শনিবার, ২৩ মে, ২০২০

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন MCQ প্রশ্ন ও উত্তর




:· আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) থিবস নদীর দরজা ছিল   ?
ক) সাতটি
খ) একটি
গ) পাঁচটি
ঘ) তিনটি

উত্তর :–সাতটি

২) মোহনীয় রোম ছিল ?
ক) জয়তোরনে ঠাসা
খ) ধার্মিকদের পিঠস্থান
গ) সোনার ঝকঝকে
ঘ) উপকথার দেশ

উত্তর :–জয়তোরনে ঠাসা

৩) " রাজারা কি পাথর ঘারে করে আন তো ? " যে প্রসঙ্গে এর উল্লেখ সেটি হল ?
ক) ব্রেবীলন
খ) সাত দরজাওয়ালা থীবস
গ) চীনের প্রাচীর
ঘ) রোম

উত্তর :–সাত দরজাওয়ালা থীবস

৪) দ্বিতীয় ফেডারিক জিতেছিলেন ?
ক) পাঁচ বছরের যুদ্ধে
 খ) তিন বছরের যুদ্ধে
গ) সাত বছরের যুদ্ধে
ঘ) এক বছরের যুদ্ধে

উত্তর :– সাত বছরের যুদ্ধে

৫) " সেখানে কি সবাই প্রসাদেই থাকত ? সেখানকার কথা বলা হয়েছে, সেটি হল  ?
ক) লিমা
খ) বাইজেন্টিয়াম
গ) ব্রেবলিন
ঘ) আইলান্টিস

উত্তর :–বাইজেন্টিয়াম

৬) ব্রাবলিন হলো  ?
ক) রাজার নাম
খ) রাজ্যর নাম
গ) জাতির নাম
ঘ) কোনোটিই নয়

উত্তর :–রাজ্যর নাম

৭) চীনের প্রাচীর তেরি কাজ শেষ হয়েছিল  ?
ক) সকাল বেলা
খ) রাতের বেলা
গ) সন্ধ্যা বেলা
ঘ) দিনের বেলা

উত্তর :–সন্ধ্যা বেলা

৮) " আটলান্টিস" হলো  ?
ক) মহাসাগর
খ) দ্বীপরাজ্য
গ) উপকথার রাজ্য
ঘ) রোমের রাজধানী

উত্তর :–উপকথার রাজ্য

৯) আলেকজান্ডার ছিলেন  ?
ক) ম্যাসিডনের রাজা
খ) রোমের রাজা
গ) ইতালির রাজা
ঘ) ভারতের রাজা

উত্তর :–ম্যাসিডনের রাজা

১০) আলেকজান্ডার জয় করেছিলেন  ?
ক) জাপান
খ) ভারত
গ) শ্রীলঙ্কা
ঘ) বাংলাদেশ

উত্তর :–ভারত

১১) গলদের নিপাত করেছিল  ?
ক) আলেকজান্ডার
খ) দ্বিতীয় ফেডারিক
গ) জুলিয়াস সিজার
ঘ) ফিলিপ

উত্তর :–জুলিয়াস সিজার

১২) ব্রেটলট ব্রেখট কবি ছাড়াও প্রখ্যাত ?
ক) ঔ পনাশিক
খ) নাট্যকার
গ) গল্পকার
ঘ) চিত্রশিল্পী

উত্তর :–নাট্যকার

১৩) " পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন " অনুবাদ - কবিতাটির অনুবাদক ?
ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
খ) জয় গোস্বামী
গ) অরুণ মিত্র
ঘ) শঙ্খ ঘোষ

উত্তর :–শঙ্খ ঘোষ

১৪) কবি শঙ্খ ঘোষের পোশাকি নাম হলো  ?
ক) চিত্র প্রিয় ঘোষ
খ) সত্য প্রিয় ঘোষ
গ) নিত্য প্রিয় ঘোষ
ঘ) বারিদদবরণ

উত্তর :–চিত্র প্রিয় ঘোষ

১৫) " কে বানিয়েছিল ....? কি ?
ক) ব্রবিলন
খ) থীবস
গ) চীনের প্রাচীর
ঘ) লিমা

উত্তর :–থীবস

১৬) " বইয়ে লেখা " কার নাম  ?
ক) রাজার
খ) রানীর
গ) রাজমিস্ত্রির
ঘ) রাধুনির

উত্তর :–রাজার

১৭) " কাদের জয় করলো সিজার " ? সিজার হলো ?
ক) রোমের নেতা
খ) মিশরের নেতা
গ) স্পেনের নেতা
ঘ) গ্রীক নেতা

উত্তর :–রোমের নেতা

১৮) " ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল " – কাদের উদ্দেশ্যে  ?
ক) রাজার
খ) নাবিকের
গ) ক্রীতদাস
ঘ) ঈশ্বর

উত্তর :–ক্রীতদাস

১৯) ভারত জয় করেছিল – কে  ?
ক) জুলিয়াস সিজার
খ) দ্বিতীয় ফেডারিক
গ) ফিলিপ
ঘ) আলেকজান্ডার

উত্তর :–আলেকজান্ডার

২০) " বিরাট আমাডা যখন ডুবলো "। তখন কে কেঁদেছিল ?
ক) সিজার
খ) আলেকজান্ডার
গ) ফিলিপ
ঘ) হামুরাবি

উত্তর :–ফিলিপ






৬টি মন্তব্য: