ক্রন্দনরতা জননীর পাশে MCQ প্রশ্ন ও উত্তর
ক) ক্রন্দনরতা
খ) স্নেহময়ী
গ) সুজলা - সুফলা
ঘ) জরা জীনা
উত্তর :– ক্রন্দনরতা
২) ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে ?
ক) লেখা লেখিকে
খ) বেঁচে থাকাকে
গ) নাগরিক হওয়াকে
ঘ) রাজনীতিকে
উত্তর :– লেখা লেখিকে
৩) নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল ?
ক) বেদনা
খ) সহানুভূতি
গ) ক্রোধ
ঘ) আর্তগিলানি
উত্তর :– ক্রোধ
৪) কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে পাওয়া গিয়েছিল
ক) নিজের বাড়িতে
খ) রাস্তায়
গ) জঙ্গলে শত্রু শিবিরে
ঘ) জঙ্গলে
উত্তর :– জঙ্গলে
৫) আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয় ?
ক) বৃষ্টি
খ) বিধির বিচার
গ) ঈশ্বরের শুভেচ্ছা
ঘ) চাঁদের টিপ
উত্তর :– বিধির বিচার
৬) নিখোঁজ মেয়ে টিকে জঙ্গলে পাওয়া গিয়েছিল ?
ক) গুলিবিদ্ধ অবস্থায়
খ) রক্তাক্ত অবস্থায়
গ) ছিন্ন ভিন্ন অবস্থায়
ঘ) অচৈতন্য অবস্থায়
উত্তর :– ছিন্ন ভিন্ন অবস্থায়
৭) কবিতায় জেগে উঠে ?
ক) কবির বিবেক
খ) কবির কল্পনা
গ) কবির প্রশ্ন
ঘ) কবির আকুতি
উত্তর :– কবির বিবেক
৮) নিজের বিবেক কে কবি যার সঙ্গে তুলনা করেছেন , তা হল ?
ক) ঝড়
খ) বারুদ
গ) বিদ্যুৎ
ঘ) আলো
উত্তর :– বারুদ
৯) কবির বিবেক জেগে ওঠার পট ভূমি হল ?
ক) সমাজ
খ) পরিবার
গ) কবিতা
ঘ) রাজনীতি
উত্তর :– কবিতা
১০) ক্রন্দনরতা জননী হলেন ?
ক) কবির মা
খ) শহীদের মা
গ) কবির সর্ব দেশ
ঘ) যে - কোনো নারী
উত্তর :– কবির সর্বদেশ
১১) কবি যার পাশে থাকতে চেয়েছেন ?
ক) দরিদ্র মানুষের
খ) ক্রন্দনরতা জননীর
গ) শহরের পাশে
ঘ) সমস্ত পৃথিবীবাসীর
উত্তর :– ক্রন্দনরতা জননীর
১২) “আমি তা পারিনা” । যা না পারার কথা বলা হয়েছে ?
ক) বিধির মুখাপেক্ষী হয়ে থাকা
খ) নিজের সুখ সন্ধান
গ) প্রতিবাদ বিমুখ হয়ে থাকা
ঘ) কবিতা লেখা
উত্তর :– বিধির মুখাপেক্ষী হয়ে থাকা
১৩) ছিন্নভিন্ন মেয়ে টিকে দেখে কবি তাকাতে চান না ?
ক) পৃথিবীর দিকে
খ) সমাজের দিকে
গ) জঙ্গলের দিকে
ঘ) আকাশের দিকে
উত্তর :– আকাশের দিকে
১৪) “বিবেক” বলতে বোঝানো হয়েছে ?
ক) অন্তআত্মাকে
খ) চিন্তা ধারাকে
গ) বোধকে
ঘ) মানসিকতাকে
উত্তর :– অন্তআত্মাকে
১৫) কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্য গ্রন্থের নাম ?
ক) জল পাই কাঠের এশ্রাইজ
খ) ঝরা পালক
গ) সোনার তরী
ঘ) সোনার মাছি খুন করেছি
উত্তর :– জলপাই কাঠের এশ্রাইজ
১৬) “ক্রন্দনরতা জননী পাশে” কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্য গ্রন্থ থেকে ?
ক) ধানক্ষেত
খ) সোনার বুদ্ধুদ
গ) এভাবে কাদে না
ঘ) সূর্যাস্তে নিমিত গৃহ
উত্তর :– ধানক্ষেত
১৭) ‘কেন তবে আঁকা আঁকি’ কথাটির অর্থ হলো ?
ক) না আঁকায় শ্রেয়
খ) আঁকা আঁকির অর্থ না বোঝা
গ) আঁকা অর্থ সময়ের অপচয়
ঘ) আঁকা আঁকি করাটাই অর্থহীন
উত্তর :– না আঁকায় শ্রেয়
১৮) “আমি তা পারিনা” । এ খানে আমি কে ?
ক) কবি
খ) পাঠক
গ) সচেতন মানুষ
ঘ) শ্রোতা
উত্তর :– কবি
১৯) কি জেগে উঠে ‘বিস্ফোরনের আগে’ ।
ক) আগ্নেয় গিরি
খ) কবির বিবেক
গ) জনগন
ঘ) প্রতিবাদী আন্দোলন
উত্তর :– কবির বিবেক
২০) কবির বারুদ জাগে ?
ক) বিস্ফোরনের মুহুর্তে
খ) বিস্ফোরনের আগে
গ) বিস্ফোরনের পরে
ঘ) বিস্ফোরনের পরিকল্পনায়
উত্তর :– বিস্ফোরনের আগে
No comments