Breaking News

ভারতের আইন বিভাগ MCQ প্রশ্ন ও উত্তর





উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ভারতের আইন বিভাগ কয়েকটি Mcq  প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) ভারতের পার্লামেন্টের  নিম্নকক্ষের নাম হলো ?

ক) লোকসভা

খ) রাজ্য সভা

গ) বিধানসভা

ঘ) বিধান পরিষদ

উত্তর :– লোকসভা

২) ভারতের পার্লামেন্টের  উচ্চকক্ষের নাম হলো ?

ক) সিনেট

খ) লডসভা

গ) রাজ্যসভা

ঘ) বিধান পরিষদ

উত্তর :– রাজ্যসভা

৩) লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো ?

ক) ৫৫০জন

খ)  ৫৫২ জন

গ) ৫৫৫ জন

ঘ) ৫৬০ জন

উত্তর :– ৫৫২ জন

৪) লোকসভার বর্তমান সদস্য সংখ্যা হলো ?

ক) ৫৪৫ জন

খ)  ৫৫০ জন

গ) ৫৫৫ জন

ঘ) ৫৫৩  জন

উত্তর :– ৫৪৫ জন

৫) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো ?

ক) ২৪০ জন

খ) ২৪৫ জন

গ) ২৫০ জন

ঘ) ২৫২ জন

উত্তর :– ২৫০ জন

৬) রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হলো ?

ক) ২৩০ জন

খ) ২৩৫ জন

গ) ২৪০ জন

ঘ) ২৪৫ জন

উত্তর :– ২৪৫ জন

৭) লোকসভার সদস্য হওয়ার জন্য পদ প্রাথির নুন্যতম বয়স হতে হবে ?

ক) ১৮ বছর

খ) ২৫ বছর

গ) ২৮ বছর

ঘ) ৩০ বছর

উত্তর :– ২৮ বছর

৮) রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদ প্রাথির নুন্যতম বয়স হতে হবে ?

ক) ১৮ বছর

খ) ২০ বছর

গ) ২৫ বছর

ঘ) ৩০বছর

উত্তর :– ৩০বছর

৯) অঙ্গরাজ্যগুলি থেকে লোকসভায় নির্বাচিত হন সর্বাধিক

ক) ৫০০ জন

খ) ৫৩০ জন

গ) ৫৫০ জন

ঘ) ৫৫২ জন

উত্তর :– ৫৩০ জন

১০) লোকসভার সাধারণ কার্যকাল মেয়াদ হলো ?

ক) ৪ বছর

খ) ৫ বছর

গ) ৬ বছর

ঘ) ৮ বছর

উত্তর :– ৫ বছর

১১) রাজ্যসভার  সাধারণ কার্যকাল মেয়াদ হলো ?

ক) ৬ বছর

খ) ৭ বছর

গ) ৮ বছর

ঘ) ১০ বছর

উত্তর :– ৬ বছর

১২) রাজ্যসভা অর্থবিল কে আটকে রাখতে পারে ?

ক) ১০ দিন

খ) ১২ দিন

গ) ১৪ দিন

ঘ) ১৫ দিন

উত্তর :– ১৪ দিন

১৩) যার সম্মতি ছাড়া সংসদের ভিতরে কোনো সংসদ কে গ্রেফতার করা যায় না , তিনি হলেন ?

ক) রাষ্ট্রপতি

খ) উপরাষ্ট্রপতি

গ) স্পিকার

ঘ) প্রধানমন্ত্রী

উত্তর :– স্পিকার

১৪) শুধুমাত্র লোকসভা যে বিল পাশ করতে পারেন , সেটি হল

ক) অর্থবিল

খ) ভূমিবিল

গ) রাজ্য পুনগঠন বিল

ঘ) বিবাহ বিষয়ক বিল

উত্তর :– অর্থবিল

১৫) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে যে রাজ্য ?

ক) পশ্চিমবঙ্গে

খ) ত্রিপুরায়

গ) বিহারে

ঘ) ওড়িশায়

উত্তর :– বিহারে

১৬) বিধানসভার নেতা হলেন ?

ক) প্রধানমন্ত্রী

খ) মুখ্যমন্ত্রী

গ) রাষ্ট্রপতি

ঘ) উপরাষ্ট্রপতি

উত্তর :– মুখ্যমন্ত্রী

১৭) বিধানসভার যিনি সভা চালান , তাকে বলা হয় ?

ক) স্পিকার

খ) সভাপতি

গ) রাজ্যপাল

ঘ) মুখ্যমন্ত্রী

উত্তর :– স্পিকার

১৮) বিধানসভার সদস্য হওয়ার জন্য পদ প্রথীর বয়স হতে হবে ?

ক) ১৮ বছর

খ) ২০ বছর

গ) ২৫ বছর

ঘ) ৩০ বছর

উত্তর :– ২৫ বছর

১৯ ) বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হলো ?

ক) ২৫০ জন

খ) ২৯০ জন

গ) ২৯২ জন

ঘ) ২৯৪ জন

উত্তর :– ২৯৪ জন

২০) সাধারনত ভাবে ১ বছরে যতবার বিধানসভার অধিবেশন ডাকতে হয় ?

ক) ২ বার

খ) ৩ বার

গ) ৪ বার

ঘ) ৫ বার

উত্তর :– ২ বার

২১) বর্তমানে লোকসভার অধ্যক্ষের মাসিক বেতন কত ?

ক) ১,২৫,০০০ টাকা

খ) ১,৩০,০০০ টাকা

গ) ১,৪০,০০০ টাকা

ঘ) ১,৫০,০০০ টাকা

উত্তর :– ১,২৫,০০০ টাকা

২২) সংসদীয় কমিটি গুলির প্রধান কে ?

ক) সংসদীয় মন্ত্রী

খ) লোকসভার অধ্যক্ষ

গ) রাজ্যসভার চেয়ারম্যান

ঘ) প্রধানমন্ত্রী

উত্তর :– লোকসভার অধ্যক্ষ



1 comment: