শনিবার, ২৩ মে, ২০২০

অলৌকিক MCQ প্রশ্ন ও উত্তর




:· ভারতীয় গল্প অলৌকিক কিছু কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিল  ..?
ক)  হাসান আব্দলের  জঙ্গলে
খ) মন্দিরে
গ) বামন পাহাড়ে
ঘ) আরব সাগরের তীরে

উত্তর :–হাসান আব্দলের  জঙ্গলে

২) গুরু নানকের শিষ্য নাম ছিল  ......?
ক) গোবিন্দ সিংহ
খ) বাহাদুর
গ) মদানা
ঘ) রামদাস

উত্তর :–মদানা

৩) বলী কান্ধারি ছিলেন একজন  ...?
ক) তান্ত্রিক
খ) সুফি সাধক
গ) ভক্তিবাদি
ঘ) দরবেশ

উত্তর :–দরবেশ

৪) বলী কান্ধারীর জলের উৎস ছিল ...?
ক) কুয়ো
খ) সমুদ্র
গ) ঝরনা
ঘ) সরোবর

উত্তর :–কুয়ো

৫) নানক সম্পর্কে নিচের কোন বিশ্লেষণ টি গল্পে পাওয়া যায়  .....?
ক) সাধু
খ) মহাত্যাগী
গ) ফকির
ঘ) পির

উত্তর :–পির

৬) বলী কান্ধারী নানক কে বলেছিলেন ....?
ক) নিষ্টুর
খ) ভগবান
গ) কাফের
ঘ) সদগুরু

উত্তর :–কাফের

৭) গুরু নানক ঈশ্বর কে সম্বোধন করেছিলেন .....?
ক)  "জয় নিরঙ্কার" বলে
খ) "জয়সত্যসাই "  বলে
গ) " জয়ভবানীশংকর " বলে
ঘ) "জয় শ্রীভগবান" বলে

উত্তর :–জয় নিরঙ্কার বলে

৮) পাথর সরানোর পরে মদানা কী দেখতে পেয়েছিলেন ....?
ক) জলের ঝরনা
খ) গুপ্তধন
গ) বিষধর সাপ
ঘ) গুহমুখ

উত্তর :–জলের ঝরনা

৯) নানকের অনুচরসহ বসে থাকতে দেখা গিয়েছিল ....?
ক) বাবলাতলায়
খ) নদীর ধারে
গ) পাথরের উপরে
ঘ) কুঠির প্রাঙ্গণে

উত্তর :–বাবলাতলায়

১০) হাসান আব্দলের বর্তমান নাম ....?
ক) অমৃতসর
খ) চণ্ডীগড়
গ) গ্রন্থসাহেব
ঘ) পাঞ্জাসাহেব

উত্তর :–পাঞ্জাসাহেব

১১) নানকের গল্প নিয়ে গল্পের কথক কার সঙ্গে তর্ক করেছিলেন .......?
ক) মাস্টারমশাইয়ের সঙ্গে
খ) মা এর সঙ্গে
গ) বন্ধুর সঙ্গে
ঘ) গুরু নানকের সঙ্গে

উত্তর :–মাস্টারমশাইয়ের সঙ্গে

১২) পাঞ্জাসাহেবে কি হয়েছিল .....?
ক) অনশন
খ) সাকা
গ) আন্দোলন
ঘ) ধর্মঘট

উত্তর :–সাকা

১৩) " সাকা " হলেই অনিবার্য ছিল ......?
ক) সর্তাগ্রহ
খ) উপবাস
গ) অরন্ধন
ঘ) প্রাথনা

উত্তর :–অরন্ধন

১৪) নিরস্ত ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল কারা.......?
ক) পুলিশরা
খ) ডাকাতরা
গ) ফিরিঙ্গীরা
ঘ) স্বদেশীরা

উত্তর :–ফিরিঙ্গীরা

১৫) পাঞ্জা সাহেবে ট্রেন থামানোর জন্য কার কাছে আবেদন জানানো হয় ......?
ক) স্টেশন মাস্টারের কাছে
খ) ট্রেনের চালকের কাছে
গ) সরকারের কাছে
ঘ) স্থানীয় প্রশাসনের কাছে

উত্তর :–স্টেশন মাস্টারের কাছে

১৬) পাঞ্জা সাহেবের ট্রেনের গল্প কথক কে শুনিয়েছিলেন তার ......?
ক) মা
খ) মা – এর বান্ধবি
গ) মাষ্টারমশাই
ঘ) বন্ধু

উত্তর :–মা – এর বান্ধবি

১৭) বলী কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন ......?
ক) চারবার
খ) দুবার
গ) একবার
ঘ) তিনবার

উত্তর :–তিনবার

১৮) " কিন্তু তার কাকুতি মিনুটি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন " । তার দুশ্চিন্তার কারন ...?
 ক) মর্দানার অসুস্থতা
খ) মর্দানার খিদে – পাওয়া
গ) মর্দানার জলতেষ্টা
ঘ) মর্দানার বাড়ি ফেরার ইচ্ছা

উত্তর :–মর্দানার জলতেষ্টা

১৯) বলি কান্ধারি থাকতেন  .....?
ক) গুহার ভিতরে
খ) সমতলে
গ) পাহাড়চূড়ায়
ঘ) বনের মধ্যে

 উত্তর :–পাহাড়চূড়ায়

২০) নানক শিষ্য মর্দানাকে জলের জন্য কোথায় যেতে বলেন .....?
ক) সমুদ্রধারে
খ) নদীর ধারে
গ) পাহাড় চূড়ায়
ঘ) সমতলে

উত্তর :–পাহাড় চূড়ায়

২১) " আমি পির নানকের সঙ্গী "। বক্তা কে ?
ক) বলি কান্ধারি
খ) লেখক
গ) মর্দানা
ঘ) লেখকের মাষ্টারমশাই

উত্তর :–মর্দানা

২২) উনি রীতিমতো হতভম্ভ । " উনি কে " ?
ক) নানক
খ) মর্দানা
গ) বলি কান্ধারি
ঘ) লেখকের মা

উত্তর :–বলি কান্ধারি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন