Breaking News

রুপনারানের কুলে MCQ প্রশ্ন ও উত্তর





১) রুপ নারানের কূলে কবিতায় রূপনারান নদীটি কিসের প্রতিক ?

ক) কবির বাসস্থানের

খ) বিশ্ব সংসারের

গ) মৃত্যুর

ঘ)কল্পনার

উত্তর :– বিশ্ব সংসারের

২) কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন ?

ক) দর্পনে

খ) হৃদয়ে

গ) রক্তের অক্ষরে

 ঘ) পল্লীগ্রামে

উত্তর :– রক্তের অক্ষরে

৩) কবি রবীন্দ্রনাথ নিজেকে চিনেছেন  ?

ক) মানুষের সান্নিধ্যে

খ) অন্যকে ভালোবেসে

গ) কবিতার মধ্যে

ঘ) আঘাত ও বেদনায়

উত্তর :– আঘাত ও বেদনায়

৪) কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো  ?

ক) দুর্বোধ্য

খ) অজ্ঞেয়

গ) কঠিন

ঘ) ব্যাখার অতীত

উত্তর :– কঠিন

৫) “রূপনারানের কূলে”  কবিতাটি যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল ?

ক) প্রান্তিক

খ) জন্মদিন

গ) শেষ লেখা

ঘ) শেষ সপ্তক

উত্তর :– শেষ লেখা

৬) “রূপনারানের কূলে” কবিতাটি কাব্য গ্রন্থের কত সংখ্যক কবিতা ?

ক) ১১

খ) ১৩

গ) ১২

ঘ) ১৪

উত্তর :– ১১

৭)কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন ?

ক) গোদাবরী কূলে

খ) কাবেরীর কূলে

গ) রূপনারানের কূলে

ঘ) দামোদরের কূলে

উত্তর :– রূপনারানের কূলে

৮) “রূপনারানের কূলে” কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হল ?

ক) সোনার

খ) রক্তের

গ) জলের

ঘ) শিক্ষার

উত্তর :– রক্তের

৯) “চিনিলাম ––––”

ক) আপনারে

খ) তোমারে

গ) তাহারে

ঘ) সকলে

উত্তর :– আপনারে

১০) যে কখনো বঞ্চনা করে না  , সে হল  ?

ক) মিথ্যা

খ) বন্ধু

গ) জননী

ঘ) সত্য

উত্তর :– সত্য

১১) “রূপনারানের কূলে” কবিতাটি রচিত হয় ?

ক) ২৮ মে , ১৯৪১

খ) ৩০ মে  , ১৯৪১

গ) ১৬ মে , ১৯৪১

ঘ) ১৩ মে , ১৯৪১

উত্তর :– ১৩ মে , ১৯৪১

১২) “রূপনারানের কূলে” কবিতাটি রচিত হয় ?

ক) কলকাতায়

খ) শান্তিনিকেতনে

গ) কালিম্পং_ এ

ঘ) কাশিয়াং _এ


উত্তর :– শান্তিনিকেতনে





2 comments: