Breaking News

ভারতের বিচার বিভাগ MCQ প্রশ্ন ও উত্তর





:· উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ভারতের বিচার বিভাগ কয়েকটি Mcq  প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।


১) ভারতের বিচার ব্যাবস্থার শীর্ষে রয়েছে
ক) সুপ্রিমকোর্ট
খ) হাইকোর্ট
গ) লোক আদালত
ঘ) ক্রেতা সুরক্ষা আদালত
উত্তর :–সুপ্রিমকোর্ট


২) ভারতের বিচার ব্যাবস্থার প্রকৃতি হলো
ক) খণ্ডিত
খ) অখণ্ড
গ) ধৈত
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর :–অখণ্ড

৩) সুপ্রিমকোর্টের বিচারপতি দের নিয়োগ করেন
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) উপরাষ্ট্রপতি
ঘ) স্পিকার
উত্তর :–রাষ্ট্রপতি

৪) সুপ্রিমকোর্টের বিচারপতি সংখ্যা হলো
ক) ২৬ জন
খ) ২৭ জন
গ) ২৮ জন
ঘ) ৩০ জন
উত্তর :–২৬ জন

৫) সুপ্রিমকোর্টের বিচারপতি দের অবসর গ্রহনের বয়স হলো
ক) ৬০ বছর
খ) ৬২ বছর
গ) ৬৫ বছর
ঘ) ৭০ বছর
উত্তর :–৬৫ বছর


৬) বিচারপতিদের পদ্চুত করে সরকারের
ক) শাসন বিভাগ
খ) আইন বিভাগ
গ) বিচার বিভাগ
ঘ) জনগণ
উত্তর :–আইন বিভাগ

৭) ভারতের সর্বোচ্চ আপিল আদালত হলো
ক) সুপ্রিমকোর্ট
খ) হাইকোর্ট
গ) লোক আদালত
ঘ) ক্ষেতা সুরক্ষা আদালত
উত্তর :–সুপ্রিমকোর্ট

৮) ভারতের সংবিধানের ব্যাখা কর্তা হলো বা হলেন
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) আইনমন্ত্রী
ঘ) সুপ্রিমকোর্ট
উত্তর :–সুপ্রিমকোর্ট

৯) সুপ্রিমকোর্টের কার্যক্ষেত্রের সংখ্যা হলো
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
উত্তর :– ৪ টি

১০) সুপ্রিমকোর্টের আপিল এলাকার সংখ্যা হলো
ক) ৩ টি
খ) ৪ টি
গ) ৫ টি
ঘ) ৬ টি
উত্তর :–৪ টি

১১) রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিবাদ মীমাংসা করেন
ক) প্রধানমন্ত্রী
খ) আইনমন্ত্রী
গ) সুপ্রিমকোর্ট
ঘ) হাইকোর্ট
উত্তর :–সুপ্রিমকোর্ট

১২) রাজ্যর সর্বোচ্চ আদালত হলো
ক) সুপ্রিমকোর্ট
খ) হাইকোর্ট
গ) লোক আদালত
ঘ) ক্ষেতা সুরক্ষা আদালত
উত্তর :–হাইকোর্ট

১৩) হাইকোর্টের বিচারপতি দের নিয়োগ করেন
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) উপরাষ্ট্রপতি
ঘ) আইনমন্ত্রী
উত্তর :–রাষ্ট্রপতি

১৪) হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার সময় রাষ্ট্রপতি আলোচনা করেন
ক) সংশ্লিষ্ট রাজ্যর মুখ্যমন্ত্রীর সঙ্গে
খ) সংশ্লিষ্ট রাজ্যর রাজ্যপালের সঙ্গে
গ) সংশ্লিষ্ট রাজ্যর  অধ্যক্ষের সঙ্গে
ঘ) সংশ্লিষ্ট রাজ্যর  আইনমন্ত্রীর সঙ্গে
উত্তর :–সংশ্লিষ্ট রাজ্যর রাজ্যপালের সঙ্গে

১৫) বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা হলো
ক) ১৮
খ) ২০
গ) ২১
ঘ) ২৫
উত্তর :–২১

১৬) হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স হলো
ক) ৬০ বছর
খ) ৬২ বছর
গ) ৬৫ বছর
ঘ) ৭০ বছর
উত্তর :–৬২ বছর

১৭) রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি দের নিয়োগ করেন
ক) ১ বছর
খ) ২ বছর
গ) ৩ বছর
ঘ) ৪ বছর
উত্তর :– ২ বছর

১৮) হাইকোর্টের ক্ষমতার এলাকা হলো
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
উত্তর :–২ টি

১৯) মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট লেখ জারি করে
ক) ৩ টি
খ) ৪ টি
গ) ৫ টি
ঘ) ৭ টি
উত্তর :–৫ টি

২০) জেলার সর্বোচ্চ আদালত হলো
ক) দায়রা আদালত
খ) ন্যায় পঞ্চায়েত
গ) জেলা জজের আদাল
ঘ) মৃন্সফ আদালত
উত্তর :–জেলা জজের আদাল

২১) লোক আদালত প্রথম গঠিত হয়েছিল
ক) কলকাতায়
খ) মুম্বাইতে
গ) দিল্লিতে
ঘ) চেন্নাইয়ে
উত্তর :–দিল্লিতে

২২) বড়ো বড়ো শহরে দেওয়ানী মামলার বিচার হয়
ক) নগর দেওয়ানী আদালতে
খ) জেলা জজের আদালতে
গ) ন্যায় পঞ্চায়েতে
ঘ) দায়রা আদালতে
উত্তর :–নগর দেওয়ানী আদালতে

২৩) পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে
ক) ত্রিপুরা
খ) নাগাল্যান্ড
গ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
ঘ) মনিপুর
উত্তর :–আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

২৪) জেলার বিচারপতিকে নিয়োগ করেন
ক) রাজ্যপাল
খ) রাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) মুখ্যমন্ত্রী
উত্তর :–রাজ্যপাল

২৫) ভারতের সুপ্রিমকোর্টের কার্যক্ষেত্রকে কটি ভাগে ভাগ করা যেতে পারে
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
উত্তর :–৪

২৬) বিশেষ উদ্দেশ্যসাধক আদালত হিসেবে অভিহিত করা হয়
ক) সুপ্রিমকোর্ট
খ) হাইকোর্ট
গ) লোক আদালত
ঘ) ক্ষেতা সুরক্ষা আদালত
উত্তর :–ক্ষেতা সুরক্ষা আদালত


No comments