্র নারায়ন
ঘ) অম্বর রায়

উত্তর :– রাজকুমার হিতেন্দ্র নারায়ন

১৬) বঙ্গদেশে ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন কে ..........?
ক) রাজকুমার হিতেন্দ্র নারায়ন
খ) সারদারঞ্জন রায়চৌধুরী
গ) শ্যামসুন্দর মিত্র
ঘ) অম্বর রায়

উত্তর :– সারদারঞ্জন রায়চৌধুরী

১৭) কোন বাঙালি ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন .......?
ক) সারদারঞ্জন রায়চৌধুরী
খ) নির্মল চট্টোপধ্যায়
গ) সৌরভ গাঙ্গুলি
ঘ) পঙ্কজ রায়

উত্তর :– সৌরভ গাঙ্গুলি

১৮) প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চেন্যাল পেরণ কে ........?
ক) বুলা চৌধুরী
খ) মিহির সেন
গ) বিশ্বজিৎ দে চৌধুরী
ঘ) আরতি সাহা

উত্তর :– মিহির সেন

১৯) প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চেন্যাল পার হন .......?
ক) বুলা চৌধুরী
খ) মুনসুন দে চৌধুরী
গ) আরতি সাহা
ঘ) ঝুম্পা সাহা

উত্তর :– আরতি সাহা

২০) রেঞ্জাস ক্লাব কলকাতায় কোন খেলা প্রবর্তন করে ........?
ক) টেবিল টেনিস
খ) লন টেনিস
গ) ফুটবল
ঘ) হকি

উত্তর :– হকি

২১) শিলি গুরি "  টেবিল টেনিসের দৌনাচায " বলা হয় কাকে .........?
ক) কস্তুরী চক্রবর্তী
খ) শুভজিৎ সাহা
গ)  মৌমা দাস
ঘ) ভারতী ঘোষ

উত্তর :– মৌমা দাস

২২) পি সি সরকার কোন দেশে প্রয়াত হন ........?
ক) চিন
খ) জাপান
গ) উত্তর কোরিয়া
ঘ) ইংল্যান্ড

উত্তর :– জাপান

২৩) পি সি সরকারের পুত্রের নাম কি ......?
ক) জুনিয়ার পি .সি সরকার
খ) ইয়ং পি . সি সরকার
গ) ফাস্ট পি. সি সরকার
ঘ) সেকেন্ড পি .সি সরকার

উত্তর :– জুনিয়ার পি .সি সরকার

২৪) বিশ্ব বিখ্যাত জাদুকর পি . সি . সরকার ( সিনিয়র ) – এর প্রকৃত নাম কি ....?
ক) প্রভাসচন্দ্র সরকার
খ) প্রতুলচন্দ্র সরকার
গ) প্রভাতচন্দ্র সরকার
ঘ) প্রদীপচন্দ্র সরকার

উত্তর :– প্রতুলচন্দ্র সরকার


চিত্রকলা MCQ প্রশ্ন ও উত্তর





:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে চিত্রকলা কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) পালযুগের পুঁথিচিত্রে গৌতম বুদ্ধের জীবনের ক – টি প্রধান ঘটনার ছবি দেখা যায়
ক) তিনটি
খ) পাঁচটি
গ) সাতটি
ঘ)  আটটি

উত্তর :– আটটি

২) নন্দলাল বসু যার গ্রন্থে একেছেন , তিনি হলেন
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বলেন্দ্রনাথ ঠাকুর
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

উত্তর :– রবীন্দ্রনাথ ঠাকুর

৩) আর্ট স্কুলে পিলাডি সাহেবের ছাত্র ছিলেন
ক) অসিত হালদার
খ) রামকিঙ্কর বেইজ
গ) জয়নাল আবেদিন
ঘ) যামিনী রায়

উত্তর :– যামিনী রায়

৪) নিচের যে ছবিটি রবীন্দ্রনাথের আঁকা নয়
ক) পুপে
খ) আবু হোসেন
গ) বৌদ্ধভিক্ষু
ঘ) বুদ্ধ ও সুজাতা

উত্তর :– বুদ্ধ ও সুজাতা

৫) তেলেঙ্গানার কৃষক বিদ্রোহের ছবি একেছেন
ক) জয়নাল আবেদিন
খ) চিওপ্রসাদ ভটাচার্য
গ) অসিত হালদার
 ঘ) অন্নপ্রসাদ বাগচি

উত্তর :– চিওপ্রসাদ ভটাচার্য

৬) দিল্লি ও আগ্রতে কোম্পানি চিত্রশেলির প্রসার ঘটে কোন শতকের শুরুতে
ক) ষোড়শ
খ) সপ্তদশ
গ) অষ্ঠাদশ
ঘ) ঊনবিংশ

উত্তর :– ষোড়শ

৭) দিল্লির অঞ্চলের শিল্পীরা সাধারনত কিসের উপর ছবির আঁকতেন
ক) হাতির দাঁত
খ) অভেরের পাত
গ) তাল পাতা
ঘ) মাটি

উত্তর :– হাতির দাঁত

৮) " পট " শব্দটির আভিধানিক অর্থ কি
ক)  কাপড়
খ) সরা
গ) ছবি
ঘ) তালপাতা

উত্তর :– ছবি

৯) পশ্চিমবঙ্গ ও উড়িশা ছাড়া আর কোন রাজ্য পট শিল্পের প্রচলন ছিল
ক) আসাম
খ) গুজরাট
গ) রাজস্থান
ঘ) মহীশূর

উত্তর :– রাজস্থান

১০) গাজীর পট বা সত্যপিরের পট বঙ্গদেশের কোথায় প্রচলিত ছিল
ক) উত্তর
খ) দক্ষিণ
গ) পূর্ব
ঘ) পশ্চিম

উত্তর :– পূর্ব

১১) কালীঘাট পটের ছায়া পড়েছিল কোন  বিখ্যাত শিল্পীর ছবিতে
ক) লিওনার্দো দ্যা ভিঞ্চি
খ) পাবলো পিকাসো
গ) ফানান্দ লেজ
ঘ) রাফায়েল

উত্তর :– ফানান্দ লেজ

১২) কলকাতায় প্রথম আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে
ক) আনন্দ প্রসাদ বাগচি
খ) শ্যামাচরণ শ্রীমানি
গ) হেনরিহোভার লক
ঘ) গঙ্গাধর দে

উত্তর :– হেনরিহোভার লক

১৩) "দ্যা  ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট " প্রতিষ্ঠাতা কে
ক) হেনরিহোভার লক
খ) আনন্দ প্রসাদ বাগচি
গ) রণদাপ্রসাদ গুপ্ত
ঘ) মন্নথনাথ চক্রবর্তী

উত্তর :–  মন্নথনাথ চক্রবর্তী

১৪) " কলাভবন " প্রতিষ্ঠাত করে কাকে রবীন্দ্রনাথ তার আর্চায করে নিয়ে আসেন
ক)  নন্দলাল বসু
খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রকাশ কর্মকার
 ঘ) রামকিঙ্কর বেইজ

উত্তর :– নন্দলাল বসু

১৫) অবনীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলী কে বিষয় করে শিল্পচর্চা শুরু করেন ঠাকুর পদবিধারি কার উপদেশ অনুযায়ী
ক)  গুগেন্দ্রনাথ
খ) গগণেন্দ্রনাথ
গ) রবীন্দ্রনাথ
ঘ) জ্যোতিরিন্দ্রণাথ

উত্তর :– রবীন্দ্রনাথ

১৬) সুনয়নী দেবী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের
ক) মা
খ) মেয়ে
গ) দিদি
ঘ) বোন

উত্তর :– বোন

১৭) রবীন্দ্রনাথের " সহজ পাঠ " গ্রন্থের অলংকরণ করেন
ক) জ্যোতিরিন্দ্রণাথ
খ) অবনীন্দ্রনাথ
গ) দিনেন্দ্রনাথ ঠাকুর
ঘ) নন্দলাল বসু

উত্তর :– নন্দলাল বসু

১৮) চলমান গান্ধীজি কে লাঠি হাতে সাদা – কালোয় একেছিলেন
ক) নন্দলাল বসু
খ) রামকিঙ্কর বেইজ
গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
ঘ) চিত্রপ্রসাদ

উত্তর :– নন্দলাল বসু

১৯) কোন শিল্পী " ইন্ডস " সিরিজের জন্য বিখ্যাত
ক) চিত্রপ্রসাদ
খ) যামিনী রায়
গ) সোমনাথ হোর
ঘ) জয়নাল আবেদিন

উত্তর :– সোমনাথ হোর