রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

বাসন্তিকস্বপ্নম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন



 
 
 
 :·উচ্চ মাধ্যমিক সংস্কৃত নাটক " বাসন্তিকস্বপ্নম " কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো ।

১)  " বাসন্তি কস্বপ্নম " নাটকের বিষয়বস্তুটি সংক্ষেপে নিজের ভাষায় বর্ণনা করো ।

২) " বাসন্তিকস্বপ্নম " নাটকে কনকলেখার সাথে বিবাহ প্রসঙ্গে রাজা ইন্দ্রবমার আবেগের একটি বর্ননা দাও ।

৩) " বাসন্তিকস্বপ্নম " নাটক অনুসারে কৌমুদীর চরিত্র সম্পর্কে লেখো ?

৪) " বাসন্তিকস্বপ্নম " নাটক অনুসারে রাজা ইন্দ্রবমার চরিত্র সম্পর্কে লেখো ?

৫) " বাসন্তিকস্বপ্নম " নাটক টি নামকরণ সার্থকতা বিচার করো ?

সংস্কৃত সাহিত্যের ইতিহাস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন




 
 
:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্ন আলোচনা করা হলো ।



১) বিশাখা দত্ত  - এর মুদ্রা রাক্ষস ।

২) কালিদাসের - মেঘদূতম ।

৩) ভাস - এর স্বপ্ন বাসবদত্ত ।


৪) কালিদাসের - অভিজ্ঞানশকুন্তলাম ।

৫) জয়দেব ও গীত গোবিন্দ ।

৬) প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চরক সমন্ধে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো ।

৭) ভাস সমস্যা সমন্ধে আলোচনা করো ।



রবিবার, ২৪ মে, ২০২০

নানা রঙ্গের দিন নাটক কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন




প্রতি প্রশ্নের মান :–৫

১) রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র ?

২) কলিনাথ সেনের চরিত্র ?

৩) ধূ ধূ করা দুপুরের জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন - তেমনি ...- বক্তা কে ? কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছেন আলোচনা করো ?

৪)সে রাতে এই জীবনের প্রথম মোক্ষম বুঝলাম যে , যারা বলে নাট্যভিনয় একটি প্রবিত্র শিল্প - তারা সব গাঁধা ' - বক্তা কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো ।

৫) আমার প্রতিভা এক্ষণ ও মরেনি - শরীরে যদি রক্ত থাকে, তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা । মন্তব্যটির তাৎপর্য লেখ ।

৬) শিল্প কে যে মানুষ ভালোবেসেছে - তার ব্যাধক নেই -- মন্তব্যটির তাৎপর্য লেখো

৭) ওকি বললো জানো ? "" - ও বলতে এখানে কার কথা বলা হয়েছে ? কে কোন পরিস্থিতিতে কি কথা কাকে বলেছিল ?

৮)" নানা রঙ্গের দিন " নাটকটির সার্থকতা বিচার করো ।



বাংলা কবিতা শিকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন





প্রতি প্রশ্নের মান :–৫


১) একটি তারা এখনো আকাশে রয়েছে " - আকাশের তারা কে কেন্দ্র করে কবির ভাবনার যে মানুষ বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো ।

২) " হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবরণ ইচ্ছার মতো " - মন্তব্যেটির পেক্ষপট ' শিকার' কবিতা অবলম্বনে আলোচনা করো ।

৩) " আগুন জ্বললো আবার " - ' আবার 'শব্দটির প্রয়োগের তাৎপর্য কি ? এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় ?

৪) নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে প্রবিত্র জীবন হারিয়ে যায় হীমশিল মৃত্যুর আঁধারে ; - " শিকার " কবিতা সূত্রে আলোচনা করো ।






রুপনারানের কূলে কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন




প্রতি প্রশ্নের মান :–৫

১) " রুপনারানের কূলে / জেগে উঠিলাম " - কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো ?

২) " জানিলাম এ জগৎ / স্বপ্ন নয় " - কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো ?

৩) " রক্তের অক্ষরে দেখিলাম / আপনার রূপ ; - এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ?

৪) " আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন " - কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন ? এ খানে কবির মনোভাবের বিবর্তনের ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো

মহুয়ার দেশ কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন

                



১) " সেই উজ্জ্বল স্তব্ধ তায় / ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে / শীতের দুঃস্বপ্নের মতো  "! - মন্তবটির তাৎপর্য আলোচনা করো ।

২) " ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কিসের কিলান্ত দুঃস্বপ্ন  !' - মন্তব্যটির পেক্ষপট আলোচনা করো ।

৩) " মহুয়ার দেশ " কবিতাটি অবলম্বন করে সমর সেনের কবি মানসের পরিচয় দাও ।

৪) গদ্য কবিতা হিসাবে " মহুয়ার দেশ " কবিতাটির সার্থকতা আলোচনা করো ।

৫) " আর আগুন লাগে জলের অন্ধকারে ধুসর ফেনায় / কিসের কথা বলা হয়েছে ? এর ফলে কি ঘটে ? এই অবস্থায় কবি কীসের প্রত্যাশা করেন ।




ক্রন্দনরতা জননীর পাশে কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন



ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলি নিম্নে আলোচনা করা হল ।

১) কেন তবে লেখা , কেন গান গাওয়া / কেন তবে আঁকা আঁকি ?" —–– এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ?

২) " কবিতায় জাগে / আমার বিবেক আমার বারুদ / বিষ্ফোরনের আগে ।" —–—– এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির যে বিশেষ ভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ।

৩) "  ক্রন্দনরতা জননীর পাশ "  কবিতায় কবি জননীকে কেন   ক্রন্দনরতা   বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো ।

৪) " আমি তা পারিনা ; - কে পারেন না ? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো ।