Breaking News

ভারতের শাসন বিভাগ MCQ প্রশ্ন ও উত্তর





  উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ভারতের শাসন বিভাগ কয়েকটি MCQ  প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) ভারতের রাষ্ট্রপ্রধান হলেন ?

ক) প্রধানমন্ত্রী

খ) রাষ্ট্রপতি

গ) উপরাষ্ট্রপতি

ঘ) মন্ত্রীপরিষদ

উত্তর :– রাষ্ট্রপতি

২) ভারতের শাসন বিভাগের নামসর্বস্ব শাসক হলেন ?

ক) রাষ্ট্রপতি

খ) প্রধানমন্ত্রী

গ) উপরাষ্ট্রপতি

ঘ) কাবিনেট

উত্তর :– রাষ্ট্রপতি

৩) রাষ্ট্রপতি লোকসভায় ইঙ্গ ভারতীয় সদস্য দের মধ্যে থেকে মনোনীত করতে পারেন ?

ক) ১ জন

খ) ২ জন

গ) ৩ জন

ঘ) ৫ জন

উত্তর :– ২ জন

৪) পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন ?

ক) রাষ্ট্রপতি

খ) স্পিকার

গ) প্রধানমন্ত্রী

ঘ) প্রধান বিচারপতি

উত্তর :– রাষ্ট্রপতি

৫) রাজ্য সভায় সভপতিত্ব করেন ?

ক) রাষ্ট্রপতি

খ) উপরাষ্ট্রপতি

গ) স্পিকার

ঘ) প্রধানমন্ত্রী

উত্তর :– উপরাষ্ট্রপতি

৬) রাজ্য সভায় যিনি  সভপতিত্ব করেন , তার পদটিকে বলা হয় ?

ক) স্পিকার

খ) ডেপুটি স্পিকার

গ) চেয়ারম্যান

ঘ) সভাপতি

উত্তর :– চেয়ারম্যান

৭) পার্লামেন্টে যোথ অধিবেশন আহ্বান করেন ?

ক) রাষ্ট্রপতি

খ) উপরাষ্ট্রপতি

গ) স্পিকার

ঘ) প্রধানমন্ত্রী

উত্তর :– রাষ্ট্রপতি


৮) অর্থবিল  প্রশ্নে সাটিফিকেট প্রদান করেন ?

ক) স্পিকার

খ) প্রধানমন্ত্রী

গ) অর্থমন্ত্রী

ঘ) রাষ্ট্রপতি

উত্তর :– স্পিকার

৯) ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ?

ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ

খ) ডঃ রাধাকৃষ্ণ

গ) এ . পি . জে আব্দুল কালাম

ঘ) প্রতিভা দেবী সিং পাতিল

উত্তর :– ডঃ রাজেন্দ্র প্রসাদ

১০) লোকসভার প্রথম স্পিকার হলেন ?

ক) জি . ভি . মভলংকর

খ) মিরাকুমার

গ) সুকুমার সেন

ঘ) সোমনাথ চ্যাটার্জি

উত্তর :– জি . ভি . মভলংকর

১১) ভারতের রাষ্ট্রপতি পদের পদ প্রার্থীর নুন্যতম বয়স হলো

ক) ২৫ বছর

খ) ৩০ বছর

গ) ৩৫ বছর

ঘ) ৪০ বছর

উত্তর :– ৩৫ বছর

১২) ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন ?

ক) প্রধানমন্ত্রী

খ) মন্ত্রী পরিষদ

গ) উপরাষ্ট্রপতি

ঘ) সুপ্রিমকোর্ট

উত্তর :– প্রধানমন্ত্রী

১৩) রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন

ক) প্রধানমন্ত্রী

খ) সুপ্রিমকোর্ট

গ) উপরাষ্ট্রপতি

ঘ) মন্ত্রী পরিষদ

উত্তর :– উপরাষ্ট্রপতি

 ১৪) কোনো অঙ্গরাজ্যর নামসর্বস্ব শাসক হলেন ?

ক) রাজ্যপাল

খ) মুখ্যমন্ত্রী

গ) স্পিকার

ঘ) মন্ত্রী পরিষদ

উত্তর :– রাজ্যপাল

১৫) অঙ্গরাজ্য প্রকৃত শাসক হলেন ?

ক) রাজ্যপাল

খ) মুখ্যমন্ত্রী

গ) হাইকোর্টের প্রধান বিচারপতি

ঘ) স্পিকার

উত্তর :– রাজ্যপাল

১৬) রাজ্যপালর প্রধান পরামর্শ দাতা হলেন ?

ক) মুখ্যমন্ত্রী

খ) রাষ্ট্রপতি

গ) প্রধানমন্ত্রী

ঘ) পুলিশমন্ত্রী

উত্তর :– মুখ্যমন্ত্রী

১৭) " সেচ্ছাদিন ক্ষমতা " ভোগ করেন ?

ক) রাজ্যপাল

খ) রাষ্ট্রপতি

গ) প্রধানমন্ত্রী

ঘ) মুখ্যমন্ত্রী

উত্তর :– রাজ্যপাল

১৮) রাজ্যপালকে নিয়োগ করেন ?

ক) প্রধানমন্ত্রী

খ) মুখ্যমন্ত্রী

গ) রাষ্ট্রপতি

ঘ) উপরাষ্ট্রপতি

উত্তর :– রাষ্ট্রপতি

১৯) রাজ্যপালের সাধারনভাবে কার্য কালের মেয়াদ হলো ?

ক) ৪ বছর

খ) ৫ বছর

গ) ৬ বছর

ঘ) ৮ বছর

উত্তর :– ৫ বছর

২০) রাজ্যর মন্ত্রীদের নিযুক্ত করেন ?

ক) প্রধানমন্ত্রী

খ) মুখ্যমন্ত্রী

গ) রাষ্ট্রপতি

ঘ) উপরাষ্ট্রপতি

উত্তর :– মুখ্যমন্ত্রী

২১) রাজ্যপাল দায়বোধ থাকেন ?

ক) প্রধানমন্ত্রী কাছে

খ) মুখ্যমন্ত্রী  কাছে

গ) রাষ্ট্রপতি কাছে

ঘ) উপরাষ্ট্রপতি কাছে

উত্তর :– রাষ্ট্রপতি কাছে

২২) রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন ?

ক) প্রধানমন্ত্রী

খ) মুখ্যমন্ত্রী

গ) রাষ্ট্রপতি

ঘ) রাজ্যপাল

উত্তর :– রাজ্যপাল

২৩) মুখ্যমন্ত্রী স্বাভাবিক ভাবে কার্য কালের মেয়াদ হলো

ক) ৪ বছর

খ) ৫ বছর

গ) ৬ বছর

ঘ) ৮ বছর

উত্তর :– ৫ বছর

২৪) রাজ্য প্রশাসনের শীর্ষে রয়েছেন ?

ক) রাজ্যপাল

খ) মুখ্যমন্ত্রী

গ) মুখ্যসচিব

ঘ) মন্ত্রীপরিষদ

উত্তর :– রাজ্যপাল

২৫) যার সম্মতি ছাড়া রাজ্য আইনসভায় অর্থবিল পেশ হয় না , তিনি হলেন ?

ক) রাষ্ট্রপতি

খ) রাজ্যপাল

গ) মুখ্যমন্ত্রী

ঘ) মন্ত্রীপরিষদ

উত্তর :– রাজ্যপাল

২৬) ভারতের যুদ্ধ ঘোষনা কে করতে পারেন ?

ক) প্রধানমন্ত্রী

খ) রাষ্ট্রপতি

গ) প্রতিরক্ষা মন্ত্রী

ঘ) স্থলবাহিনির প্রধান

উত্তর :– রাষ্ট্রপতি



2 comments: