বুধবার, ১ মে, ২০১৯

সরকারের বিভিন্ন বিভাগ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন



:· উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সরকারের বিভিন্ন বিভাগ থেকে যেসমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলি কে নিম্নে আলোচনা করা হলো ।

১) ক্ষমতাসতন্ত্রি করন নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি গুলি বিশ্লেষণ করো ।

২) এক কক্ষ বিশিষ্ট আইন সভা বলতে কি বোঝায় ? এক কক্ষ বিশিষ্ট আইন সভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।


৩) দ্বি কক্ষ বিশিষ্ট আইন সভা বলতে কি বোঝ ?  দ্বি কক্ষ বিশিষ্ট আইন সভার পক্ষে ও বিপক্ষে যুক্তি গুলি দাও ।

৪) বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ করো ।

৫) ক্ষমতাসতন্ত্রিকরন তত্ত্বটি আলোচনা করো ?

৬) বিচার ব্যবস্থার নিরপেক্ষতা কিভাবে রক্ষা করা যায় ?


বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

শ্রীগঙ্গাস্ত্রম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

 


 
 

:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত কবিতা শ্রীগঙ্গাস্ত্রম কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্ন আলোচনা করা হলো ।



১) শ্রীশঙ্করাচায কেমন ভাবে দেবী গঙ্গা কে স্তুতি করেছেন তা নিজের ভাষায় লেখো ।

২) দার্শনিক কবি শ্রীশঙ্করাচায তার " শ্রীগঙ্গাস্ত্রম " নামক স্রোতে জগতের কল্যানের জন্য এবং নিজের জন্য দেবী গঙ্গার কাছে কী চেয়েছেন তা নিজের ভাষায় বর্ণনা করো ।

৩) প্রোরানিক কাহিনী উল্লেখ করে দেবী গঙ্গার উদ্দেশ্যে " হরি পাদপদ্মত্রঙ্গীনি " সম্বোধন টির সার্থকতা বুঝিয়ে দাও ।

বনগুতা গুহা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন





১)অলিপর্বা ও কেশপের অর্থনেতিক অবস্থা বণনা করো ।

২) গাছে বসে অলিপর্বা কি দেখেছিল তা নিজের ভাষায় বন না করো ।

৩) বনের মধ্যে চোরদের কার্যকলাপ বননা করো ।

৪) ঘোড়সওয়ার চোরের দল চলে যাওয়ার পর অলিপর্বার কার্যকলাপের একটি বিবরণ দাও ।

৫) অলিপর্বার চরিত্র সম্পর্কে বননা করো ।


আর্যাবতননম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন




:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত গল্প আর্যাবতননম কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্ন আলোচনা করা হলো ।



১) কবি ত্রীবিক্রম ভট্ট তার ' আর্যাবতননম  ' - এ কেমন করে ব্যাকরনে অজ্ঞ ব্যাক্তির সাথে আর্যাবতের তুলনা করেছেন তা বুঝিয়ে দাও ।

২) আর্যাবত দেশকে কেমন ভাবে শিবের জটা জলের সাথে তুলনা করা হয়েছে তা বুঝিয়ে দাও ।

৩)"   আর্যাবতননম " অনুসারে আর্যাবতের গ্রাম ও শহরের বণ না দাও ।

৪) " আর্যাবত " কিভাবে সর্গ কেউ ছাপিয়ে গেছে কবি ত্রীবিক্রম ভট্টর  " আর্যাবতননম " অনুসারে তা বুঝিয়ে দাও ।











বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

বিভাব নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন



১) তাই অনেক ভেবচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।  কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো ।

২) বুদ্ধিটা কি করে এল তা বলি । কোন বুদ্ধি এবং তা কীভাবে এল – নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো ।

৩) এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ? সমগ্র নাট্যকাহিনীর নিরিখে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো ।

৪) এই ঘরের মধ্যে জীবনকে উপলদ্ধি করা যাবে না । জীবনকে উপলদ্ধি করার জন্য বক্তা কী করেছিলেন ? শেষে তার কীরূপ অভিজ্ঞা হয়েছিল ।

৫) বিভাব নাটকের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো ।

৬) তাহলে আপনার হাসি জীবনে কোনোদিন পাবে না । বক্তার এই মন্তব্যের কারন " বিভাব " নাটক অবলম্বনে আলোচনা করো ।

৭) তবে হ্যা , মানতে পারে , যদি সাহেবে মানে । যেমন রবি – ঠাকুরকে মেনেছিল । মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ সহ আলোচনা করো ।


সিনেমা সাহিত্যে কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন




১) মৃণাল সেন

২) তপন সিংহ

৩) ঋত্বিক ঘটক

৪) সত্যজিৎ রায়

৫) বাংলা সিনেমার প্রচলনের ইতিহাসের রুপ রেখাটি নির্দেশ করো প্রসঙ্গ নীবাক যুগ ( ১৯১৭ - ৩০ ) ও সবাক যুগ " ১৯৩১ থেকে " এর সূচনা পর্বের সিনেমা গুলোর পরিচয় দাও ।




গান কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন



১) বাংলা গানের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান ?

২) বাংলা গানে অতুলপ্রসাদ সেন এর অবদান আলোচনা করো ?

৩) বাংলা গানে মুকুন্দ দাস এর অবদান আলোচনা করো ?

৪) বাংলা সাহিত্যের গানের ইতিহাসে সেলিম চৌধুরী অবদান সম্পকে আলোচনা করো ।

৫) কাজী নজরুল ইসলামের বাংলা গানের সাহিত্যের ইতিহাসে অবদান আলোচনা করো ।

৬)  বাংলা গানের সাহিত্যের মান্না দে এর অবদান আলোচনা করো ।