সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

স্থানীয় স্বয়ওশাসন MCQ প্রশ্ন ও উত্তর





:· উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান স্থানীয় স্বয়ওশাসন কয়েকটি Mcq  প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যাবস্থার স্তর সংখ্যা হলো
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) কোনো স্তর নেই
উত্তর :–৩ টি

২) পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান বলা হয়
ক) গ্রামপ্রধান
খ) সরপঞ্জ
গ) সভাপতি
ঘ) চেয়ারম্যান
উত্তর :–গ্রামপ্রধান

৩) গ্রাম পঞ্চায়েতের সভা বসে মাসে
ক) দুই বার
খ) অন্তত একবার
গ) তিনবার
ঘ) চারবার
উত্তর :–অন্তত একবার

৪) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন
ক) প্রধান
খ) সচিব
গ) SDO
ঘ) BDO
উত্তর :–BDO

৫) গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে সহায়তা করেন
ক) প্রধান
খ) উপপ্রধান
গ) কর্মসচিব
ঘ) বিডিও
উত্তর :–কর্মসচিব

৬) গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হলো
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর
উত্তর :–৫ বছর

৭) পঞ্চায়েত সমিতির প্রধান হলেন
ক) সভাপতি
খ) সভাধিপতি
গ) প্রধান
ঘ) এসডিও
উত্তর :–সভাপতি

৮) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারীক হলেন
ক) এসডিও
খ) বিডিও
গ) সভাপতি
ঘ) ডিএম
উত্তর :–বিডিও

৯) জেলা পরিষদের প্রধান হলেন
ক) সভাপতি
খ) সভাধিপতি
গ) প্রধান
ঘ) বিডিও
উত্তর :–সভাধিপতি

১০) জেলা পরিষদের  প্রশাসনিক কর্মকর্তা হলেন
ক) বিডিও
খ) এসডিও
গ) ডিএম
ঘ) কর্মসচিব
উত্তর :–ডিএম

১১) পঞ্চায়েতে কত গুলি সভায় হাজির না থাকলে সদস্যপদ বাতিল হয়
ক) ২ টি
খ) পরপর ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
উত্তর :–পরপর ৩ টি

১২) গ্রাম পঞ্চায়েত গঠিত হয়
ক) ৫–৩০ জন সদস্য নিয়ে
খ) ৫–৩৫ জন সদস্য নিয়ে
গ) ৩–৩০ জন সদস্য নিয়ে
ঘ) ৫–৪০ জন সদস্য নিয়ে
উত্তর :–৫–৩০ জন সদস্য নিয়ে

১৩) জেলা পরিষদের কার্যকাল বাড়ানো যায়
ক) ২ মাস
খ) ৩ মাস
গ) ৬ মাস
ঘ) ১২ মাস
উত্তর :– ৬ মাস

১৪) বর্তমানে পৌরসভার সদস্য দের বলা হয়
ক) মেয়র
খ) চেয়ারম্যান
গ) কাউন্সিলার
ঘ) কমিশনার
উত্তর :–চেয়ারম্যান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন